Course Content
নবজাতক ও শিশু রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতা
0/12
নবজাতক ও শিশু রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
About Lesson

মস্তিষ্কে জল সঞ্চয় (হাইড্রোকেফালাস) রোগের সফল চিকিৎসা ও তার প্রমাণ।

রোগীঃ পরিচয় প্রকাশের অনুমতি নেয়া হয়নি।

বয়সঃ ৪ মাস ১৫ দিন, ছেলে শিশু, আইডিঃ ৩০০৬

USG- Brain: Triventricular hydrocephalus may be due to aqueductal stenosis

রোগ লক্ষণ সমূহঃ

১। মাথা বড় মাথা সোজা রাখতে কষ্ট বার বার হেলে পরে।

২। ঘার বেশি ঘামে, বালিশ ভিজে।

৩। আসর অয়াক্ত থেকে বিরক্ত করে।

৪। খাবার বেশ ভাল খায়।

৫। নাকের পাখা ফোলা ও নরে।

Join the conversation