ক্রেডল ক্যাপ বা ক্রাস্টা লেকটা কি? | What is Cradle cap or Crusta lactea?
ক্রেডল ক্যাপ হলো শিশুর মাথার ত্বকে খসখসে বা তৈলাক্ত আঁশযুক্ত চটা, যা থেকে প্রতিনিয়ত চামড়ার টুকরা বা চলটা খসে পরে। এতে কোন ব্যথা বা চুলকানি নেই। ক্রেডল ক্যাপ সাধারণত কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে নিজেই পরিষ্কার হয়ে যায়। যদি ১ মাসের মধ্যে আরোগ্যের লক্ষণ দেখা না দেয় অথবা জটিলতা দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ক্রেডল ক্যাপ সংক্রামক ও ছোঁয়াচে রোগ নয়।
শিশুকে নিয়মিত হালকা শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে দিতে হবে, আলগা চামড়া পরিস্কার করে দিতে হবে কিন্তু আঁচড়িয়ে কোনো চামড়া বা চলটা উঠানো যাবে না।
ক্রেডল ক্যাপ বা ক্রাস্টা লেকটা হওয়ার কারণসমূহ | Causes of cradle cap:
ক্র্যাডেল ক্যাপে আক্রান্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হয় হরমোন সংক্রান্ত কারণ, যা মায়ের নিকট থেকে শিশুর কাছে যায়। এ হরমোনসমূহ তেল গ্রন্থি এবং চুলের ফলিকলে অতিরিক্ত তেল (সেবাম) উৎপাদন করার ফলে এ রোগ হতে পারে।
আরেকটি কারণ ম্যালাসেজিয়া নামক ছত্রাক হতে পারে যা তেল গ্রন্থি সেবামে বৃদ্ধি পায়।
ক্রেডল ক্যাপের লক্ষণসমূহ | Symptoms of Cradle Cap:
ক্রেডল ক্যাপের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে:
- মাথার ত্বকে প্যাচি স্কেলিং বা পুরু ক্রাস্ট বা চলটা খসে পড়া।
- তৈলাক্ত বা শুষ্ক ত্বক সাদা বা হলুদ আঁশ দিয়ে আবৃত থাকে।
- অনুরূপ আঁশ কান, চোখের পাতা, নাক এবং কুঁচকিতেও থাকতে পারে।
- চামড়ায় হালকা লালভাব উৎপন্ন হয়।
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক | CRUSTA, LACTEA : (1) |
অর্থ | ক্রুস্টা লেকটা বা মাথায় চলটা উঠা। |
ঔষধ | 3 Staph |
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন