ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ১৪ | Daily Study of Homeopathy

পাঠ -১৪

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

১৪. বিসদৃশ চিকিৎসা দর্শন
এফোরিজম ৩৬, ৩৭: দেহে অবস্থিত পুরানো রোগটি যদি সমান বলশালী বা প্রবলতর হয় তা হলে বিসদৃশ নূতন আগন্তুক রোগকে (বিসদৃশ ঔষধকে) তাড়িয়ে দেয়,  সে জন্যই বিসদৃশ চিকিৎসায় চিররোগ যেমন ছিল তেমনই থাকে।
এফোরিজম ৩৮: আগন্তুক নূতন ব্যাধি (বিসদৃশ ঔষধ) যদি অধিকতর প্রবল হয় তা হলে যতদিন তার ভোগকাল থাকে ততদিন পুরাতন রোগটিকে চাপা দিয়ে রাখে কিন্তু দূরীভূত করতে পারে না।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

79 CHOLESTERINUM [Chol]
Chol চোখের মনির ভিতর সাদা হয়ে গেলে বিশেষ উপকারী।
Chol লিভারের রক্তাধিক্য যদি সহজে দূর না হয় বা লিভারের ক্যানসার হয়েছে বলে সন্দেহ হলে এটি অতি ফলপ্রদ ঔষধ, ডাঃ বার্নেট এ ঔষধ দ্বারা বহু লিভারের ক্যানসার আরোগ্য করেছেন।
80 CICUTA VIROSA [Cic]
Cic মোচড়ান ও আপেক্ষযুক্ত ঝাঁকনি।
Cic তড়কার সময় মাথা পিছন দিকে বেকে যায় ও সমস্ত শরীরে খিল ধরে।
Cic অঙ্গ প্রতঙ্গ বেকে যায়, মুখ বিকৃত ও মুখমণ্ডল নীলবর্ন হয় ও শ্বাস প্রশ্বাস মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, মুখে ফেনা উঠে, তারপর জ্ঞান লোপ পায়।
Cic তড়কা বা ধনুষ্টঙ্কার হঠাৎ উপস্থিত হয়ে রোগীর নানা প্রকার অঙ্গ বিকৃতি হয়।
Cic মাথা, মুখমন্ডল ও হাতে চর্ম গুঢী উঠে এবং তাতে জ্বালা ও ব্যথা থাকে, গুঢীগুলো পরে একত্রে মিশে যায় ও হলদে মামড়ী পড়ে ও সর্বদা ভিজা ভিজা থাকে।
81 CINA MARITIMA [Cina]
Cina শিশু খিটখিটে ও বদমেজাজী, শিশুকে ছুলে এমন কি তার দিকে তাকালেও বিরক্ত হয়, অপরিচিত লোক দেখলে মেজাজ আরও খারাপ হয়।
Cina প্রায়ই আঙ্গুল দিয়ে নাক খোঁটে অথবা বালিশে নাক ঘষে, ঘুমানর সময় দাঁতে দাঁত ঘষে।
Cina রোগী সারাক্ষন শুধু খাই খাই করে, আহারের কিছুক্ষন পরেই খেতে চায়, আবার কখন কখন কিছুই খেতে চায় না।
Cina মূত্র অত্যন্ত ঘোলা এবং কিছুক্ষন রাখার পর চুন গোলার মত দেখায়।
Cina চোখের চারিদিকে নিলিমা পড়ে অথবা মুখের চারিদিকে সাদা ও নীলচে দাগ পড়ে।
Cina গলার ভিতর হতে কিছু উঠে আসছে এমন মনে হয়, সেজন্য রোগী প্রায়ই ঢোঁক গেলে।
Cina শিশু উপুর হয়ে শুয়ে ঘুমায়, অন্য অবস্থায় ঘুমাতে পারে না।
82 CINNABARIS [Cinnb]
Cinnb নাক হতে রক্ত স্রাব হওয়ার সহিত মাথাব্যথা, কপালে রক্তাধিক্য অনুভূতি।
Cinnb মাথার চামড়া, চুলের গোড়া, আচিঁল প্রভৃতিতে এত ব্যথা হয় যে তাতে হাত দিতে দেয় না, আচিঁলে স্পর্শ করলে রক্ত বের হয়।
Cinnb লিঙ্গাগ্রের চর্মের উপর মুরগীর ঝুটির মত চ্যাপটা আঁচিল।
Cinnb নাকের উপর যেন চশমা আছে এমন মনে হয়।
Cinnb ক্ষত ও গায়ের চামড়ার স্থানে স্থানে লাল দাগ।
Cinnb বামপাশে শুলে মনে হয় শরীরের ভিতর সমস্ত জিনিস ঐ পাশে আসছে।
83 CINNAMONUM CEYLANICUM [Cinnam]
Cinnam পাকস্থলী, নাক, জরায়ু ইত্যাদি শরীরের নানা স্থান হতে উজ্জ্বল লাল ও পরিষ্কার রক্তস্রাব হলে ও শারীরিক শ্রমে উহার বৃদ্ধি হলে সিনামোমাম উপকারী।
Cinnam কথা বললে মূর্ছা ও ফিট হয় এবং উদগার উঠলে রোগের উপশম হয়।
Cinnam পা ফসকে যাওয়ার ফলে রক্তস্রাব হলে উপকারী, গর্ভাবস্থায় উক্ত কারণে জরায়ুর রক্তস্রাব হলে চমৎকার কাজ করে।
Cinnam প্রস্রবের পরে অতিরিক্ত রক্তস্রাব, বিশেষত উজ্জ্বল লাল ও পরিমাণে প্রচুর স্রাব হঠাৎ আরম্ভ হয়।
84 CLEMATIS ERECTA [Clem]
Clem একা থাকতে ভয়, আবার লোকজনের নিকট যেতেও ভয়।
Clem রাসটক্সের মত শরীরের নানাস্থানে ফুস্কুড়ি উঠে, চুলকায় ও হুলফোটার মত ব্যথা হয় এবং উহার ভিতর সুড়সুড় করে।
Clem কুঁচকির গ্রন্থি ফোলে ও প্রদাহযুক্ত।
Clem মূত্রথলী হতে সমস্ত মূত্র বের করতে পারে না।
Clem ঠান্ডা বাতাস নিশ্বাসের সাথে গ্রহণ করলে কিছুক্ষণের জন্য দাঁতের ব্যথা উপসম হয়।

Mind অধ্যায়ের ৬৫১ থেকে ৭০০ পর্যন্ত মূল রুব্রিক:

651 Mind নিয়ন্ত্রণহীন, অত্যধিক কামেচ্ছা SATYRIASIS (0)
652 Mind সন্দেহপ্রবণতা SCEPTIC, tends to be (4)
653 Mind মানসিক রোগে (সিজোফ্রেনিয়া) আক্রান্ত SCHIZOPHRENIA (12)
654 Mind উচ্চস্বরে তিরস্কার করে, অন্যদের SCOLDS, others (0)
655 Mind অবজ্ঞা, অনুভূতি SCORN, feelings (24)
656 Mind অবজ্ঞা, অবহেলা থেকে অসুস্থতা SCORNED, ailments from being (24)
657 Mind খামচি দেয় হাত দিয়ে SCRATCHING, with hands (5)
658 Mind তীক্ষ্ণ কন্ঠে চিৎকার করে SCREAMING (123)
659 Mind অনুসন্ধানী SEARCHING (10)
660 Mind মৌসুমি ব্যাধি SEASONAL affective disorder (7)
661 Mind কেবলই লুকোতে বা গোপন করতে চায় SECRETIVE (16)
662 Mind গোপনীয়তা, প্রকাশ করে SECRETS, divulges (0)
663 Mind আত্মনিয়ন্ত্রণের, অভাব SELF-control, loss of (12)
664 Mind আত্মপ্রতারণা SELF-DECEPTION (4)
665 Mind আত্ম বিনয়ীতা SELF-DEPRECATION (6)
666 Mind আত্মসম্মানবোধের অভাব SELF-ESTEEM, lacking (7)
667 Mind স্বার্থপরতা SELFISHNESS (15)
668 Mind পরার্থপরতা SELFLESSNESS (8)
669 Mind আত্মপীড়ন SELF-TORTURE (10)
670 Mind চেতনা সাধারণ SENSES, general (0)
671 Mind স্পর্শকাতর SENSITIVE (179)
672 Mind ভাবপ্রবণ SENTIMENTAL (39)
673 Mind বিচ্ছিন্ন দেহ হতে, এমনটি মনে হয় SEPARATED, feels as if (14)
674 Mind শান্ত SERENE (0)
675 Mind গম্ভীর SERIOUS (65)
676 Mind নতজানু স্বভাব SERVILE (0)
677 Mind যৌনক্রিয়া SEXUAL (0)
678 Mind লজ্জা, অপমানিত হওয়ার ফলে অসুস্থ SHAME, ailments from (5)
679 Mind লজ্জাহীন SHAMELESS (30)
680 Mind উজ্জ্বল বা চকচকে বস্তু SHINING objects (0)
681 Mind তীক্ষ্ণ চিৎকার SHRIEKING (0)
682 Mind লাজুক ভাব SHYNESS (0)
683 Mind দীর্ঘশ্বাস ফেলে, আবেগ সংক্রান্ত SIGHING, emotional (111)
684 Mind চুপচাপ SILENT (0)
685 Mind নিরীহ, বোকাটে SILLY (0)
686 Mind গান গায় SINGING (56)
687 Mind বসে থাকতে আনতি SIT, inclination to (105)
688 Mind আকার, এর ভুল বিচারক্ষমতা SIZE, incorrect judge of (6)
689 Mind অপবাদ দেয়া, স্বভাব SLANDER, disposition to (22)
690 Mind ধীর স্থিরতার, মানসিকতা SLOWNESS, mental (69)
691 Mind ধীরগতি SLUGGISHNESS (0)
692 Mind স্বাভাবিকের তুলনায় ছোট SMALLER (0)
693 Mind মৃদুহাসি দেয় SMILING (8)
694 Mind খিটখিটে ও কামড় দিতে চায় SNAPPISH (6)
695 Mind মুখ বা নাক সিটকিয়ে অশ্রদ্ধা প্রদর্শন করে, প্রত্যেককে SNEERS, at everyone (0)
696 Mind ভিন্নমতের ব্যক্তিকে ধমক দিতে চায় SNUBS one who differed from him, desire to (2)
697 Mind ককানি বা ফুঁপিয়ে কাঁদে SOBBING (0)
698 Mind প্রশান্তভাব SOBERNESS (4)
699 Mind বন্ধু ভাবাপন্ন SOCIABLE (9)
700 Mind সামাজিক, কাজে বৃদ্ধি SOCIAL, functions, agg. (4)

Emergency অধ্যায়ের ১৫১ টি মূল রুব্রিক:

1 Emergency ফোড়া তরুণ ABSCESS, acute (37)
2 Emergency উড়োজাহাজে উড়লে বৃদ্ধি AIRPLANES, flying in, agg. (13)
3 Emergency এলার্জির ফলে উদ্ভূত প্রতিক্রিয়া ALLERGIC, reactions (0)
4 Emergency উঁচুস্থানে অসুস্থতা ALTITUDE, sickness (23)
5 Emergency অসার করার ফলে অসুস্থতা ANESTHESIA, problems from (8)
6 Emergency গোড়ালির আঘাত মচকে যাওয়া ANKLES, injury, sprain (12)
7 Emergency উৎকণ্ঠা আতঙ্কগ্রস্ত ANXIETY, panic attacks (27)
8 Emergency শ্বাসরোধ ASPHYXIA (27)
9 Emergency বৈমানিকদের অসুস্থতা AVIATOR’S, disease (6)
10 Emergency পিঠে আঘাত লাগার পর BACK, injuries, after (15)
11 Emergency কামড়ানো BITES (23)
12 Emergency মূত্রথলিতে জ্বালাকর বেদনা কেথেটার লাগানোর পরে BLADDER, burning pains after catheter (5)
13 Emergency রক্তপাত BLEEDING (25)
14 Emergency ফোস্কা BLISTERS (44)
15 Emergency রক্ত বিষাক্ততা রক্তে জীবাণু সংক্রমণ BLOOD, poisoning, septicemia (23)
16 Emergency আঘাত লাগা BLOWS (25)
17 Emergency অস্থি ভাঙ্গা বা ফেটে যাওয়া BONES, broken or fractured (38)
18 Emergency স্তনে আঘাত BREASTS, injuries (5)
19 Emergency শ্বাসক্রিয়া BREATHING (0)
20 Emergency থেঁতলানোবৎ কালশিটে BRUISES (44)
21 Emergency পুড়ে যাওয়া BURNS (75)
22 Emergency ছাই যুক্ত ধোঁয়া বিষাক্ততা CARBON, gas poisoning (9)
23 Emergency দুষ্টব্রণ CARBUNCLES (42)
24 Emergency কেথেটার লাগানোর ফলে মূত্রথলির অসুস্থতা CATHETER, bladder ailments from (9)
25 Emergency কষ্টিক দ্বারা পোড়ানো স্থানের প্রতিষেধক CAUTERY, antidote to (2)
26 Emergency বক্ষ বেদনা হৃদশূল CHEST, pain, angina, pectoris (53)
27 Emergency শীতাবস্থা অত্যধিক নীলাভ মুখমণ্ডল ও হাত ঠাণ্ডা চিত্র বিচিত্র চামড়া CHILL, violent, with bluish, cold face and hands, mottled skin (2)
28 Emergency ক্লোরফরমে বৃদ্ধি CHLOROFORM, agg. (2)
29 Emergency কণ্ঠ সংকোচিত হয় গেলার সময় CHOKING, on swallowing (28)
30 Emergency কয়লার গ্যাসের ফলে অসুস্থতা COAL gas, from (14)
31 Emergency চঞ্চু অস্থি লেজ অস্থিতে আঘাত লাগা COCCYX, tailbone injuries (8)
32 Emergency ঠাণ্ডা, দেহ ঠাণ্ডা হওয়ার ফলে প্রচণ্ড শীতাবস্থা COLD, body, severe from chills (26)
33 Emergency হিমাঙ্গ অবস্থা COLLAPSE (89)
34 Emergency আচ্ছন্ন নিদ্রা, অজ্ঞানতা COMA, unconsciousness (0)
35 Emergency থেঁতলে যাওয়া CONTUSIONS (11)
36 Emergency কেটে যাওয়া CUTS (28)
37 Emergency নীলরোগ CYANOSIS (75)
38 Emergency নীলরোগ শিশুদের CYANOSIS infants, in (17)
39 Emergency মৃত দেহ পরে আছে মনে হয় DEATH, apparent (27)
40 Emergency নির্জলী করনের ফলে জৈব তরল পদার্থের ক্ষয় DEHYDRATION, loss of fluids (46)
41 Emergency স্থানচ্যুত DISLOCATIONS (43)
42 Emergency পানিতে ডুবা ব্যক্তির শ্বাসরোধ DROWNED persons, asphyxia of (3)
43 Emergency ঔষধ অপরিমিত মাত্রায় ব্যবহার DRUG, overdose (5)
44 Emergency যেন মরছে একুইট যন্ত্রণাকালে DYING, agony, while (12)
45 Emergency কানের পর্দা ছেদন কর্নপটহ EARDRUM, ruptured, tympanum (9)
46 Emergency কনুইতে আঘাত ELBOW, injury (6)
47 Emergency বিদ্যুৎপিষ্ট, বিদ্যুতে বৃদ্ধি ELECTROSHOCK, electricity, agg. (6)
48 Emergency রক্তাধিক্য, আঘাত লাগার ফলে EXTRAVASATIONS, from injuries (25)
49 Emergency চোখে আঘাত লাগা EYES, injuries (15)
50 Emergency মুর্ছাকল্পতা FAINTING (0)
51 Emergency পরে যাওয়া FALLS (27)
52 Emergency জ্বর আঘাত জনিত FEVER, traumatic (26)
53 Emergency আর্থিক আঘাত, বিত্ত বৈভব ও সম্পত্তি হারানোর ফলে অসুস্থতা FINANCIAL, shock, loss of wealth, property (11)
54 Emergency আঙ্গুল কেটে ফেলার ফলে, কর্তিতমুলে বেদনা FINGERS, amputated, stump painful (4)
55 Emergency বহিরাগত বস্তু দ্বারা আঘাতের ফলে FOREIGN, objects, injury from (8)
56 Emergency ভয়, সাম্প্রতিক FRIGHT, acute (18)
57 Emergency বরফে অবশ FROSTBITE (11)
58 Emergency পিত্তে পাথর হওয়ার ফলে পিত্তকোষ বেদনা, শুল বেদনা GALLSTONES, gallbladder pain, colic, from (38)
59 Emergency খাবি খাওয়ার মত অবস্থা, বাতাসের ঝাঁপটায় GASPING, for air (48)
60 Emergency জননেন্দ্রিয়ে আঘাত লাগা GENITALIA, injuries to (8)
61 Emergency গ্লান্ডে আঘাত লাগা GLANDS, injuries (23)
62 Emergency দুঃখ-শোক সাম্প্রতিক GRIEF, acute (24)
63 Emergency আগ্নেয়াস্ত্রের গুলিতে ক্ষত GUNSHOT, wounds (18)
64 Emergency হাতে আঘাত লেগে থেঁতলে যাওয়া HANDS, injury, contusion (2)
65 Emergency ফাঁসি লাগা, গলায় টিপ লাগা ব্যক্তির শ্বাসরোধ HANGED, strangled persons, asphyxia, of (3)
66 Emergency এলকোহল পানের প্রভাবে রাতে অত্যধিক মাথাব্যথা সহ অন্যান্য সমস্যা HANGOVER, from a night of reveling (20)
67 Emergency মাথায় আঘাত সংঘাত ইত্যাদি HEAD, injuries, blows, concussions etc. (70)
68 Emergency শির পীড়া প্রচণ্ড HEADACHES, severe (59)
69 Emergency রক্ত জমা মস্তিষ্কে HEMATOMA, brain (5)
70 Emergency নিতম্বদেশে আঘাত লাগা HIPS, injuries (7)
71 Emergency লাল দাগ ও চুলকানি যুক্ত চর্ম রোগ HIVES, urticaria (0)
72 Emergency জলাতঙ্ক HYDROPHOBIA (0)
73 Emergency ইনজেকশন, সুচের আঘাতের স্থান বেদনা যুক্ত INJECTION, painful wound, from injections (4)
74 Emergency আঘাত লাগা INJURIES (25)
75 Emergency অন্ত্র কষে ধড়া INTESTINES, impaction (8)
76 Emergency অনেক সময় ধরে গাড়ি বা উড়োজাহাজে বসে থাকার ফলে অত্যন্ত ক্লান্তি ও শারীরিক অবসাদ JET lag (6)
77 Emergency সন্ধি স্থানে আঘাত লাগা JOINTS, injuries (5)
78 Emergency কিডনি পাথর KIDNEY, stones (24)
79 Emergency হাঁটুতে আঘাত KNEE, injuries (8)
80 Emergency কাটার ফলে গভীর ক্ষত LACERATIONS (12)
81 Emergency উত্তোলন LIFTING (58)
82 Emergency বজ্রাহতের পরে LIGHTNING strike, after (8)
83 Emergency দাঁতে দাঁতে লেগে যাওয়া LOCKJAW (0)
84 Emergency ফুসফুস বন্ধ প্রায়, অসম্পূর্ণ প্রসারণ LUNGS, collapsed, atelectasis (2)
85 Emergency মানসিক লক্ষণ সমূহ, আঘাত লাগার ফলে MENTAL, symptoms from injuries (10)
86 Emergency নড়াচড়ায় অসুস্থতা MOTION, sickness (19)
87 Emergency পাহাড়ি অঞ্চলে অসুস্থতা MOUNTAIN, sickness (0)
88 Emergency পেশিতে খিলধরা MUSCLES, cramps (27)
89 Emergency মাশরুম বিষাক্ততা MUSHROOM, poisoning (7)
90 Emergency নখে আঘাত লাগা, আঙ্গুলের নখে NAILS, injuries, fingernails (7)
91 Emergency বমি ভাব প্রচণ্ড NAUSEA, severe (17)
92 Emergency ঘাড়ে আঘাত লাগা NECK, injuries (13)
93 Emergency স্নায়ুসমূহে আঘাত NERVES, injuries (19)
94 Emergency সংবাদ, খারাপ সংবাদ পেয়ে মানসিক আঘাত NEWS, shock from bad (23)
95 Emergency দুঃস্বপ্ন, আতঙ্কিত স্বপ্ন NIGHTMARE, frightening dreams (42)
96 Emergency নাকে আঘাত লাগা NOSE, injuries (6)
97 Emergency নাক দিয়ে রক্ত পড়া, আঘাত লাগার ফলে NOSEBLEED, blow, from a (8)
98 Emergency আভ্যন্তরিক অঙ্গে আঘাত লাগা ORGANS, injury, to internal (3)
99 Emergency অধিক পরিশ্রম OVEREXERTION (5)
100 Emergency বেদনা PAIN (0)
101 Emergency বেদনা নেই রোগী এমনটি বলে অথচ বেদনা যুক্ত PAINLESSNESS, of complaints, usually painful (4)
102 Emergency হাঁপানির ন্যায় বা খাবি খাওয়ার ন্যায় শ্বাসক্রিয়া PANTING, breathing (41)
103 Emergency বিষ, ওয়াক বৃক্ষ অথবা আইভি লতার POISON, oak or ivy (19)
104 Emergency বিষাক্ততা সাধারণ POISONING, general (0)
105 Emergency বাঁশি পচা খাবারের বিষাক্ততায় অসুস্থতা PTOMAINE poisoning, ailments from (16)
106 Emergency ছিদ্র হওয়া ক্ষত PUNCTURE, wounds (17)
107 Emergency কুকুর নেকড়ে ইত্যাদি দ্বারা সংক্রমিত জলাতঙ্ক RABIES, hydrophobia (50)
108 Emergency তেজস্ক্রিয় রশ্মির পার্শ্ব প্রতিক্রিয়ায় অসুস্থতা RADIATION, sickness, for side effects, of (11)
109 Emergency ধর্ষণের শিকার নারী RAPE, victims (14)
110 Emergency ঘোড়ার পিঠে চরে ভ্রমণ করলে বৃদ্ধি RIDING, horseback, agg. (18)
111 Emergency ত্রিকাস্থি, শ্রোণিদেশে বেদনা SACRO-iliac, pain (26)
112 Emergency আঁচর লাগার ফলে অসুস্থতা SCRATCHES, ailments from (8)
113 Emergency মানসিক আঘাত জনিত SHOCK, traumatic (47)
114 Emergency কাঁধে আঘাত লাগা SHOULDERS, injuries (8)
115 Emergency ছিলে গিয়ে বা কোষে আঘাত লেগে অসুস্থতা SLOUGHING, tissue, from trauma (3)
116 Emergency ধীরে ধীরে শ্বাসক্রিয়া SLOW, breathing (72)
117 Emergency ধোঁয়া গ্রহণ SMOKE, inhalation (11)
118 Emergency ক্ষতকর বা স্পর্শকাতর অবস্থা, আঘাত লাগা বা অতিব্যবহারের ফলে SORENESS, from injuries or overuse (6)
119 Emergency মেরুদণ্ডে খোঁচা লাগার পরে বেদনা SPINAL, tap, pain after (3)
120 Emergency প্লিহায় আঘাত লাগা SPLEEN, injuries (4)
121 Emergency স্প্লিন্টার দ্বারা ক্ষত SPLINTERS, wounds, from (23)
122 Emergency মচকে যাওয়া, বিকৃত হওয়া SPRAINS, distorsions (32)
123 Emergency ছুরি দ্বারা ক্ষত STAB, wounds (26)
124 Emergency হুলবিদ্ধ হওয়া, পোকামাকড়ের STINGS, insects, of (45)
125 Emergency ক্লান্তি, অধিক পরিশ্রম করার ফলে STRAIN, from overexertion (18)
126 Emergency গলায় টিপ বা ফাঁসি লাগা উপদ্রুত ব্যক্তি STRANGLED, victims of being (3)
127 Emergency স্ট্রোক সাম্প্রতিক সময়ের অথবা প্রাথমিক পর্যায়ের STROKE, recent, or begining of (22)
128 Emergency দম বন্ধ SUFFOCATION (0)
129 Emergency আত্যহত্যার তরুণ অবসাদ SUICIDAL, acute, depression (38)
130 Emergency রৌদ্র দহন হতে খারাপ অবস্থা SUN, exposure, worse from (48)
131 Emergency রোদে পোড়া থেকে অসুস্থতা SUNBURN (27)
132 Emergency সূর্যের তাপে স্ট্রোক-সর্দিগর্মি SUNSTROKE (40)
133 Emergency অস্ত্রোপচার করার ফলে জটিলতা SURGERY, complications, from (40)
134 Emergency স্ফীতি আঘাত লাগার ফলে SWELLING, from injuries (12)
135 Emergency সন্ধি প্রদাহ SYNOVITIS, joints (19)
136 Emergency দাঁত TEETH (0)
137 Emergency পেশিবন্ধনীর প্রদাহ TENDONITIS (4)
138 Emergency পেশিবন্ধনীতে আঘাত লাগা TENDONS, injuries (6)
139 Emergency টেনিস খেলার কারণে কনুই প্রদাহ TENNIS, elbow (8)
140 Emergency ধনুষ্টঙ্কার, দাঁতে দাঁতে লেগে যাওয়া TETANUS, lockjaw (107)
141 Emergency ভ্রমণ করার ফলে অসুস্থতা TRAVELING, ailments from (5)
142 Emergency ক্ষত প্রদাহিত ULCERS, inflamed (53)
143 Emergency অজ্ঞানতা UNCONSCIOUSNESS (0)
144 Emergency জরায়ুতে আঘাত লাগার ফলে রক্তপাত UTERUS, injuries, bleeding, from (10)
145 Emergency টিকা দেওয়া VACCINATIONS (0)
146 Emergency ধোঁয়া VAPORS (0)
147 Emergency অত্যধিক প্রচণ্ড ক্রোধ VIOLENT, rage (7)
148 Emergency বমি অত্যধিক VOMITING, violent (32)
149 Emergency ক্ষত WOUNDS (61)
150 Emergency কব্জিতে আঘাত WRIST, injuries (10)
151 Emergency লেখকের খিলধরা WRITER’S, cramp (8)

Hip অধ্যায়ের ৯৩ টি মূল রুব্রিক:

1 Hips অবিরাম বেদনা ACHING, pain (28)
2 Hips প্রসব পরবর্তী বেদনা, নিতম্বদেশে অনুভূত হয় AFTER-pains, felt in hips (1)
3 Hips ফুটছে এমন অনুভূতি BOILING, sensation (1)
4 Hips লোমফোড়া BOILS (11)
5 Hips ছিদ্র করার মত বেদনা BORING, pain (7)
6 Hips ভঙ্গুর, যেন নিতম্বদেশ ভেঙ্গে গেছে BRITTLE, as if hips were brittle (4)
7 Hips ভাঙ্গা এমন অনুভূতি যেন BROKEN, sensation as if (2)
8 Hips থেঁতলান বেদনা BRUISED pain (24)
9 Hips বুদবুদ উঠার অনুভূতি BUBBLING, sensation (1)
10 Hips জ্বালাকর বেদনা BURNING, pain (22)
11 Hips ফেটে যাওয়া বেদনা, কাশির সময় BURSTING pain, on coughing (1)
12 Hips দুষ্টব্রণ-বিস্ফোটক CARBUNCLE (1)
13 Hips শীত শীত ভাব CHILLINESS (2)
14 Hips শীতলতা COLDNESS (19)
15 Hips চেপে সংকোচন অনুভূতি COMPRESSION, sensation (1)
16 Hips প্রচণ্ড ধাক্কার মত বাম ও ডান হিপে, পর্যায়ক্রমিকভাবে ঝাঁকুনি ও ঠেলা লাগা, পায়ের সন্ধি স্থান পর্যন্ত অগ্রসর হয় CONCUSSION, left and right, alternately, shaking, pushing, commencing in joints of legs (1)
17 Hips সংকোচনকর CONSTRICTION (5)
18 Hips সংকোচন বোধ বেদনা, সন্ধ্যায় বিশ্রাম করা ও শয়ন করার সময়, ভালোলাগে নড়াচড়ায় এবং চাপে খারাপ অবস্থা CONTRACTIVE pain, better by motion and pressure, worse in evening, during rest and when lying down (1)
19 Hips খিঁচুনি CONVULSION (1)
20 Hips হিপ জয়েন্ট সমস্যা সংক্রান্ত বেদনা COXALGIA (0)
21 Hips কটকট করে সন্ধিস্থানে CRACKING, joints, in (11)
22 Hips খিল ধরার মত বেদনা CRAMP like, pains (8)
23 Hips খিল ধরা CRAMPS, in (22)
24 Hips কড়কড় ক্যাঁচক্যাঁচ শব্দ CREAKING (1)
25 Hips গাছমছমে বেদনা ডানদিকের হিপে, যে অবস্থাতে আরাম পাবে সে ভাবে রাখে CREEPING pain, in right hip, kept him from getting ease in any position (1)
26 Hips কাটছে যেন এমন বেদনা CUTTING, pain (18)
27 Hips বর্শা বিদ্ধ করার মত অনুভূতি DARTING, sensation, in (5)
28 Hips ক্ষয়প্রাপ্ত, অস্থির ক্ষয়রোগ DECAY, caries (5)
29 Hips খনন করার মত বেদনা, বাম পার্শ্বের হিপ থেকে ঊরুর মধ্যবর্তী স্থান পর্যন্ত, বিশ্রামে আরও খারাপ অবস্থা হয়, রাতে শুয়ে থাকা অবস্থায় পার্শ্ব ফিরতে পারেনা DIGGING, in left, to middle of thigh, worse at rest, could not sit or lie in bed at night (1)
30 Hips বর্ণবিকৃতি DISCOLORATION (0)
31 Hips স্থানচ্যুতি অনুভূতি DISLOCATION, sensation (26)
32 Hips টানতে থাকার মত অনুভূতি, ডান পার্শ্ব হতে পায়ের আঙ্গুলের নিচে DRAGGING feeling, from right, down to toes (1)
33 Hips টেনে ধরার মত বেদনা DRAWING, pain (72)
34 Hips নিস্তেজ বেদনা DULL pain (11)
35 Hips শীর্ণতা EMACIATION (3)
36 Hips উদ্ভেদ ERUPTIONS (10)
37 Hips চিবানোর মত বেদনা GNAWING, pain (7)
38 Hips গেঁটেবাত GOUT (5)
39 Hips গড়গড় শব্দ বাম পার্শ্বে GURGLING, left (1)
40 Hips উত্তাপ HEAT (4)
41 Hips ভারবোধ অনুভূতি HEAVINESS, sensation (13)
42 Hips হার্পিস HERPES (6)
43 Hips হিপ রোগ আরোগ্যকারী ঔষধ HIP, remedies (46)
44 Hips হিপ-সন্ধি, স্থানের রোগ HIP-joint, disease (64)
45 Hips প্রদাহ, হিপ সন্ধি স্থানে INFLAMMATION, of hip joint (9)
46 Hips আঘাত লাগা INJURIES (12)
47 Hips চুলকানি ITCHING (26)
48 Hips ঝাঁকি দিয়ে উঠা বেদনা JERKING, pain (7)
49 Hips ছিন্নকর বেদনা হাঁটু পর্যন্ত, আরও খারাপ হয় পদক্ষেপের জন্য পা নাড়ালে, হাঁটাচলা অথবা দাঁড়িয়ে থাকা অসম্ভব LACERATING, pain, to knee, worse from least attempt to move leg, walking or standing on it impossibl (1)
50 Hips খোঁড়ামি অনুভূতি LAMENESS, sensation (15)
51 Hips বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা থেকে মুক্তি পেতে বিছানা থেকে উঠে আসতে বাধ্য হয়, আরও খারাপ হয় শোয়া বসা থেকে উঠার সময়, ধীরগতিতে হাঁটাচলায় ভালো লাগে LANCINATING, pain, must get out of bed for relief, worse rising, better slow walking (1)
52 Hips স্নায়ুশূল প্রকৃতির বেদনা NEURALGIC pain (21)
53 Hips অসাড়তার অনুভূতি NUMBNESS, sensation (8)
54 Hips বেদনা নিতম্বদেশে PAIN, hips (152)
55 Hips পক্ষাঘাত অনুভূতি PARALYSIS, sensation (7)
56 Hips বাত ব্যাধিসংক্রান্ত বেদনা PARALYTIC, pain (18)
57 Hips ছেদনকর তীক্ষ্ণ বেদনা, বাম পার্শ্বে বিশ্রাম করার সময় PIERCING, pain in left, during rest (1)
58 Hips চিমটি কাটার ন্যায় বেদনা PINCHING, pain (6)
59 Hips চেপে ধরার মত বেদনা PRESSING, pain (30)
60 Hips খোঁচামারার মত অনুভূতি PRICKING, sensation (3)
61 Hips স্পন্দিত হওয়া PULSATION (13)
62 Hips অস্থিরতা RESTLESSNESS, in (4)
63 Hips পাঁকুই, ক্ষত হতে নি:সৃত পাতলা তরল স্রাব, আক্রান্ত স্থানের চারিদিকে অস্বস্তিকর অবস্থা তৈরি করে RHAGADES, discharging ichorous fluid, irritating surrounding parts (1)
64 Hips বাতজ হিপ বেদনা RHEUMATIC, hip, pain (42)
65 Hips গোলাকার ভাবে, কিছু একটা, মাংসে ঘুরতে ঘুরতে, হাঁটু পর্যন্ত যায়, মাঝে মাঝে RUNNING, something runs round and round several times in flesh, then to knee (1)
66 Hips স্ক্রু ঢোকানোর মত বেদনা, হাঁটু পর্যন্ত SCREWING pain, knee, to (1)
67 Hips স্পর্শকাতর SENSITIVE (4)
68 Hips তীক্ষ্ণ বেদনা SHARP, pain (63)
69 Hips আঘাত SHOCKS (7)
70 Hips তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা SHOOTING, pain (17)
71 Hips থরথর কম্পন SHUDDERING (3)
72 Hips থরথর কম্পন ডান পার্শ্বে, তার সহিত স্ফীতি, বামদিকে ব্যথা যায় ও ফিরে আসে SHUDDERING right, in, with swelling, goes to left then returns (1)
73 Hips একুইট যন্ত্রণাকর অনুভূতি, পর্যায়ক্রমিক ডান এবং বাম পার্শ্বে SMARTING, sensation, alternately right and left (1)
74 Hips প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (53)
75 Hips মচকানো অনুভূতি যেন SPRAINED, sensation, as if (35)
76 Hips ছুরিকাঘাত বেদনা STABBING, pain (4)
77 Hips শক্তভাব STIFFNESS, of (28)
78 Hips হুল ফুটার ন্যায় বেদনা STINGING, pain (4)
79 Hips পা ছড়ালে বেদনা, এসিটেবুলা অস্থিতে STRETCHING pain, in acetabula (1)
80 Hips পুঁজ হওয়া SUPPURATION (24)
81 Hips স্ফীতি SWELLING (4)
82 Hips ছিন্নকর বেদনা TEARING, pain (71)
83 Hips টানবোধ TENSION (23)
84 Hips ঝিনঝিন কর বা নিদ্রিত অনুভূতি TINGLING, prickling, asleep (4)
85 Hips ক্লান্ত বোধ TIRED, feeling (8)
86 Hips কম্পিত TREMBLING (1)
87 Hips ক্ষুদ্র স্ফীতি TUBERCLES (2)
88 Hips অর্বুদ, ডানদিকের ইলিয়াক ফসাতে যেন একটি বড় নারকেল, যার ফলে একই সময় কেটে ফেলার মত ছুড়িবিদ্ধ হওয়ার মত বেদনা TUMOR, in right iliac fossa, as large as a cocoanut, at times cutting pain, like a stab, causing her (1)
89 Hips আকস্মিক টান TWITCHING (13)
90 Hips দৃঢ়তার অভাব UNSTEADINESS (4)
91 Hips সঞ্চরণশীল বেদনা WANDERING, pain (5)
92 Hips পানি, ঠাণ্ডা পানি গড়িয়ে পরে পায়ের আঙ্গুলের নিচে WATER, cold, running down to toes (1)
93 Hips দুর্বল নিতম্বদেশ WEAK, hips (32)

Male – SEMINAL, emissions এর ৮৪ টি সাব রুব্রিক:

1 Male শুক্রপাত SEMINAL, emissions (251)
2 Male শুক্রপাত বিকেলে SEMINAL, emissions, afternoon (1)
3 Male শুক্রপাতের ফলে পুরাতন লক্ষণ বৃদ্ধি পায় SEMINAL, emissions, agg. in general old symptoms (1)
4 Male শুক্রপাতে উপশম SEMINAL, emissions, amel. in general (9)
5 Male শুক্রপাত বিছানায় থাকাকালে SEMINAL, emissions, bed, in (1)
6 Male শুক্রপাত বালক বয়সে SEMINAL, emissions, boys, premature (1)
7 Male শুক্রপাতের ফলে ব্রেইন পরিশ্রান্ত ও মানসিক অসাড়তা SEMINAL, emissions, brain fag, mental torpidity, with (1)
8 Male শুক্রপাত, জ্বালাকর SEMINAL, emissions, burning (2)
9 Male শুক্রপাত, আদর আলিঙ্গনের সময় SEMINAL, emissions, caresses, during (12)
10 Male শুক্রপাত, শূলবেদনার সময় SEMINAL, emissions, colic, during (1)
11 Male শুক্রপাত, শক্ত সামর্থ ব্যক্তিদের SEMINAL, emissions, constitution, in a, robust (1)
12 Male শুক্রপাত, খিঁচুনির সময় SEMINAL, emissions, convulsions, in (2)
13 Male শুক্রপাত, প্রচুর পরিমাণে SEMINAL, emissions, copious (11)
14 Male শুক্রপাত, দিবাভাগে SEMINAL, emissions, daytime (9)
15 Male শুক্রপাতের সহিত পিঠের বেদনা ও পায়ের দুর্বলতা SEMINAL, emissions, debility, backache, weak legs, with (25)
16 Male শুক্রপাত, বিষণ্ণতার সহিত SEMINAL, emissions, depression, with (8)
17 Male শুক্রপাত, যৌনক্রিয়ার আগ্রহ হলে শুক্রপাত হয় SEMINAL, emissions, desire for sex, during (1)
18 Male শুক্রপাত, উদরাময়ের সময় SEMINAL, emissions, diarrhea, during (1)
19 Male শুক্রপাত, ডিনারের পরে SEMINAL, emissions, dinner, after (2)
20 Male শুক্রপাতের ফলে নিদ্রায় ব্যাঘাত হয় SEMINAL, emissions, disturbing sleep (30)
21 Male শুক্রপাত হয়, স্বপ্ন দেখে SEMINAL, emissions, dreams, with (87)
22 Male শুক্রপাত হয়, সহজে SEMINAL, emissions, easy, too (8)
23 Male শুক্রপাত, শীর্ণতার সহিত SEMINAL, emissions, emaciation, with (4)
24 Male শুক্রপাতে আনন্দ উপভোগ করে SEMINAL, emissions, enjoyment, with (8)
25 Male শুক্রপাত হয়, লিঙ্গ উত্থানের সহিত SEMINAL, emissions, erections, with (35)
26 Male শুক্রপাত হয়, লিঙ্গ উত্থান ব্যতীত SEMINAL, emissions, erections, without (67)
27 Male শুক্রপাত, কামমূলক SEMINAL, emissions, erotic (1)
28 Male শুক্রপাত, সন্ধ্যায় SEMINAL, emissions, evening (2)
29 Male শুক্রপাত হয়, আংশিক উত্তেজিত হয়ে SEMINAL, emissions, excitability of parts, from (1)
30 Male শুক্রপাত হয়, যৌন উত্তেজিত হলে SEMINAL, emissions, excitement, from sexual (8)
31 Male শুক্রপাত, অতিরিক্ত পরিশ্রমের ফলে SEMINAL, emissions, exertion, over, from (1)
32 Male শুক্রপাত, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার ফলে SEMINAL, emissions, falls asleep, as soon as he (1)
33 Male শুক্রপাত, কাল্পনিক উত্তেজনার ফলে SEMINAL, emissions, fancy, with excitement of (1)
34 Male শুক্রপাত, পূর্বাহ্ণে SEMINAL, emissions, forenoon (1)
35 Male শুক্রপাত, ঘন ঘন SEMINAL, emissions, frequent (60)
36 Male শুক্রপাত, সামান্য শব্দে ভয় পেয়ে SEMINAL, emissions, fright at slight noise, from (1)
37 Male শুক্রপাত, অভিজাত পরিবেশে থাকার পরে SEMINAL, emissions, high living, after (1)
38 Male শুক্রপাতের সহিত পুরুষত্বহীনতা SEMINAL, emissions, impotence, with (1)
39 Male শুক্রপাত, বদহজমের ফলে SEMINAL, emissions, indigestion, from (1)
40 Male শুক্রপাত, অসাড়ে SEMINAL, emissions, involuntary (5)
41 Male শুক্রপাত, হতাশায় খিটখিটে ভাবের সহিত SEMINAL, emissions, irritability, despondency, with (13)
42 Male শুক্রপাত, পিঠ দিয়ে কোন কিছুতে হেলান দিলে যেন ধাতু চলে আসবে এমন অনুভূতি SEMINAL, emissions, leaning the back against anything, as if pollution would come, when (1)
43 Male শুক্রপাত, নিকট দিয়ে গমন করা মেয়েদের দিকে তাকিয়ে থাকলে SEMINAL, emissions, looking at passing girls, when (2)
44 Male শুক্রপাত, চিত হয়ে শয়ন করলে SEMINAL, emissions, lying on back, while (3)
45 Male শুক্রপাত, হস্তমৈথুনের পরে SEMINAL, emissions, masturbation, after (20)
46 Male শুক্রপাত, মধ্যরাতের পরে SEMINAL, emissions, midnight, after (3)
47 Male শুক্রপাত, সকালে SEMINAL, emissions, morning (28)
48 Male শুক্রপাত, রাত ১ টায় SEMINAL, emissions, night, 1 a.m. (3)
49 Male শুক্রপাত, মধ্যাহ্নে SEMINAL, emissions, noon (1)
50 Male শুক্রপাত, গন্ধহীন SEMINAL, emissions, odorless (1)
51 Male শুক্রপাত, দুর্গন্ধ যুক্ত SEMINAL, emissions, offensive (1)
52 Male শুক্রপাত, বেদনার সময় SEMINAL, emissions, pain, during (1)
53 Male শুক্রপাত, বেদনাদায়ক SEMINAL, emissions, painful (6)
54 Male শুক্রপাত, পক্ষাঘাতিক উপসর্গ স্পষ্ট হওয়ার পূর্বে SEMINAL, emissions, paralytic symptoms set in, before (1)
55 Male শুক্রপাত, ঘামের সহিত SEMINAL, emissions, perspiration, with (1)
56 Male শুক্রপাত, যথা সময়ের পূর্বে SEMINAL, emissions, premature (21)
57 Male শুক্রপাত, প্রোস্টেট সংক্রান্ত রোগের ফলে SEMINAL, emissions, prostatic disease, in (1)
58 Male শুক্রপাত, বাতজ ব্যথার সহিত SEMINAL, emissions, rheumatic pains, with (1)
59 Male শুক্রপাত, বিষণ্ণতার সহিত SEMINAL, emissions, sadness, with (8)
60 Male শুক্রপাত, মাঝে মাঝে SEMINAL, emissions, seldom (1)
61 Male শুক্রপাত হওয়ার অনুভূতি SEMINAL, emissions, sensation of pollution (2)
62 Male শুক্রপাত, সহবাসের পরে SEMINAL, emissions, sex, after (17)
63 Male শুক্রপাত, অতিরিক্ত যৌনক্রিয়ার পরে SEMINAL, emissions, sexual excess, after (5)
64 Male শুক্রপাত, বসা অবস্থায় SEMINAL, emissions, sitting, while (2)
65 Male শুক্রপাত, ঘুমানোর সময় SEMINAL, emissions, sleep, during (42)
66 Male শুক্রপাত, আক্ষেপের সহিত SEMINAL, emissions, spasms, with (3)
67 Male শুক্রপাত, কাপড়ে লাগলে তা শক্ত হয়না SEMINAL, emissions, stiffness of linen, causing no (1)
68 Male শুক্রপাত, মলত্যাগ করার সময় SEMINAL, emissions, stool, during (27)
69 Male শুক্রপাত, যৌনক্রিয়া সংক্রান্ত স্বপ্ন দেখার সময় হঠাৎ করে শুক্রপাত হয় SEMINAL, emissions, sudden, during dream of sex (1)
70 Male শুক্রপাত, স্ত্রীলোকের সহিত কথা বলার সময় SEMINAL, emissions, talking about women, from (1)
71 Male শুক্রপাত, ঘন SEMINAL, emissions, thick (1)
72 Male শুক্রপাত, অনেক সময় ধরে শিহরন বোধের সহিত SEMINAL, emissions, thrill prolonged (1)
73 Male শুক্রপাত, যক্ষ্মারোগে SEMINAL, emissions, tuberculosis, in (1)
74 Male শুক্রপাত, চেতনাশূন্য SEMINAL, emissions, unconscious (14)
75 Male শুক্রপাত, মূত্রত্যাগ করার সময় SEMINAL, emissions, urination, during (15)
76 Male শুক্রপাত, শিরোঘূর্ণনের সহিত SEMINAL, emissions, vertigo, with (1)
77 Male শুক্রপাত, দৃষ্টিশক্তির দুর্বলতার সহিত SEMINAL, emissions, vision weak, with (1)
78 Male শুক্রপাত, কামোদ্দীপক SEMINAL, emissions, voluptuous (1)
79 Male শুক্রপাত, জাগ্রত হলে SEMINAL, emissions, waking, on (17)
80 Male শুক্রপাত, ক্রমবর্ধমান ভাবে অণ্ডকোষের দুর্বলতার সহিত SEMINAL, emissions, wasting of testes, with (2)
81 Male শুক্রপাত, পানির মত তরল SEMINAL, emissions, watery (4)
82 Male শুক্রপাতের ফলে দুর্বলতা SEMINAL, emissions, weakness, from (2)
83 Male শুক্রপাত, মদ পান করার পরে SEMINAL, emissions, wine, after (1)
84 Male শুক্রপাত, স্ত্রীলোক দেখে SEMINAL, emissions, women, looking at (3)

Male – SEXUAL এর ১৭ টি সাব রুব্রিক:

1 Male যৌনক্রিয়া SEXUAL (0)
2 Male যৌনক্রিয়ায় বিতৃষ্ণা SEXUAL, aversion, sex, to (55)
3 Male যৌনক্রিয়া করার ইচ্ছা SEXUAL, desire (see, Sexual desire) (0)
4 Male যৌনক্রিয়ায়র উপভোগ্যতা অনুপস্থিত SEXUAL, enjoyment, sexual, absent (37)
5 Male যৌনক্রিয়া মাত্রাতিরিক্ততায় বৃদ্ধি SEXUAL, excesses of, agg. (81)
6 Male যৌন উত্তেজনায় বৃদ্ধি SEXUAL, excitement, agg. (3)
7 Male যৌনক্রিয়া অবস্থায় ভয় পাওয়ার ফলে বৃদ্ধি SEXUAL, fright during, agg. (1)
8 Male যৌনক্রিয়ার ফলে মাথা ব্যথা SEXUAL, headache, from (20)
9 Male যৌনক্রিয়া, পুরুষত্বহীনতা SEXUAL, impotency (0)
10 Male যৌনক্রিয়া, অনাকাঙ্ক্ষিত প্রায় SEXUAL, involuntary, almost (1)
11 Male যৌনক্রিয়া, কাম লালসা পূর্ণ SEXUAL, lasciviousness (47)
12 Male যৌনক্রিয়া, দীর্ঘ সময় ধরে SEXUAL, long, too (1)
13 Male যৌনক্রিয়া, হস্তমৈথুনের অভ্যাস SEXUAL, masturbation, disposition to (63)
14 Male যৌনক্রিয়া, হস্তমৈথুনের ফলে অসুস্থতা SEXUAL, onanism, ailments from (46)
15 Male যৌনক্রিয়ার অঙ্গভঙ্গি করে যেন SEXUAL, motions, as of (2)
16 Male যৌনক্রিয়া বেদনাদায়ক SEXUAL, painful (12)
17 Male যৌনক্রিয়ার পরে দুর্বলতা SEXUAL, weakness, after (23)

Male – SEXUAL, desire এর ২০ টি সাব রুব্রিক:

1 Male যৌনক্রিয়া করার ইচ্ছা SEXUAL, desire (0)
2 Male যৌনক্রিয়া করার ইচ্ছা, খিঁচুনির সময় SEXUAL, desire, convulsions, during (3)
3 Male যৌনক্রিয়া করার, ইচ্ছা শক্তির হ্রাস SEXUAL, desire, decreased (138)
4 Male যৌনক্রিয়া করার ইচ্ছা হলে প্রলাপ বকে SEXUAL, desire, delirium, during (1)
5 Male যৌনক্রিয়া করার ইচ্ছা, খাবার খাওয়ার পরে SEXUAL, desire, eating, after (3)
6 Male যৌনক্রিয়া করার ইচ্ছা, লিঙ্গ উত্থানের সহিত SEXUAL, desire, erections, with (12)
7 Male যৌনক্রিয়া করার ইচ্ছা, লিঙ্গ উত্থান ব্যতীত SEXUAL, desire, erections, without (48)
8 Male যৌনক্রিয়া করার ইচ্ছা, অতিরিক্ত SEXUAL, desire, excessive (55)
9 Male যৌনক্রিয়া করার ইচ্ছা, অল্পতেই উত্তেজিত হয় SEXUAL, desire, excitement of, easy (13)
10 Male যৌনক্রিয়া করার ইচ্ছা, বর্ধিত SEXUAL, desire, increased (220)
11 Male যৌনক্রিয়া করার ইচ্ছাহীনতা SEXUAL, desire, lacking (97)
12 Male যৌনক্রিয়া করার ইচ্ছা, বিকৃত ভাবে SEXUAL, desire, perverted (4)
13 Male যৌনক্রিয়া করার ইচ্ছা, ধাতু নির্গত হওয়ার পরে SEXUAL, desire, pollutions, after (5)
14 Male যৌনক্রিয়া করার ইচ্ছা, যৌনমনস্ক SEXUAL, desire, sexual minded (2)
15 Male যৌনক্রিয়া করার ইচ্ছা, ঘুমানোর সময় SEXUAL, desire, sleep, during (2)
16 Male যৌনক্রিয়া করার ইচ্ছা, অনিদ্রা ভাব অবস্থায় SEXUAL, desire, sleeplessness, during (1)
17 Male যৌনক্রিয়া করার ইচ্ছা, মলত্যাগ করার সময় SEXUAL, desire, stool, during (2)
18 Male যৌনক্রিয়া করার ইচ্ছা চাপা রাখার পর, পুনরায় উত্তেজিত হয় SEXUAL, desire, suppressed, then excited (1)
19 Male যৌনক্রিয়া করার ইচ্ছা চাপা রাখার অভিযোগ থেকে অসুস্থতা SEXUAL, desire, suppressing the, complaints from (21)
20 Male যৌনক্রিয়া করার ইচ্ছা, অত্যধিক SEXUAL, desire, violent (37)

Mind – ABSENT minded এর ৩৬ টি সাব রুব্রিক:

1 Mind অন্যমনস্ক ABSENT-minded (171)
2 Mind অন্যমনস্ক, বিকেলে ABSENT-minded, afternoon (1)
3 Mind অন্যমনস্ক, খোলা বাতাসে ABSENT-minded, air, in open (1)
4 Mind অন্যমনস্ক, মূত্রে এলবুমেন এর ফলে ABSENT-minded, albuminuria, in (1)
5 Mind অন্যমনস্কের সহিত পর্যায়ক্রমে সজীবতা ABSENT-minded, alternating with animation (1)
6 Mind অন্যমনস্ক, তার ভবিষ্যৎ সম্পর্কে ABSENT-minded, become, as to what will become of him (1)
7 Mind অন্যমনস্ক, মস্তিষ্কসংক্রান্ত উপদাহের ফলে ABSENT-minded, cerebral irritation, in (2)
8 Mind অন্যমনস্ক, কথোপকথনের সময় ABSENT-minded, conversing, when (4)
9 Mind অন্যমনস্ক, দিবাভাগে, ১১ টা থেকে ৪ টা ABSENT-minded, daytime, 11 a.m. to 4 p.m. (1)
10 Mind অন্যমনস্ক, স্বপ্নের মত ABSENT-minded, dreamy (8)
11 Mind অন্যমনস্ক, মৃগীরোগে আক্রান্ত হওয়ার পূর্বে ABSENT-minded, epileptic attack, before (1)
12 Mind অন্যমনস্ক, সন্ধ্যায় ABSENT-minded, evening (1)
13 Mind অন্যমনস্ক, অবহেলা ABSENT-minded, inadvertence (5)
14 Mind অন্যমনস্ক, সচেতনতার অভাবের ফলে ABSENT-minded, lack of awareness, attacks of (9)
15 Mind অন্যমনস্ক, এমন চিঠি সম্পর্কে অন্যমনস্ক, যা তার নিজ হাত ঘরে এনেছে ABSENT-minded, mail a letter, goes to, brings it home in her hands (1)
16 Mind অন্যমনস্ক, ঋতুস্রাবের সময় ABSENT-minded, menses, during (2)
17 Mind অন্যমনস্ক, সকালে ABSENT-minded, morning (5)
18 Mind অন্যমনস্ক, মধ্যাহ্নে ABSENT-minded, noon (1)
19 Mind অন্যমনস্ক, বার্ধক্য বয়সে ABSENT-minded, old age, in (3)
20 Mind অন্যমনস্ক, পুতিনস্যের ফলে ABSENT-minded, ozaena, in (1)
21 Mind অন্যমনস্ক, নির্দিষ্ট সময় পর পর অল্প সময়ের জন্য আক্রান্ত হয় ABSENT-minded, periodical attacks of, short lasting (2)
22 Mind অন্যমনস্ক, কিছু ক্রয় করে, না নিয়েই চলে যায় ABSENT-minded, purchases, makes, and goes out without them (1)
23 Mind অন্যমনস্ক, পড়াশোনা করার সময় ABSENT-minded, reading, while (4)
24 Mind অন্যমনস্ক, অজ্ঞানতার সহিত ও মাতালের মত অবস্থা ABSENT-minded, senselessness, with, and intoxicated condition (1)
25 Mind অন্যমনস্ক, কথা বলার সময় ABSENT-minded, spoken to, when (5)
26 অন্যমনস্ক, এক স্থানে দাঁড়িয়ে থাকে, তিনি যা দায়িত্ব নেন তা সম্পন্ন করতে পারেননা ABSENT-minded, standing in one place, never accomplishes what he undertakes (1)
27 Mind অন্যমনস্ক, যখন কথা বলতে শুরু করে ABSENT-minded, starts, when spoken to (4)
28 Mind অন্যমনস্ক, স্ট্রোক করার ফলে ABSENT-minded, stroke, in (1)
29 Mind অন্যমনস্ক, একই সময়ে ২ জায়গায় আছে এমনটি মনে করে ABSENT-minded, supposes to be in two places at a time (1)
30 Mind অন্যমনস্ক, চিন্তা শক্তি হঠাৎ বা ক্রমশ লোপ পায় ABSENT-minded, thoughts, vanishing of (2)
31 Mind অন্যমনস্ক, আমবাতের ফলে ABSENT-minded, urticaria, in (1)
32 Mind অন্যমনস্ক, শিরোঘূর্ণনের সময় ABSENT-minded, vertigo, during (1)
33 Mind অন্যমনস্ক, জাগ্রত হওয়ার পরে সে জানেনা কোথায় আছে বা কি উত্তর দিবে ABSENT-minded, waking, on, does not know where he is or what to answer (1)
34 Mind অন্যমনস্ক, কাজ করার সময় ABSENT-minded, work, when at (1)
35 Mind অন্যমনস্ক, লেখালেখি করার সময় ABSENT-minded, writing, while (1)
36 Mind অন্যমনস্ক, জণ্ডিস জ্বরের সময় ABSENT-minded, yellow fever, in (1)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *