Serum (সিরাম)

S G P T (Serum Glucotamic Pyruvic Transminase):

স্বাভাবিক মান:

  • Normal Value = 9 to 32 I U

বৃদ্ধি পায়:

  • Viral Hepatitis,
  • লিভার সেরসিস হলে।

 

G. T. O. (Serum Glutamic Oxaloacetic Transminase):

 

স্বাভাবিক মান:

  • Normal Value = 10  to  40 I U (International Unit)

বৃদ্ধি পায়:

  • যকৃতের কোষ বিনষ্ট হলে,
  • ভাইরাস ঘটিত যকৃত প্রদাহ,
  • লিভার সিরসিস,
  • হার্ডের কলা বিনষ্ট,
  • করনারি ধমনিতে প্রয়জনের চেয়ে কম রক্ত চলাচল,
  • মাংসপেশীর ব্যাধি বা আঘাতে ।

কমে যায়:

  • যকৃত উত্তর প্রতিবন্ধকতা জনিত জন্ডিস।

সফল রোগীর ভিডিও প্রমাণ

Serum Urik Acid (সিরাম ইউরিক এসিড):

স্বাভাবিক মান:

  • Normal Value = 5 – 4.5 mg/100ml of blood

বৃদ্ধি পায়:

  • বাত বা গেঁটে বাত,
  • নেফ্রাইটিস,
  • এক্লামসিয়া ইত্যাদি রোগে ।

 


 

Serum phosphatase (সিরাম ফসফেট): 

স্বাভাবিক মান:

Normal Value =

  • এসিটিক-1 to 3 K. A.(King Armstrong)Unit
  • অ্যাল্কালাইন- 3 to 13 A.

বৃদ্ধি পায়:

  • কোন কোন প্রস্টেটের কারসিনমায়,
  • অস্টিওব্লাস্টিক ক্রিয়ার বৃদ্ধিতে (বোন সারকমা, রিকেট প্রভৃতি)
  • অবস্ট্রাক্টিভ জন্ডিস রোগে,
  • যকৃতের ক্যান্সারে অ্যাল্কালাইন ফস্ফেটেজ অনেকগুন বেরে যায় ।

কমে যায়:

  • হাইপারথাইরডিজম,
  • পুষ্টিহীনতা,
  • হাইপফস্ফেটেমিয়া ব্যাধি অবস্থায়।

 

[PGPP id=1214]

 

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *