লিভার বৃদ্ধি ও কিডনিতে সিস্টের চিকিৎসায় হোমিওপ্যাথির সাফল্য | Hepatomegaly | Renal cyst | HD Homeo
Patient ID: 3659
রফিকুল ইসলাম নামে ৪৫ বছর বয়সী একজন রোগী লিভার বৃদ্ধি ও ডান কিডনিতে সিস্ট নিয়ে এইচডি হোমিও সদনে চিকিৎসার জন্য আসে।
তার কষ্টকর লক্ষণগুলো হলো,
বুকে ও হাইপোকন্ড্রিয়া রিজনে চাপবোধ, কোনো কিছুতেই স্বস্তি পায় না,
দুপুর ২-৪ টা পর্যন্ত বেশী খারাপ লাগে,
কোমরে ব্যথা চাপনে ও নড়াচড়া করলে উপশম, অনেকক্ষণ বসে থাকলে বা শুয়ে থাকলে বৃদ্ধি।
সকল ব্যথা গরম সেঁকায় উপশম হয়, খাবারে রুচি কম,
পিপাসা স্বাভাবিক, রাত ১.৫/২ টার দিকে ঘুম ভেঙ্গে যায়,
তখন আর ঘুম হয়না যার ফলে অস্থির লাগে ছটফট করতে থাকি।
পায়খানার রাস্তা ফুলে গিয়েছে, ঘাড়ে ক্ষুদ্র ক্ষুদ্র আঁচিল আছে,
সার্বদৈহিক লক্ষণগুলো বিকাল ৪ – ৮ টা পর্যন্ত বৃদ্ধি হয়,
গ্যাস্ট্রিকের ফলে বুকের মধ্যে জ্বালাপোড়া করে ও চাপবোধ হয়,
রোগী দুশ্চিন্তা প্রবণ, অতঃপর এ রোগী এইচডি হোমিও সদন থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে।
এটা নিঃসন্দেহে হোমিওপ্যাথির অনেক বড় সাফল্য।
🔴 হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম করুন | অনলাইন সেন্টার স্থাপন করুন
✅ প্রথম ভিডিও- কি শিখবো, কেন শিখবো ও কিভাবে শিখবো? • ১ হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম কর…
✅ দ্বিতীয় ভিডিও- সফটওয়ার টিউটোরিয়ালঃ • ২ হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম কর…
✅ তৃতীয় ভিডিও- কিভাবে ইনকাম করবোঃ • অনলাইন সেন্টার নিতে কত টাকা লাগে? | র…
🏠 HD হোমিও সদন, ১২ আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা ১২০৩
⏰ রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে রাত ৯ টা। 📞 ফোন- 01978789494, 01978789393
Whatsapp: https://wa.me/+8801978789494
Facebook: https://www.facebook.com/hdhomeo1
2nd Facebook: https://www.facebook.com/hdhomeostudies
3rd Facebook: https://www.facebook.com/hdhealth.org
Website: https://www.hdhomeo.com/
2nd Website: https://hdhealth.org/
Appointment: https://hdhealth.org/hospital/fronten… #HD_Homeo_Sadan, #Hepatomegaly, #Homeopathy, #Treatment,