ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ১৮ | Daily Study of Homeopathy

পাঠ -১৮

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

১৮. হোমিওপ্যাথি ও অ্যান্টিপ্যাথি
এফোরিজম ৫২: দুটি মাত্র প্রধান চিকিৎসা পদ্ধতি – হোমিওপ্যাথি ও অ্যান্টিপ্যাথি এবং এরা সম্পূর্ণ বিপরীত, একটির সাথে অন্যটির মিল হতে পারে না।
এফোরিজম ৫৩: অভ্রান্ত প্রাকৃতিক নীতির উপরই হোমিওপ্যাথির ভিত্তি, এবং হোমিওপ্যাথি সর্বোৎকৃষ্ট হিসাবে প্রমাণিত।
এফোরিজম ৫৪: অ্যান্টিপ্যাথিক পদ্ধতি বিভিন্ন প্রকার প্রণালীর সমবায়ে গঠিত এবং তা যুক্তিসঙ্গত চিকিৎসা বলে প্রচারিত। এ পদ্ধতিতে রোগবস্তু খুঁজে বের করা হয় এবং তদানুসারে কল্পনামূলক মেটেরিয়া মেডিকা রচিত হয় এবং মিশ্র ঔষধের ব্যবস্থা করা হয়।

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

103 DULCAMARA [Dulc]
Dulc দাম্ভিক ও সহজে নতিস্বীকার করবেনা এমন ব্যক্তি।
Dulc ঠান্ডা ও স্যাঁৎসেঁতে স্থানে অসুস্থ।
Dulc ভিজা মাটি বা জলীয় আবহাওয়ায় উদরাময়।
Dulc স্যাঁৎসেঁতে স্থানে শুয়ে  থাকার ফলে অসুস্থ।
Dulc হঠাৎ গরম হতে ঠান্ডা আবহাওয়ার পরিবর্তনে রোগ।
Dulc শরীরে উত্তাপ লাগলে রোগের উপশম অনুভূত হয়।
Dulc ঋতুস্রাবের পূর্বে শরীরে আমবাত দেখা যায়।
Dulc ঠান্ডা লেগে হঠাৎ ঘাম বন্ধ হয়ে  শোথ ও অন্যান্য অসুস্থতা।
104 ECHINACEA ANGUSTIFOLIA [Echi]
Echi পাকস্থলীর ফাঁপা অনুভূতি, ঢেঁকুর দিলে উপশম হয়না।
Echi ক্ষতে অত্যন্ত দুর্গন্ধ কিন্তু কখনো কখনো বিষাক্ত ক্ষতে দুর্গন্ধের অভাব হয়।
Echi অঙ্গ-প্রত্যঙ্গে ব্যথা, দুর্বলতা অনুভূতি ও তন্দ্রা ভাব।
Echi পাকস্থলী ও হ্রদপিন্ডের দুর্বলতা অনুভূতি।
Echi বমিভাব ও শীত শীত অনুভূতি।
Echi জ্বরে অনিয়মিত শীত, উত্তাপ ও ঘর্ম।
105 AEGLE FOLIA [Aegle-f]
Aegle-f বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত মাথা ব্যথা। (লাইকোর মত অনেক লক্ষণ এ ঔষধে আছে)
Aegle-f বিকাল ও সন্ধায় চোখ, মুখ ও কান দিয়ে যেন আগুন বের হতে থাকে, খাবার খেলে উপশম।
Aegle-f পেটফাঁপা, পেট ডাকা ও শব্দ করে বায়ু বের হয়, বিকালে বৃদ্ধি।
Aegle-f কোমরে ও পিঠে সামান্য সামান্য ব্যথা, বিকালে বৃদ্ধি।
Aegle-f মূত্রের পরিমান কম।
Aegle-f সর্বাঙ্গে, বিশেষত চোখের পাতায় শোথ।
Aegle-f লিখতে বানান ভুল হয়।
Aegle-f সন্ধ্যাকালে মাথায় অত্যন্ত গরম অনুভূতি, কিছু খেলে কমে।
106 AESCULUS HIPPOCASTANUM [Aesc]
Aesc পূর্ণতাঅনুভূতি, অর্শের সহিত পিঠ ব্যথা, ব্লাড সার্কুলেশন সংক্রান্ত সমস্যা।
Aesc মেজাজ অত্যন্ত খিটখিটে ও মন মরা, অতীব বেয়াড়া স্বভাব, নিদ্রা হতে জাগ্রত হলে নির্জীবতা ও দুদোল্যমান অবস্থা।
Aesc মলদ্বার শুষ্ক ও তাতে ছোট ছোট কাঠি বা তুষ আছে এরূপ অনুভব হয়।
Aesc কোমর, ত্রিকাস্থি ও ইলিয়াক অস্থির সন্ধি স্থানে বেদনা, সামান্য নড়লে চড়লে, নীচু হলে, উঠে দাঁড়ালে বা চললে বৃদ্ধি।
Aesc হাত, বাহু, পা ও মেরুদন্ডের আংশিক পক্ষাঘাত।
107 AETHUSA CYNAPIUM [Aeth]
Aeth দুধ অসহ্য, নাকের উপরে সাদা লাইন ও মুখের চারিধারে নীলচে বর্ণ।
Aeth শিশু দুধ পান করার সাথে সাথে জমা জমা দুধ বমি করে, অথবা দুধ কিছুক্ষন পেটে থাকার পর টক গন্ধ যুক্ত চাপ দধির মত বমি হয়।
Aeth নাকে সাদা লাইন, মুখের চারিদিকে নীলচে বিবর্ণতা।
Aeth সামাজিক কার্যক্রম থেকে নিজেকে দূরে রাখে।
Aeth প্রাণীদের প্রতি অত্যধিক ভালোবাসা ও সমবেদনা।
Aeth পরীক্ষা ভীতি, মনস্থির করতে ও কোনোকিছু গ্রহণ করতে অক্ষমতা
108 EUCALYPTUS GLOBULUS [Eucal]
Eucal অসুস্থতা সত্বেও মনের স্ফূর্তি থাকে।
Eucal শরীরে ব্যথা, অসাড়তা ও দুর্বলতা (ঠান্ডা লাগলে যেমন হয়)।
Eucal নাক হতে দুর্গন্ধময় পুঁজের মত প্রচুর শ্লেষ্মা স্রাব নির্গত হয়, নাকের শিরদাঁড়ায় টানটান অনুভূতি ও নাক দিয়ে ঝাঁঝালো পাতলা সর্দিস্রাব।
Eucal পাকস্থলীতে দপদপানি, অন্ত্রে ভারী অনুভূতি, পেটে দুর্গন্ধময় বায়ূ, খাদ্যদ্রব্য হজম হতে বিলম্ব।
Eucal মুখ দিয়ে প্রচুর লালা বের হয়।
Eucal রাত্রে শরীরে খোঁচা মারা বেদনা।

Delusions অধ্যায়ের থেকে ৫০ পর্যন্ত মূল রুব্রিক:

1 Delusions উদর স্খলিত হয়েছে, পাকস্থলী গিলে ফেলেছে, অণ্ডথলি ফোলে গেছে ABDOMEN, is fallen in, his stomach devoured, his scrotum swollen (1)
2 Delusions বিদেশে আছে এমনটি মনে করে ABROAD, thinks he is (1)
3 Delusions কিম্ভূতকিমাকার, হাস্যকর ABSURD, ludicrous (1)
4 Delusions নির্যাতিত হচ্ছে ABUSED, being (7)
5 Delusions নরক বা অতল গহ্বর তার পিছনে রয়েছে ABYSS, behind him an (1)
6 Delusions দুর্ঘটনা দেখে ACCIDENT, sees (2)
7 Delusions অভিযুক্ত যেন সে ACCUSED, thinks she is (2)
8 Delusions সক্রিয় ACTIVE (3)
9 Delusions বন্ধুদের ভালোবাসা হারিয়েছে AFFECTION, of friends, has lost (2)
10 Delusions বিকাল যেন সর্বদা বিকাল AFTERNOON, that it is always (2)
11 Delusions বাতাস, সে একটি আত্মার মত বাতাসে ভাসছেন AIR, that he is hovering in, like a spirit (18)
12 Delusions একাকী, সে সর্বদা একা ALONE, that she is always (3)
13 Delusions বিছা দেখে ANDROCIONS, sees (1)
14 Delusions ফেরেশতা দেখে ANGELS, seeing (3)
15 Delusions প্রাণীসংক্রান্ত ANIMALS, of (43)
16 Delusions অতল গহ্বরে বিলীন হওয়া সম্পর্কিত ANNIHILATION, about to sink into (3)
17 Delusions যেকোনো ভ্রান্ত বিষয়ে উত্তর দেয় ANSWERS to any delusion (2)
18 Delusions পিঁপড়ায় পূর্ণ বিছানা ANTS, bed seems full of (1)
19 Delusions উদ্বিগ্ন ANXIOUS (10)
20 Delusions তারা তাকে মূল্যায়ন করছেনা APPRECIATED, that they are not (3)
21 Delusions দ্রুত বাকপটুতার সহিত যুক্তি উপস্থাপন করে ARGUMENT, making an eloquent (1)
22 Delusions বাহু ARMS (0)
23 Delusions আর্মি, তার পাশ দিয়ে নিঃশব্দে চলে গেছে ARMY passed him in the street, a silent (1)
24 Delusions গ্রেপ্তার হবে ARRESTED, is about to be (8)
25 Delusions লাঞ্ছিত হতে যাচ্ছে ASSAULTED, is going to be (3)
26 Delusions পাগলা গারদে তাকে পাঠানো হবে ASYLUM, that she will be sent to (2)
27 Delusions আক্রান্ত এবং অপমান, কাল্পনিক কারো আক্রমণ ও অপমান থেকে নিজেকে রক্ষা করছে ATTACKS and insults, defend themselves against imaginary (1)
28 Delusions বিছানায় দুটি বাচ্চা আছে BABIES, are two in bed (1)
29 Delusions শিশুকে বীভৎস দেখাচ্ছে BABY looks odious (1)
30 Delusions সে একটি বলের উপরে বসে আছে BALL, that he is sitting on a (2)
31 Delusions বাদুর BATS, of (1)
32 Delusions প্রহৃত হচ্ছে BEATEN, that he is being (2)
33 Delusions সুন্দর BEAUTIFUL (8)
34 Delusions বিছানা BED (0)
35 Delusions মৌমাছি দেখে BEES, sees (1)
36 Delusions গুবরে-পোকা ক্রিমি ইত্যাদি BEETLES, worms, etc. (3)
37 Delusions পিছনে একটি নরক বা অতল গহ্বর আছে BEHIND, him, abyss, there is an (1)
38 Delusions ঘণ্টার শব্দ শুনতে পায় BELLS, hears, ringing of (6)
39 Delusions তার পরিবারে তার কোন অধিকার নেই BELONG, to her own family, does not (1)
40 Delusions বিশ্বাসঘাতক, তিনি যেন বিশ্বাসঘাতক BETRAYED, that she is (2)
41 Delusions বিবাহের বাগদান, অবশ্যই ভঙ্গ হবে BETROTHAL, must be broken (1)
42 Delusions অন্যদের তুলনায় তিনি ভালো BETTER, than others, that he is (2)
43 Delusions সে যেন মুগ্ধ অবস্থায় আছেন BEWITCHED, thinks he is (1)
44 Delusions লাশের খাটে শুয়ে আছেন BIER, is lying on a (2)
45 Delusions সে একজন পাখি, আনন্দে ছোটাছুটি করছে, কিচিরমিচির করছে, মূর্ছা যাওয়ার পূর্ব পর্যন্ত BIRD, he is a, runs about, chirping and twittering, until he faints (1)
46 Delusions পাখি দেখে BIRDS, sees (3)
47 Delusions দংশিত হবে BITTEN, will be (2)
48 Delusions বস্তু এবং ব্যক্তি কালো মনে হয় BLACK objects and people (4)
49 Delusions নিজেকে অন্ধ মনে করে BLIND, that he is (3)
50 Delusions রক্ত ঠিকমত প্রবাহিত হচ্ছেনা BLOOD, does not circulate well (1)

Female অধ্যায়ের ১৬৫ টি মূল রুব্রিক:

1 Female গর্ভপাত সহসা ABORTION, spontaneous, (0)
2 Female ফোড়া, স্ত্রী জননাঙ্গে ABSCESS, genitalia (6)
3 Female অবিরাম বেদনা, স্ত্রী জননেন্দ্রিয়ে ACHING, pain, genitalia (2)
4 Female ঋতুস্রাব অনুপস্থিত AMENORRHEA, (168)
5 Female যৌন ক্রিয়া অবস্থায়, যোনিপথের অনুভূতি হীনতা ANESTHESIA, vagina, during sex (1)
6 Female সামনের দিকে ঝুঁকানো জরায়ু ANTEVERSION, of uterus (4)
7 Female জাড়ি ক্ষত, স্ত্রী জননাঙ্গে APHTHAE, genitalia (10)
8 Female কেঁচো কৃমি, স্ত্রী জননাঙ্গে ASCARIDES, genitalia (3)
9 Female পেশীর দুর্বলতা, জরায়ুর ATONY, uterus (28)
10 Female শীর্ণতা, ডিম্বকোষের ATROPHY, ovaries (9)
11 Female বলের মত ভারী কিছু রয়েছে ডান ডিম্বকোষে, এমনটি মনেহয় BALL, ovaries, feels like a heavy, in right (1)
12 Female বার্থলিন গ্লান্ডের প্রদাহ, স্ত্রী জননাঙ্গের BARTHOLINITIS, genitalia (9)
13 Female নিম্ন দিকে ঠেলে মারা বেদনা, স্ত্রী জননেন্দ্রিয়ে BEARING down pain, (78)
14 Female দাঁতে কাটার মত বেদনা, স্ত্রী জননেন্দ্রিয়ে BITING, pain, (16)
15 Female রক্তপাত, স্ত্রী জননাঙ্গ হতে BLEEDING, (185)
16 Female ফুস্কুড়ি, স্ত্রী জননাঙ্গে BLOTCHES, genitalia (1)
17 Female ছিদ্রকর বেদনা, ডিম্বকোষে BORING, pain, ovaries (7)
18 Female জ্বালাকর বেদনা, স্ত্রী জননেন্দ্রিয়ে BURNING, pain, (73)
19 Female ফেটে যাওয়ার মতো বেদনা, ডিম্বকোষে BURSTING, pain, ovaries (2)
20 Female ক্যান্সার, স্ত্রী জননাঙ্গে CANCER, (41)
21 Female কেনডিডা এলবাকন প্রদাহ CANDIDA albicans, infection (11)
22 Female জরায়ু মুখের প্রদাহ CERVICITIS, inflammation, cervix (16)
23 Female পনিরের মতো কিছু জমা হয়, স্ত্রী জননাঙ্গে CHEESY, deposits, genitalia (1)
24 Female শিশু জন্ম সাধারণ CHILDBIRTH, general, (0)
25 Female ফেলোপিয়ন টিউবের ব্লক জনিত প্রদাহ CHLAMYDIAL, infection (3)
26 Female মুঠোকরে ধরা এবং ছেড়েদেয়ার অনুভূতি জরায়ুতে CLUTCHING, and relaxing sensation of uterus (1)
27 Female শীতলতা অনুভূতি, স্ত্রী জননেন্দ্রিয়ে COLDNESS, (3)
28 Female গর্ভধারণ, সহজ CONCEPTION, easy (5)
29 Female আঁচিল- স্লেস্মাগুটি, স্ত্রী জননাঙ্গে CONDYLOMATA, (14)
30 Female রক্তজমা, স্ত্রী জননাঙ্গে CONGESTION, (40)
31 Female অতি সচেতন, জরায়ু সম্পর্কে CONSCIOUS, of the uterus (5)
32 Female সংকোচনকর অনুভূতি CONSTRICTING, (11)
33 Female সংকোচনকর, ডিম্বকোষ CONSTRICTION, ovaries (1)
34 Female সংকোচিত, স্ত্রী জননাঙ্গ CONTRACTIONS, (2)
35 Female কালশিটে পড়ার মত অবস্থা, ডিম্বকোষে CONTUSION, ovaries, (0)
36 Female গনোরিয়া (COWPERITIS জাত) COWPERITIS, (0)
37 Female ফাটা, স্ত্রী জননাঙ্গে CRACKS, genitalia (4)
38 Female খিলধরার মত (অবশ কর) বেদনা, স্ত্রী জননাঙ্গে CRAMPING, (8)
39 Female কাটছে এমন বেদনা, স্ত্রী জননাঙ্গে CUTTING, (7)
40 Female সিস্ট, স্ত্রী জননাঙ্গে CYSTS, genitalia (4)
41 Female খনন করার মত বেদনা, স্ত্রী জননাঙ্গে DIGGING, (1)
42 Female ডিপথেরিয়া ঘটিত, রসানি ক্ষরণ, স্ত্রী জননাঙ্গের DIPTHTERIA, exudations, genitalia (5)
43 Female স্রাব, জুনিপথের, DISCHARGE, vagina, (164)
44 Female স্থানচ্যুতি, জরায়ুর DISPLACEMENT, of uterus, (45)
45 Female ফাঁপা যেন জরায়ু, তাতে যেন বায়ু ভর্তি রয়েছে DISTENDED, uterus, as if, filled with wind (1)
46 Female টেনে ধরার মত অনুভূতি, স্ত্রী জননেন্দ্রিয়ে DRAWING, (3)
47 Female শোথ, স্ত্রী জননাঙ্গে DROPSY, (0)
48 Female শুষ্কতা, স্ত্রী জননাঙ্গের DRYNESS, (5)
49 Female হালকা ব্যথা অবিরত, স্ত্রী জননেন্দ্রিয়ে DULL, pain, constant (4)
50 Female কষ্টরজ DYSMENORRHEA, (214)
51 Female একজিমা, যোনিপথে যোনিকপাটে ECZEMA, vagina, vulva, labia (1)
52 Female রস সঞ্চয় স্ফীতি, স্ত্রী জননাঙ্গের EDEMA, (6)
53 Female এন্ডোমেটরিওসিস ENDOMETRIOSIS, (0)
54 Female বৃহদাকার, স্ত্রী জননাঙ্গ ENLARGED,
55 Female মৃগীর পূর্বানুভূতি, জরায়ু হতে উদর পর্যন্ত বিস্তৃত হয় EPILEPTIC aura, extending from uterus to stomach (1)
56 Female ঋজুতা যোনি ও ভগাঙ্কুরের, মূত্রত্যাগের পরে, তার সহিত যৌন ক্রিয়ার ইচ্ছা ERECT, vagina, clitoris, after urination, with sexual desire (1)
57 Female উদ্ভেদ, স্ত্রী জননাঙ্গে ERUPTIONS, (50)
58 Female উত্তেজিত হয় জননেন্দ্রিয়, সহজেই EXCITEMENT of genitals, easy (10)
59 Female চোট বা আচর লাগা, স্ত্রী জননাঙ্গে EXCORIATION, (30)
60 Female উপমাংস, স্ত্রী জননাঙ্গে EXCRESCENCES, (11)
61 Female স্ত্রী জননেন্দ্রিয়ের, রোগ আরোগ্যকারী ঔষধ FEMALE, genitalia, remedies (88)
62 Female ভ্রূণ FETUS, (0)
63 Female ফাইবরইড টিউমার, ডিম্বকোষে FIBROIDS, ovaries (15)
64 Female নালী ক্ষত, জুনিপথের FISTULA, vagina (9)
65 Female অধোবায়ু নিঃস্বরণ, জুনিপথ দিয়ে FLATUS, vagina, from (21)
66 Female পিঁপড়ে হাটার মত অনুভূতি, স্ত্রী জননেন্দ্রিয়ে FORMICATION, genitalia, (3)
67 Female পূর্ণতাবোধ, জরায়ুতে FULLNESS, uterus (5)
68 Female পচনশীল ক্ষত, স্ত্রী জননাঙ্গে GANGRENE, (5)
69 Female চিবানোর মত বেদনা, স্ত্রী জননেন্দ্রিয়ে GNAWING, (2)
70 Female গনোরিয়া, স্ত্রী জননাঙ্গে GONORRHEA, (19)
71 Female দানা দানা উৎপত্তি, জুনিপথে GRANULATION, vagina (4)
72 Female হাত দিয়ে চেপে ধরা বা খাবি খাওয়া বেদনা, ডিম্বকোষে GRASPING, pain, ovaries (1)
73 Female পিষণ করার মতো বেদনা, স্ত্রী জননেন্দ্রিয়ে GRINDING, pain, genitalia (1)
74 Female আকড়েধরার মত, বেদনা, ডিম্বকোষে GRIPING, pain, ovaries (3)
75 Female চুল পড়ে যাওয়া, স্ত্রী জননাঙ্গের HAIR falling out, genitalia (9)
76 Female হাত দিয়ে জননাঙ্গ নাড়াচাড়া করে, জ্বর অবস্থায় HANDLES genitals, during fever (1)
77 Female শক্তভাব, স্ত্রী জননাঙ্গে HARDNESS, (3)
78 Female উত্তাপ, স্ত্রী জননাঙ্গে HEAT, (21)
79 Female ভারবোধ অনুভূতি, স্ত্রী জননাঙ্গে HEAVINESS, sensation, (4)
80 Female রক্তস্রাব, জরায়ুর HEMORRHAGE, uterus (0)
81 Female হার্পিস, স্ত্রী জননাঙ্গে HERPES, genitalia (20)
82 Female চেপে ধরে, জুনিপথে, যোনিকপাটে HOLDS, vagina, vulva (6)
83 Female কাঠিন্য, স্ত্রী জননাঙ্গের INDURATION, (5)
84 Female ইনফেন্টিলিসমাস INFANTILISMUS, genitalis (12)
85 Female বন্ধ্যাত্ব, স্ত্রী লোকের INFERTILITY (79)
86 Female প্রদাহ, স্ত্রী জননাঙ্গে INFLAMMATION, (34)
87 Female আঘাত লাগা, স্ত্রী জননাঙ্গে INJURIES, to genitalia (8)
88 Female সংবেদনহীনতা, জুনিপথের INSENSITIVITY, vagina (10)
89 Female অপ্রতুলতা, ডিম্বকোষের INSUFFICIENCY, of ovaries (3)
90 Female উপদাহ, স্ত্রী জননাঙ্গে IRRITATION, (24)
91 Female চুলকানি, স্ত্রী জননাঙ্গে ITCHING, (106)
92 Female ঝাঁকি লাগে, জরায়ুতে, মৃদু নড়াচড়ায় JARS, uterus, very tender to motion (6)
93 Female ঝাঁকি দিয়ে উঠে, জরায়ু JERKING, uterus (1)
94 Female গ্রন্থিবদ্ধ, যেন জরায়ু KNOTTED, uterus, as if (1)
95 Female বল্লম দ্বারা বিদ্ধ করার মতো বেদনা, স্ত্রী জননাঙ্গে LANCINATING, (3)
96 Female সাদাস্রাব, যোনিপথের LEUCORRHEA, vagina, (0)
97 Female প্রসবান্তিক স্রাব LOCHIA, (0)
98 Female শুয়ে থাকলে, জরায়ুর লক্ষণ সমূহ বৃদ্ধি LYING, agg. of uterine symptoms (1)
99 Female হস্তমৈথুন, স্ত্রী লোকের MASTURBATION, (0)
100 Female ঋতুলোপকাল MENOPAUSE, (98)
101 Female ঋতুস্রাব অবস্থায়, সাধারণত বৃদ্ধি MENSES, general agg. during (89)
102 Female ঋতু ব্যতীত রক্ত স্রাব METRORRHAGIA, (0)
103 Female গর্ভস্রাব, গর্ভপাত MISCARRIAGE, (0)
104 Female আর্দ্রতা, স্ত্রী জননাঙ্গের MOISTURE, genitalia (2)
105 Female তিল বা আঁচিল, জরায়ুতে MOLES, uterus (9)
106 Female স্নায়ুশুল প্রকৃতির বেদনা, স্ত্রী জননাঙ্গে NEURALGIC (56)
107 Female গুটিকা (NODULES), স্ত্রী জননাঙ্গে NODULES, genitalia (6)
108 Female অসাড়তা, স্ত্রী জননাঙ্গে NUMBNESS, (4)
109 Female স্ত্রীলোকের কাম উন্মাদনা NYMPHOMANIA, (0)
110 Female অভেরি প্রদাহ OOPHORITIS, (56)
111 Female খোলা মনেহয়, জরায়ু OPEN feels, uterus (2)
112 Female ডিম্বকোষের সমস্যা, সার্জারির কারণে OVARIES, complaints following surgery (17)
113 Female বেদনা, জননেন্দ্রিয়ে PAIN, genitalia (47)
114 Female ঠোকর মারার মত বেদনা, জুনিপথে PECKING pain, vagina (1)
115 Female বস্থিদেশের প্রদাহিক প্রকৃতির অসুস্থতা, জরায়ুতে PELVIC inflammatory disease, uterus (65)
116 Female আবরণ ঝিল্লীর প্রদাহ, স্ত্রী জননেন্দ্রিয়ের PERITONITIS, pelvic (25)
117 Female ঘর্ম, স্ত্রী জননাঙ্গে PERSPIRATION, (10)
118 Female চিমটি কাটার ন্যায় অনুভূতি, স্ত্রী জননাঙ্গে PINCHING, (3)
119 Female বহুপাদ অর্বুদ (পলিপস), স্ত্রী জননাঙ্গে POLYPS, (4)
120 Female গর্ভধারণ PREGNANCY, (0)
121 Female ঋতুপূর্ববর্তী অস্বাভাবিকতা PRE-MENSTRUAL syndrome, (77)
122 Female চেপে ধরার মত বেদনা, জননেন্দ্রিয়ে PRESSING, pain, genitalia (45)
123 Female বহিনির্গমন, জরায়ুর PROLAPSED, uterus, (130)
124 Female স্পন্দিত হওয়া, স্ত্রী জননাঙ্গ PULSATING, (9)
125 Female জরায়ু যেন উপর দিকে ঠেলা মারছে এমন অনুভূতি, বসার সময় PUSHES, uterus, up when she sits down (2)
126 Female জরায়ু সংক্রমণ, জরায়ুতে পুঁজ সঞ্চয় PYOMETRA, retained pus in uterus (5)
127 Female ফুসকুড়ি, স্ত্রী জননাঙ্গে RASH, genitalia (1)
128 Female কাচা-হাজা ভাব, স্ত্রী জননাঙ্গের RAWNESS, genitalia (1)
129 Female লালচে বর্ণ, স্ত্রী জননাঙ্গ REDNESS, genitalia (13)
130 Female শিথিলতা জননাঙ্গের, যোনি পথের স্রাব নির্গত হওয়ার সময় RELAXATION, of genitals, during vagina discharge (4)
131 Female পিছন দিকে ফিরানো, জরায়ু RETROVERSION, of uterus (5)
132 Female ফেলোপিয়ান টিউবের প্রদাহ SALPINGITIS, inflammation of fallopian tubes (21)
133 Female স্পর্শকাতর, স্ত্রী জননাঙ্গ SENSITIVE, (17)
134 Female পচনশীল ক্ষত হতে দূষণ, সন্তান প্রসব জনিত SEPSIS puerperalis (13)
135 Female যৌন ক্রিয়া, সম্পর্কিত স্বভাব SEXUAL, behavior (0)
136 Female তীক্ষ্ণ বেদনা, স্ত্রী জননেন্দ্রিয়ে SHARP, (33)
137 Female পক্ষাঘাতের আক্রমণ জরায়ুতে, যেন তা ঘুমিয়ে আছে SHOCKS, uterus, in, on falling asleep (1)
138 Female কোমল জরায়ু SOFT, uterus (1)
139 Female প্রদাহিত স্পর্শকাতর বেদনা, স্ত্রী জননাঙ্গে SORE, (39)
140 Female স্পঞ্জের মত, জরায়ু মুখ SPONGY, cervix (3)
141 Female জরায়ুতে হাত দিয়ে চাপছে মোচড়াচ্ছে এমন অনুভূতি SQUEEZED, uterus, sensation of, by a hand (2)
142 Female ডিম্বকোষে হাত দিয়ে চাপছে মোচড়াচ্ছে এমন অনুভূতি SQUEEZING, ovaries (2)
143 Female আড়ষ্টভাব বেদনা, জরায়ুতে STIFFNESS, painful of uterus (1)
144 Female হুল ফুটার ন্যায় বেদনা, স্ত্রী জননাঙ্গে STINGING, (17)
145 Female সূচী বিব্ধকর অনুভূতি, স্ত্রী জননেন্দ্রিয়ে STITCHING (32)
146 Female সন্তান প্রসবের পরে জরায়ু স্বাভাবিক অবস্থায় না আসা SUBINVOLUTION, genitalia (33)
147 Female স্ফীতি, স্ত্রী জননাঙ্গের SWELLING, (48)
148 Female ফোলা যেন ভগাঙ্কুর, এমন অনুভূতি SWOLLEN, clitoris, sensation, as if (2)
149 Female ছিন্নকর বেদনা, স্ত্রী জননেন্দ্রিয়ে TEARING, (12)
150 Female ছিঁড়ে যাওয়া, জুনিপথ TEARS, of vagina (2)
151 Female টান টান ভাব ডিম্বকোষ অঞ্চলে, হাত উপরের দিকে উঠালে TIGHTNESS, in ovarian region, on raising arms (1)
152 Female ঝিনঝিনকর কামোদ্দীপক অনুভূতি, স্ত্রী জননেন্দ্রিয়ে TINGLING, genitalia, voluptuous (24)
153 Female ব্যাকটেরিয়া ঘটিত প্রদাহে রক্ত বিষাক্ততা, TOXEMIA, (0)
154 Female গুটিকা (TUBERCLES), স্ত্রী জননাঙ্গে TUBERCLES, genitalia (4)
155 Female অর্বুদ, স্ত্রী জননাঙ্গে TUMORS, (7)
156 Female আকস্মিক টান লাগা অনুভূতি, স্ত্রী জননেন্দ্রিয়ে TWITCHING, genitalia (1)
157 Female ক্ষত, স্ত্রী জননাঙ্গে ULCERS, (45)
158 Female জুনিপথের আক্ষেপ VAGINISMUS, vagina (44)
159 Female জুনিপথের প্রদাহ VAGINITIS, (23)
160 Female শিরাস্ফীতি, স্ত্রী জননাঙ্গের VEINS, varicose, genitalia (8)
161 Female ফোস্কা, স্ত্রী জননাঙ্গে VESICLES, genitalia (7)
162 Female আঁচিল, স্ত্রী জননাঙ্গে WARTS, genitalia (12)
163 Female দুর্বলতা অনুভূত হয়, জননেন্দ্রিয় প্রদেশে WEAKNESS, sensation of, genitalia region (3)
164 Female ভারবোধ অনুভূতি, জরায়ুতে WEIGHT sensation, uterus (2)
165 Female ভিজা অনুভূতি যেন, যোনিপথ যোনিকপাট WET, sensation as if, vagina and vulva (3)

Muscles অধ্যায়ের ৭৮ টি মূল রুব্রিক:

1 Muscles ফোড়া ABSCESS (11)
2 Muscles অবিরাম বেদনা ACHING, pain (64)
3 Muscles পেশীর দুর্বলতা ATONY, muscles (5)
4 Muscles ক্রমিক ক্ষয়প্রাপ্তি, পেশীর ATROPHY, muscles (8)
5 Muscles ব্যান্ডেজ অনুভূতি BANDAGED, sensation (4)
6 Muscles ব্যান্ডেজ করলে উপশম BANDAGING, amel. (6)
7 Muscles বাধলে উপশম BINDING up, amel. (12)
8 Muscles ছিদ্র করার মত বেদনা, সংকোচক পেশীর BORING, pain, flexor (1)
9 Muscles থেঁতলানবোধ, যেন অত্যধিক পরিশ্রম করেছে BRUISED feeling, as from overwork (6)
10 Muscles জ্বালাকর বেদনা BURNING, pain (46)
11 Muscles কেক মাসেল, তাতে শক্ত নোট বা পিণ্ড CAKED muscles, in hard knots or lumps (1)
12 Muscles সংকোচন পেশী এবং পেশিবন্ধনীর CONTRACTION, muscles and tendons (48)
13 Muscles নিয়ন্ত্রণ করতে পারেনা, স্বেচ্ছায় CONTROL voluntary, cannot (2)
14 Muscles আক্ষেপ, প্রসারক পেশীর CONVULSIONS, extensor (1)
15 Muscles খিল ধরার মত বেদনা CRAMP-like, pain (34)
16 Muscles খিল ধরা পেশী CRAMPS, muscle (136)
17 Muscles ময়দার খামিরের মত পেশী এমন অনুভূতি এবং দুর্বলতা DOUGHY, muscles feel and are weak (1)
18 Muscles টেনে ধরার মত বেদনা DRAWING, pain (101)
19 Muscles ডুপাইট্রেন্স কনট্রেকচার DUPUYTREN’S contracture (1)
20 Muscles শীর্ণতা পেশীর EMACIATION, muscles (11)
21 Muscles উত্তেজনা বর্ধিত হয় এবং অনৈচ্ছিকভাবে বর্ধিত হতে থাকে আবার অনৈচ্ছিক ভাবে কমতে থাকে EXCITABILITY, increased, and action in voluntary, with diminution of it in involuntary (1)
22 Muscles পরিশ্রান্ত হয় সহজে, সামান্য পরিশ্রম করলে EXHAUSTED, easily, from slight exertion (2)
23 Muscles প্রসারণ এবং সংকোচন পেশী অসাড়ে প্রসারিত ও সংকোচিত হয় EXTENSION and contraction, muscles involuntary alternate (1)
24 Muscles খসেপড়া, অস্থি হতে FALL from bone, in shreds (1)
25 Muscles মেদবহুল পেশীর আকার বা গঠনের পরিবর্তন FATTY, muscles, metamorphosis (1)
26 Muscles থলথলে পেশী FLABBY, muscles (5)
27 Muscles পূর্ণতাবোধ অনুভূতি FULLNESS, sensation (2)
28 Muscles চিবানোর মত বেদনা GNAWING, pain (7)
29 Muscles শক্তভাব পেশীতে, থোকায় থোকায় স্নায়ুকে আক্রান্ত করে HARDNESS in muscle groups, affected by neuralgia (1)
30 Muscles উত্তাপ অনুভূতি HEAT, sensation (13)
31 Muscles ভারবোধ অনুভূতি, ক্লান্ত HEAVINESS, sensation, tired (122)
32 Muscles কাজের সংগতিহীনতা INCOORDINATION (4)
33 Muscles কাঠিন্য পেশীর INDURATIONS, muscles (32)
34 Muscles প্রদাহ পেশীর INFLAMMATION, muscles (0)
35 Muscles আঘাত লাগা কোমল অংশে INJURIES, soft parts (20)
36 Muscles উপদাহ IRRITATION (1)
37 Muscles ঝাঁকি দিয়ে উঠা পেশী JERKING, of muscles (85)
38 Muscles খোঁড়ামি সংকোচক পেশীর LAMENESS, flexor (2)
39 Muscles তুলতুলে অবস্থা পেশীর LAX, muscles (15)
40 Muscles উত্তোলন করলে, কোঁথানি দিলে, পেশিবন্ধনীর অসুস্থতা LIFTING, straining, muscles, tendons, ailments from (77)
41 Muscles শিথিল-ঢিলা অনুভূতি LOOSE, sensations (20)
42 Muscles গতিশীলতা সহজে MOBILITY, easy (1)
43 Muscles নড়তে থাকা অনিচ্ছাকৃত MOVEMENT, automatic (1)
44 Muscles পেশীর রোগ আরোগ্যকারী ঔষধ MUSCLES, remedies (22)
45 Muscles পেশীর যথোপযুক্ত পুষ্টির অভাব বা শীর্ণতা MUSCULAR dystrophy (3)
46 Muscles পেশিদৌর্বল্য অতিরিক্ত মাত্রায় থাইরয়েড হরমোন নিঃসরণ জনিত MYASTHENIA gravis (3)
47 Muscles মায়োসাইটিস MYOSITIS (11)
48 Muscles সুচ, গরম সুচের মত অনুভূতি NEEDLES, sensation, like hot (2)
49 Muscles বেদনা পেশীর PAIN, muscles (61)
50 Muscles পক্ষাঘাত পেশীর PARALYSIS, muscles (75)
51 Muscles বাত ব্যাধিসংক্রান্ত বেদনা PARALYTIC pain (26)
52 Muscles চিমটি কাটার ন্যায় বেদনা PINCHING, pain (5)
53 Muscles চেপে ধরার মত বেদনা PRESSING, pain (82)
54 Muscles চাপবোধ, স্পর্শকাতর পেশীতে PRESSURE, tender on (1)
55 Muscles কম্পিত হওয়া QUIVERING (30)
56 Muscles শিথিলতা, পেশীর RELAXATION, muscles (113)
57 Muscles বাতরোগ RHEUMATISM (9)
58 Muscles অনমনীয় RIGID (12)
59 Muscles সারকোমা, কাটিস SARCOMA, cutis (20)
60 Muscles তীক্ষ্ণ বেদনা SHARP, pain (125)
61 Muscles ছোট হয়ে যাওয়া পেশী এবং পেশিবন্ধনী SHORTENED, muscles and tendons (53)
62 Muscles কুঞ্চিত হওয়া, পেশী SHRIVELLING, muscles (44)
63 Muscles কোমল SOFT (1)
64 Muscles প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (84)
65 Muscles আক্ষেপ স্ফিনচার মাসেলের SPASMS of sphincters (2)
66 Muscles লাঠিপেটা বেদনা STICKING, pain (50)
67 Muscles শক্তভাব পেশীর STIFFNESS, muscles (107)
68 Muscles প্রসারিত করণ পেশী STRETCHING, muscles (7)
69 Muscles পেশী কম্পন, সংযোগ কলার টেন্ডিয়াম পেশীর কম্পন SUBSULTUS, tendinum (24)
70 Muscles ফোলা-স্ফীতি পেশীর SWOLLEN, muscles (2)
71 Muscles ছিন্নকর বেদনা TEARING, pain (116)
72 Muscles পেশিবন্ধনীর প্রদাহ TENDONITIS (7)
73 Muscles পেশিবন্ধনী সাধারণ TENDONS, general (9)
74 Muscles টানবোধ TENSION (42)
75 Muscles পেশির পুরুত্ব হ্রাস পাওয়া TONE, loss of muscle (23)
76 Muscles স্পর্শে স্পর্শকাতর TOUCH, sore to (1)
77 Muscles আকস্মিক টান পেশীর TWITCHING, muscles (78)
78 Muscles দুর্বল পেশী WEAK, muscles (92)

Mind – CRYING এর ১৪৩ টি সাব রুব্রিক:

1 Mind ক্রন্দন করে CRYING (238)
2 Mind ক্রন্দন করে, উপদেশ দেয়ার ফলে CRYING, admonition, from (11)
3 Mind ক্রন্দন করে, বিকেলে CRYING, afternoon (9)
4 Mind ক্রন্দন করলে লক্ষণসমূহ বৃদ্ধি হয় CRYING, aggravates, symptoms (18)
5 Mind ক্রন্দন করে, খোলা বাতাসে CRYING, air, in open (2)
6 Mind ক্রন্দন করে, একাকী থাকলে CRYING, alone, when (3)
7 Mind ক্রন্দন করে, উচ্চ আত্তয়াজ করে CRYING, aloud (33)
8 Mind ক্রন্দন করে, তার সহিত পর্যায়ক্রমে CRYING, alternating with (0)
9 Mind ক্রন্দন করলে লক্ষণ সমূহ উপশম হয় CRYING, ameliorates, symptoms (19)
10 Mind ক্রন্দন করে, কাহিনী শুনে CRYING, anecdotes, from (1)
11 Mind ক্রন্দন করে, রাগের সহিত CRYING, anger, with (5)
12 Mind ক্রন্দন করে, প্রশ্নের উত্তর দেয়ার সময় CRYING, answering a question, at (1)
13 Mind ক্রন্দন করে, দুশ্চিন্তার পরে CRYING, anxiety, after (23)
14 Mind ক্রন্দন করে, উদ্বিগ্নতার ফলে CRYING, anxious (6)
15 Mind ক্রন্দন করে, আক্রান্ত হওয়ার পূর্বে CRYING, attacks, before (1)
16 Mind ক্রন্দন করে, ঘণ্টার শব্দে CRYING, bells, sound of (2)
17 Mind ক্রন্দন করে, তিক্ত CRYING, bitter (2)
18 Mind ক্রন্দন করে, আদর করার ফলে CRYING, caressing, from (3)
19 Mind ক্রন্দন করে, কোলে থাকা অবস্থায় CRYING, carried, when (3)
20 Mind ক্রন্দন করে, কারণহীন CRYING, causeless (30)
21 Mind কান্না করা শিশু CRYING, children, in (21)
22 Mind ক্রন্দন করে, শিশুর মত CRYING, child, like a (5)
23 Mind ক্রন্দন করে, প্রসবাবস্থায় CRYING, childbirth, during (4)
24 Mind ক্রন্দন করে, শীত লাগার সময় CRYING, chill, during (25)
25 Mind ক্রন্দন করে, নর্তন রোগে CRYING, chorea, in (1)
26 Mind ক্রন্দন করে, সান্ত্বনা দিলে বৃদ্ধি CRYING, consolation, agg. (23)
27 Mind ক্রন্দন করে, মতানৈক্য হওয়ার ফলে CRYING, contradiction, from (4)
28 Mind ক্রন্দন করে, নিয়ন্ত্রণ করতে পারে CRYING, controlled (2)
29 Mind ক্রন্দন করে, খিঁচুনির সময় CRYING, convulsions, during (25)
30 Mind ক্রন্দন করে, আক্ষেপজনক CRYING, convulsive (2)
31 Mind ক্রন্দন করে, সর্দির সময় CRYING, coryza, during (2)
32 Mind ক্রন্দন করে, কাশি দেয়ার সময় CRYING, coughing, during (20)
33 Mind ক্রন্দন করে, অন্ধকারে CRYING, dark, in (1)
34 Mind ক্রন্দন করে, দিনে ও রাতে CRYING, day and night (1)
35 Mind ক্রন্দন করে, দিবাভাগে CRYING, daytime (5)
36 Mind ক্রন্দন করে, প্রলাপের পরে CRYING, delirium, after (1)
37 Mind ক্রন্দন করে, ভ্রান্ত বিশ্বাসের পরে CRYING, delusions, after (1)
38 Mind ক্রন্দন করার ইচ্ছা CRYING, desire to cry (7)
39 Mind ক্রন্দন করে, হতাশার ফলে CRYING, despair, from (6)
40 Mind ক্রন্দন করে, কষ্টকর CRYING, difficult (3)
41 Mind ক্রন্দন করে, ডিনারের পরে CRYING, dinner, after (1)
42 Mind ক্রন্দন করে, হতাশাপূর্ণ বিষয়ে CRYING, disappointments, about (2)
43 Mind ক্রন্দন করে, নিজের প্রতি অসন্তোষ হয়ে CRYING, discontent, with self (4)
44 Mind ক্রন্দন করার সহিত রোগ উন্নতি হয় CRYING, disease, with progressive (3)
45 Mind ক্রন্দন করে, কাজ করার সময় বিরক্ত করলে CRYING, disturbed at work, when (1)
46 ক্রন্দন করে পানি পান করার পরে CRYING, drinking, after (3)
47 Mind ক্রন্দন করে, মাতাল অবস্থায় ভাবপ্রবণ হয়ে CRYING, drunkenness, being sentimental during (2)
48 Mind ক্রন্দন করে, সহজে CRYING, easily (18)
49 Mind ক্রন্দন করে, খাবার খাওয়ার সময় CRYING, eating, while (1)
50 Mind ক্রন্দন করে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অকারণে কান্না করে CRYING, elderly people for nothing (1)
51 Mind ক্রন্দন করে, বীর্যপাতের পরে CRYING, emission, after an (1)
52 Mind ক্রন্দন করে, সামান্য আবেগের পরে CRYING, emotion, after slight (8)
53 Mind ক্রন্দন করে, সন্ধ্যায় CRYING, evening (29)
54 Mind ক্রন্দন করে, প্রত্যেক বিষয়ে CRYING, everything, about (3)
55 Mind ক্রন্দন করে, মন্দ কিছু আসছে বা ভর করেছে CRYING, evil, impended, as if (1)
56 Mind ক্রন্দন করে, জ্বরের সময় CRYING, fever, during (25)
57 Mind ক্রন্দন করে, পূর্বাহ্ণে CRYING, forenoon (2)
58 Mind ক্রন্দন করে, ভবিষ্যৎ সম্পর্কিত CRYING, future, about the (2)
59 Mind ক্রন্দন করে, একা একা চলে ও কান্না করে যেন তার বন্ধু নেই CRYING, goes off alone and weeps as if she had no friends (1)
60 Mind ক্রন্দন করে, অলীক ধারণার পরে CRYING, hallucination, after (1)
61 Mind ক্রন্দন করে, মাথা ব্যথার সহিত CRYING, headache, with (9)
62 Mind ক্রন্দন করে, আশাহীনতার ফলে CRYING, hopelessness, from (3)
63 Mind ক্রন্দন করে, অপমানিত হওয়ার পরে CRYING, humiliation, after (6)
64 Mind ক্রন্দন করে, হিস্টিরিয়াগ্রস্ত CRYING, hysterical (12)
65 Mind ক্রন্দন করে, অসুস্থতা অবস্থায় CRYING, illness, during (1)
66 Mind ক্রন্দন করে, অধৈর্যের ফলে CRYING, impatience, from (1)
67 Mind ক্রন্দন করে, বাধাপ্রাপ্ত হলে CRYING, interrupted, when (1)
68 Mind ক্রন্দন করে, অসাড়ে CRYING, involuntary (31)
69 Mind ক্রন্দন করে, খিটখিটে ভাবের সহিত CRYING, irritable (4)
70 Mind ক্রন্দন করে, আনন্দের ফলে CRYING, joy, from (4)
71 Mind ক্রন্দন করে, আনন্দ বা দু:খদায়ক বিষয়ে CRYING, joyful or sad things, at (1)
72 Mind ক্রন্দন করে, ও বিলাপ করে CRYING, lamenting, and (2)
73 Mind ক্রন্দন করে, একই সময় হাসে ও কান্না করে CRYING, laughing at the same time, and (5)
74 Mind ক্রন্দন করে, একাকী বোধের ফলে CRYING, lonely, feeling (3)
75 Mind ক্রন্দন করে, কেউ তাকালে CRYING, looked at, when (3)
76 Mind ক্রন্দন করে, কারো দিকে তাকিয়ে CRYING, looking at anyone (1)
77 Mind ক্রন্দন করে, শয়ন করার সময় CRYING, lying, while (1)
78 Mind ক্রন্দন করে, কারো সাথে সাক্ষাতের সময় CRYING, meeting people, when (1)
79 Mind ক্রন্দন করে, এমন পুরুষ CRYING, men, in (4)
80 Mind ক্রন্দন করে, ঋতুলোপকালে CRYING, menopausal period, at (4)
81 Mind ক্রন্দন করে, ঋতুস্রাবের সময় CRYING, menses, during (28)
82 Mind ক্রন্দন করে, মধ্যরাতে CRYING, midnight, at (2)
83 Mind ক্রন্দন করে, সকালে CRYING, morning (20)
84 Mind ক্রন্দন করে, মিউজিকের ফলে CRYING, music, from (16)
85 Mind ক্রন্দন করে, কাল্পনিক কিছুর প্রয়োজন CRYING, need, about a fancied (2)
86 Mind ক্রন্দন করে, স্নায়বিক সারাদিন CRYING, nervous, all day (6)
87 Mind ক্রন্দন করে, খারাপ সংবাদ পেয়ে CRYING, news, at bad (2)
88 Mind ক্রন্দন করে, রাতে CRYING, night (80)
89 Mind ক্রন্দন করে, দুঃস্বপ্নের পরে CRYING, nightmare, after (1)
90 Mind ক্রন্দন করে, শব্দে CRYING, noise, at (4)
91 Mind ক্রন্দন করে, স্তন্য দান করার সময় CRYING, nursing, while (2)
92 Mind ক্রন্দন করে, একরোখা CRYING, obstinate (3)
93 Mind ক্রন্দন করে, অপরাধ করার ফলে CRYING, offence, from (2)
94 Mind ক্রন্দন করে, সামান্য বিরোধিতা করলে CRYING, opposition, at least (1)
95 Mind ক্রন্দন করে, ব্যথার সহিত CRYING, pains, with (22)
96 Mind ক্রন্দন করে, বুক ধড়ফড় করার সময় CRYING, palpitations, during (2)
97 Mind ক্রন্দন করে, পক্ষাঘাতের সময় CRYING, paralysis, in (1)
98 Mind ক্রন্দন করে, আকস্মিক কেঁদে উঠে CRYING, paroxysmal (4)
99 Mind ক্রন্দন করে, পূর্বের ঘটনার কথা চিন্তা করে CRYING, past events, thinking of (2)
100 Mind ক্রন্দন করে, প্রতি চার সপ্তাহ পর পর CRYING, periodically, every four weeks (1)
101 Mind ক্রন্দন করে, ঘর্মাবস্থায় CRYING, perspiration, during (25)
102 Mind ক্রন্দন করে, দুঃখ বা করুণা উদ্রেক করে এমন CRYING, piteous (5)
103 Mind ক্রন্দন করে, যদি সে বিশ্বাস করে তাকে করুণা করা হয়েছে CRYING, pitied, if he believes he is (1)
104 Mind ক্রন্দন করে, ঠাণ্ডা স্বরের কবিতা শুনে CRYING, poetry, at soothing (1)
105 Mind ক্রন্দন করে, ধাতু নির্গত হওয়ার পরে CRYING, pollutions, after (2)
106 Mind ক্রন্দন করে, গর্ভধারণ অবস্থায় CRYING, pregnancy, during (7)
107 Mind ক্রন্দন করে, প্রশ্নবিদ্ধ অবস্থায় CRYING, questioned, when (1)
108 Mind ক্রন্দন করে, পড়াশোনা করার সময় CRYING, reading, while (2)
109 Mind ক্রন্দন করে, কোন কিছু প্রত্যাখ্যান করার সময় CRYING, refused anything, when (5)
110 Mind ক্রন্দন করে, তীব্র আপত্তি করার সময় CRYING, remonstrated with, when (10)
111 Mind ক্রন্দন করে, তিরস্কার করার ফলে CRYING, reproaches, from (6)
112 Mind ক্রন্দন করে, শোয়া বসা থেকে উঠার পরে CRYING, rising, after (1)
113 Mind ক্রন্দন করে, ঘরের ভিতরে CRYING, room, in (1)
114 Mind ক্রন্দন করে, দু:খদায়ক বিষয়ের চিন্তা করলে CRYING, sad, thoughts, at (9)
115 Mind ক্রন্দন করে, যৌন উত্তেজনার সহিত CRYING, sexual excitement, with (2)
116 Mind ক্রন্দন করে, চুপচাপ কান্না করে CRYING, silently (1)
117 Mind ক্রন্দন করে, গান গাওয়ার সময় CRYING, singing, when (1)
118 Mind ক্রন্দন করে, বসে বসে ও দিনে CRYING, sits and, for days (1)
119 Mind ক্রন্দন করে, ঘুমানোর সময় CRYING, sleep, during (88)
120 Mind ক্রন্দন করে, নিদ্রালুতার সহিত CRYING, sleepiness, with (1)
121 Mind ক্রন্দন করে, আক্ষেপিক CRYING, spasmodic (15)
122 Mind ক্রন্দন করে, আক্ষেপের পরে CRYING, spasms, after (2)
123 Mind ক্রন্দন করে, কথা বলার সময় CRYING, speaking, when (4)
124 Mind ক্রন্দন করে, কথার শুরুতে CRYING, speeches, when making (1)
125 Mind ক্রন্দন করে, মানুষকে মুগ্ধ করার জন্য অল্প সময়ের CRYING, spells of (1)
126 Mind ক্রন্দন করে, কথা বলার সময় CRYING, spoken to, when (9)
127 Mind ক্রন্দন করে, মলত্যাগ করার সময় CRYING, stool, during (8)
128 Mind ক্রন্দন করে, রাতের খাবারের পরে CRYING, supper, after (1)
129 Mind ক্রন্দন করে, অন্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করে CRYING, sympathy with others (5)
130 Mind ক্রন্দন করে, ঠাণ্ডা গ্রহণ করার পরে CRYING, taking cold, after (1)
131 Mind ক্রন্দন করে, তার অসুস্থতার কথা বলে CRYING, telling of her sickness, when (11)
132 Mind ক্রন্দন করে, যখন তাকে ধন্যবাদ দেয়া হয় CRYING, thanked, when (1)
133 Mind ক্রন্দন করে, দন্তশূলের সময় CRYING, toothache, with (2)
134 Mind ক্রন্দন করে, যখন স্পর্শ করে CRYING, touched, when (5)
135 Mind ক্রন্দন করে, খুঁটিনাটি বিষয়ে CRYING, trifles, at (23)
136 Mind ক্রন্দন করে, ও কাপড় খুলে ফেলে CRYING, undress, and (1)
137 Mind ক্রন্দন করে, অকৃতজ্ঞভাবের সময় CRYING, ungratefulness, at (1)
138 Mind ক্রন্দন করে, মূত্রত্যাগের পূর্বে CRYING, urination, before (3)
139 Mind ক্রন্দন করে, বিরক্তির ফলে CRYING, vexation, from (9)
140 Mind ক্রন্দন করে, অত্যধিক CRYING, violent (2)
141 Mind ক্রন্দন করে, জাগ্রত হলে CRYING, waking, on (33)
142 Mind ক্রন্দন করে, ঠাণ্ডা পানি দিয়ে ধৌত করার সময় CRYING, washed, in cold water, when (1)
143 Mind ক্রন্দন করে, ঘ্যানঘ্যানানি CRYING, whimpering (28)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *