ডায়োস্কোরিয়া ভিল্লোসা DIOSCOREA VILLOSA [Dios]

উদরের কলিক ব্যথা পিছনের দিকে বাকা হলে বা সোজা হয়ে দাঁড়ালে উপশম,
তীক্ষ্ণ, কেটে ফেলার মত, মোচড়ান, খামচান অথবা যাঁতায় পেষার মত বেদনা, ব্যথা বিভিন্ন দিকে ছুটে যায় বা ছড়িয়ে পড়ে, ব্যথা থেকে থেকে হয়, ব্যথার স্থান পরিবর্তন করে।
কলিজায় ব্যথা আরম্ভ হয়ে ডান স্তনের বোঁটায় ছুটে যায়।
ঘাড়ে ভীষন ব্যথা, নড়াচড়ায় উপশম।
হ্রদপিন্ডের ব্যথা উভয় বাহুতে ছড়িয়ে পড়ে, এনজাইনা পেক্টোরিসের সহিত পেট ফাঁপা।

যুবক বা বৃদ্ধ যাদের হজমশক্তি দুর্বল তাদের পক্ষে উপযোগী। দিনের খাওয়া খেলে বা কোন কিছু খেলে বিশেষতঃ যারা চা খায় তাদের পেটে বায়ু জমে। তাদের পেটে ভয়ানক শূলবেদনা হয় তাদের পক্ষে উপযোগী ।

তলপেটে নাভীর চারপাশে খামচানো মত ব্যথা ।

পেটে ভয়ানক মোচড় দেওয়া ব্যথা, নির্দিষ্ট সময় বাদে বাদে উপস্থিত হয় যেন কোন শক্ত হাত দিয়ে চেপে ধরে মুচড়ে দিচ্ছে এমন অনুভূতি হয়।

পেটে শূলব্যথা— সামনে ঝুঁকলে বা শুলে বেড়ে যায়; সোজা হয়ে দাঁড়ালে বা পিছনে ঝুঁকলে ঐ ব্যথা কমে (কলোসিন্থের বিপরীত)।

নিদ্রিত অবস্থায় শুক্রপাত; সারারাত স্ত্রীলোক সম্পর্কীয় রমনীয় স্বপ্ন দেখে (ষ্ট্যাফি); হাঁটু দুর্বল, জননেন্দ্রিয় শীতল, অত্যন্ত হতাশাগ্রস্ত (ষ্ট্যাফি)।

আঙ্গুলহাড়া- প্রথম অবস্থায় যখন ব্যথা তীব্র ও বিরক্তি কর, যখন খোঁচামারা বেদনা প্রথম অবস্থায় বোঝা যায় তখন ব্যবহার্য; নখ ভঙ্গুর ।

নখকুনি হওয়ার প্রবণতা (হিপার)।

সম্বন্ধ—তুলনীয় — কলোসি, ফস, পডো, রাস-ট, সাইলি।

বৃদ্ধি শুলে, বসলে, দু-ভাজ হয়ে সামনে ঝুঁকলে ।

উপশম চলাফেরায়, হাঁটাচলাতে কষ্ট তবুও ক্লান্ত হয়েও হেঁটে চলে বেড়াতে বাধ্য হয়।

শক্তি – ৩, ৬, ৩০।

এটি বহু প্রকারের যন্ত্রনার, বিশেষ করে, মূল বেদনা এবং উদর ও বস্তি কোটরের যন্ত্রসমূহের তীব্র যন্ত্রনাদায়ক উপসর্গের ঔষধ বিশেষ। এটি মেটেরিয়া মেডিকার বহু রোগ আরোগ্যকর ঔষধের সমপর্যায়ভুক্ত। যে সকল ব্যক্তির দুর্বল পাকাশয়িক শক্তি; অতিরিক্ত চা-পান করে তৎসহ পেট ফাঁপা। পিত্ত পাথুরী জনিত শূলবেদনা।

মন  পদার্থসমূহ ভুল নামে বলে।

মাথা মাথার দুইদিকের রগে মৃদু বেদনা; চাপে উপশম কিন্তু এরপরে বৃদ্ধি। মাথার ভিতর ভনভনশব্দ।  পাকস্থলী মুখগহ্বর সকালে শুষ্ক ও তিতো আস্বাদ যুক্ত, জিহ্বা লেপাবৃত, তৃষ্ণাহীণ। প্রচুর পরিমানে দূর্গন্ধ গ্যাসযুক্ত ঢেকুর। পাকস্থলীর শূলবেদনা। পাকস্থলীর উপরের অংশে খালি-খালিভাব, মুখ দিয়ে জল উঠে। বুকাস্থি বরাবর বেদনা, এবং বেদনা বাহুজনিত প্রসারিত হয়। টক, তিতো আস্বাদযুক্ত বায়ুর ঢেকুর, তৎসহ হিক্কা। পেটের উপরের অংশে তীক্ষ্ম বেদনা, খাড়াভাবে দাঁড়িয়ে থাকলে উপশম।

উদর যন্ত্রনা হঠাৎ করে শরীরের বিভিন্ন অংশে স্থানান্তরিত হয়; বেদনা শরীরের দূরবর্তীস্থানে উপস্থিত হয়, যেমন, হাত ও পায়ের আঙ্গুলে। পেটের ভিতর গুড়গুড় শব্দ, তৎসহ প্রচুর বায়ুনিঃসরণ। তলপেটের মধ্যাংশে মোচড় দেবার মত, কেটে ফেলার মত বেদনা। তৎসহ থেকে থেকে পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রে কেটে ফেলার মত বেদনা। শূলবেদনা; চারিদিকে ঘুরে বেড়ালে উপশম। বেদনা পেট থেকে পিঠ, বুক, ও বাহু, পর্যন্ত ঘুরে বেড়ায়; শুয়ে পড়লে ও সামনের দিকে ঝুঁকলে বৃদ্ধি। যকৃৎ স্থানে তীক্ষ বেদনা, বেদনা উপরের দিকে ডান স্তনের বোঁটা পর্যন্ত তীরের মত ছুটে যায়। পিত্ত থলি থেকে বুক, পিঠ ও বাহুদ্বয় পর্যন্ত বেদনা। বৃক্কশূল, তৎসহ অঙ্গ-প্রত্যঙ্গে বেদনা। মলত্যাগের জন্য দ্রুত বেগ।

হৃদপিন্ড হৃদল; বুক্কাস্থির পিছনের অংশ থেকে বাহুদ্বয় পর্যন্ত বেদনা; কষ্টকর শ্বাস-প্রশ্বাস, দুর্বল হৃদক্রিয়া। তৎসহ বিশেষ করে পেটে বায়ু সঞ্চয় ও বুকের ভিতর বেদনা এবং বুকের ভিতর কষ্টভাব লক্ষণগুলি বর্তমান থাকে।

সরলান্ত্র – অর্শ, তৎসহ যকৃৎ পর্যন্ত তীর বেঁধার মত বেদনা; দেখতে অনেকটা একগুচ্ছ আঙুর অথবা লাল চেরিফলের মত; মলত্যাগের পরে অর্শবলী বাইরে বেরিয়ে আসে, তৎসহ মলদ্বারে বেদনা। উদরাময় সেকালে বৃদ্ধি। হলুদবর্ণ, পরে অবসন্নতা, যেন পেটের ভিতর থাকা বায়ু ও মন উভয়ই উত্তপ্ত। পুরুষের রোগ পুরুষাঙ্গের শিথিলতা ও শীতলতা। বৃক্কস্থান থেকে অন্তদ্বয়ের ভিতর বেদনা তীরের ন্যায় আসে। অন্ডকোষে ও বস্তিস্থানে | ঝাঁঝাল গন্ধ যুক্ত ঘাম। ঘুমের মধ্যে বীর্যস্খলন অথবা যৌনশক্তির দুর্বলতা তৎসহ হাঁটুর দুর্বলতা।

স্ত্রীরোগ জরায়ুর শূলবেদনা; বেদনা জরায়ু থেকে চারিদিকে ঘুরে বেড়ায়। সুস্পষ্ট স্বপ্ন সমূহ।

শ্বাস-প্রশ্বাস – সম্পূর্ণ বৃক্কাস্থি বরাবর কষা ভাব। শ্বাসনেবার সময় বুক সঠিকভাবে প্রসারিত হচ্ছে না বলে মনে হয়। ছোট-ছোট শ্বাসপ্রশ্বাস।

অঙ্গ-প্রত্যঙ্গ – পিঠের খজ্ঞতা, সামনের দিকে ঝুঁকলে বৃদ্ধি। সন্ধি স্থানের কঙ্কনানিও আকৃষ্ঠতা। সায়েটিকা; বেদনা ঊরুস্থান থেকে নীচের দিকে তীরের মত বেগে নামে ডানদিকে বৃদ্ধি, সম্পূর্ণ ভাবে স্থির অবস্থায় থাকলে উপশম। আঙ্গুল হাড়ার প্রাথমিক অবস্থায়, যে সময় কিছু ফুটছে এই জাতীয় বেদনা প্রথম অনুভূত হয়। নখ ভঙ্গুর হাতের ও পায়ের আঙ্গলের সঙ্কোচন পেশীর খিলধরা।

কমা-বাড়া-বৃদ্ধি – সন্ধ্যায় ও রাত্রে, শুয়ে পড়লে এবং দ্বিভাঁজ হয়। উপশম, খাড়াভাবে দাঁড়িয়ে থাকলে, মুক্ত বাতাসে চলাফেরায়; চাপে।

সম্বন্ধ দোষঘ্ন ক্যামোমিলা; ক্যাম্ফার।

তুলনীয় কলোসিন্থ (কমা-বাড়ার ক্ষেত্রে পৃথক); নাক্স-ভমিকা, ক্যামোমিলা, ব্রায়োনিয়া।

শক্তি অরিষ্ট থেকে ৩য় শক্তি।

অপর নাম – ওয়াইল্ড ইয়াম (Wild Yam)

ডায়াসকোরিয়াসী জাতীয় উদ্ভিদ। এর সরস মূল থেকে অরিষ্ট তৈরী করা হয়।

পেটের বেদনা নাভী থেকে আরম্ভ হয় এবং সমস্ত শরীরে, এমনকি অঙ্গ প্রত্যঙ্গেও ছড়িয়ে পড়ে।

 

 

Dios : Dioscorea Villosa
Gall stone colic. Hiccoughs.Sinking at the pit of the stomach. Pain along sternum and extending into arms.Abdominal pains shifting to different parts, appear in different localities, as fingers and toes.

Relaxation and coldness of male genitalia, with strong smelling sweat. Emissions in sleep with weak knees.


COMMON NAME:

Wild Yam


A/F:

-Excessive tea drinking

-Excess in eating

-Fasting

-Errors in diet (especially old cheese, uncooked food, fruit, pastry)(Clarke)

-Masturbation, onanism.


MODALITIES:

< Lying down

< Doubling up

< Tea

< Eating

< Evening

< Night

< Sitting

< Early morning from 2 a.m. onward

> Stretching out or bending back

> Motion,[Mag-c, Puls] in open air

> Hard pressure

> Standing erect

> Rising

> Belching


MIND:

-Memory poor, calls things by wrong name, uses wrong words, putting right for left or vice versa.

-Loss of memory in spermatorrhoea.

-Dreams of women, amorous (with pollution), of people.

-Appears cheerful, jovial, but looks down when on the street.


GUIDING INDICATIONS:

-Pains-Unbearable, sharp, cutting, twisting, griping, grinding.

-Pains dart about or radiate to distant parts.

-Pains moving upwards or downwards (Clarke).

-Pains occur in paroxysms, suddenly cease in one part then start in another.

-Nervous shuddering from pain.

-Head-Dull pain in both temples, as if squeezed in a vise, > pressure but < afterwards.

-G.I.T.-Gastric disorders during or pregnancy and menses.

-Flatulent colic after meals > belching.

-Colic < bending forward and lying [reverse of Colocynth: colic > bending forward < bending backward]. > bending backward, walking about, rising up, standing erect.

-Abdominal pains shift to different parts, appear in remote localities as fingers and toes.

-Gall stone colic, pains radiate from abdomen to back, chest, arms.

-Sharp pains from liver shooting upwards to right nipple.

-Morning diarrhoea, driving out of bed, causing weakness. Sensation as if flatus and faeces were hot.

-Pain in abdomen, not better by stools.

-Piles like a bunch of grapes or red cherries, with darting pains from arms to liver, protrude after stool.

-Urinary system-Renal colic pains extend to testicles and legs.

-Male genitalia-Seminal emissions without erection, then weakness especially in knees.

-Emissions in sleep.

-Vivid dreams of women all night.

-Relaxation and coldness of organs.

-Strong smelling sweat on scrotum and pubes.

-Extremities-Cures felons in the beginning, when pricking is felt or when pains are sharp and agonizing. Relieves and hastens termination if taken later (Willard Pierce).

-Right sided sciatica, pains shoot down thighs with burning or numbness < motion, sitting up > standing on toes, lying still.


KEYNOTES:

1. Pains which dart about or radiate to distant parts.

2. Colic < bending forward, lying > bending backwards, walking about, rising up, standing erect.

3. Seminal emissions without erection, then weakness in knees.

4. Nausea felt in ears.

5. Bites tongue when not eating or drinking.

6. Sensation of sticks in eyes, as if hot air streaming out of them.

7. Sensation as if tongue is burnt.

8. Angina pectoris with flatulence.


CONFIRMATORY SYMPTOMS:

1. Colic < bending double > bending backward.

2. Pains radiate to distant parts.


NUCLEUS OF REMEDY:

-Hypersensitiveness of the abdominal plexuses, of nerves causing unbearable pains and spasm.

-Feeble digestive power with flatulence after meals, due to some error in diet, like overeating or fasting, or eating old cheese, uncooked food and in great tea drinkers.


CLINICAL:

-Dioscorea villosa, 15 drops, in hot water will cure the intense pain of appendicitis, to tide away and to give ease to the patient-Dr. Gnchutz.

-If the gallstones are a little larger, one of them may become caught in the cystic duct and the pain will be excruciating and a physician will be hastily summoned. DIOSCOREA 15 minims in 1 ounce of hot water at a dose, repeating it every 10 minutes; usually gives relief- Dr. Carmichael.

-DIOSCOREA is excellent in what we may term atonic seminal emissions. The organs are so relaxed that 2 or 3 dreams with emissions of semen occur in a single night. The day following the emissions the patient feels weak, particularly about the knees. In these cases I know of no remedy like DIOSCOREA in 12th potency and afterwards in the 30th-Dr. Farrington.


REMEDY RELATIONSHIPS:

Compare : Aesc, Aloe, Bry, Coloc, Nux-v, Podo, Sulph.

Duration Of Action : 1-7 Days.


✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *