ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ২১ | Daily Study of Homeopathy

পাঠ -২১

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

২১. হোমিওপ্যাথি ও অ্যান্টিপ্যাথি
এফোরিজম ৬৩: ঔষধের মুখ্য ও জীবনীশক্তির গৌণ ক্রিয়ার পরিচয়।
এফোরিজম ৬৪: মুখ্য ও গৌণ ক্রিয়ার বিশ্লেষণ।
এফোরিজম ৬৫: মুখ্য ও গৌণ ক্রিয়ার উদাহরণ।
এফোরিজম ৬৬:  স্বল্পমাত্রার হোমিওপ্যাথিক ঔষধের প্রয়োগে যে সামান্য প্রতিক্রিয়া উৎপন্ন হয় তা স্বাস্থ্য পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পক্ষে সহায়ক, অপর দিকে গৌণ ক্রিয়া উৎপন্ন হয় না।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

121 HAMAMELIS VIRGINICA [Ham]
Ham ভেইন সমূহে রক্ত সঞ্চয়, আভ্যন্তরিক ভাবে চাপছে এমন বেদনা।
Ham অসারে রক্তস্রাব- আঘাতের পরে, ঋতুস্রাবের সময়, নাক দিয়ে রক্তস্রাব।
Ham আঘাত লাগার মত ব্যথা, স্পর্শে বৃদ্ধি।
Ham সার্জারির পর ক্ষতে ব্যথা থাকলে ও অতিরিক্ত রক্তস্রাব হেতু দুর্বলতা হলে এটি উপকারী।
122 HECLA LAVA [Hecla]
Hecla শিশুদের দাঁতে গর্ত, দাঁতে ব্যথা, মাড়ির গোড়া ও চোয়াল ফোলা।
Hecla দাঁত উঠতে দেরী হলে।
Hecla দাঁতে গর্ত হওয়া বা দাঁত তুলে ফেলার জন্য মখমন্ডল ফুলে গেলে বা তাতে স্নায়ুশূল হলে।
Hecla মাথা ব্যথার সহিত দাঁত ব্যথা।
123 HELLEBORUS NIGER [Hell]
Hell সংঙ্গাশূন্য বা অনুভূতিশক্তি রহিত, ঠোঁট ও কাপড় খোঁটে, গভির মনোযোগ দিলে উপশম।
Hell সংজ্ঞাহীন কিন্ত মুখে পানি দিলে অতিশয় আগ্রহের সহিত পান করে, চামচ অথবা যে পাত্রে পানি দেয়া হয় তা কামড়ে ধরে।
Hell মনোযোগ না দিলে পেশির কাজ বন্ধ হয়ে যায়, যখন অন্যমনস্ক ভাবে চলে তখন মাতালের মত টলে।
Hell এক হাত ও এক পা আপনা আপনি নড়তে থাকে।
Hell বিকাল ৪ টা থেকে ৮ টা পর্যন্ত বৃদ্ধি।
124 HELONIAS DIOICA [Helon]
Helon লোকসঙ্গ অপছন্দ, অপরিচিত লোকের আগমন অপছন্দ করে।
Helon অত্যন্ত খিটখিটে স্বভাব, এমন কি সামান্য প্রতিবাদ বা কোন পরামর্শ অসহ্য।
Helon সেক্রাম ও বস্তি কোটরে টেনে ধরার মত ও ভারি অনুভূতি তার সহিত অত্যন্ত ক্লান্তি ও দূর্বলতা।
Helon জরায়ুর প্রলাপসাস, জরায়ু সম্বন্ধে সর্বদা সচেতন, জরায়ুতে ভার অনুভূতি ও টাটানি।
Helon অন্য বিষয়ে মন দিলে বা আমদ আহ্লাদে মগ্ন থাকলে উপশম।
125 HEPAR SULPHURIS CALCAREUM [Hep]
Hep গলার ভিতর মাছের কাটা ফোটার মত ব্যথা।
Hep আঁচড় লাগলে বা সামান্য ক্ষতে পূঁজ হওয়ার প্রবনতা, ফোড়া বা ক্ষত স্থানে সামান্য স্পর্শ করলে অত্যন্ত ব্যথা, পুঁজে পঁচা পানির মত দুর্গন্ধ।
Hep শরীরের কোন অংশ খোলা থাকলে রোগের বৃদ্ধি।
Hep প্রচুর ঘাম হয় কিন্তু খালি গায়ে থাকতে সাহস পায় না, ঘামে টক গন্ধ, সামান্য মানসিক বা শারীরিক পরিশ্রমে ঘাম হয়, ঘাম হলে উপশম হয় না।
Hep সামান্য কারনে রোগী অত্যন্ত অসন্তুষ্ট হয়, দ্রুত কথা বলে।
Hep সহজেই সর্দি লাগে, ঠান্ডা হাওয়া লাগলে সর্দি লেগে হাঁচি হতে থাকে ও নাক দিয়ে পানি পরে এবং পর্যায়ক্রমে ঘন, হলদে ও পঁচা পানির মত দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়।
126 HYDRASTIS CANADENSIS [Hydr]
Hydr রোগাক্রান্ত হয়ে ধীরে ধীরে শুকিয়ে যাওয়া, হজম শক্তির দুর্বলতা, পাকস্থলীতে খালি খালি অনুভূতি কিন্তু খাবার খেলে উপশম হয়না।
Hydr সকল শ্লৈষ্মিক ঝিল্লী ও ক্যানসার বা ক্ষত হতে প্রচুর পরিমানে ঘন হলদেটে আঠালো স্রাব নির্গত হয়।
Hydr জিহ্বা হলদে, অপরিষ্কার ও পুরু।
Hydr পর্যায়ক্রমে গরম ও শীত অনুভূতি।
Hydr রুটি ও সবজিতে বৃদ্ধি।

Delusions অধ্যায়ের ১৫১ থেকে ২০০ পর্যন্ত মূল রুব্রিক:

151 Delusions পুতুলের মত কেউ এসেছে DOLLS, people appeared like (1)
152 Delusions দণ্ডপ্রাপ্ত DOOMED, being (23)
153 Delusions রাতে দরজা দিয়ে কেউ এসেছে DOOR, that some one was coming in at the, at night (1)
154 Delusions দ্বিগুণ DOUBLE, of being (33)
155 Delusions নিম্নাভিমুখী হচ্ছে যেন ধরে টানছে এমন DOWNWARD, as if being pulled (1)
156 Delusions রাতে জাগ্রত হলে এমন অনুভূতি যেন তাকে অন্ধকার নরকে টেনে নিয়ে যাচ্ছে DRAGGED, from the lowest abyss of darkness, at night, on waking (1)
157 Delusions ড্রাগন DRAGONS, of (1)
158 Delusions স্বপ্নে যেন রয়েছে DREAM, as if in a (5)
159 Delusions স্বপ্নে দেখা অবস্থায় যখন জাগ্রত হয় তখন নিজেকে ঐরূপ কল্পনা করে DREAMING, when awake, imagines himself (1)
160 Delusions স্বপ্ন দেখে সে অপহৃত হয়েছে বা অন্যের অধিকৃত হয়েছে DREAMS, have been stolen or belong to another (1)
161 Delusions পানি পান DRINKING (1)
162 Delusions ভেড়া পরিচালনা করছে DRIVING, sheep (1)
163 Delusions বোবা যেন সে DUMB, thinks he is (1)
164 Delusions মৃত্যুকালীন অবস্থায় সে DYING, that he is (5)
165 Delusions সে খাবেনা EAT, she must not (1)
166 Delusions বৃদ্ধ লোকের নিকট ছেড়া নেকড়া মনে হয় রেশমি কাপড়ের মত সুন্দর ELDERLY, men, in, rags are as fine as silk (1)
167 Delusions বিছানা উঁচু হয়ে উঠছে ELEVATED, bed were raised (2)
168 Delusions শীর্ণতা EMACIATION (5)
169 Delusions নিজেকে রাজাধিরাজ মনে করে EMPEROR, thought himself an (1)
170 Delusions তারের খাঁচায় বন্দি হয়েছে ENCAGED, in wires (2)
171 Delusions জাদুমুগ্ধ অবস্থা ENCHANTMENT, of (1)
172 Delusions শত্রু ENEMY (0)
173 Delusions বাতাসে শক্তি ঘোরাফেরা করছে ENERGY, as if moving, around in the air (1)
174 Delusions কোন পেশায় জড়িত আছে ENGAGED, in some occupation, is (12)
175 Delusions বৃহদাকার ENLARGED (25)
176 Delusions কেহ প্রবেশ করছে ENTERING, someone is (1)
177 Delusions তার মৃগীরোগ হয়েছে এমনটি কল্পনা করে EPILEPSY, fancies he has (1)
178 Delusions অনন্তকাল ধরে সে আছে ETERNITY, lived an, he has (1)
179 Delusions সন্ধ্যায় EVENING (4)
180 Delusions উত্তেজিতকর EXCITED (2)
181 Delusions মানুষ তাকে পরিচালিত করতে চায় EXECUTE him, people want to (1)
182 Delusions জল্লাদ দেখে EXECUTIONER, visions of an (1)
183 Delusions কোন কিছুর অস্তিত্ব ছিল এ ব্যাপারে সন্দেহ EXISTENCE, doubt if anything had (1)
184 Delusions প্রত্যেক বিষয় দু’টি করে আছে EXISTENCES, to have two (1)
185 Delusions পথচারী দ্বারা বিস্তৃত হচ্ছে এমন ভাবনা EXPANDING, thought passers-by were (1)
186 Delusions প্রত্যেক বিষয়ের অভিজ্ঞতা পূর্ব থেকে ছিল EXPERIENCED, before, thought everything had been (1)
187 Delusions চোখের লোম অনেক বড় EYELASHES, prolonged (1)
188 Delusions চোখ পড়ে যাচ্ছে EYES, falling out (1)
189 Delusions মুখমণ্ডল মনে হয় অপরিচিত FACE, seems unfamiliar (1)
190 Delusions মুখমণ্ডল সমূহ দেখে FACES, sees (27)
191 Delusions সবকিছুতেই ব্যর্থ হবে FAIL, everything will (7)
192 Delusions তিনি একজন ব্যর্থ মানুষ FAILURE, he is a (5)
193 Delusions নির্জীবতা FAINTNESS, of (1)
194 Delusions যেন কিছু একটা পড়েছে FALL, as if things would (2)
195 Delusions পড়ে যাওয়া FALLING (0)
196 Delusions তার পরিবার নিজের নয় FAMILY, does not belong to her own (2)
197 Delusions ভ্রান্ত কল্পনা FANCY, illusions of (107)
198 Delusions উপবাস FASTING (3)
199 Delusions চরণযুগল FEET (0)
200 Delusions জ্বরের সময় FEVER, during (2)

Generals অধ্যায়ের ৩৬৪ টি মূল রুব্রিক:

1 Generals ফোড়া ABSCESSES (0)
2 Generals অম্ল রোগ ACID, diseases (0)
3 Generals কার্যকলাপ শারীরিক ACTIVITY, physical (11)
4 Generals লেগে থাকা, কোন কিছু দেহের ভিতরের অংশে লেগে থাকার অনুভূতি ADHESION, sensation, inner parts (20)
5 Generals মেদময় কোষ বর্ধিত ADIPOSE tissue, increased (0)
6 Generals বিকেলে AFTERNOON (0)
7 Generals দ্রুততা AGILITY (15)
8 Generals এইডস AIDS (0)
9 Generals মদ সাধারণ ALCOHOL, general (0)
10 Generals সতর্কতা ALERT (2)
11 Generals জীবন্ত কিছু থাকার অনুভূতি, মনে হয় যেন অর্ধেক জীবিত ALIVE, sensation, body seems only half alive (1)
12 Generals এলার্জির ফলে উদ্ভূত প্রতিক্রিয়া ALLERGIC, reactions (0)
13 Generals উঁচু স্থানে অসুস্থতা ALTITUDE sickness (0)
14 Generals চামড়ার অত্যধিক স্ফীতি ANASARCA (7)
15 Generals অসাড়তা বা ধীশক্তি হীনতার অনুভূতি ANESTHESIA, sensation (26)
16 Generals জীবজন্তু তার উপর দিয়ে দৌড়ায়, এমন অনুভূতি ANIMAL, running over her, a sensation of (2)
17 Generals খিঁচুনি প্রতিরোধক ANTISPASMODIC (1)
18 Generals দুশ্চিন্তা ANXIETY (102)
19 Generals বাহুদয় শরীর থেকে দূরে রাখলে উপশম ARMS holding away from body amel. (3)
20 Generals উপর দিকে উঠলে ASCENDING (0)
21 Generals উদরী শোথ ASCITES, dropsy (0)
22 Generals দুর্বল পেশীর দেহ ATONY, of body (4)
23 Generals ক্রমিক ক্ষয়প্রাপ্ত দেহ কোষ ATROPHY, tissues (12)
24 Generals অটোইমিউন রোগ AUTO-immune, diseases (0)
25 Generals জটিলতা, শারীরিক ভাবে AWKWARDNESS, physical (45)
26 Generals ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ BACTERIAL, infections (0)
27 Generals বলের মত কিছু থাকার অনুভূতি, আভ্যন্তরিক ভাবে BALL, sensation, internally (60)
28 Generals পটি জড়ালে উপশম BANDAGING, amel. (6)
29 Generals গোসল করা ধৌত করা BATHING, washing (0)
30 Generals বিছানা থেকে উঠার সময় বৃদ্ধি BED, agg. getting out of bed (13)
31 Generals শয্যাক্ষত BEDSORES (0)
32 Generals দ্বিভাজ হলে বৃদ্ধি BENDING, agg. (34)
33 Generals বাঁকা করে আক্রান্ত স্থানে চেপে ধরলে বৃদ্ধি BENT, holding the part, agg. (5)
34 Generals অবশকর বেদনা BENUMBING, pain (74)
35 Generals বাধলে উপশম BINDING up, amel. (12)
36 Generals দাঁতে কাটার মত বেদনা BITING, pain (97)
37 Generals কালচে কোষ BLACKNESS, tissues (0)
38 Generals নাক ঝাড়লে বৃদ্ধি BLOWING the nose, agg. (16)
39 Generals তক্তা বা কাঠ থাকার অনুভূতি BOARD, sensation (6)
40 Generals ফুটছে যেন এমন অনুভূতি BOILING, sensation, as if (3)
41 Generals ছিদ্র করার মত বেদনা BORING, pain (92)
42 Generals ভেঙ্গে পড়ার অনুভূতি, যেন দেহের কোন অংশ ভাংছে BREAKING, sensation, as if parts were broken (9)
43 Generals বুদবুদ উঠার অনুভূতি BUBBLING, sensation (20)
44 Generals গ্রন্থির প্রদাহ লক্ষণযুক্ত প্লেগ BUBONIC plague (0)
45 Generals পুড়ে যাওয়া BURNS (0)
46 Generals ভন ভন শব্দ হওয়ার অনুভূতি BUZZING, sensation (11)
47 Generals দীর্ঘদিন রোগভোগের কারণে শীর্ণতা CACHEXIA (0)
48 Generals খাঁচা, শরীরটা যেন তারের খাঁচায়, যেন পাকানো ও শক্ত তার দিয়ে জড়ানো CAGED, body, sensation as if in wires, twisted tighter and tighter (1)
49 Generals ক্যান্সার সাধারণ CANCER, general (0)
50 Generals বহন করার ফলে অসুস্থতা CARRYING, ailments from (6)
51 Generals উপাস্থি CARTILAGES (0)
52 Generals ভূগর্ভস্থ ঘর গুম্বজ বা গুদাম ঘরে বৃদ্ধি CELLARS, vaults, agg. (15)
53 Generals জলবসন্ত সংক্রমণ CHICKENPOX, infection (0)
54 Generals শৈত্য জনিত ক্ষত, হাতে CHILBLAINS, hands (12)
55 Generals শিশু CHILDREN (0)
56 Generals শীত শীত ভাব সাধারণ CHILLINESS, general (0)
57 Generals পরজীবী ভাইরাস সংক্রমণ CHLAMYDIAL, infection (0)
58 Generals পুরাতন অসুস্থতা CHRONIC, diseases (0)
59 Generals চক্ষু বন্ধ করলে অসুস্থতা CLOSING eyes, ailments on (1)
60 Generals বস্ত্রাবরন CLOTHING (68)
61 Generals মুঠোকরে ধরা অনুভূতি CLUTCHING, sensation (4)
62 Generals লেপা আবরণ থাকার অনুভূতি, চামড়া দেহের অভ্যন্তরে আকৃষ্ট হওয়ার অনুভূতি COATED, sensation, skin drawn over inner parts (20)
63 Generals মাকড়সার জাল থাকার অনুভূতি COBWEB, sensation (14)
64 Generals ঠাণ্ডা বাতাসের অনুভূতি যেন বায়ু তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে COLD air, sensation, as if air were blowing on him (12)
65 Generals সর্দি-ঠাণ্ডা প্রবণতা COLDS, tendency to (0)
66 Generals হিমাঙ্গ অবস্থা বা শক্তি নিঃশেষ হওয়া COLLAPSE (0)
67 Generals দৈহিক গঠন সাধারণ COMPLEXIONS, general (0)
68 Generals গুপ্তাঙ্গের আঁচিল CONDYLOMATA (0)
69 Generals সংযোজক কোষ শিথিল CONNECTIVE tissue, relaxed (13)
70 Generals ক্রমাগত লক্ষণ সমূহ পরিবর্তন হয় CONSTANTLY, changing symptoms (12)
71 Generals সংকোচনকর বেদনা বাহ্যিক ভাবে CONSTRICTING, pain, externally (72)
72 Generals সংকোচনকর অনুভূতি বাহ্যিক CONSTRICTION, sensation, external (134)
73 Generals সংকোচিত প্রদাহের পরে CONTRACTIONS, inflammation, after (47)
74 Generals সম্পূর্ণ বিপরীত এবং পর্যায়ক্রমে অবস্থার প্রকাশ CONTRADICTORY, and alternating states (28)
75 Generals আরোগ্যলাভ ক্রমাগতভাবে CONVALESCENCE (0)
76 Generals আক্ষেপ CONVULSIONS (0)
77 Generals আক্ষেপিক, আকস্মিক প্রকোপ convulsive, paroxysmal (21)
78 Generals সমন্বয় সাধন বিশৃঙ্খল COORDINATION disturbed (0)
79 Generals সর্দি চাপাপড়ার ফলে বৃদ্ধি CORYZA, suppressed agg. (31)
80 Generals আচ্ছাদিত করলে অসহিষ্ণুতা বৃদ্ধি COVERS, agg. intolerance of (6)
81 Generals গোবসন্ত COWPOX, vaccinia (0)
82 Generals চড়চড় শব্দের অনুভূতি CRACKLINGS (2)
83 Generals খিল ধরা CRAMP (5)
84 Generals পোকা হাটা বা গড়িয়ে চলার মত অনুভূতি CRAWLING, sensation (16)
85 Generals চট্ চট্ শব্দ হওয়া অনুভূতি CREPITATION, sensation (6)
86 Generals মানসিক ও শারীরিক প্রতিবন্ধী CRETINISM (0)
87 Generals কেটে ফেলার মত বেদনা, বাহ্যিক ভাবে CUTTING, pain, externally (79)
88 Generals দিবাভাগে বৃদ্ধি DAYTIME, agg. (29)
89 Generals পানি শূন্যতা DEHYDRATION (0)
90 Generals ডেঙ্গু জ্বর DENGUE, fever (0)
91 Generals নিচের দিকে নামতে বৃদ্ধি DESCENDING, agg. (32)
92 Generals অগ্রগতি DEVELOPEMENT (0)
93 Generals ডায়াবেটিস মেলিটাস DIABETES mellitus (0)
94 Generals খনন করার মত বেদনা DIGGING, pain (94)
95 Generals স্রাব DISCHARGES (0)
96 Generals আরামহীনতা অনুভূতি DISCOMFORT, sensation (7)
97 Generals অসুস্থতা সাধারণ DISEASES, general (0)
98 Generals দ্বিত্ব শরীর DOUBLING up the body (33)
99 Generals ডাউন সিনড্রোম DOWN’S, syndrome (0)
100 Generals টেনে ধরার মত বেদনা DRAWING, pain (55)
101 Generals ড্রাইভিং মোটর গাড়ি চালালে উপশম DRIVING, automobile, amel. (1)
102 Generals শোথ DROPSY (0)
103 Generals শুষ্কতার অনুভূতি আভ্যন্তরিক অঙ্গে DRY, sensation, internal parts (31)
104 Generals ধুলায় বৃদ্ধি DUST, agg. (5)
105 Generals খর্বতা DWARFISHNESS (0)
106 Generals রস সঞ্চয় স্ফীতি EDEMA (0)
107 Generals দক্ষতা বৃদ্ধি EFFICIENCY, increased (12)
108 Generals বৃদ্ধ লোকের ELDERLY, people (0)
109 Generals বৈদ্যুতিক শক অনুভূতি ELECTRIC shocks, sensations (75)
110 Generals বৈদ্যুতিক শক্তি হতে অসুস্থতা ELECTRICITY, ailments from (2)
111 Generals শীর্ণতা EMACIATION (0)
112 Generals শূন্যতাবোধ অনুভূতি EMPTINESS, sensation (61)
113 Generals ইথারের মত অনুভূতি যেন, শ্বাস গ্রহণের পরে ETHER, feeling as after inhaling (3)
114 Generals সন্ধ্যায় EVENING (0)
115 Generals পরিশ্রম, শারীরিক পরিশ্রমে বৃদ্ধি EXERTION, physical agg. (125)
116 Generals পড়ে যাওয়ার প্রবণতা FALLING, tendency to (7)
117 Generals পাখার বাতাসে বৃদ্ধি FANNED, being, agg. (1)
118 Generals পালকের গদিতে বৃদ্ধি FEATHER-bed, agg. (9)
119 Generals মনে হয় ভালো এবং খারাপ পালা করে আসে FEELS good and bad by turns (4)
120 Generals পেকেওঠা অনুভূতি যেন FESTERING, sensation, as if (1)
121 Generals আঁশের মত অনুভূতি, শরীরের ডান পার্শ্বের প্রত্যেক পেশিতে যেন আঁশ রয়েছে FIBERS, sensation, as if she could feel every muscle and fibers of her right side (1)
122 Generals নালী ক্ষত FISTULA (0)
123 Generals থলথলে-ঝুলেপড়া অনুভূতি FLABBY, sensation (80)
124 Generals অধোবায়ু নিঃসরণে বৃদ্ধি FLATUS passing, agg. (12)
125 Generals বহিরাগত বস্তুর অনুভূতি, যেন ছোট বালির দানা চামড়ার নিচে অনুভূত হয় FOREIGN bodies, sensation, as if small foreign bodies or grains of sand were under the skin (2)
126 Generals পূর্বাহ্ণে FORENOON (119)
127 Generals সুড়সুড়ি লাগা অনুভূতি বাহ্যিক অঙ্গে FORMICATION, sensation, external parts (197)
128 Generals ভঙ্গুর অনুভূতি, যেন দেহ ভেঙ্গে ছিল FRAIL, sensation, as if body were (4)
129 Generals ঘর্ষণে বৃদ্ধি FRICTION, agg. (3)
130 Generals বরফে অবশ হওয়ার ফলে অসুস্থতা FROSTBITE, ailments from (2)
131 Generals পূর্ণতার অনুভূতি বাহ্যিক ভাবে FULL, sensation, externally (11)
132 Generals ছত্রাক সংক্রমণ FUNGUS, infection (0)
133 Generals লোমময় অনুভূতি, দেহের অভ্যন্তরে FURRY, sensation, inwardly (7)
134 Generals চলাফেরার ভঙ্গি, পাক খাওয়ার মত টলটলায়মান দোলায়মান এবং দোদুল্যমান GAIT reeling, staggering, tottering and wavering (80)
135 Generals পচনশীল ক্ষত GANGRENE (0)
136 Generals চিবানোর মত বেদনা, বাহ্যিক ভাবে GNAWING, pain externally (72)
137 Generals গনোরিয়া সংক্রমণ GONORRHEA, infection (0)
138 Generals সুস্বাস্থ্য হওয়ার পূর্বে আকস্মিক আক্রমণ GOOD health before paroxysms (7)
139 Generals ক্রমবর্ধমান অনুভূতি, দেহের ভিতরের অংশে যেন কিছু একসাথে জন্মায় GROWING, sensation, inner parts, as if grown together (11)
140 Generals বৃদ্ধিতে গোলযোগ GROWTH disorders (0)
141 Generals চুল HAIR (0)
142 Generals হাতের কোনো অংশের উপরে শয়ন করলে উপশম HAND, lying on part amel. (22)
143 Generals এলকোহল পানের অপ্রীতিকর পরিণাম HANGOVER (0)
144 Generals উত্তাপ HEAT (119)
145 Generals উত্তপ্ত হওয়া HEATED, becoming (0)
146 Generals ভারবোধ অনুভূতি বাহ্যিক ভাবে HEAVINESS, sensation, externally (120)
147 Generals হার্নিয়া সাধারণ HERNIA, general (0)
148 Generals লাল দাগ ও চুলকানি যুক্ত চর্মরোগ HIVES (0)
149 Generals গরম বাহ্য প্রয়োগে উপশম HOT, applications, amel. (11)
150 Generals ক্ষুধার্ত থাকার ফলে অসুস্থতা HUNGER, ailments from (27)
151 Generals অতিসংবেদনশীলতা HYPERSENSITIVE (12)
152 Generals অচল দেহ IMMOBILE, body (3)
153 Generals আত্মসংযমের অভাব সাধারণ INCONTINENCE, general (20)
154 Generals শ্রমবিমুখতা এবং বিলাসিতা হতে অসুস্থতা INDOLENCE and luxury, ailments from (3)
155 Generals কাঠিন্যতা কোষের INDURATIONS, tissues (0)
156 Generals পরিশ্রুতকারী কোষ INFILTRATION, tissues (8)
157 Generals প্রদাহিত কোষ INFLAMMATION, tissues (0)
158 Generals ইনফ্লুয়েঞ্জা INFLUENZA (0)
159 Generals বংশগতি খারাপ INHERITANCE, bad (0)
160 Generals থেমে-থেমে হওয়া রোগ INTERMITTENT, complaints (12)
161 Generals মাতলামি করে অসুস্থতা INTOXICATION, ailments from (0)
162 Generals খিটখিটে, অতিরিক্ত শারীরিক খিটখিটে ভাব IRRITABILITY, physical, excessive (75)
163 Generals চুলকানি, আভ্যন্তরিকভাবে সুড়সুড় করে ITCHING, internally, tickling (80)
164 Generals ঝাঁকুনি, দেহে ঝাঁকুনি লাগলে বৃদ্ধি JAR, of body, agg. (106)
165 Generals জেলির অনুভূতি, যেন শরীরে তৈরি হয় JELLY, sensation, as if body were made of (1)
166 Generals ঝাঁকি দিয়ে উঠা দেহে এবং অঙ্গপ্রত্যঙ্গে JERKING, of body and limbs (0)
167 Generals লাফালাফি করলে বৃদ্ধি JUMPING, agg. (15)
168 Generals ময়দা মাখানো অথবা রুটি বানানোর সময় শরীর যেভাবে দোলে সেভাবে শরীর নড়াচড়া করলে বৃদ্ধি KNEADING bread or making similar motion agg. (1)
169 Generals হাঁটু গেড়ে থাকার ফলে অসুস্থতা KNEELING, ailments from (7)
170 Generals গাঁট গাঁট বা গিট্টু লাগা অনুভূতি আভ্যন্তরিক ভাবে KNOTTED, sensation, internally (41)
171 Generals কাজ, হাতের কাজ করলে বৃদ্ধি LABOR, manual agg. (17)
172 Generals বড় মনে হয় দেহ অথবা দেহাংশ LARGENESS, sensation, body, or part of it (4)
173 Generals ক্লান্ত ভাব LASSITUDE (0)
174 Generals শীর্ণ সরু পাতলা ব্যক্তি LEAN, thin people (0)
175 Generals হেলান দিলে কোন কিছুতে বৃদ্ধি LEANING, against anything agg. (23)
176 Generals জোঁক প্রয়োগ করায় বৃদ্ধি LEECHES agg. application of (1)
177 Generals শ্বেতকণিকাধিক্যঘটিত রক্তাল্পতা LEUKEMIA (0)
178 Generals শুয়ে থাকা প্রবৃত্তি LIE down, inclination to (102)
179 Generals উপরে উঠে আছে যেন, এমন অনুভূতি LIFTED up, sensation, as if (3)
180 Generals সন্ধি বন্ধনী শিথিল LIGAMENTS, relaxed (4)
181 Generals হালকা ভাব অনুভূতি LIGHTNESS, sensation (15)
182 Generals দাঁতে দাঁতে লেগে যাওয়া LOCKJAW (0)
183 Generals শিথিল, ঢিলা অনুভূতি যেন LOOSE, sensation, as if (23)
184 Generals লুপাস চর্মরোগ LUPUS (0)
185 Generals চুম্বক শক্তি সম্মোহন শক্তিতে উপশম MAGNETISM, mesmerism, amel. (20)
186 Generals চুম্বকিত শরীর হতে চায় MAGNETIZED, desires body to be (5)
187 Generals অসুস্থতা বোধ MALAISE (0)
188 Generals হাত দিয়ে কাজ MANUAL, work (0)
189 Generals হাম রোগ MEASLES (0)
190 Generals ঋতুস্রাব সাধারণ MENSES, general (0)
191 Generals সম্মোহন বিদ্যা MESMERISM (0)
192 Generals মধ্যরাতে বৃদ্ধি MIDNIGHT, agg. (35)
193 Generals মনোনিউক্লিয়সিস MONONUCLEOSIS (0)
194 Generals চাঁদ MOON (0)
195 Generals সকালে MORNING (0)
196 Generals নড়াচড়ায় MOTION (0)
197 Generals পাহাড়ি অঞ্চলে অসুস্থতা MOUNTAIN, sickness (0)
198 Generals শ্লেষ্মা স্রাব MUCUS discharges (0)
199 Generals কর্ণমূল প্রদাহ-গণ্ডমালা রোগ MUMPS (0)
200 Generals স্নায়ুশুল প্রকৃতির বেদনা NEURALGIC, pain (38)
201 Generals রাতে NIGHT (0)
202 Generals মধ্যাহ্নে বৃদ্ধি NOON, agg. (36)
203 Generals অসাড়তার অনুভূতি NUMBNESS, sensation (0)
204 Generals অন্যকে পরিচর্যা করলে বৃদ্ধি NURSING of others, agg. (58)
205 Generals মেদ প্রবণ OBESITY (0)
206 Generals অকাল বার্ধক্য OLD age, premature (0)
207 Generals ছিদ্র পথের অসুস্থতা ORIFICES, ailments of (21)
208 Generals বেদনা নেই রোগী এমনটি বলে অথচ বেদনা যুক্ত PAINLESSNESS, of complaints, usually painful (4)
209 Generals বেদনা PAINS (13)
210 Generals পক্ষাঘাত PARALYSIS (0)
211 Generals বাত ব্যাধিসংক্রান্ত বেদনা PARALYTIC, pain (99)
212 Generals আকস্মিক প্রচণ্ড প্রকোপ PAROXYSMS (0)
213 Generals অংশ শরীরের এক অংশ আক্রান্ত হয় PARTS, single, effects in (13)
214 Generals বিচিত্র অনুভূতি PECULIAR, sensations (6)
215 Generals নির্দিষ্ট কালে আগত PERIODICITY (110)
216 Generals ক্ষয়কাশ, যক্ষ্মারোগ PHTHISIS (0)
217 Generals পিয়ানো বাজালে বৃদ্ধি PIANO, playing, agg. (8)
218 Generals চিমটি কাটার ন্যায় বেদনা PINCHING, pain (81)
219 Generals প্লেগ মহামারী গ্রন্থির প্রদাহ লক্ষণযুক্ত PLAGUE, bubonic (0)
220 Generals রক্তে লাল কণিকার আধিক্য পূর্ণ দেহ PLETHORA, of body (0)
221 Generals ছিপি দ্বারা বন্ধ করা অনুভূতি PLUG, sensation (13)
222 Generals অবস্থান পরিবর্তন POSITION, change of (0)
223 Generals পুলটিস বা প্রলেপ প্রতিকূল হয় POULTICE, rebels against (17)
224 Generals চূর্ণ বিচূর্ণ করার অনুভূতি শরীরের সাইড লাইন বরাবর POUNDING, on side lain on (1)
225 Generals চেপে ধরার মত বেদনা বাহ্যিক ভাবে PRESSING, pain, externally (157)
226 Generals চাপ প্রয়োগে বৃদ্ধি PRESSURE, applied, agg. (112)
227 Generals কাটা বা সুচ ফোটার মত অনুভূতি বাহ্যিক ভাবে PRICKLING, sensation, externally (40)
228 Generals বয়ঃসন্ধি কাল PUBERTY (0)
229 Generals স্পন্দিত হওয়া বাহ্যিক ভাবে PULSATION, externally (149)
230 Generals নাড়ি PULSE (0)
231 Generals কম্পিত হওয়া সাধারণ QUIVERING, general (30)
232 Generals কুকুর নেকড়ে ইত্যাদি দ্বারা সংক্রমিত জলাতঙ্ক RABIES, hydrophobia (0)
233 Generals চারিদিকে ক্রমে ক্রমে ছড়ায় এমন বেদনা RADIATING, pain (8)
234 Generals বৃষ্টি সাধারণ RAIN, general (0)
235 Generals প্রতিক্রিয়া, রোগ আরোগ্যকারী ঔষধের প্রতিক্রিয়ার অভাব REACTION, lack of reaction to remedies (0)
236 Generals লালচে কোষ আক্রান্ত অংশে REDNESS, tissues, affected parts (21)
237 Generals শিথিলতা কোষের RELAXATION, tissues (76)
238 Generals বিশ্রাম REST (0)
239 Generals অস্থিরতা দৈহিক RESTLESS, physical (6)
240 Generals বাতজ বেদনা RHEUMATIC, pain (0)
241 Generals যানবাহনে পরিভ্রমণ RIDING (67)
242 Generals শোয়া বসা থেকে উঠলে বৃদ্ধি RISING, up agg. (79)
243 Generals দোলখেলে ROCKING (0)
244 Generals গড়াগড়ি ঘোর পাক খাওয়া ROLLING, turning over (16)
245 Generals এবড়ো থেবড়ো ভাব দেহের অভ্যন্তর দেশে ROUGHNESS, sensation, inner parts (23)
246 Generals ঘর্ষণে বৃদ্ধি RUBBING, agg. (43)
247 Generals দৌড়ালে বৃদ্ধি RUNNING, agg. (65)
248 Generals আরক্ত জ্বর SCARLET, fever (0)
249 Generals চাঁচাবৎ বেদনা যেন SCRAPED, pain, as if (43)
250 Generals সমুদ্রতীর সাধারণ SEASHORE, general (0)
251 Generals সমুদ্রে অসুস্থতা SEASICKNESS (0)
252 Generals ঋতু SEASONS (0)
253 Generals আসনাশ্রিত অভ্যাস SEDENTARY, habits (0)
254 Generals চেতনা সাধারণ SENSES, general (0)
255 Generals স্পর্শকাতর বাহ্যিক ভাবে SENSITIVE, externally (105)
256 Generals রক্তমস্তুপূর্ণ ঝিল্লি SEROUS membranes (0)
257 Generals সেলাই করলে বৃদ্ধি SEWING, agg. (22)
258 Generals তীক্ষ্ণ বেদনা বাহ্যিক ভাবে SHARP, pains, externally (162)
259 Generals দাড়ি কামানোর পরে বৃদ্ধি SHAVING, after agg. (8)
260 Generals উজ্জ্বল বা চকচকে বস্তু দেখে অসুস্থতা SHINING objects, ailments from (6)
261 Generals আঘাত SHOCK (0)
262 Generals কুঞ্চিত হওয়া দেহ SHRIVELLING, of body (0)
263 Generals অসুস্থ অনুভূতি সাধারণ SICK feeling, general (0)
264 Generals পার্শ্বদেশ দেহের SIDES, body (0)
265 Generals ডুবে যাওয়া, এমন অস্বাভাবিক অনুভূতি যেন বিছানায় ডুবে যাচ্ছে SINKING, sensation all over, fancied she would sink through bed (1)
266 Generals আসনগ্রহণ SITTING (0)
267 Generals নিদ্রা সাধারণ SLEEP, general (0)
268 Generals বিছানা থেকে গড়িয়ে পড়ে SLIDING, down in bed (13)
269 Generals ধীরগতি সম্পন্ন দেহ SLUGGISHNESS, of body (0)
270 Generals শরীর যেন স্বাভাবিকের তুলনায় ছোট এমন  অনুভূতি SMALLER, sensation, as if body were (16)
271 Generals ধোঁয়া যেন শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে গরম ধোঁয়া আসছে এমন অনুভূতি SMOKE, sensation, hot smoke, coming through all orifices, as if (1)
272 Generals ধূমপানে অভ্যাস SMOKING, habit (0)
273 Generals হাঁচি দিলে বৃদ্ধি SNEEZING, agg. (10)
274 Generals তুষার বায়ু সাধারণ SNOW-air, general (0)
275 Generals নরম অনুভূত হয় দেহের শক্ত অংশকে SOFT, sensation, hard parts feel (5)
276 Generals প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (123)
277 Generals অগ্নিস্ফুলিঙ্গ অনুভূতি SPARKS, sensations (9)
278 Generals গোঁজ অনুভূতি SPLINTERS, sensation (18)
279 Generals দাগ যুক্ত স্থানে উপসর্গ দেখা দেয় SPOTS, symptoms occur in (32)
280 Generals পিষণ করার অনুভূতি SQUEEZING, sensation (1)
281 Generals দাঁড়িয়ে থাকলে বৃদ্ধি STANDING, agg. (116)
282 Generals স্টেফাইলোকক্কাস STAPHYLOCOCCUS (0)
283 Generals অনাহারে থাকা সাধারণ STARVING, general (3)
284 Generals বাষ্পে বৃদ্ধি STEAM, agg. (1)
285 Generals সিঁড়ি দিয়ে নিচে নামতে বৃদ্ধি STEPPING, downstairs, agg. (1)
286 Generals শক্ত করে তোলে দেহের বাহিরের অংশ STIFFENING out of body (11)
287 Generals শক্তভাব দেহ STIFFNESS, of body (106)
288 Generals হুল ফুটার ন্যায় ব্যথার অনুভূতি STINGING, sensation (7)
289 Generals পাথর পাথুরি STONES, calculi (0)
290 Generals কুঁজো হয়ে চলা STOOP, shouldered (0)
291 Generals অবনত হলে বৃদ্ধি STOOPING, agg. (20)
292 Generals ঝড় STORMS (0)
293 Generals শ্বাসরোধ করা বা গলা চেপে ধরা অনুভূতি STRANGLING, sensation (5)
294 Generals গরম বাষ্প উঠার অনুভূতি STREAMING, sensation (1)
295 Generals শক্তিমত্তার অনুভূতি STRENGTH, sensation of (45)
296 Generals স্ট্রেপ্টোকক্কাস STREPTOCOCCUS (0)
297 Generals প্রসারিত করা, মোচড়ানো, ঘুরানো STRETCHES, twists, turns (12)
298 Generals হাত পা ছড়ালে বৃদ্ধি STRETCHING, agg. (104)
299 Generals গিটার বাজানোর মত অনুভূতি, সবিরাম জ্বরের সময় STRUMMING, sensation, in intermittent fever (1)
300 Generals পেশী কম্পন, সংযোগ কলার টেন্ডিয়াম পেশীর কম্পন SUBSULTUS, tendinum (0)
301 Generals রোগ চাপাপড়ার ফলে অসুস্থতা SUPPRESSION, ailments from (0)
302 Generals স্ফীতি SWELLING (118)
303 Generals সাঁতারকাটা অনুভূতি SWIMMING, sensation (1)
304 Generals ফোলা-স্ফীতি অনুভূতি SWOLLEN, sensation (87)
305 Generals লক্ষণের সাধারণ প্রকৃতি SYMPTOMS, general nature (0)
306 Generals ছিন্নকর বেদনা TEARING, pain (20)
307 Generals তাপমাত্রা দেহের TEMPERATURE, body (0)
308 Generals পেশিবন্ধনী TENDONS (0)
309 Generals টানবোধ, শারীরিক বাহ্যিক ভাবে TENSION, physical, externally (123)
310 Generals ধনুষ্টঙ্কার, দাঁতে দাঁতে লেগে যাওয়া TETANUS, lockjaw (0)
311 Generals সুতা থাকার অনুভূতি THREADS, sensations of (8)
312 Generals ধুঁক ধুঁক করা অনুভূতি THROBBING, sensation (50)
313 Generals রক্তনালীতে বা হৃদযন্ত্রে রক্ত জমাট বাঁধা THROMBOSIS (0)
314 Generals বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টি THUNDERSTORM (0)
315 Generals সময় (দেখুন বিকেলে, দিবাভাগে, সন্ধ্যায়, পূর্বাহ্ণে, সকালে, রাতে, নির্দিষ্ট কালে আগত ইত্যাদি) TIME (see, Afternoon, Daytime, Evening, Forenoon, Morning, Night, Periodicity, etc.) (0)
316 Generals ঝিনঝিন কর অনুভূতি TINGLING, sensation (8)
317 Generals বোধশক্তির জড়ত্ব TORPOR (30)
318 Generals স্পর্শ TOUCH (0)
319 Generals স্পর্শ, যেকোনো স্পর্শে বৃদ্ধি TOUCHING, anything agg. (32)
320 Generals কম্পিত TREMBLING (0)
321 Generals কম্পমান এবং দুর্বল দেহ TREMULOUS and weak bodies (60)
322 Generals সুড়সুড় অনুভূতি, পানির ফোটা গড়ানোর মত TRICKLING, sensation, like drops (31)
323 Generals ক্ষুদ্র স্ফীতি TUBERCLES (0)
324 Generals যক্ষ্মারোগ TUBERCULOSIS (0)
325 Generals অর্বুদ সাধারণ TUMORS, general (0)
326 Generals ঘোরপাক খাওয়া TURNING (0)
327 Generals টনটনকর বেদনা TWINGING, pain (42)
328 Generals মোচড়ানো বেদনা TWISTING, pain (60)
329 Generals আকস্মিক টান লাগা, দেহে TWITCHING, of body (120)
330 Generals টাইফয়েড জ্বর TYPHOID, fever (0)
331 Generals ক্ষতকর বেদনা ULCERATIVE, pain (0)
332 Generals অপরিচ্ছন্নতায় বৃদ্ধি UNCLEANLINESS, agg. (7)
333 Generals অনাবৃত করলে UNCOVERING (0)
334 Generals পোশাক খোলার পরে বৃদ্ধি UNDRESSING, after, agg. (20)
335 Generals ঢেউখেলানো বেদনা UNDULATING, pain (16)
336 Generals অস্বস্তি বোধ UNEASINESS, sensation (25)
337 Generals টিকা দেয়ার পরে অসুস্থতা VACCINATIONS, ailments, from (0)
338 Generals গো-বসন্ত VACCINIA (0)
339 Generals ধোঁয়া অনুভূতি, ধোয়ার ঘ্রাণ, ঝাঁজ ইত্যাদি VAPORS, sensations, of smoke, fumes, etc. of (9)
340 Generals পানবসন্ত VARICELLA (0)
341 Generals স্ফীত বা বর্ধিত শিরা VARICOSE veins (0)
342 Generals বসন্তরোগ VARIOLA (0)
343 Generals শিরা VEINS (0)
344 Generals অনুকম্পন অনুভূত হয়, শয়ন করার পর VIBRATIONS, sensation after lying down (1)
345 Generals ভাইরাস সংক্রমণ VIRAL, infections (0)
346 Generals হাটা WALK (0)
347 Generals হাটে, পায়ের বাহিরের পার্শ্ব দিয়ে WALKS, on outer side of foot (1)
348 Generals সঞ্চরণশীল বেদনা WANDERING, pains (78)
349 Generals গরম তাপমাত্রায় WARM, temperature (0)
350 Generals রক্ত গরম বা মাথা গরম WARMBLOODED (0)
351 Generals উষ্ণতা চায় WARMTH, desire for (24)
352 Generals ধৌত করা, জামা কাপড় ধৌত করায় লণ্ড্রী করায় বৃদ্ধি WASHING, clothes, laundry, agg. (3)
353 Generals পানি WATER (0)
354 Generals ঢেউয়ের মত অনুভূতি WAVELIKE, sensations (52)
355 Generals দুর্বল দেহ WEAK, body (0)
356 Generals দুর্বলতা WEAKNESS (308)
357 Generals ক্লান্তি ভাব অনুভূতি WEARINESS, sensation (142)
358 Generals আবহাওয়া পরিবর্তনে WEATHER, change of (0)
359 Generals ভিজা সাধারণ WET, in general (0)
360 Generals সাদাভাব টিস্যু সাধারণ লাল হওয়ার কথা WHITENESS, tissues usually red (46)
361 Generals বায়ু প্রবাহের অনুভূতি দেহে WIND, sensation, on body (30)
362 Generals বায়ুময় ঝড়ো আবহাওয়া WINDY, weather (0)
363 Generals কাজ WORK (0)
364 Generals কৃমি থাকার অনুভূতি, চামড়ার নিচে WORMS, sensation, under the skin (1)

Mind – DULLNESS এর ৯১ টি সাব রুব্রিক:

1 Mind নীরসতা DULLNESS (285)
2 Mind নীরসতা, বিকেলে DULLNESS, afternoon (29)
3 Mind নীরসতা, খোলা বাতাসে DULLNESS, air, in open (3)
4 Mind নীরসতা, একাকী থাকলে DULLNESS, alone, when (1)
5 Mind নীরসতার সহিত পর্যায়ক্রমে DULLNESS, alternating with (0)
6 Mind নীরসতা, বিয়ার পান করার পরে DULLNESS, beer, after (1)
7 Mind নীরসতা, নাস্তা করার পরে DULLNESS, breakfast, after (1)
8 Mind নীরসতা, ব্যবসার দায়িত্বের ফলে DULLNESS, cares for his business, from (1)
9 Mind নীরসতা, হতাশার ফলে DULLNESS, chagrin, from (2)
10 Mind নীরসতা, শিশু DULLNESS, children (21)
11 Mind নীরসতা, শীত লাগার সময় DULLNESS, chill, during (17)
12 Mind নীরসতা, চক্ষু বন্ধ করলে DULLNESS, closing eyes, on (1)
13 Mind নীরসতা, লোক সঙ্গে থাকার সময় DULLNESS, company, in (1)
14 Mind নীরসতা, তার অবস্থার কথা চিন্তা করতে পারে না DULLNESS, condition, could not think of her (1)
15 Mind নীরসতা, কথোপকথনের ফলে DULLNESS, conversation, from (2)
16 Mind নীরসতা, সর্দিতে আক্রান্ত হওয়ার ফলে DULLNESS, coryza, during (1)
17 Mind নীরসতা, কাশি দেয়ার সময় DULLNESS, cough, during (1)
18 Mind নীরসতা, স্যাঁতসেঁতে বাতাসের ফলে DULLNESS, damp air, from (9)
19 Mind নীরসতা, দিবাভাগে DULLNESS, daytime (4)
20 Mind নীরসতা, ডায়াবেটিস রোগীদের DULLNESS, diabetes, in (5)
21 Mind নীরসতা, ডিনারের সময় DULLNESS, dinner, during (1)
22 Mind নীরসতা, কিছু বলার পর উত্তরের অপেক্ষা করার সময় DULLNESS, does what’s told, waits comment (1)
23 Mind নীরসতা, স্বপ্ন দেখার পরে DULLNESS, dreams, after (6)
24 Mind নীরসতা, মাতাল যেন DULLNESS, drunken, as if (2)
25 Mind নীরসতা, মাতাল অবস্থায় DULLNESS, drunkenness, during (2)
26 Mind নীরসতা, খাবার খাওয়ার পরে DULLNESS, eating, after (7)
27 Mind নীরসতা, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের DULLNESS, elderly people (4)
28 Mind নীরসতা, শুক্রপাতের পরে DULLNESS, emissions, after (1)
29 Mind নীরসতা, আবেগের ফলে DULLNESS, emotions, from (4)
30 Mind নীরসতা, মৃগীরোগের পূর্বে DULLNESS, epilepsy, before (1)
31 Mind নীরসতা, সন্ধ্যায় DULLNESS, evening (28)
32 Mind নীরসতা, জ্বরের সময় DULLNESS, fever, during (15)
33 Mind নীরসতা, কুয়াশায় যেন আচ্ছন্ন রয়েছে DULLNESS, fog, as enveloped in a (1)
34 Mind নীরসতা, পূর্বাহ্ণে DULLNESS, forenoon (17)
35 Mind নীরসতা, গ্যাসের আলোতে ঝলসানোর ফলে DULLNESS, gas light, after injurious effects of (2)
36 Mind নীরসতা, দুঃখ শোকের ফলে DULLNESS, grief, from (3)
37 Mind নীরসতা, মাথা যেন বৃহদাকার তার সহিত খিটখিটে মেজাজ ও বমিভাব DULLNESS, head as if enlarged, with ill humor and nausea (1)
38 Mind নীরসতা, মাথা ব্যথার সহিত DULLNESS, headache, with (1)
39 Mind নীরসতা, অপমানিত হওয়ার পরে DULLNESS, humiliation, after (1)
40 Mind নীরসতা, তাড়াহুড়ার সময় কোনকিছুই চিন্তা করতে পারেনা DULLNESS, hurried, cannot think at all if (1)
41 Mind নীরসতার সহিত পুরুষত্বহীনতা DULLNESS, impotency, with (1)
42 Mind নীরসতা, মাথায় আঘাত লাগার পরে DULLNESS, injuries of head, after (7)
43 Mind নীরসতা, বাধাপ্রাপ্ত হলে DULLNESS, interrupted, when (1)
44 Mind নীরসতা, জানালা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকে DULLNESS, looking out the window lasting for hours (1)
45 Mind নীরসতা, জৈব তরল পদার্থের ক্ষয় হওয়ার পরে DULLNESS, loss of fluids, after (3)
46 Mind নীরসতা, শয়ন করার সময় DULLNESS, lying, while (1)
47 Mind নীরসতা, হস্তমৈথুনের পরে DULLNESS, masturbation, after (3)
48 Mind নীরসতা, ঋতুস্রাবের সময় DULLNESS, menses, during (3)
49 Mind নীরসতা, মানসিক পরিশ্রমের ফলে DULLNESS, mental exertion, from (25)
50 Mind নীরসতা, সকালে DULLNESS, morning (51)
51 Mind নীরসতা, নড়াচড়ায় বৃদ্ধি DULLNESS, motion, agg. (1)
52 Mind নীরসতা, খারাপ সংবাদের ফলে DULLNESS, news, from bad (2)
53 Mind নীরসতা, রাতে উপশম DULLNESS, night, amel. (2)
54 Mind নীরসতা, মধ্যাহ্নে DULLNESS, noon (4)
55 Mind নীরসতা, বেদনাদায়ক DULLNESS, painful (4)
56 Mind নীরসতা, বুক ধড়ফড়ানির সহিত DULLNESS, palpitation, with (1)
57 Mind নীরসতার, আকস্মিক প্রকোপ DULLNESS, paroxysmal (2)
58 Mind নীরসতা, নির্দিষ্ট সময়ে আগত DULLNESS, periodical (1)
59 Mind নীরসতা, ঘর্মাবস্থায় DULLNESS, perspiration, during (8)
60 Mind নীরসতা, ধাতু নির্গত হওয়ার সহিত DULLNESS, pollutions, with (1)
61 Mind নীরসতা, উদরের নিম্নাংশে চাপবোধের ফলে DULLNESS, pressing in hypogastrium, from (1)
62 Mind নীরসতা, পড়াশোনা করার সময় DULLNESS, reading, while (30)
63 Mind নীরসতা, বিছানা থেকে উঠার ফলে DULLNESS, rising from bed (1)
64 Mind নীরসতা, ঘরের ভিতরে DULLNESS, room, in a (1)
65 Mind নীরসতা, কিছুই বলে না DULLNESS, says nothing (5)
66 Mind নীরসতা, সহবাসের পরে DULLNESS, sex, after (1)
67 Mind নীরসতা, মাত্রাতিরিক্ত যৌনক্রিয়ার পরে DULLNESS, sexual excesses, after (10)
68 Mind নীরসতা, মধ্যাহ্নকালীন নিদ্রার পরে DULLNESS, siesta, after (3)
69 Mind নীরসতা, ঘুম, শব্দের পর DULLNESS, sleep, after sound (2)
70 Mind নীরসতা, নিদ্রালুতার সহিত DULLNESS, sleepiness, with (31)
71 Mind নীরসতা, অনিদ্রা ভাবের সহিত DULLNESS, sleeplessness, with (4)
72 Mind নীরসতা, ধূমপান করার ফলে DULLNESS, smoking, from (1)
73 Mind নীরসতা, কথা বলার সময় DULLNESS, speaking, while (4)
74 Mind নীরসতা, যখন কথা বলে DULLNESS, spoken to, when (2)
75 Mind নীরসতা, দাঁড়িয়ে থাকলে বৃদ্ধি DULLNESS, standing, agg. (3)
76 Mind নীরসতা, মলত্যাগের পরে DULLNESS, stool, after (1)
77 Mind নীরসতা, অবনত হলে DULLNESS, stooping, on (1)
78 Mind নীরসতা, দীর্ঘ সময় ধরে চিন্তা করতে অক্ষম DULLNESS, think long, unable to (12)
79 Mind নীরসতা, দন্তশূলের ফলে DULLNESS, toothache, from (1)
80 Mind নীরসতা, কেবল প্রশ্ন পুনরায় উল্লেখ করার পর বুঝতে পারে DULLNESS, understands, questions only after repetition (9)
81 Mind নীরসতা, প্রচুর পরিমাণে মূত্র হলে উপশম DULLNESS, urine, copious flow of amel. (2)
82 Mind নীরসতা, বমি করলে উপশম DULLNESS, vomiting, amel. (1)
83 Mind নীরসতা, জাগ্রত হলে DULLNESS, waking, on (40)
84 Mind নীরসতা, খোলা বাতাসে হাঁটাচলা করলে উপশম DULLNESS, walking, amel. in open air (5)
85 Mind নীরসতা, উষ্ণ ঘরে প্রবেশ করলে DULLNESS, warm room, on entering (2)
86 Mind নীরসতা, ঠাণ্ডা পানিতে ধৌত করলে উপশম DULLNESS, washing, amel. from cold (2)
87 Mind নীরসতা, মাথায় ভারি বস্তু নেয়ার ফলে DULLNESS, weight, on vertex, from (1)
88 Mind নীরসতা, মদ পান করার পরে DULLNESS, wine, after (5)
89 Mind নীরসতা, সঠিক শব্দ খুঁজে না পাওয়ার ফলে DULLNESS, words, with unability to find right (1)
90 Mind নীরসতা, কাজ করলে উপশম DULLNESS, working, amel. (1)
91 Mind নীরসতা, লেখালেখি করার সময় DULLNESS, writing, while (10)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *