ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ২ | Daily Study of Homeopathy

পাঠ -২

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

২. আরোগ্যের চূড়ান্ত আদর্শ
এফোরিজম ২: স্বল্পতম সময়ের মধ্যে, স্বচ্ছন্দ পদ্ধতিতে, সর্বাপেক্ষা নির্ভরযোগ্য ও নির্দোষ উপায়ে, সর্বতোভাবে ব্যাধিকে নির্মূল এবং ধ্বংস করে রোগী অসুস্থ হওয়ার পূর্বে যেমন ছিল তেমন স্বাস্থ্যে ফিরিয়ে আনাই আরোগ্যের চূড়ান্ত আদর্শ।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

7 AGNUS CASTUS [Agn]
Agn ইন্দ্রিয়ের অতিরিক্ত অত্যাচারের ফলে অকাল বার্ধক্য, সম্পূর্ণ ভাবে স্বাস্থ্য ধ্বংস হওয়ার ভয়।
Agn অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে ধাতুদৌর্বল্য, অল্প সময় স্থায়ী লিঙ্গ উত্থান।
Agn সর্বদা বিষণ্ণ, রোগী মনে করে কাজকর্ম করে কোন লাভ নেই, কারণ শীঘ্র মৃত্যু হবে, মরে যাব, একথা বারবার বলে।
Agn ঘরের ভিতরের বাতাস ঘন ও ভারি অনুভূত হয়।
Agn অমনোযোগী, কোন কাজে, বিষয়ে বা পড়াশোনায় মনোযোগ দিতে পারেনা।
Agn কোন বস্তুর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলে মাথাব্যথার উপশম।
8 ALLIUM CEPA [All-c]
All-c সর্দির সাথে নির্জীবতা, নিদ্রালুতা ও একাগ্র মনোযোগে অসুবিধা, বারবার হাঁচি ও ক্ষতকর সর্দিস্রাব, স্রাব লেগে উপরের ঠোঁট ও নাকে প্রদাহ হয়, তার সহিত চোখ দিয়ে পানি ঝড়ে কিন্তু, চোখের পানি ঝাঁঝাল নয়।
All-c ব্রংকাই (বায়ুনালী) পর্যন্ত সর্দি বিস্তৃত হয়ে প্রচুর পরিমাণে কফ নিঃসৃত হয়, কাশি ও ঘড়ঘড়ানি থাকে, শুষ্ক কাশির ফলে কণ্ঠনালী ছিঁড়ে যাবে এরূপ অনুভূতি।
All-c স্নায়ুর নানা স্থানে সূতার মতো লম্বা ও সরু ব্যথা।
All-c পেটে বায়ু জন্মে।
9 ALLIUM SATIVUM [All-s]
All-s উৎকণ্ঠা, রোগ আরোগ্য হবে না ও ঔষধ সহ্য হবে না বলে রোগীর দৃঢ় ধারনা।
All-s আহারের সামান্য অনিয়মেই পেটের অসুস্থতা।
All-s ভীষণ ক্ষুধা অনুভূতি, আহারের পর তন্দ্রালুতা, জ্বালাযুক্ত উদগার।
All-s ঘুমের মধ্যে ক্রন্দন করে, সকালে বিছানায় শায়িত অবস্থায় মাথার পিছনদিকে মৃদু ব্যথা।
All-s জিহ্বায় চুল লেগে থাকার অনুভূতি।
10 ALOE SOCOTRINA [Aloe]
Aloe অধোবায়ু নিঃসরণ বা প্রস্রাব করার সময় অসাড়ে মলত্যাগ, গুহ্যদ্বারে ব্যথা ও জ্বালা।
Aloe আমযুক্ত উদরাময়, সকালে পায়খানার বেগ চেপে রাখা যায় না, বিছানা থেকে ওঠার দেরি সহ্য হয়না।
Aloe মলত্যাগের পূর্বে পেট ডাকে, পায়খানার সময় অসারে কিছুটা নির্গত হওয়ার পর অত্যন্ত কোঁথানি ও বায়ুনিঃসরন।
Aloe তলপেটের ডান দিকে অসহ্য বেদনা পায়খানার পূর্বে ও সময়ে সে ব্যথা বৃদ্ধি ও পায়খানার পরে উপশম।
Aloe শরীরের ভিতরটা গরম, মল ও পেটের বায়ু গরম।
11 ALUMEN [Alumn]
Alumn শরীরের বিভিন্ন স্থানে শুষ্কতা ও সঙ্কোচন অনুভূতি, মলদ্বার ও মূত্রথলির পেশীতে দুর্বলতা, হাত পা দুর্বল লাগার অনুভূতি।
Alumn প্রদাহের স্থানটি ফুলে শক্ত হয়ে ওঠে।
Alumn মাথার তালু জ্বলে ও তাতে এরূপ চাপ মনে হয় যেন মাথার খুলি চূর্ণবিচূর্ণ হয়ে যাবে, হাত দিয়ে চেপে ধরলে উক্ত ব্যথার উপশম।
Alumn শরীরের সকল স্রাব হলদে।
Alumn নিদ্রার মধ্যে সকল শব্দ শুনতে পায়, ডানপাশে শুলে বুক ধড়ফড় করে।
12 ALUMINA [Alum]
Alum শরীরের স্বাভাবিক তাপের অভাব, চর্ম শুষ্ক, ঘাম কম।
Alum সর্বদা নিরাশা, দুঃখপূর্ণ ও ভয়, কোনরূপ দুর্ঘটনা ঘটবে এরূপ আশঙ্কা, নানারূপ কাল্পনিক চিন্তায় নিমগ্ন, সময় ধীরে ধীরে ‍যায়, যেন সময় কাটেনা, অধিকাংশ মানসিক লক্ষণ সকালে দেখা দেয়।
Alum ধারাল অস্ত্র বা রক্ত দেখলে ভয়, এক পর্যায়ে আত্মহত্যা করার প্রবল ইচ্ছা।
Alum স্ত্রীলোকের চাউল, চাড়া, চক, কয়লা ইত্যাদি অপাচ্য ও অখাদ্য খাওয়ার প্রবল ইচ্ছা।
Alum শাকসবজি ও ফল খাওয়ার আগ্রহ, আলু সহ্য হয় না।
Alum মেরুদণ্ডের নিম্নাংশের ভিতর দিয়ে গরম লৌহ প্রবেশ করান হয়েছে এরূপ অনুভূতি।

Mind অধ্যায়ের ৫১ থেকে ১০০ পর্যন্ত মূল রুব্রিক:

51 Mind সমাজবিরোধী আচরণ ANTI-SOCIAL, behavior (9)
52 Mind দুশ্চিন্তা ANXIETY (344)
53 Mind উদাসীনতা APATHY (28)
54 Mind বাকশক্তিলোপ, মস্তিষ্কে আঘাতের ফলে APHASIA (61)
55 Mind অমঙ্গল আশঙ্কা APPREHENSION (34)
56 Mind কারো আগমনে বৃদ্ধি APPROACH of persons, agg. (5)
57 Mind অত্যন্ত উৎসাহী ARDENT (5)
58 Mind দাম্ভিকতা ARROGANCE (0)
59 Mind কিছুই চায়না ASKS, for nothing (15)
60 Mind বিস্মিত ASTONISHED (4)
61 Mind অপরকে আক্রমণ করতে চায় ATTACK others, desire to (5)
62 Mind মনোযোগে বৃদ্ধি ATTENTION, agg. (3)
63 Mind আচার আচরণ, অদ্ভুত ইঙ্গিত ও দেহভঙ্গি প্রসূত ATTITUDES, assumes strange postures (11)
64 Mind অদম্য সাহস AUDACITY (30)
65 Mind অটিস্টিক শিশু AUTISTIC, children (5)
66 Mind স্বয়ংক্রিয়, আচরণ AUTOMATIC, behavior (14)
67 Mind অর্থলিপ্সা AVARICE (0)
68 Mind বিতৃষ্ণা AVERSION (0)
69 Mind সচেতনতা, অতিরিক্ত AWARENESS, heightened (5)
70 Mind সশ্রদ্ধ ভয়ে দাঁড়িয়ে থাকে, তার নিকটস্থ লোকদের সামনে AWE, stands in, of those around him (1)
71 Mind অস্বস্তিকর বিদঘুটে, মানসিকভাবে AWKWARD, mentally (40)
72 Mind খারাপ অনুভূতি ভাল হয়ে আবারো খারাপ BAD, feelings, good and bad by turns (4)
73 Mind দরকষাকষি করে BARGAINING (9)
74 Mind কুকুরের মত, আওয়াজ করে BARKING, noises, makes (10)
75 Mind লাজুক BASHFUL (47)
76 Mind যুদ্ধ বিষয়ে কথা বলে BATTLES, talks about (2)
77 Mind বিছানা BED (0)
78 Mind কিছু চাইলে, সবিনয়ে চায় BEGGING, entreating (9)
79 Mind গোঁগোঁ শব্দ করে, ব্যথা বা রাগান্বিত হয়ে BELLOWING (4)
80 Mind উপকার করার ইচ্ছা BENEVOLENCE (9)
81 Mind আত্মহারা BESIDE oneself, being (55)
82 Mind হতভম্ব বা বুদ্ধিভ্রষ্ট BEWILDERED (6)
83 Mind খিটখিটে স্বভাব BILIOUS, disposition (11)
84 Mind কামড়াতে ইচ্ছা BITES, desires to (49)
85 Mind কালো ও অন্ধকারময়তা, সব কিছুতে বিতৃষ্ণা BLACK and sombre, everything that is, aversion to (3)
86 Mind সৃষ্টিকর্তা বা ধর্ম বিষয়ে ঠাট্টা করে BLASPHEMY (9)
87 Mind অন্ধত্বের ভানকরে BLINDNESS, pretended (1)
88 Mind পরম সুখময় বোধ BLISSFUL, feeling of (5)
89 Mind রক্ত বা ছুরির দিকে তাকাতে পারেনা BLOOD, or a knife, cannot look at (1)
90 Mind বেহায়াপনা BOLDNESS (3)
91 Mind একঘেয়েমি ক্লান্তিকর অবস্থা BOREDOM, feelings (51)
92 Mind ঋণ করে, সবার কাছে BORROWING, from everyone (5)
93 Mind ঋণের চাপে কষ্ট BORROWS, trouble (6)
94 Mind বড়াইকারী, দাম্ভিক লোক BRAGGART, boaster (13)
95 Mind কলহ প্রিয় BRAWLING (1)
96 Mind ভেঙ্গে ফেলার ইচ্ছা BREAK things, desire to (14)
97 Mind গভীরভাবে চিন্তা করে BROODING (44)
98 Mind নিষ্ঠুর নৃশংস BRUTALITY (6)
99 Mind অতৃপ্ত ক্ষুধা ও খাদ্য চাহিদা BULIMIA (9)
100 Mind প্রফুল্লতা BUOYANCY (4)

Diseases অধ্যায়ের ১৭৬ থেকে ৩৫০ পর্যন্ত মূল রুব্রিক:

176 Diseases একজিমা ECZEMA (103)
177 Diseases রস সঞ্চয় স্ফীতি, বাহ্যিকভাবে EDEMA, general, external (92)
178 Diseases গোদ ELEPHANTIASIS (16)
179 Diseases শীর্ণতা দেহে EMACIATION, body (115)
180 Diseases বায়ুষ্ফীতি EMPHYSEMA (55)
181 Diseases সম্মুখবক্র টংকার EMPROSTHOTONOS (4)
182 Diseases ফুসফুসের পূজসঞ্চয় EMPYEMA (26)
183 Diseases পুঁজার্বুদ জননেন্দ্রিয়ের EMPYOCELE, genitalia (9)
184 Diseases মস্তিষ্কপ্রদাহ ENCEPHALITIS, brain (57)
185 Diseases ব্রেইন টিউমার ব্রেইন অর্বুদ ENCEPHALOMA, brain tumor (34)
186 Diseases হৃদবেষ্টের প্রদাহ ENDOCARDITIS, heart (35)
187 Diseases এনডোমেটরিয়সিস জরায়ুর ENDOMETRIOSIS, uterus (38)
188 Diseases ক্ষুদ্রান্ত্র ও কোলন প্রদাহ ENTEROCOLITIS (4)
189 Diseases ইপিডাইডমিসের প্রদাহ EPIDIDYMITIS (25)
190 Diseases মৃগীরোগ EPILEPSY (200)
191 Diseases মাড়িতে অর্বুদ EPULIS, mouth (3)
192 Diseases বিসর্প ERYSIPELAS (100)
193 Diseases খাদ্যনালীর প্রদাহ ESOPHAGITIS (28)
194 Diseases টেরা চোখ ESOPHORIA (2)
195 Diseases এক্সানটিমেটিক জ্বর EXANTEMATIC, fevers (41)
196 Diseases এক্সোপেথালমিক গইটার EXOPHTHALMIC goitre (0)
197 Diseases ছানাবড়া চোখ EXOPHTHALMUS (20)
198 Diseases অস্থি বৃদ্ধি বা অর্বুদ EXOSTOSES (14)
199 Diseases রক্তাধিক্য আঘাত লাগার ফলে EXTRAVASATIONS, from injuries (25)
200 Diseases উপমাংস EXCRESCENCES (35)
201 Diseases চোখের পরিশ্রমে বৃদ্ধি EYESTRAIN, agg. (89)
202 Diseases চর্বি সঞ্চয় অঙ্গে FATTY degeneration, organs (10)
203 Diseases মনে হয় ভালো এবং খারাপ পালা করে আসে FEELS good and bad by turns (4)
204 Diseases ফাইব্রইড টিউমার জরায়ুর FIBROIDS, uterus (63)
205 Diseases নালী ক্ষত সাধারণ FISTULA, general (44)
206 Diseases ভাসমান কিডনি প্রতিবিম্ব লক্ষণ FLOATING, kidneys, reflex symptoms (14)
207 Diseases মাথার তালুর অস্থিসংযোগ খোলা FONTANELLES, open, head (13)
208 Diseases মনে হয় ভালো এবং খারাপ পালা করে আসে FEELS good and bad by turns (4)
209 Diseases বরফে অবশ FROSTBITE (11)
210 Diseases আড়ষ্ট কাঁধ FROZEN, shoulder (5)
211 Diseases ছত্রাক FUNGUS (7)
212 Diseases পিত্তকোষ রোগ আরোগ্যকারী ঔষধ GALLBLADDER, remedies (55)
213 Diseases পিত্তপাথর শূলবেদনা বেদনা GALLSTONE, colic, pain (60)
214 Diseases পচনশীল ক্ষত GANGRENE (44)
215 Diseases গ্যাংগলিয়ন GANGLION (15)
216 Diseases পাকাশয় প্রদাহ GASTRITIS, stomach (67)
217 Diseases পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ একুইট GASTROENTERITIS, acute (18)
218 Diseases স্ত্রীজননেন্দ্রিয়ের রোগ আরোগ্যকারী ঔষধ GENITALIA, female, remedies (88)
219 Diseases পুরুষ জননেন্দ্রিয়ের রোগ আরোগ্যকারী ঔষধ GENITALIA, male, remedies (24)
220 Diseases মাড়ির প্রদাহ GINGIVITIS, gums (36)
221 Diseases গ্লেন্ডার হর্স রোগ GLANDERS, horse disease (16)
222 Diseases গিয়ারদিয়া পরজীবী GIARDIA, parasites (4)
223 Diseases জিভের ঘা GLOSSITIS, tongue (49)
224 Diseases কানচটা GLUE-ear (4)
225 Diseases গলগণ্ড থাইরয়েড গ্রন্থির GOITRE, thyroid (76)
226 Diseases গলগণ্ড এক্সপথালমিক GOITRE, exophthalmic (57)
227 Diseases গনোরিয়া সংক্রমণ GONORRHEA, infection (79)
228 Diseases সুস্বাস্থ্য হওয়ার পূর্বে আকস্মিক আক্রমণ GOOD health before paroxysms (7)
229 Diseases গেঁটেবাত সাধারণ GOUT, general (58)
230 Diseases বৃদ্ধিতে গোলযোগ GROWTH disorders (11)
231 Diseases বর্ধনশীল বেদনা হাড়ে GROWING pains, bones (12)
232 Diseases গিলেন-বার সিনড্রোম GBS GUILLAIN-barre syndrome (4)
233 Diseases হেমন্ডস রোগ HAMMOND’S disease (0)
234 Diseases এলকোহল পানের অপ্রীতিকর পরিণাম HANGOVER (0)
235 Diseases সর্দি হাঁচি যুক্ত জ্বর HAY fever (69)
236 Diseases হার্ট এটাক HEART, attack (22)
237 Diseases হৃৎপিণ্ডের রোগ আরোগ্যকারী ঔষধ HEART, remedies (50)
238 Diseases বুক জ্বালা অম্বল HEARTBURN (118)
239 Diseases রক্তজ অণ্ডবৃদ্ধি জননেন্দ্রিয়ের HEMATOCELE, genitalia (3)
240 Diseases রক্ত জমা মস্তিষ্কে HEMATOMA, brain (5)
241 Diseases মূত্রে হিমোগ্লোবিনের অস্বাভাবিক উপস্থিতি HEMOGLOBINURIA (11)
242 Diseases হিমোলাইটিক এনিমিয়া ক্লোরোসিস HEMOLYTIC anemia, chlorosis (99)
243 Diseases অর্শ HEMORRHOIDS (172)
244 Diseases হেপাটাইটিস HEPATITIS, liver (57)
245 Diseases হার্নিয়া সাধারণ HERNIA, general (43)
246 Diseases হার্নিয়া, মেরুদণ্ডের ডিস্ক সংক্রান্ত কশেরুকার স্খলন বা ভাঙ্গন HERNIATED disk syndrome, slipped or ruptured vertebrae (13)
247 Diseases হার্পিস সিমপ্লেক্স HERPES, simplex (124)
248 Diseases হার্পিস জোষ্টার কোমর কুঁচকি ইত্যাদি জায়গার কোঁচ-দাদ HERPES, zoster, shingles (59)
249 Diseases উচ্চ রক্তচাপ HIGH BLOOD pressure (0)
250 Diseases হিপ-সন্ধি স্থানের রোগ HIP-joint, disease (64)
251 Diseases লাল দাগ ও চুলকানি যুক্ত চর্ম রোগ HIVES, urticaria (28)
252 Diseases হডকিংস রোগ HODGKIN’S disease (23)
253 Diseases হুক-ক্রিমি রোগ HOOK-worm disease (4)
254 Diseases হাঁটুর বার্সার প্রদাহ HOUSEMAID’S, knee, bursae (9)
255 Diseases কুরণ্ড বা হাইড্রোসিল, অণ্ডকোষের থলেতে HYDROCELE, scrotum (44)
256 Diseases মস্তিষ্কে জল সঞ্চয়, ব্রেইনে HYDROCEPHALUS, brain (54)
257 Diseases জলাতঙ্ক HYDROPHOBIA (0)
258 Diseases অতি মাত্রায় সক্রিয় শিশু HYPERACTIVE, children (17)
259 Diseases অতিসংবেদনশীলতা HYPERSENSITIVE (12)
260 Diseases বিকৃত দর্শন HYPERPHORIA (0)
261 Diseases উচ্চ রক্তচাপ HYPERTENSION, high blood pressure (75)
262 Diseases হাইপোপিয়ন HYPOPION (0)
263 Diseases হাইপোসটেসিস HYPOSTASIS (4)
264 Diseases নিম্ন রক্তচাপ, অনুচ্চ রক্তচাপ HYPOTENSION, low blood pressure (25)
265 Diseases মীনচর্ম ICHTHYOSIS (55)
266 Diseases জন্ডিস, সদ্যোজাত শিশুদের ICTERUS, newborn (5)
267 Diseases কষেধরা অভ্যন্ত্র IMPACTION, of bowels (9)
268 Diseases ইমপেটিগো চামড়ায় IMPETIGO, skin (50)
269 Diseases পুরুষত্বহীনতা IMPOTENCY (168)
270 Diseases কাঠিন্যতা কোষের INDURATIONS, tissues (107)
271 Diseases ইনফেনটিলিসমাস, জেনিটেলিয়া INFANTILISMUS, genitalis (12)
272 Diseases ইনফেকশাস ডিজিস, অসুস্থতা থেকে INFECTIOUS diseases, ailments since (4)
273 Diseases বন্ধ্যত্ব INFERTILITY (78)
274 Diseases পরিশ্রুতকারী কোষ INFILTRATION, tissues (8)
275 Diseases প্রদাহিত কোষ INFLAMMATION, tissues (31)
276 Diseases ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ INFLUENZA, infection (27)
277 Diseases বংশগতি খারাপ, ত্রুটিপূর্ণ ধাতু INHERITANCE, bad, defective constitutions (8)
278 Diseases অনিদ্রা, অনিদ্রা ভাব INSOMNIA, sleeplessness (0)
279 Diseases থেমে-থেমে হওয়া সম্পর্কিত অভিযোগ INTERMITTENT, complaints (12)
280 Diseases অহিপুতন (চামড়ায় চামড়ায় ঘর্ষণের ফলে প্রদাহ) INTERTRIGO (56)
281 Diseases মাতলামির ফলে অসুস্থতা INTOXICATION, ailments (0)
282 Diseases অন্ত্রের মধ্যে অন্ত্রাংশ প্রবেশ হয়ে জটিলতা INTUSSUSCEPTION, intestines (25)
283 Diseases উপতারার প্রদাহ IRITIS (49)
284 Diseases জন্ডিস JAUNDICE (126)
285 Diseases কেলইড KELOIDS (29)
286 Diseases কিডনি রোগ আরোগ্যকারী ঔষধ KIDNEY, remedies (46)
287 Diseases অণ্ডকোষ উদরের দিকে চলে যাওয়া KRYPTORCHISM, male genitalia (4)
288 Diseases ল্যাব্রিনথাইটিস LABYRINTHITIS (0)
289 Diseases কণ্ঠনালীর আক্ষেপ LARYNGISMUS, stridor (48)
290 Diseases কণ্ঠনালীর প্রদাহ LARYNGITIS (59)
291 Diseases শিখতে অক্ষম LEARNING, disabilities (22)
292 Diseases জোঁক প্রয়োগ করায় বৃদ্ধি LEECHES agg. application of (1)
293 Diseases কুষ্ঠরোগ চামড়ায় LEPROSY, skin (55)
294 Diseases লিউকোসাইথেমিয়া (রক্তে শ্বেত কণিকার অত্যধিক বৃদ্ধি) LEUCOCYTHEMIA (10)
295 Diseases শ্বেতকণিকাধিক্যঘটিত রক্তাল্পতা LEUKEMIA (36)
296 Diseases উকুন LICE (12)
297 Diseases লাইচেন প্লানাস LICHEN, planus (16)
298 Diseases সন্ধি বন্ধনী শিথিল LIGAMENTS, relaxed (4)
299 Diseases কলিজা রোগ আরোগ্যকারী ঔষধ LIVER, remedies (107)
300 Diseases চোয়াল আটকে যাওয়া হনুস্তম্ব LOCKJAW (0)
301 Diseases লামব্রিকোইডস LUMBRICOIDES (32)
302 Diseases লুপাস এরাইথিমাটোসাম LUPUS erythematosum (47)
303 Diseases লাইম রোগ LYME disease (3)
304 Diseases লিমফইড টিস্যুর অসুস্থতা LYMPHOID tissue, ailments (2)
305 Diseases অসুস্থতা বোধ MALAISE (0)
306 Diseases ম্যালেরিয়া MALARIA (19)
307 Diseases অপুষ্টি শিশুদের MALNUTRITION (0)
308 Diseases মাদক সেবনের ফলে পাগলামি MANIA-A-POTU (0)
309 Diseases শারীরিক শীর্ণতা পুইয়ে পাওয়া MARASMUS (38)
310 Diseases ম্যালেরিয়া জ্বর MARSH fever (15)
311 Diseases স্তন প্রদাহ MASTITIS, breasts (41)
312 Diseases শংখাস্থির প্রদাহ সংক্রমণ MASTOIDITIS, infection (9)
313 Diseases হাম রোগ সংক্রমণ MEASLES, infection (43)
314 Diseases ত্বক কালো হয়ে যাওয়া রোগ চোখে MELANOSIS, eyes (1)
315 Diseases মেনিয়ার রোগ MENIERE’S disease (70)
316 Diseases মস্তিষ্ক ঝিল্লীর প্রদাহ ব্রেইনে MENINGITIS, brain (70)
317 Diseases হৃৎপিণ্ডের মাইত্রাল ও ট্রাইকাস্পিডালে পুনঃনিঃসরণ হয় MITRAL and tricuspidal regurgitation, heart (6)
318 Diseases মোলাসকাম কনটেজিওসাম MOLLUSCUM contagiosum (13)
319 Diseases মনোসাইটের অস্বাভাবিক বৃদ্ধি সংক্রমণ MONONUCLEOSIS, infection (33)
320 Diseases সকালে অসুস্থতা MORNING sickness (42)
321 Diseases নড়াচড়ায় অসুস্থতা, কার, বাস ও রেলগাড়িতে ভ্রমণ করার সময় MOTION, sickness, riding in a car, bus or train, while (19)
322 Diseases পাহাড়ি অঞ্চলে অসুস্থতা MOUNTAIN, sickness (0)
323 Diseases অনেকগুলো নরম কলার কাঠিন্যতা MULTIPLE, sclerosis (40)
324 Diseases গণ্ডমালা রোগ (কর্ণমূল প্রদাহ) সংক্রমণ MUMPS, infection (52)
325 Diseases মায়েসথেনিয়া গ্রাভিস রোগ MYASTHENIA gravis (3)
326 Diseases পেশী টিসুর ক্রমিক ক্ষয়প্রাপ্তি, মেরুদণ্ডীয় MYATROPHY, progressive spinal (9)
327 Diseases মায়কোসিস ছত্রাক MYCOSIS (4)
328 Diseases মায়োকার্ডাইটিস হৃৎপিণ্ডের MYOCARDITIS, heart (14)
329 Diseases মায়োসাইটিস পেশীর MYOSITIS, muscles (11)
330 Diseases হাইপো থাইরয়েডের ফলে শোথ MYXEDEMA, thyroid (8)
331 Diseases যে অসুখে রোগী মাঝে মাঝে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে NARCOLEPSY (78)
332 Diseases বমিভাব NAUSEA (0)
333 Diseases মুত্রগ্রন্থি প্রদাহ কিডনি প্রদাহ NEPHRITIS, kidneys (88)
334 Diseases কিডনির অস্বাভাবিকতা NEPHROTIC, syndrome (2)
335 Diseases স্নায়ু প্রদাহ NEURITIS (30)
336 Diseases নিউরোসিস কর্ডিক NEUROSIS cordis (22)
337 Diseases পীড়াদায়ক দুঃস্বপ্ন NIGHTMARES (0)
338 Diseases রাত্রি জাগার ফলে অসুস্থতা NIGHT-watching, ailments (9)
339 Diseases গুটিকা বা ক্ষুদ্র স্ফীতি NODULES (52)
340 Diseases নাসিকার রক্তস্রাব NOSEBLEEDS (0)
341 Diseases অন্যদের সেবা করলে বৃদ্ধি NURSING, of others, agg. (58)
342 Diseases স্ত্রীলোকের কাম উম্মাদনা NYMPHOMANIA (52)
343 Diseases রাতকানা NYCTALOPIA, vision (9)
344 Diseases চোখের চলমান গোলক বিপর্যয় NYSTAGMUS (0)
345 Diseases মেদ বাহুল্য OBESITY (110)
346 Diseases অকাল বার্ধক্য OLD age, premature (30)
347 Diseases হস্তমৈথুনের ফলে অসুস্থতা পুরুষের ONANISM, males, ailments from (46)
348 Diseases অস্বচ্ছতা চোখের তারার স্বচ্ছ আবরণ OPACITY, cornea (47)
349 Diseases ডিম্বকোষের প্রদাহ OOPHORITIS, ovaries (56)
350 Diseases অক্ষিপ্রদাহ OPHTHALMIA (1)

BREAST – feeding এর ৩০ টি সাব রুব্রিক:

1 Breasts স্তন্য দান BREAST-feeding (53)
2 Breasts স্তন্য দাত্রী মায়ের ঠাণ্ডার ফলে সমস্ত স্তনে অবিরাম বেদনা BREAST-feeding, aching, from cold, all over (1)
3 Breasts স্তন্য দান করার সময় পিঠে ব্যথা BREAST-feeding, back, pain, during (1)
4 Breasts স্তন্য দান করার সময় স্তনে বেদনা BREAST-feeding, breast pain, while nurses child (3)
5 Breasts স্তন্য দাত্রী মা প্রতিবার স্তন্য দান করার সময় টাটকা রক্ত আসে BREAST-feeding, blood, pure, flows every time child nurses (1)
6 Breasts স্তন্য দানের সময় শ্বাসরোধে আক্রান্ত হয় BREAST-feeding, breathing, suffocative attacks (1)
7 Breasts স্তন্য দান ঠাণ্ডার কারণে স্তন্য দানে খারাপ প্রভাব পরে BREAST-feeding, cold, bad effects of taking (1)
8 Breasts স্তন্য দাত্রী মায়ের স্তন ফুলে উঠে দুধ কমে যায় মনে হয় ঠাণ্ডা বাতাস লাগছে সহজেই ঠাণ্ডা হয় দুধ নির্গত করার জন্য চেষ্টা করে BREAST-feeding, distended breasts, milk scanty, feels cold air readily, is cold, want of vital activity to secrete milk (1)
9 Breasts স্তন্য দাত্রী মায়ের উদ্ভেদ BREAST-feeding, eruptions (1)
10 Breasts স্তন্য দাত্রী মায়ের জ্বর BREAST-feeding, fever (6)
11 Breasts স্তন্য দাত্রী মায়ের চুল পরে যায় BREAST-feeding, hair falls out (3)
12 Breasts স্তন্য দাত্রী মা স্তন্য দান করার পরে মাথা ব্যথা BREAST-feeding, headache after nursing infant (11)
13 Breasts স্তন্য দান কালে মুখ দিয়ে রক্ত উঠে BREAST-feeding, hemoptysis (1)
14 Breasts স্তন্য দাত্রী মায়ের ডান স্তনে কাঠিন্যতা ও জ্বালাকর বেদনা BREAST-feeding, induration of right, burning pain (1)
15 Breasts স্তন্য দান কালে প্রসবান্তিক স্রাব বর্ধিত হয় BREAST-feeding, lochia, increased (2)
16 Breasts স্তন্য দান কালে বাতিক-পাগলামি দেখা দেয় BREAST-feeding, mania (1)
17 Breasts স্তন্য দান কালে ঋতুস্রাব BREAST-feeding, menses (3)
18 Breasts স্তন্য দান কালে মুখগহ্বরের সংবেদনশীলতা BREAST-feeding, mouth, soreness (6)
19 Breasts স্তন্য দান কালে স্তনবৃন্ত ফাটা ও প্রদাহিত স্পর্শকাতর বেদনা BREAST-feeding, painful, nipples, sore and cracked, during (18)
20 Breasts স্তন্য দাত্রী মা স্তন্য দান কালে পাকস্থলীতে খিল ধরে BREAST-feeding, stomach, cramp from nursing (4)
21 Breasts স্তন্য দান কালে ঘাম হতে থাকে BREAST-feeding, sweats, while (1)
22 Breasts স্তন্য দাত্রী মায়ের ঠাণ্ডার প্রভাবে স্তন ফোলা ও ভারি হয়ে যায় BREAST-feeding, swollen heavy from a cold (1)
23 Breasts স্তন্য দাত্রী মায়ের মেজাজ খিটখিটে হয়ে যায় BREAST-feeding, temperament, irritable (2)
24 Breasts স্তন্য দাত্রী মায়ের ঠোট মুখ জিহ্বা গলা ইত্যাদি স্থানে ক্ষতকর প্রদাহ BREAST-feeding, thrush, with (5)
25 Breasts স্তন্য দাত্রী মায়ের দন্তশূল BREAST-feeding, toothache, with (1)
26 Breasts স্তন্য দাত্রী মায়ের যক্ষ্মারোগ BREAST-feeding, tuberculosis (1)
27 Breasts স্তন্য দাত্রী মা বমি করে BREAST-feeding, vomiting (1)
28 Breasts স্তন্য দাত্রী মায়ের জরায়ুতে তীক্ষ্ণ বেদনা BREAST-feeding, uterus, sharp pain in (1)
29 Breasts স্তন্য দাত্রী মা স্তন্য দান করার পরে দুর্বল হয়ে পরে ও স্বাস্থ্য শুকিয়ে যায় BREAST-feeding, weakness, and deterioration of health in mother, after nursing (12)
30 Breasts স্তন্য দাত্রী মায়ের শিশুকে দুধ ছাড়ানো অবস্থা BREAST-feeding, weaning (8)

BREAST – milk এর ৪২ টি সাব রুব্রিক:

1 Breasts স্তন-দুগ্ধ BREAST-milk (0)
2 Breasts স্তন-দুগ্ধ, অনুপস্থিত BREAST-milk, absent (45)
3 Breasts স্তন-দুগ্ধ, পরিবর্তনশীল BREAST-milk, altered (2)
4 Breasts স্তন-দুগ্ধ, খারাপ BREAST-milk, bad milk (19)
5 Breasts স্তন-দুগ্ধ, তিক্ত BREAST-milk, bitter (1)
6 Breasts স্তন-দুগ্ধ, রক্তাক্ত BREAST-milk, bloody (8)
7 Breasts স্তন-দুগ্ধ, নীল BREAST-milk, blue (5)
8 Breasts স্তন-দুগ্ধ, কেকের আকারে পরিণত হয় BREAST-milk, caking, of (1)
9 Breasts স্তন-দুগ্ধ, আঁতুড় ঘড়ের কয়েকদিন পরে থেমে যায় BREAST-milk, ceased a few days after confinement (1)
10 Breasts স্তন-দুগ্ধ, প্রসবান্তিক জ্বরে আক্রান্ত হয়ে হঠাৎ বন্ধ হয়ে যায় BREAST-milk, cessation, sudden, in puerperal fever (1)
11 Breasts স্তন-দুগ্ধ, ক্ষারীয় হতে স্বাভাবিক বা এসিডে পরিবর্তন হয় BREAST-milk, changeable, from alkaline to neutral or acid (1)
12 Breasts স্তন-দুগ্ধ, পনিরের মত BREAST-milk, cheesy (3)
13 Breasts স্তন-দুগ্ধ, শিশু মায়ের দুধ পরিত্যাগ করে BREAST-milk, child refuses mother’s milk (14)
14 Breasts স্তন-দুগ্ধ, প্রচুর পরিমাণে হয় তার সহিত বিষণ্নতা BREAST-milk, copious, with depression (1)
15 Breasts স্তন-দুগ্ধ, বাহির করে রেখে দিলে ছানা পরে ও অম্লগন্ধ হয় BREAST-milk, curdles, sour after being drawn (1)
16 Breasts স্তন-দুগ্ধ, অদৃশ্য BREAST-milk, disappearing (38)
17 Breasts স্তন-দুগ্ধ, বয়ঃসন্ধি কালের পূর্বে দুধের মত পাতলা ও ঝাঁঝালো তরল নির্গত হয় BREAST-milk, discharge, of a thin, acrid, milk-like fluid, before puberty (1)
18 Breasts স্তন-দুগ্ধ, অতিরিক্ত পরিমাণে হওয়ার কারণে বাম স্তনে বেদনা BREAST-milk, excessive, causes pain in left breast (1)
19 Breasts স্তন-দুগ্ধ, প্রবাহ হয় না BREAST-milk, flow, milk, will not (1)
20 Breasts স্তন-দুগ্ধ, প্রবাহ হয় BREAST-milk, flowing (23)
21 Breasts স্তন-দুগ্ধ, সজিনার গন্ধের মত BREAST-milk, horseradish, smells like (1)
22 Breasts স্তন-দুগ্ধ, অপর্যাপ্ত BREAST-milk, impoverished (3)
23 Breasts স্তন-দুগ্ধ, প্রচুর পরিমাণে বর্ধিত BREAST-milk, increased, too profuse (35)
24 Breasts স্তন-দুগ্ধ, পাগলামো অবস্থায় BREAST-milk, insanity, during (2)
25 Breasts স্তন-দুগ্ধ, অসাড়ে নির্গত হয় BREAST-milk, involuntary flow (19)
26 Breasts স্তন-দুগ্ধ, ঋতুস্রাবের সময় BREAST-milk, menses, during (6)
27 Breasts স্তন-দুগ্ধ, ক্যানসারের দিকে ধাবিত হয় BREAST-milk, metastasis (5)
28 Breasts স্তন-দুগ্ধ, খেলে বৃদ্ধি BREAST-milk, mother’s milk, agg. (15)
29 Breasts স্তন-দুগ্ধ দান করছেনা এমন স্ত্রীলোকের স্তন-দুগ্ধ হয় BREAST-milk, non-nursing, women, in (14)
30 Breasts স্তন-দুগ্ধ, রসানি ঝরে BREAST-milk, oozing out (1)
31 Breasts স্তন-দুগ্ধ, বাম পার্শ্বের স্তনের উপরের কাপড়ে দুধের গোলাপি দাগ হয় BREAST-milk, pink stain, upon napkin, milk left (1)
32 Breasts স্তন-দুগ্ধ, আঁতুড় ঘড়ে দ্বিতীয় দিনের পরে প্রচুর পরিমাণে নির্গত হয় BREAST-milk, profuse, too, confinement, second day after (2)
33 Breasts স্তন-দুগ্ধ, পুঁজ মিশ্রিত BREAST-milk, pus, mixed with (1)
34 Breasts স্তন-দুগ্ধ, নোনতা BREAST-milk, salty (1)
35 Breasts স্তন-দুগ্ধ, পরিমাণে অত্যল্প BREAST-milk, scanty (32)
36 Breasts স্তন-দুগ্ধ, পয়মাল শিশু খায় না BREAST-milk, spoiled, child refused it (1)
37 Breasts স্তন-দুগ্ধ, আশ আশ সুতার মত BREAST-milk, stringy (4)
38 Breasts স্তন-দুগ্ধ, মায়ের দুধ চাপাপড়ার ফলে অসুস্থতা BREAST-milk, suppression, of mother milk, ailments from (37)
39 Breasts স্তন-দুগ্ধ, স্বাদ খারাপ প্রকৃতির BREAST-milk, tastes, bad (6)
40 Breasts স্তন-দুগ্ধ, ঘন এবং খারাপ স্বাদের BREAST-milk, thick and tastes bad (4)
41 Breasts স্তন-দুগ্ধ, পাতলা BREAST-milk, thin (10)
42 Breasts স্তন-দুগ্ধ, হলুদ বর্ণের BREAST-milk, yellow (2)

Breasts – CANCER এর ৪১ টি সাব রুব্রিক:

1 Breasts ক্যান্সার CANCER (70)
2 Breasts ক্যান্সার, রক্তস্রাবি CANCER, bleeding (7)
3 Breasts ক্যান্সার, খয়রি লাল দাগ হতে রক্তের মত স্রাব নির্গত হয় ধীরে ধীরে সম্পূর্ণ স্তন আক্রান্ত হয় এবং স্রাব নির্গত হয় CANCER, bloodly discharge from livid red spot on tumor, gradually invading whole breast, discharging (1)
4 Breasts ক্যান্সার, জ্বালাকর বেদনা বাহ্যিক উত্তাপ পেলে আরামবোধ CANCER, burning, pains, better from external warmth (1)
5 Breasts ক্যান্সার, আঘাত পেয়ে থেঁতলে যাওয়ার ফলে CANCER, contusion, from (3)
6 Breasts ক্যান্সার, ফাটাফাটা কোষের সহিত CANCER, cracked tissue, with (1)
7 Breasts ক্যান্সার টিউমারের উপরের খয়রি লাল স্থান হতে পুঁতি গন্ধ যুক্ত ইঁচড় নির্গত হয় ও রক্ত মিশ্রিত স্রাব নির্গত হয় CANCER, discharge of blood and fetid ichor from livid red spot on tumor (1)
8 Breasts ক্যান্সার, টেনে ধরার মত বেদনা বগলের কাছাকাছি স্থানে CANCER, drawing pain toward axilla (1)
9 Breasts ক্যান্সার, স্তন শুকিয়ে যায় এবং ধীরে ধীরে শরীর ও জীবনী শক্তি দুর্বল হয় CANCER, emaciated and cachectic (3)
10 Breasts ক্যান্সার, কৌশিক অর্বুদ জাত CANCER, epithelioma (20)
11 Breasts ক্যান্সারের সহিত মুখমণ্ডল ধুসর বর্ণ মেটে বর্ণ বৃদ্ধের মত CANCER, face gray, earthy, oldish, with (1)
12 Breasts ক্যান্সারের টিউমার যেন একটি মুরগীর ডিমের মত CANCER, hen’s egg in, size of (2)
13 Breasts ক্যান্সারের সহিত স্তনে ভারবোধ CANCER, heaviness of breast, with (1)
14 Breasts ক্যান্সার, লুকানো গোপনীয় CANCER, hidden, occult (1)
15 Breasts ক্যান্সারের সহিত স্তনবৃন্ত গরম CANCER, hot, nipples, with (1)
16 Breasts ক্যান্সার, যেন সঞ্চালনহীন বস্তুপিণ্ড CANCER, immovable mass (1)
17 Breasts ক্যান্সার, কাঠিন্যযুক্ত CANCER, indurated (4)
18 Breasts ক্যান্সার, শক্ত প্রদাহিত অত্যন্ত বেদনা যুক্ত আর বাতাস লাগলে আরো খারাপ অবস্থা ধারণ করে CANCER, inflamed, hard, very painful, worse by exposure to air (1)
19 Breasts ক্যান্সার, আঘাতের কারণে CANCER, injury, caused by (4)
20 Breasts ক্যান্সারের সহিত স্তনে চুলকানি CANCER, itching, with (1)
21 Breasts ক্যান্সার, বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা CANCER, lancinating pains (2)
22 Breasts ক্যান্সার, তার টিউমার যেন একটি ছোট ডিমের মত CANCER, large as a small egg, as (1)
23 Breasts ক্যান্সার, বাম স্তনে CANCER, left breast (7)
24 Breasts ক্যান্সার, স্তনে অস্ত্রপাচারের পর CANCER, mastectomy, after (3)
25 Breasts ক্যান্সার, রাত্রিকালীন বেদনা CANCER, nightly, pains (1)
26 Breasts ক্যান্সার, খোলা টিউমার CANCER, open tumors (8)
27 Breasts ক্যান্সার, ব্যথার সহিত CANCER, pains, with (3)
28 Breasts ক্যান্সার, ছাল ওঠেছে বা কাঁচা হয়েছে এমন অনুভূতি CANCER, raw feeling (1)
29 Breasts ক্যান্সার, ডান স্তনে CANCER, right (6)
30 Breasts ক্যান্সার, পুরাতন ক্যান্সারের ক্ষতচিহ্নে CANCER, scars, cancer in old (2)
31 Breasts ক্যান্সারে তীক্ষ্ণ বেদনা CANCER, sharp pains (3)
32 Breasts ক্যান্সারে তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা CANCER, shooting pains (1)
33 Breasts ক্যান্সার, স্তনের চামড়ায় বেগুনীবর্ণ দাগ এবং কুঞ্চিত CANCER, skin, purple spots and wrinkled (1)
34 Breasts ক্যান্সার, বেদনার কারণে ঘুমাতে পারেনা CANCER, sleep from pain, cannot (2)
35 Breasts ক্যান্সার, পুরাতন পনিরের গন্ধ আসে CANCER, smells like old cheese (1)
36 Breasts ক্যান্সার, ক্ষতকর বা স্পর্শকাতর বেদনা CANCER, sore pain (1)
37 Breasts ক্যান্সার, হুল ফুটার ন্যায় ব্যথা বেদনা CANCER, stinging pain (2)
38 Breasts ক্যান্সার, হুল ফুটানোর ন্যায় বেদনা স্তনের কিনারায় এবং তাহতে পুরাতন পনিরের গন্ধ আসে CANCER, stinging of edges, smells like old cheese (1)
39 Breasts ক্যান্সার, টিউমার শক্ত পাথরের মত এবং একটি চায়ের কাপের সমান বড় CANCER, stony hard, large as tea cup (1)
40 Breasts ক্যান্সার, ক্ষতকর CANCER, ulceration (8)
41 Breasts ক্যান্সার, ঘন সান্দ্র যুক্ত গুটিকার স্তন ক্যান্সার CANCER, cancer, breast, scirrhus (16)


Breasts – MASTITIS এর ১৬ টি সাব রুব্রিক:

1 Breasts স্তনপ্রদাহ MASTITIS (41)
2 Breasts স্তনপ্রদাহের ফলে থেঁতলানোবৎ কালশিটে পরে MASTITIS, bruises, from (3)
3 Breasts স্তনপ্রদাহ পুরাতন MASTITIS, chronic (2)
4 Breasts স্তনপ্রদাহ হলে ঠাণ্ডা বাতাস স্পর্শকাতর MASTITIS, cold air, with sensibility to (1)
5 Breasts স্তনপ্রদাহ দেখা দেয় কিছুদিন আঁতুড় ঘড়ে থাকার পরে MASTITIS, confinement, a few days after (1)
6 Breasts স্তনপ্রদাহ কালচে বর্ণের MASTITIS, dark color (1)
7 Breasts স্তনপ্রদাহ, ইরিসিপেলেটাস জাত MASTITIS, erysipelatous (6)
8 Breasts স্তনপ্রদাহের ফলে উত্তাপ ও স্ফীতি MASTITIS, heat, swelling, pain (2)
9 Breasts স্তনপ্রদাহের ফলে ভারবোধ MASTITIS, heaviness (2)
10 Breasts স্তনপ্রদাহ বাম পার্শ্বের স্তনে MASTITIS, left, of (1)
11 Breasts স্তনপ্রদাহ গর্ভধারণ অবস্থায় বেদনাদায়ক স্তনপ্রদাহ MASTITIS, pregnancy, during, and painful (2)
12 Breasts স্তনপ্রদাহ পুঁজ গঠনের পূর্বে MASTITIS, pus, before formation of (1)
13 Breasts স্তনপ্রদাহ গোলাপি রঙ ধারণ করে ছিন্নকর হুল ফুটার ন্যায় ব্যথা চারিদিকে ক্রমে ক্রমে ছড়ায় MASTITIS, rose-colored, radiating, stinging, tearing (1)
14 Breasts স্তনপ্রদাহের সহিত সেলাই বা সূচ ফুঁটার মত ব্যথা MASTITIS, stitches, with (1)
15 Breasts স্তনপ্রদাহ হয়ে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আঁকাবাঁকা দাগ বা রশ্মিরেখা ছড়িয়ে পড়ে MASTITIS, streaks, in, or rays, diverging from center to circumference (1)
16 Breasts স্তনপ্রদাহ হয়ে দুধ চাপা পড়ে MASTITIS, suppressed milk (1)


Breasts – TUMORS এর ২৪ টি সাব রুব্রিক:

1 Breasts টিউমার TUMORS, growths (45)
2 Breasts টিউমার, জ্বালাকর TUMORS, growths, burning (1)
3 Breasts টিউমার, ফাইব্রইড TUMORS, growths, fibroid (2)
4 Breasts টিউমার, শক্ত TUMORS, growths, hard (3)
5 Breasts টিউমার, শক্ত সঙ্কুচিত গোলাকার গুটির ন্যায় সঞ্চালনহীন বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা TUMORS, growths, hard incompressible, knobby, immovable, lancinating pains (1)
6 Breasts টিউমার, কাঠিন্যযুক্ত TUMORS, growths, indurated (3)
7 Breasts টিউমার, আঘাত পাওয়ার পরে TUMORS, growths, injury, after (2)
8 Breasts টিউমার, বল্লম দ্বারা বিদ্ধ করার ন্যায় বেদনা শুধু মাত্র রাতে বিশ্রাম নিলে বিরত থাকে TUMORS, growths, lancinating, deprived her of rest, especially at night (1)
9 Breasts টিউমার, বাম পার্শ্বে TUMORS, growths, left (2)
10 Breasts টিউমার, নিচের দিকে চাপে রাতে ঘাম হয় TUMORS, growths, low-spirited, night sweat (1)
11 Breasts পুরুষদের স্তন টিউমার, বাম স্তনে যেন একটি আখরোট TUMORS, growths, male, like a walnut in left (1)
12 Breasts টিউমার, তার বেদনা বাহুতে বিস্তৃত হয় TUMORS, growths, pain extending down arms (1)
13 Breasts টিউমার, স্পর্শে বেদনা হয় TUMORS, growths, painful to touch (1)
14 Breasts টিউমার, ডান স্তনে বেদনাহীন TUMORS, growths, painless, in right (1)
15 Breasts টিউমার, টেনে ধরার মত বেদনা বগলের নিকটে TUMORS, growths, pains drawing towards axilla (1)
16 Breasts টিউমার, ডান স্তনে TUMORS, growths, right (1)
17 Breasts টিউমার, ঘন সান্দ্র যুক্ত গুটিকা TUMORS, growths, scirrhous (1)
18 Breasts টিউমার, স্পর্শকাতর এবং বেদনাযুক্ত TUMORS, growths, sensitive to touch, and painful (1)
19 Breasts টিউমার, স্তনের চামড়া শিথিল TUMORS, growths, skin loose (1)
20 Breasts টিউমার, ছোট বেদনাহীন স্তনবৃন্তের নিকটে TUMORS, growths, small, painless, near nipple (1)
21 Breasts টিউমার, তীব্র যন্ত্রণা কর শুধুমাত্র রাতে বিশ্রাম নিলে বিরত থাকে TUMORS, growths, smarting, deprived her of rest, especially at night (1)
22 Breasts টিউমার, অসমতল TUMORS, growths, uneven (1)
23 Breasts টিউমার, অল্পবয়স্কা বিবাহিতা মহিলাদের TUMORS, growths, young married woman, in a (3)
24 Breasts টিউমার, স্তন বৃন্তে TUMORS, growths, tumors, nipples (2)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *