ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ১৯ | Daily Study of Homeopathy

পাঠ -১৯

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

১৯. হোমিওপ্যাথি ও অ্যান্টিপ্যাথি
এফোরিজম ৫৫, ৫৬: অ্যান্টিপ্যাথিক চিকিৎসার ক্ষতিকর পদ্ধতিতে সাময়িক উপশমকারী ঔষধ ভিন্ন আর কিছু নেই এবং এটি এখনও রোগীদের বিশ্বাস বজায় রেখেছে।
এফোরিজম ৫৭: অ্যান্টিপ্যাথিক বা সাময়িক উপশমকারী চিকিৎসায় বিপরীত ক্রিয়া বিশিষ্ট ঔষধ দ্বারা একটি লক্ষণ ধরে চিকিৎসা করা হয়।
এফোরিজম ৫৮: অ্যান্টিপ্যাথিক পদ্ধতিতে একটি লক্ষণকে উদ্দেশ্য করে চিকিৎসা করা হয়, এটি সাময়িক উপশম দিলেও সুদূর প্রসারী ফলাফল ত্রুটিপূর্ণ ও রোগকে বৃদ্ধি করে।
টীকা: এ কথার সমর্থনে বিভিন্ন চিকিৎসকের মতামত।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

109 EUPATORIUM PERFOLIATUM [Eup-per]
Eup-per সমস্ত শরীরে ভীষণ ব্যথা, মনে হয় যেন সমস্ত শরীর চূর্ন বিচুর্ণ হয়ে  গিয়েছে, পিঠে, মাথায়, বুকে, হাতে-পায়ে ও কব্জিতে ব্যথা।
Eup-per হাড়ের ভিতর এমন ব্যথা যেন ভেঙ্গে গেছে, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা বা জ্বরের সময়।
Eup-per অত্যন্ত পিপাসার্ত, ঠাণ্ডা পানীয় পানের প্রবল আকাঙ্ক্ষা কিন্তু পান করলে পিত বমি করে।
Eup-per টাটানি, মাথাব্যথার সহিত টাটানি।
Eup-per মাথা ব্যথা ছাড়া সকল সমস্যা ঘর্ম হলে উপশম।
110 EUPHORBIUM RESINIFERA [Euph]
Euph সবকিছু স্বাভাবিক থেকে বড় মনে হয়।
Euph দাঁত সহজে ভেঙ্গে যায়।
Euph গাঁটে গাঁটে অত্যন্ত দুর্বলতা, রাত্রে হাড়ের ভিতর জ্বালা।
Euph বার বার হাঁচি হওয়ার উপক্রম।
Euph কাশলে উপর পেট হতে বুকের দুই পাশে ‍সূচ ফোটানোর মত ব্যথা।
Euph আঠার মত পায়খানা তার সহিত মলদ্বারে চুলকানি।
111 EUPHRASIA OFFICINALIS [Euphr]
Euphr চোখে খোঁচা লাগার ফলে কর্নিয়ার অসচ্ছতা।
Euphr চোখ হতে প্রচুর ঝাঁঝাল অশ্রু নির্গত হয় এবং নাক দিয়ে যে পাতলা সর্দি নির্গত হয় তাহা ঝাঁঝাল নয়।
Euphr কেবল দিনের বেলায় কাশি, কাশির সময় চোখ হতে প্রচুর পানি পড়ে।
Euphr ঋতুস্রাবের ফ্লো একদিন থাকে, কখনো কখনো একঘণ্টা থাকে।
112 FERRUM METALLICUM [Ferr]
Ferr একাকীত্ব পছন্দ করে, খিটখিটে মেজাজ, শব্দ ও মতানৈক্য সহ্য করতে পারেনা।
Ferr মুখমণ্ডল পাংশু বা বিবর্ন অথচ সামান্য উত্তেজনা পরিশ্রম বা ব্যথায় মুখমণ্ডল লাল হয়ে উঠে।
Ferr শরীর অত্যন্ত শীর্ন, দুর্বলতার কারণে পক্ষাঘাতের মত অবস্থা।
Ferr অত্যন্ত মাথাব্যথা, ব্যথা নির্দিষ্ট সময় অন্তর ও মধ্য রাতের পর বৃদ্ধি।
Ferr বিশ্রামের সময় ব্যথা ও যন্ত্রনার বৃদ্ধি।
Ferr শরীর হতে প্রচুর তরল পদার্থ বা রক্তস্রাবের পর বহুদিন প্রর্যন্ত দুর্বলতা থাকলে চায়নার মত ফেরাম উপকারি।
Ferr রজঃস্রাবের সময় প্রচুর রক্তস্রাব হয় ও মুখমন্ডল লাল হয় ও শিরাগুলো ফুলে উঠে।
113 FERRUM PHOSPHORICUM [Ferr-p]
Ferr-p ব্যথাশূন্য  উত্তেজনা, সুস্পষ্ট লক্ষনের অভাব, সকালে রোগের বৃদ্ধি।
Ferr-p সকল প্রদাহের প্রথম স্তরে এটি প্রযোজ্য।
Ferr-p সাধারণত শরীরের ডানদিকে আক্রান্ত হয়।
Ferr-p মুখমণ্ডল পর্যায়ক্রমে লাল ও ফ্যাঁকাসে।
Ferr-p নড়াচড়াতে বেদনার বৃদ্ধি এবং ঠান্ডায় উপশম।
Ferr-p দুধে অরুচি।
Ferr-p সর্দি লেগে বধিরতা।
114 FLUORICUM ACIDUM [Fl-ac]
Fl-ac সাধিনতা, আত্মতুষ্টি ও কর্তৃত্বপূর্ণ স্বভাবের ব্যাক্তি।
Fl-ac সর্বদা অত্যন্ত গরম অনুভূতি, ঠান্ডা পানিতে গোসল করতে ইচ্ছা।
Fl-ac অত্যন্ত এনার্জিক ব্যক্তি, অল্প নিদ্রায় উপশম।
Fl-ac অত্যধিক যৌন ইচ্ছা ও লম্পট।
Fl-ac মশলাদার ও কটুগন্ধ যুক্ত খাদ্যে আগ্রহ।
Fl-ac পুরাতন ক্ষতচিহ্ন লাল হয়ে উঠে ও পুনরায় ক্ষতে পরিনত হয়।
Fl-ac ঝাঁজাল ক্ষতকর ঘাম, ঘামে শরীর চুলকা্য়।

Delusions অধ্যায়ের ৫১ থেকে ১০০ পর্যন্ত মূল রুব্রিক:

51 Delusions দেহ BODY (0)
52 Delusions অস্থির খণ্ড সমূহ একে অপরের সাথে সুবিন্যস্ত নেই BONES in fragments and cannot fit pieces together (1)
53 Delusions মনে হয় সে পৃথিবীতে নতুন করে জন্ম নিয়েছে এবং তার আশেপাশের সৌন্দর্য ও নতুনত্বে অভিভূত হচ্ছে BORN, feels as if newly, into the world and was overwhelmed with wonder at the novelty of his surrou (1)
54 Delusions ব্রেইন ফেটে গেছে BRAIN, cracking, is (1)
55 Delusions স্তন অনেক বড় অথবা অনেক ছোট BREASTS are too big or too small (1)
56 Delusions তার ভাইকে জাহাজের উপর থেকে পড়ে যেতে দেখে BROTHER, fell overboard in her sight (1)
57 Delusions ছারপোকা ও তেলাপোকা BUGS and cockroaches, of (1)
58 Delusions ভবন সমূহ পাথর হচ্ছে BUILDING, stones, appearance of (1)
59 Delusions ষাঁড় BULLS, of (1)
60 Delusions কাজ করছে, কল্পনায় BUSINESS, fancies is doing (7)
61 Delusions প্রজাপতি সম্পর্কিত BUTTERFLIES, of (2)
62 Delusions তাকে কেহ ডাকে CALLS, him, someone (5)
63 Delusions ক্যান্সার হয়েছে CANCER, has a (4)
64 Delusions আদর করে কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে CARESSED, on head by someone (1)
65 Delusions দুর্গ ও রাজপ্রাসাদ দেখে CASTLES, and palaces, sees (1)
66 Delusions কাল্পনিক কিছু ধরে CATCHES at, imaginary appearance (2)
67 Delusions বিড়াল দেখে CATS, see (10)
68 Delusions যেন সে ধড়া পরেছে CAUGHT, as if he would be (1)
69 Delusions চেয়ার উপড়ের দিকে উঠছে CHAIR, is rising up (1)
70 Delusions পরিবর্তনশীল CHANGEABLE (3)
71 Delusions প্রত্যেক বস্তু পরিবর্তিত হচ্ছে CHANGED, thinks everything (6)
72 Delusions পরিবর্তন হয় হঠাৎ করে CHANGING, suddenly (1)
73 Delusions মুগ্ধতা ও মোহাবসান ঘটাতে পারেনা CHARMED and cannot break the spell (1)
74 Delusions চেরি ফল দেখে CHERRIES, sees (1)
75 Delusions শিশু ও শিশুসুলভ কিছু কল্পনায় আছে CHILD, childish fantasies, has (1)
76 Delusions প্রসবাবস্থা CHILDBIRTH, of (1)
77 Delusions শিশু ভাবছে সে অবশ্যই বাড়ির বাহিরে গাড়ি চালাচ্ছে CHILDREN, thinks he must drive, out of the house (1)
78 Delusions চিবুক বা থুতনি অনেক বড় CHIN, too long, is (1)
79 Delusions সে মনে করে গির্জায় রয়েছে এবং সমবেত কণ্ঠে গান শুনছে CHOIR, on hearing music thinks he is in a cathedral (1)
80 Delusions বরফের মত ঠাণ্ডা হাত দিয়ে গলা চেপে ধরেছে CHOKED, by icy-cold hands (1)
81 Delusions নিজেকে অবতার মনে করে CHRIST, thinks himself to be (2)
82 Delusions সমাধি পরিদর্শন করছে CHURCHYARD, visits a (4)
83 Delusions শূন্য বা গোল্লা দেখে CIPHERS, sees (3)
84 Delusions প্রত্যেকটি বস্তু খুব বেশি পরিষ্কার CLEAR, everything is too (1)
85 Delusions আরোহণ করে CLIMBING, up (1)
86 Delusions ঘড়ির ঘণ্টা শুনতে পায় CLOCK, hears strike (1)
87 Delusions জামাকাপড় অত্যন্ত সুন্দর মনে হয় CLOTHES, thinks beautiful (2)
88 Delusions মেঘ CLOUDS (0)
89 Delusions ঘরটি তেলাপোকার বাসা COCKROACHES, swarmed about the room (1)
90 Delusions অধিনায়ক সুলভ COMMANDER, being a (2)
91 Delusions লোকজন তার সঙ্গ অপছন্দ করে COMPANY, people are averse to her (1)
92 Delusions আত্মবিশ্বাস এমন যে তার সকল বন্ধুদের হারিয়েছে CONFIDENCE, in him, his friends have lost all (2)
93 Delusions গুলিয়ে ফেলে এ ভেবে যে তাকে কেউ পর্যবেক্ষণ করছে CONFUSION, imagines others will observe her (1)
94 Delusions নিজের উপলব্ধি জ্ঞান অন্য কারো সাথে সম্পৃক্ত CONSCIOUSNESS, belongs to another (1)
95 Delusions চক্রান্ত করে নিজের পিতার বিরুদ্ধে মনে হয় বাড়িওয়ালার বিলগুলি ছিল CONSPIRACIES, against her father, thought the landlord’s bills were (1)
96 Delusions কোন কিছু স্পর্শ করলে সংক্রমিত হবে CONTAMINATES, everything she touches (1)
97 Delusions সে মনে করে তাকে সংসার ত্যাগী সন্ন্যাস হতে হবে CONVENT, thinks she will have to go to a (1)
98 Delusions আলাপচারিতার সহিত CONVERSING, with (3)
99 Delusions কোনা দিয়ে প্রাণী বা মানবমূর্তি আসতে দেখে CORNER, animals and figures coming out of, sees (1)
100 Delusions রাস্তায় হাটার সময় তার ঘরের কোনের প্রজেক্ট দেখে ভয় পান এ জন্য যে তার বিপরীতে সে হাঁটছে CORNERS of houses seem to project so that he fears he will run against them while walking in the str (1)

Fever অধ্যায়ের ১৮৫ টি মূল রুব্রিক:

1 Fever ফোড়া, জ্বরের সহিত একের পর এক ক্রমবর্ধমান ভাবে ফোড়া হয় ABSCESSES, a series in rapid succession (1)
2 Fever রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব হেতু অস্বাভাবিকতা ACQUIRED, immune deficiency syndrome (0)
3 Fever আক্রান্ত অংশে AFFECTED, parts, of (6)
4 Fever আফ্রিকান জ্বর AFRICAN fever (1)
5 Fever বিকেলে AFTERNOON (89)
6 Fever এইডস অর্জিত, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব হেতু অস্বাভাবিকতা AIDS acquired, immune deficiency syndrome (21)
7 Fever বাতাস AIR (0)
8 Fever পর্যায়ক্রমে ALTERNATING (95)
9 Fever ক্রোধান্বিত হলে জ্বর হয় ANGER, paroxysms, brought on by (10)
10 Fever এনথ্রাক্স আন্ত্রিক ANTHRAX, intestinal (1)
11 Fever জ্বর হবে এমনটি বলে ANTICIPATING, fever (1)
12 Fever ভীতিকর উত্তাপ ANXIOUS, heat (0)
13 Fever উর্ধমুখি জ্বর ASCENDING, fever (31)
14 Fever শরৎকালীন জ্বর AUTUMN, fever (18)
15 Fever পিঠ BACK (0)
16 Fever ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ BACTERIAL, infections (15)
17 Fever বিছানায় থাকাকালে BED, in (53)
18 Fever পীত জ্বর BILIOUS, fever (30)
19 Fever রক্তপাত লক্ষণ অথবা পচনশীলতার প্রবণতা BLEEDING symptoms, or tendency to putrescence (7)
20 Fever রক্ত উত্তপ্ত হওয়ার অনুভূতি রাতে BLOOD, heat in, sensation, night (1)
21 Fever দেহ BODY (0)
22 Fever গ্রন্থির প্রদাহ লক্ষণযুক্ত প্লেগ BUBONIC plague (42)
23 Fever জ্বালাকর উত্তাপ BURNING, heat (70)
24 Fever কেনডিডা এলবাকনস সংক্রমণ CANDIDA albicans, infection (11)
25 Fever সর্দি প্রবণ জ্বর CATARRHAL, fever (37)
26 Fever কেথিটার গ্রহণ করার পর জ্বর CATHETER, fever, after (1)
27 Fever সেরিব্রো স্পাইনাল জ্বর CEREBRO-spinal, fever (40)
28 Fever পরিবর্তিত হয়, আক্রান্ত হওয়ার সময় CHANGING, paroxysms (7)
29 Fever জলবসন্ত সংক্রমণ CHICKENPOX, infection (24)
30 Fever প্রসবাবস্থার পরে জ্বর CHILDBIRTH, fever, after (36)
31 Fever শিশুদের CHILDREN, in (15)
32 Fever শীত শীত ভাবের সহিত জ্বর CHILLINESS, fever with (52)
33 Fever শীতাবস্থা সাধারণ CHILLS, general (0)
34 Fever পরজীবী ভাইরাস সংক্রমণ CHLAMYDIAL, infection (3)
35 Fever কলেরা সংক্রমণ CHOLERA, infection (47)
36 Fever বাহ্যিক ভাবে শীতল অনুভূতির সহিত জ্বর COLDNESS, external, with (21)
37 Fever বিরামহীন জ্বর CONTINUED fever (0)
38 Fever কথোপকথনের ফলে CONVERSATION, from (1)
39 Fever খিঁচুনির পড়ে CONVULSIONS, after (1)
40 Fever কাশির ফলে জ্বরের উত্তাপ বৃদ্ধি হয় COUGHING, increases the heat (24)
41 Fever আচ্ছাদিত অংশে COVERED, parts (3)
42 Fever গোবসন্ত COWPOX, vaccinia (10)
43 Fever দিনে, শুধুমাত্র দিনে জ্বর বা জ্বর জ্বর ভাব DAY, febrile heat, only during the (10)
44 Fever পানি শূন্যতা DEHYDRATION (0)
45 Fever ডেঙ্গু জ্বর DENGUE, fever (16)
46 Fever দন্তোদ্গমের সময় DENTITION, during (9)
47 Fever নিম্নাংশমুখী জ্বর DESCENDING, fever (30)
48 Fever উদরাময়ের পর DIARRHEA, after (2)
49 Fever ডিপথেরিয়া DIPHTHERIA (63)
50 Fever পানি পান DRINKING (0)
51 Fever শুষ্ক উত্তাপ DRY, heat (101)
52 Fever স্থিতিকাল DURATION (0)
53 Fever খাবার খাওয়া EATING (0)
54 Fever শীর্ণতার সহিত ক্ষয়জ্বর ও রাতে ঘাম EMACIATION, with hectic fever, and night sweats (4)
55 Fever মস্তিষ্কপ্রদাহ ENCEPHALITIS, brain (57)
56 Fever উদরোর্ধের উত্তাপ EPIGASTRIUM, heat in (1)
57 Fever উদ্ভেদ ERUPTIONS (13)
58 Fever ইরিসিপিলাসের (বিসর্প) সহিত ERYSIPELAS, with (4)
59 Fever সন্ধ্যায় EVENING (106)
60 Fever এক্সানটিমেটিক জ্বর EXANTEMATIC, fevers (41)
61 Fever পরিশ্রমের ফলে EXERTION, from (24)
62 Fever বাহ্যিক উত্তাপ EXTERNAL, heat (79)
63 Fever চোখের লক্ষণের সহিত EYES, symptoms, with (1)
64 Fever মুখমণ্ডলের লক্ষণ সমূহের সহিত FACE, symptoms, with (0)
65 Fever মুর্ছাকল্পতা ও অবসন্নতা FAINTNESS, and languor (2)
66 Fever জ্বর রোগ আরোগ্যকারী ঔষধ FEVER, remedies (157)
67 Fever পূর্বাহ্ণে FORENOON (33)
68 Fever পিঁপড়া হাঁটার মত অনুভূতি, সমস্ত শরীরে, তার সহিত জ্বর FORMICATION, all over, with fever (2)
69 Fever পচনশীল ক্ষত GANGRENE (0)
70 Fever পাকস্থলী সংক্রান্ত জ্বর GASTRIC, fever (41)
71 Fever গনোরিয়া GONORRHEA (0)
72 Fever চুলের শুষ্কতা, স্নায়ুবিক জ্বরের পড়ে HAIR, dryness, after nervous fever (1)
73 Fever টুপি পড়লে HAT, putting on (1)
74 Fever মস্তক লক্ষণ সমূহ HEAD, symptoms (0)
75 Fever হৃৎপিণ্ডের লক্ষণ সমূহ HEART, symptoms (0)
76 Fever উত্তাপাবস্থা অনুপস্থিত HEAT, absent (31)
77 Fever ক্ষয়জ্বর HECTIC fever (62)
78 Fever হার্নিয়া HERNIA, in (1)
79 Fever হার্পিস HERPES (0)
80 Fever হিক্কা জ্বর অবস্থায় HICCOUGH, in place of fever (1)
81 Fever উচ্চ জ্বর HIGH, fever (58)
82 Fever ক্ষুধার সহিত HUNGER, with (1)
83 Fever কুক্ষিদেশের ডান পার্শ্বে বেদনা HYPOCHONDRIA, pain in right (1)
84 Fever হিসটিরিয়া সবিরাম আক্রান্ত HYSTERIA, intermittent attacks (1)
85 Fever বৃদ্ধি প্রাপ্ত হয় ক্রমাগতভাবে INCREASING, constantly (1)
86 Fever প্রদাহিক প্রকৃতির জ্বর INFLAMMATORY, fever (35)
87 Fever ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ INFLUENZA, infection (27)
88 Fever আঘাত লাগার পড়ে INJURIES, after (7)
89 Fever ভেতরে ভেতরে বেড়ে-ওঠা জ্বর INSIDIOUS, fever (9)
90 Fever তীব্র INTENSE (0)
91 Fever সবিরাম জ্বর INTERMITTENT fever (134)
92 Fever আভ্যন্তরিক উত্তাপ INTERNAL, heat (64)
93 Fever অনিয়মিত IRREGULAR (0)
94 Fever ইরিটেটিভ জ্বর IRRITATIVE, fever (33)
95 Fever পায়ের লক্ষণ সমূহের সহিত জ্বর LEGS, symptoms, with fever (1)
96 Fever দীর্ঘ সময় ধরে জ্বরের উত্তাপ LONG, lasting heat (33)
97 Fever অনুচ্চ জ্বর LOW, fever (18)
98 Fever ম্যালেরিয়া জ্বর MALARIA, fever (19)
99 Fever জলাভূমিতে জ্বর MARSH fever (15)
100 Fever হাম রোগ MEASLES (43)
101 Fever মস্তিষ্ক ঝিল্লীর প্রদাহ MENINGITIS (0)
102 Fever ঝিল্লীর প্রদাহ, মেরুদণ্ডীয় MENINGITIS, spinal (27)
103 Fever ঋতুস্রাবের সময় MENSES, during (23)
104 Fever মানসিক পরিশ্রমের পরে MENTAL, exertion after (7)
105 Fever মধ্যরাতে MIDNIGHT (13)
106 Fever মনোসাইটের অস্বাভাবিক বৃদ্ধি জনিত সংক্রমণ MONONUCLEOSIS, infection (33)
107 Fever সকালে MORNING (48)
108 Fever নড়াচড়ায় MOTION (0)
109 Fever মুখে তিক্ত স্বাদ ও পিপাসা MOUTH, bitter taste and thirst (1)
110 Fever গণ্ডমালা রোগ (কর্ণমূল প্রদাহ) সংক্রমণ MUMPS, infection (52)
111 Fever বমি ভাবের সহিত NAUSEA, with (7)
112 Fever স্নায়বিক জ্বর NERVOUS, fever (11)
113 Fever স্নায়ুশুল বিরাম কালে স্নায়ুশুল প্রকৃতির বেদনা NEURALGIA, in interval of neuralgic pain (1)
114 Fever রাতে NIGHT (106)
115 Fever গোলমাল-শব্দের ফলে NOISE, from (1)
116 Fever মধ্যাহ্নে NOON (9)
117 Fever নাকে সর্দি NOSE, coryza (10)
118 Fever বেদনার ফলে জ্বর PAINS, from fever (11)
119 Fever বুক ধড়ফড় করার সহিত PALPITATIONS, with (4)
120 Fever আকস্মিক আক্রান্ত জ্বর PAROXYSMAL, fever (17)
121 Fever আকস্মিক প্রচণ্ড প্রকোপ PAROXYSMS (0)
122 Fever নির্দিষ্ট কালে আগত PERIODICITY (17)
123 Fever ঘাম PERSPIRATION (82)
124 Fever প্লেগ মহামারী PLAGUE (0)
125 Fever মেরুদণ্ডের মজ্জার প্রদাহ POLIOMYELITIS (0)
126 Fever প্রসবান্তিক জ্বর PUERPERAL, fever (39)
127 Fever দুর্গন্ধ যুক্ত PUTRID (9)
128 Fever রক্তে পুঁজোৎপাদক জীবানুসঞ্চার PYEMIA (12)
129 Fever কুকুর নেকড়ে ইত্যাদি দ্বারা সংক্রমিত জলাতঙ্ক RABIES, hydrophobia (0)
130 Fever জ্বর কিছুটা ভালো হওয়ার পর আবারো আক্রান্ত হয় RELAPSING, fever (9)
131 Fever অস্থিরতা RESTLESSNESS (11)
132 Fever বাতজ জ্বর RHEUMATIC, fever (94)
133 Fever যানবাহনে পরিভ্রমণ অবস্থায় RIDING, in a carriage, while (2)
134 Fever দাদ RINGWORM (0)
135 Fever আরক্ত জ্বর SCARLET, fever (41)
136 Fever জীবাণু পচিত (রক্তদুষ্টিকর) জ্বর SEPTIC, fever (34)
137 Fever সহবাসের পরে SEX, after (2)
138 Fever কম্পন SHIVERING (48)
139 Fever থরথর কম্পন SHUDDERING (13)
140 Fever পার্শ্ব SIDE (0)
141 Fever এক অংশে SINGLE, parts (5)
142 Fever বসেথাকা অবস্থায় বৃদ্ধি SITTING, while, agg. (4)
143 Fever চামড়া SKIN (0)
144 Fever নিদ্রা SLEEP (54)
145 Fever ধীরে ধীরে জ্বর পূর্ণতা পায় SLOW, onset (6)
146 Fever গুটিবসন্ত সংক্রমণ SMALLPOX, infection (0)
147 Fever ক্ষুদ্র দাগ যুক্ত স্থানে জ্বর SPOTTED, fever (5)
148 Fever বসন্ত কালে SPRING, during (2)
149 Fever অবস্থা গুলি STAGES (0)
150 Fever দাঁড়িয়ে থাকলে বৃদ্ধি STANDING, agg. (5)
151 Fever স্টেফাইলোকক্কাস সংক্রমণ STAPHYLOCOCCUS, infections (32)
152 Fever পাকস্থলীর লক্ষণ সমূহের সহিত জ্বর STOMACH, symptoms, with (9)
153 Fever মলত্যাগ করার সময় STOOL, during (5)
154 Fever অবনত হলে STOOPING (4)
155 Fever ঝড়ের পূর্বে ও ঝড় অবস্থায় STORM, before and during (2)
156 Fever স্ট্রেপটোকক্কাস সংক্রমণ STREPTOCOCCUS, infections (6)
157 Fever গ্রীষ্মকালে গরম ঋতুতে SUMMER, hot season (20)
158 Fever রোদে থাকার ফলে SUN, from exposure to (23)
159 Fever দাঁত ব্যথার সহিত TEETH, with pains in (2)
160 Fever ধনুষ্টঙ্কার ম্যালিগন্যান্ট TETANUS, malignant (1)
161 Fever পিপাসা THIRST (0)
162 Fever দাদ TINEA (0)
163 Fever তামাকের ধূমপান করার ফলে TOBACCO, smoking, from (4)
164 Fever অত্যন্ত গরমের ফলে জ্বর TROPICAL, fever (10)
165 Fever যক্ষ্মারোগ TUBERCULOSIS (122)
166 Fever আকস্মিক টান পেশীসমূহে TWITCHING, muscles, of (1)
167 Fever টাইফয়েড জ্বর TYPHOID, fever (134)
168 Fever ক্ষতের সহিত ULCERS, with (3)
169 Fever অনাবৃত করলে UNCOVERING (0)
170 Fever টিকা দেওয়ার পরে জ্বর VACCINATION, fever, after (7)
171 Fever শিরোঘুর্নন আরম্ভ হওয়ার সহিত VERTIGO, commencing with (1)
172 Fever উত্তাপের ফলে বিরক্তি VEXATION, heat, from (8)
173 Fever ভাইরাস সংক্রমণ VIRAL, infections (10)
174 Fever বমি, জ্বরের সময় VOMITING, during (17)
175 Fever হাঁটাচলা করলে, খোলা বাতাসে WALKING, in open air (24)
176 Fever উষ্ণ WARM (0)
177 Fever উষ্ণতায় বৃদ্ধি WARMTH, agg. (7)
178 Fever ধৌত করলে বৃদ্ধি WASHING, agg. (4)
179 Fever দুর্বলতা জ্বর অবস্থায় WEAKNESS, during fever (38)
180 Fever ভিজা ভিজা অবস্থায় থাকার পর WET, after getting wet (3)
181 Fever শীত কালে WINTER (8)
182 Fever ক্রিমির কারণে WORMS, from (12)
183 Fever হাইতোলে, হাত পা টানা দিয়ে হাইতোলে YAWNING, disposed to yawn and stretch (2)
184 Fever পীতজ্বর (জন্ডিস জ্বর) YELLOW, fever (39)
185 Fever জাইমোটিক জ্বর ZYMOTIC, fever (33)

Lungs অধ্যায়ের ৬০ টি মূল রুব্রিক:

1 Lungs ফোড়া ABSCESS (28)
2 Lungs লেগে থাকার অনুভূতি, ফুসফুস ধরা কলায় ADHESION, sensation of, pleura, of (5)
3 Lungs বাতাস অত্যধিক প্রবেশ করে, অথবা বলপূর্বক প্রবেশ করে AIR, entering too much, or forced in (3)
4 Lungs শ্বাসরোধ মৃত্যু আসন্ন ASPHYXIA, death apparent (0)
5 Lungs হাঁপানি ASTHMA (188)
6 Lungs অসম্পূর্ণ প্রসারণ ফুসফুস, হিমাঙ্গ অবস্থায় ATELECTASIS, lungs, collapsed (2)
7 Lungs রক্তপাত ফুসফুস ও বক্ষ থেকে BLEEDING, from lungs and chest (120)
8 Lungs শ্বাসক্রিয়া ঠাণ্ডা BREATH, cold (21)
9 Lungs শ্বাসক্রিয়া BREATHING (0)
10 Lungs ফুসফুসের প্রসারণ ক্রনিক প্রসারণ BRONCHIECTASIS, chonic dilatation (33)
11 Lungs ব্রঙ্কাইটিস সংক্রমণ BRONCHITIS, infection (108)
12 Lungs বুদবুদ উঠার অনুভূতি BUBBLING, sensation (2)
13 Lungs ক্যান্সার CANCER (5)
14 Lungs সর্দি স্রাব CATARRH (68)
15 Lungs ঠাণ্ডা শ্বাসক্রিয়া COLD, breath (0)
16 Lungs সর্দি-ঠাণ্ডা COLDS (0)
17 Lungs রক্তাধিক্য বক্ষে ও ফুসফুসে CONGESTION, hyperemia of chest and lungs (80)
18 Lungs আক্ষেপজনক শ্বাসক্রিয়া CONVULSIVE, breathing (0)
19 Lungs কাশি COUGHING (0)
20 Lungs খিল ধরা CRAMP, in (2)
21 Lungs ক্রুপকাশি CROUP (71)
22 Lungs নীলরোগ CYANOSIS (0)
23 Lungs স্রাব ফুসফুস হতে DISCHARGES, from (0)
24 Lungs ফুসফুস ফোলানো যায়না DISTENSION, lungs, can not (2)
25 Lungs আকৃষ্ট হওয়া, নিম্নাভিমুখে DRAWN, downwards (1)
26 Lungs রস সঞ্চয় স্ফীতি, ফুসফুস সংক্রান্ত EDEMA, pulmonary (0)
27 Lungs বায়ুষ্ফীতি EMPHYSEMA (55)
28 Lungs ফুসফুসের পূজসঞ্চয় EMPYEMA (26)
29 Lungs শ্লেষ্মা-নির্গমন EXPECTORATION (194)
30 Lungs পচনশীল ক্ষত GANGRENE, of (22)
31 Lungs শক্ত ও ছোট ডান পার্শ্বের ফুসফুস যেন HARD body, and small, right, as if (1)
32 Lungs হেপাটাইজেশন HEPATIZATION (23)
33 Lungs গরম শ্বাসক্রিয়া HOT breath (0)
34 Lungs প্রদাহ ফুসফুসের INFLAMMATION, lungs (0)
35 Lungs উপদাহ শ্বাসনালীতে IRRITATION, air passages (60)
36 Lungs ফুসফুস রোগ আরোগ্যকারী ঔষধ LUNG, remedies (88)
37 Lungs ঝিল্লি MEMBRANE (1)
38 Lungs পাহাড়ি অঞ্চলে অসুস্থতা MOUNTAIN, sickness (0)
39 Lungs বিকৃত শব্দ ফুসফুসের MURMURS, lungs (58)
40 Lungs সরু-সংকীর্ণ, বক্ষ যেন NARROW, sensation, chest (2)
41 Lungs বেদনা ফুসফুসে PAIN, lungs (23)
42 Lungs পক্ষাঘাত PARALYSIS (35)
43 Lungs প্লুরিসি রোগ সংক্রমণ PLEURISY, infection (64)
44 Lungs নিউমোনিয়া সংক্রমণ PNEUMONIA, infection (104)
45 Lungs ফুসফুস সংক্রান্ত রস সঞ্চয় স্ফীতি PULMONARY, edema (63)
46 Lungs কাঁচা-হাজা ভাব বেদনা, বাতাস চলাচলে RAWNESS, pain, in air passages (95)
47 Lungs শ্বাসক্রিয়া সাধারণ RESPIRATION, general (0)
48 Lungs ফুসফুসে, তুলার মত কিছু যেন রয়েছে STUFFED up, as if, lungs with cotton, as if (2)
49 Lungs শ্বাসরোধ হত্তয়া SUFFOCATIVE (0)
50 Lungs সুড়সুড় করে বাতাস চলাচলে TICKLING, in air passages (104)
51 Lungs ক্ষুদ্র স্ফীতি TUBERCLES (5)
52 Lungs যক্ষ্মারোগ সংক্রমণ TUBERCULOSIS, infection (122)
53 Lungs ক্ষত ফুসফুসে ULCER, in lung (19)
54 Lungs অস্বস্তি বেদনা ডানদিকে UNEASY pains, in right (1)
55 Lungs শ্বাসগ্রহণের অনুকম্পন কানে শোনে ও প্রত্যক্ষ স্পর্শ করে VIBRATION of inspiration audible and perceptible to touch (1)
56 Lungs পানি, যেন বরফ পানি বাম ফুসফুসে খোলা নলাকার কিছু দিয়ে নির্গত হচ্ছে WATER, as if ice water were rising and falling through a cylindrical opening in left (1)
57 Lungs ঢেউখেলানোর মত নড়াচড়ার অনুভূতি ফুসফুসে WAVES, sensation, moving in lungs (1)
58 Lungs দুর্বল ফুসফুস WEAK, lungs (73)
59 Lungs সাঁইসাঁই শব্দকারী WHEEZING (0)
60 Lungs শিস দেয়া শব্দ, ফুসফুসে WHISTLING, in lungs (11)

Mind – DELIRIUM এর ১৫৯ টি সাব রুব্রিক:

1 Mind প্রলাপ DELIRIUM (225)
2 Mind প্রলাপ, তার স্বজন তাকে পরিত্যাগ করেছে DELIRIUM, abandons her relatives (1)
3 Mind প্রলাপ, হাস্যকর বিষয়ে DELIRIUM, absurd things, does (1)
4 Mind প্রলাপ, কোন কিছুর পরিচয় সম্পর্কিত DELIRIUM, addresses objects (1)
5 Mind প্রলাপ, বিকেল ৪ টা থেকে ১২ টা পর্যন্ত DELIRIUM, afternoon, 4 p.m. to 12 p.m. (1)
6 Mind প্রলাপের সহিত পর্যায়ক্রমে DELIRIUM, alternating with (0)
7 Mind প্রলাপ, ক্রোধান্বিত হয়ে DELIRIUM, angry (1)
8 Mind প্রলাপ, আকস্মিক উত্তর দেয় DELIRIUM, answers, abruptly (4)
9 Mind প্রলাপ, উৎকট ভাব ভঙ্গীতে অভিনয় করে DELIRIUM, antics, plays (8)
10 Mind প্রলাপ, উদ্বিগ্নতার সহিত DELIRIUM, anxious (22)
11 Mind প্রলাপ, উদাসী হয়ে DELIRIUM, apathetic (2)
12 Mind প্রলাপ, বাহু প্রসারিত করে DELIRIUM, arms, extends (2)
13 Mind প্রলাপ, কাউকে নিদ্রা হতে জাগ্রত করে বা মনোযোগ হরণ করে DELIRIUM, aroused, on being (4)
14 Mind প্রলাপ, বিছানা হতে হঠাৎ স্প্রিং-এর মত লাফ দিয়ে উঠে DELIRIUM, bed, and escapes, springs up suddenly from (36)
15 Mind প্রলাপ, বাছুরের মত ডাকে DELIRIUM, bellows, like a calf (1)
16 Mind প্রলাপ, নিজের মূর্খতাপূর্ণ কাজ করার অভিযোগ সম্পর্কিত DELIRIUM, blames, himself for his folly (1)
17 Mind প্রলাপ, রক্তপাতের পরে DELIRIUM, bleeding, after (14)
18 Mind প্রলাপ, বই বুঝার চেষ্টা করা সম্পর্কিত DELIRIUM, books, endeavored to grasp (1)
19 Mind প্রলাপ, ব্যবসা সম্পর্কিত কথাবার্তা DELIRIUM, business, talks of (10)
20 Mind প্রলাপ, সদা ব্যস্ত DELIRIUM, busy (10)
21 Mind প্রলাপ, কেরোটিড ধমনীর স্পন্দনের সহিত DELIRIUM, carotids, pulsating, with (1)
22 Mind প্রলাপ, বিষয়বস্তু দ্রুত পরিবর্তন করে DELIRIUM, changing, subjects rapidly (1)
23 Mind প্রলাপ, প্রফুল্ল DELIRIUM, cheerful (7)
24 Mind প্রলাপ, শীত লাগার সময় DELIRIUM, chill, during (14)
25 Mind প্রলাপ বকার সময় দেয়াল বেয়ে উঠে DELIRIUM, climbs walls during (1)
26 Mind প্রলাপ, চোখ বন্ধ করে DELIRIUM, closing the eyes, on (9)
27 Mind প্রলাপ, ঠাণ্ডা হাতানোর পরে DELIRIUM, cold, after catching (1)
28 Mind প্রলাপ, শীতলতার সহিত DELIRIUM, coldness, with (1)
29 Mind প্রলাপ, হিমাঙ্গ অবস্থায় DELIRIUM, collapse, with (2)
30 Mind প্রলাপ, অচেতনাবস্থায় DELIRIUM, coma vigil (5)
31 Mind প্রলাপ, কৌতুকপ্রদ DELIRIUM, comical (4)
32 Mind প্রলাপ, রক্তাধিক্যের সহিত DELIRIUM, congestion, with (5)
33 Mind প্রলাপ, অবিরত DELIRIUM, constant (4)
34 Mind প্রলাপ, খিঁচুনির সময় DELIRIUM, convulsions, during (11)
35 Mind প্রলাপ, ক্রন্দন করে DELIRIUM, crying (15)
36 Mind প্রলাপ, অন্ধকারে DELIRIUM, dark, in (4)
37 Mind প্রলাপ, দিনে ও রাতে DELIRIUM, day and night (2)
38 Mind প্রলাপ, মৃত্যু সম্পর্কিত কথাবার্তা DELIRIUM, death, talks about (1)
39 Mind প্রলাপ, ভ্রান্ত বিশ্বাসের সহিত DELIRIUM, delusions, with (18)
40 Mind প্রলাপ, রিক্তকরণের পরে DELIRIUM, depletion, after (1)
41 Mind প্রলাপ, শয়তান দেখে DELIRIUM, devils, sees (1)
42 Mind প্রলাপ, ফাঁপা উদর ও কোষ্ঠকাঠিন্যের সহিত DELIRIUM, distension of abdomen and constipation, with (1)
43 Mind প্রলাপ, কুকুর সম্পর্কিত কথা বলে DELIRIUM, dogs, talk about (1)
44 Mind প্রলাপ, খাবার খেলে উপশম DELIRIUM, eating, amel. (2)
45 Mind প্রলাপ, চুলাকে আলিঙ্গন করে DELIRIUM, embraces the stove (1)
46 প্রলাপ বকে মস্তিষ্কপ্রদাহে DELIRIUM, encephalitis, in (3)
47 Mind প্রলাপ, প্রতিযোগিতামূলক হিংসার সহিত DELIRIUM, envy, with (1)
48 Mind প্রলাপ, মৃগীরোগ অবস্থায় DELIRIUM, epilepsy, during (1)
49 Mind প্রলাপ, প্রেমমূলক DELIRIUM, erotic (11)
50 Mind প্রলাপ, গর্ভপাত সম্পর্কিত DELIRIUM, escapes, in miscarriage (1)
51 Mind প্রলাপ, সন্ধ্যায় DELIRIUM, evening (10)
52 Mind প্রলাপ, আত্মগৌরবের সহিত DELIRIUM, exaltation of strength, with (5)
53 Mind প্রলাপ, নির্জীবতার সহিত DELIRIUM, exhaustion, with (7)
54 Mind প্রলাপ, অসংযত ভাষা ব্যবহারের সহিত DELIRIUM, extravagant language, with (1)
55 Mind প্রলাপ, মুখমণ্ডল বিকৃত করে DELIRIUM, face, distorted (1)
56 Mind প্রলাপ, অবাস্তব বিষয়ে DELIRIUM, fantastic (13)
57 Mind প্রলাপ, অধ্যয়ন ও অধিক পরিশ্রমে ক্লান্ত হয়ে DELIRIUM, fatigue, study, overexertion, from (1)
58 Mind প্রলাপ, পুরুষের প্রতি ভয়ের সহিত DELIRIUM, fear of men, with (2)
59 Mind প্রলাপ, জ্বরের সময় DELIRIUM, fever, during (55)
60 Mind প্রলাপ, হিংস্র DELIRIUM, fierce (5)
61 Mind প্রলাপ, আগুন সম্পর্কে কথা বলে DELIRIUM, fire, talks of (1)
62 Mind প্রলাপ, নিরীহ বোকাটে DELIRIUM, foolish, silly (11)
63 Mind প্রলাপ, বিদেশ সম্পর্কিত কথা বলে DELIRIUM, foreign, countries, talks of (1)
64 Mind প্রলাপ, ভয়ঙ্কর বিষয়ে DELIRIUM, frightful (26)
65 Mind প্রলাপ, অগ্নিশর্মা হয়ে DELIRIUM, furious (3)
66 Mind প্রলাপ, দেয়াল থেকে বস্তু সমূহ সংগ্রহ করতে চায় DELIRIUM, gather objects off the wall, tries to (2)
67 Mind প্রলাপ, সমকাম সম্পর্কে DELIRIUM, gay (10)
68 Mind প্রলাপ, মুখ চেপে হাসে DELIRIUM, giggling (1)
69 Mind প্রলাপ, মুখবিকৃতি করার সহিত DELIRIUM, grimaces, with (1)
70 Mind প্রলাপ, যেন অন্ধকারে হাতরাচ্ছে DELIRIUM, groping as if in dark (1)
71 Mind প্রলাপ, মাথা গরম হওয়ার সহিত DELIRIUM, head, with hot (2)
72 Mind প্রলাপ, মাথা ব্যথার সময় DELIRIUM, headache, during (16)
73 Mind প্রলাপ, উত্তাপে বৃদ্ধি DELIRIUM, heat agg. (2)
74 Mind প্রলাপ, বাড়িতে যাওয়ার কামনা করে DELIRIUM, home, wants to go (3)
75 Mind প্রলাপ, ঘোড়া সম্পর্কিত কথা বলে DELIRIUM, horses, talks about (1)
76 Mind প্রলাপ, হিস্টিরিয়া গ্রস্ত প্রায় DELIRIUM, hysterical, almost (5)
77 Mind প্রলাপ, স্বেচ্ছাচারী DELIRIUM, imperious (1)
78 Mind প্রলাপ, মাথায় আঘাত লাগার পরে DELIRIUM, injuries to head, after (6)
79 Mind প্রলাপ, থেমে-থেমে বলে DELIRIUM, intermittent (2)
80 Mind প্রলাপ, মাতালের মত যেন DELIRIUM, intoxicated, as if (6)
81 Mind প্রলাপ, হিংসার ফলে DELIRIUM, jealousy, from (1)
82 Mind প্রলাপ, ঝাঁকি দিয়ে উঠার সহিত DELIRIUM, jerking, with (2)
83 Mind প্রলাপ, লাফালাফি করার সহিত DELIRIUM, jumping, with (4)
84 Mind প্রলাপ, সে তার আত্মীয়দেরকে চিনে না, নার্সের দিকে মদ এবং ঔষধ ছুড়ে মারে DELIRIUM, know his relatives, does not, throws wine and medicine at nurse (1)
85 Mind প্রলাপ, হাস্যময় অবস্থায় DELIRIUM, laughing (20)
86 Mind প্রলাপ, প্রসবান্তিক স্রাবের সময় DELIRIUM, lochia, during (1)
87 Mind প্রলাপ, এক বিন্দুতে স্থির ভাবে তাকিয়ে থাকে DELIRIUM, look fixed on one point (10)
88 Mind প্রলাপ, জৈব তরল পদার্থের ক্ষয় হওয়ার ফলে DELIRIUM, loss of fluids, from (2)
89 Mind প্রলাপ, বাতিক-পাগলামি জনিত DELIRIUM, maniacal (45)
90 Mind প্রলাপ, সেরিব্রো-স্পাইনাল ঝিল্লীর প্রদাহ DELIRIUM, meningitis cerebro-spinal (9)
91 Mind প্রলাপ, ঋতুস্রাবের সময় DELIRIUM, menses, during (10)
92 Mind প্রলাপ, মানসিক পরিশ্রমে DELIRIUM, mental, exertion (1)
93 Mind প্রলাপ, মৃদু DELIRIUM, mild (11)
94 Mind প্রলাপ, গর্ভপাতের পরে DELIRIUM, miscarriage, after (1)
95 Mind প্রলাপ, গোংড়ানোর সহিত DELIRIUM, moaning, with (2)
96 Mind প্রলাপ, সকালে DELIRIUM, morning (8)
97 Mind প্রলাপ, ঠোট এমন ভাবে নাড়ে যেন কথা বলছে DELIRIUM, mouth, moves lips as if talking (1)
98 Mind প্রলাপ, এখানে সেখানে যায় ও প্রলাপ বকে DELIRIUM, moves, constantly from place to place (1)
99 Mind প্রলাপ, অনুচ্চস্বরে DELIRIUM, murmuring (10)
100 Mind প্রলাপ, বিড়বিড়িয়ে কথা বলে DELIRIUM, muttering (43)
101 Mind প্রলাপ, ভ্রান্তবিশ্বাসের ফলে উলঙ্গ হতে চায় DELIRIUM, naked in delusions, wants to be (2)
102 Mind প্রলাপ, রাতে DELIRIUM, night (67)
103 Mind প্রলাপ, শব্দকর DELIRIUM, noisy (6)
104 Mind প্রলাপ, চোখ খোলা অবস্থায় অবান্তর কথা বলে DELIRIUM, nonsense, with eyes open (13)
105 Mind প্রলাপ, মধ্যাহ্নে DELIRIUM, noon (2)
106 Mind প্রলাপ, বেদনার ফলে DELIRIUM, pains, from (2)
107 Mind প্রলাপ, আকস্মিক প্রকোপ DELIRIUM, paroxysmal (6)
108 Mind প্রলাপ, নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত DELIRIUM, periodic (2)
109 Mind প্রলাপ, নিপীড়নের ফলে DELIRIUM, persecution, of (11)
110 Mind প্রলাপ, ঘামে উপশম DELIRIUM, perspiration, amel. (1)
111 Mind প্রলাপ, নাক বা ঠোট খোঁটার সহিত DELIRIUM, picking at nose or lips, with (1)
112 Mind প্রলাপ, চক্ষুর তারা প্রসারিত হওয়ার সহিত DELIRIUM, pupils, with dilated (4)
113 Mind প্রলাপ, শান্ত DELIRIUM, quiet (24)
114 Mind প্রলাপ, অতিশয় ক্রুদ্ধ DELIRIUM, rabid (4)
115 Mind প্রলাপ, আবেগের ফলে DELIRIUM, raging (80)
116 Mind প্রলাপ, গজরানি DELIRIUM, rambling (9)
117 Mind প্রলাপ, কাউকে চিনতে পাড়ছে না DELIRIUM, recognizes no one (11)
118 Mind প্রলাপ, ঔষধ সেবনকে প্রত্যাহার করে DELIRIUM, refuses to take the medicine (2)
119 Mind প্রলাপ, ধর্মসংক্রান্ত DELIRIUM, religious (5)
120 Mind প্রলাপ, একই বাক্য বার বার বলে DELIRIUM, repeats the same sentence (1)
121 Mind প্রলাপ, নিন্দাপূর্ণ DELIRIUM, reproachful (2)
122 Mind প্রলাপ, অস্থিরকর DELIRIUM, restless (12)
123 Mind প্রলাপ, সামনে পিছনে দোল খেতে খেতে DELIRIUM, rocking to and fro (2)
124 Mind প্রলাপ, মেঝেতে গড়াগড়ি করে DELIRIUM, rolls, on floor (1)
125 Mind প্রলাপ, শিশুদের সাথে দৌড়াদৌড়ি খেলা তামাশার সহিত DELIRIUM, romping, with children (1)
126 Mind প্রলাপ, দৌড়ানোর সহিত DELIRIUM, running, with (2)
127 Mind প্রলাপ, দু:খদায়ক DELIRIUM, sad (3)
128 Mind প্রলাপ, সর্বদা একই বিষয়ে DELIRIUM, same subject all the time (1)
129 Mind প্রলাপ, ক্রুদ্ধভাবে ঠাট্টা বা তিরস্কার করে DELIRIUM, scolding (5)
130 Mind প্রলাপ, উচ্চ চিৎকার করার সহিত DELIRIUM, screaming, with (3)
131 Mind প্রলাপ, ক্ষত স্থানে পচন হওয়ার ফলে DELIRIUM, sepsis, from (13)
132 Mind প্রলাপ, লাজুক নিজকে লুকিয়ে রাখে DELIRIUM, shy, hides himself (1)
133 Mind প্রলাপ, চুপচাপ থাকে DELIRIUM, silent (2)
134 Mind প্রলাপ, গান গায় DELIRIUM, singing (4)
135 Mind প্রলাপ, ঘুমানোর সময় DELIRIUM, sleep, during (26)
136 Mind প্রলাপ, নিদ্রালুতার সহিত DELIRIUM, sleepiness, with (16)
137 Mind প্রলাপ, অনিদ্রা ভাবের সহিত DELIRIUM, sleeplessness, with (2)
138 Mind প্রলাপ, ঘুমপাড়ানি বাক্য দিয়ে DELIRIUM, sopor, with (33)
139 Mind প্রলাপ, দুঃখিত যেন DELIRIUM, sorrowful (5)
140 Mind প্রলাপ, ভূত সম্পর্কিত DELIRIUM, spectres (1)
141 Mind প্রলাপ, অবুঝের মত DELIRIUM, stupid (1)
142 Mind প্রলাপ, বাচালতাপূর্ণ DELIRIUM, talkative, loquacious (33)
143 Mind প্রলাপ, ব্যবসা সম্পর্কিত কথা DELIRIUM, talks of business (1)
144 Mind প্রলাপ, দাঁত পিষণ করে DELIRIUM, teeth, grinding (1)
145 Mind প্রলাপ, সন্ত্রাসীদের মত অভিনয় করে DELIRIUM, terror, expression of (1)
146 Mind প্রলাপ, তার সহিত পিপাসা DELIRIUM, thirst, with (2)
147 Mind প্রলাপ, জানালা দিয়ে নিক্ষেপ করার সহিত DELIRIUM, throwing from windows (2)
148 Mind প্রলাপ, তার সহিত কম্পন DELIRIUM, trembling, with (22)
149 Mind প্রলাপ, মেঝেতে প্রস্রাব করতে চায় DELIRIUM, urinates on the floor, tries to (1)
150 Mind প্রলাপ, অত্যধিক DELIRIUM, violent (25)
151 Mind প্রলাপ, প্রাণবন্ত DELIRIUM, vivid (2)
152 Mind প্রলাপ, জাগ্রত হলে DELIRIUM, waking, on (20)
153 Mind প্রলাপ, পর্যবেক্ষক নজরদারি সম্পর্কিত DELIRIUM, watching, vigil, from (7)
154 Mind প্রলাপ, পানিতে লাফালাফি করে DELIRIUM, water, jumping into (2)
155 Mind প্রলাপ, বিবাহের প্রস্তুতি সম্পর্কিত DELIRIUM, wedding, prepares for (1)
156 Mind প্রলাপ, প্রকাশ করে সে ভাল DELIRIUM, well, declares she is (4)
157 Mind প্রলাপ, বন্য DELIRIUM, wild (21)
158 Mind প্রলাপ, গ্রীষ্মকালে উলের পোশাক পড়ে DELIRIUM, wraps up in fur during summer (1)
159 Mind প্রলাপ, কাল্পনিক ভুল সম্পর্কিত DELIRIUM, wrongs, of fancied (1)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *