ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ২২ | Daily Study of Homeopathy

পাঠ -২২

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

২২. হোমিওপ্যাথি ও অ্যান্টিপ্যাথি
এফোরিজম ৬৭: হোমিওপ্যাথি চিকিৎসা কল্যাণকর ও এন্টিপ্যাথিক চিকিৎসা অকল্যাণকর প্রমাণিত হওয়ার দাবি।
এফোরিজম ৬৮: রোগ আরোগ্যের জন্য হোমিওপ্যাথিক ঔষধের স্বল্পমাত্রাই যথেষ্ট।
এফোরিজম ৬৯: অ্যান্টিপ্যাথিক চিকিৎসার ক্ষতিকর অবস্থা ও তার কর্মকৌশল বিষদ ভাবে বর্ণিত হয়েছে।
এফোরিজম ৭০: হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির সারমর্ম বিষদ ভাবে বর্ণিত হয়েছে।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

127 HYOSCYAMUS NIGER [Hyos]
Hyos হিংসুক, সন্দেহ প্রবণ, বিড়বিড় করে বকে, কাল্পনিক দৃশ্য দেখে, তাকে কেহ বিষ প্রয়োগ করবে এজন্য ভয়, স্বামি বা স্ত্রীর চরিত্রে সন্দেহ, উচ্চ স্বরে হাঁসে, কাল্পনিক অত্যাচারের অভিযোগ করে, মনে করে সে নিজের বাড়িতে নেই, বিছানা খোঁটে।
Hyos কামোন্মাদ, নির্লজ্জতা, কাপড় খুলে শরীরের গোপন স্থান দেখায়, জননাঙ্গে বার বার হাত দেয়, অশ্লীল গান গায়।
Hyos উত্তেজনা প্রবন খিটখিটে ও অতিরিক্ত নিদ্রা।
Hyos শরীরের পেশীসমুহের খিচুঁনি ও ঝাঁকুনি।
Hyos অসাড়ে মল, মূত্র ত্যাগ।
Hyos অত্যন্ত পিপাসা কিন্তু পানি পান করতে অনিহা।
128 HYPERICUM PERFORATUM [Hyper]
Hyper স্নায়ুতে আঘাত, তার সহিত অত্যন্ত ব্যথা ও টানাটানি।
Hyper মাথা, মেরুদণ্ড, ককসিক্সে আঘাত পরবর্তি উপসর্গ।
Hyper আবহাওয়ার পরিবর্তনে স্নায়ুশুল প্রকারের বেদনা।
Hyper কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় শ্বাসকষ্ট, গয়ের উঠলে উপশম।
Hyper কেউ যেন তাকে শূন্যে ধরে রেখেছে এবং সে স্থান হতে নীচে পড়ে যাওয়ার ভয়।
129 IGNATIA AMARA [Ign]
Ign শোক, মানসিক আঘাত ও আশাভঙ্গের জন্য রোগ।
Ign ক্ষনে ক্ষনে মেজাজের পরিবর্তন ঘটে, হাসাহাসি করছে আবার পর মূহুর্তেই বিষন্নভাব, দুঃখ, রাগ বা অভিমান মনের ভিতর চেপে রাখে, নির্জনে থাকতে চায়, দীর্ঘনিশ্বাস ফেলে ও ফোঁপিয়ে কাঁদে, সহজে ভয় পায়, ডাঃ হেরিং বলেন ইগ্নেসিয়া রোগী দুঃখিত থাকতেই ভালোবাসে।
Ign অদ্ভুত বিপরীত লক্ষণ সমুহ দেখা যায় যেমন- জ্বরে শীতের সময় তৃষ্ণা কিন্তু উত্তাপের সময় পিপাসা নেই, শক্ত দ্রব্য খেলে গলা ব্যথার উপশম, যখন গম্ভীর হওয়া উচিত তখন হাসি।
Ign পাকস্থলি খালি খালি অনুভূতি, দীর্ঘশ্বাস নিলে উপশম।
130 IODIUM [Iod]
Iod অত্যন্ত অস্থির, খিটখিটে মেজাজ, বাচাল ও তাড়াহুড়া করে।
Iod দিবারাত্রি পিপাসা, রাক্ষুসে ক্ষুধা সত্ত্বেও শরীরের শীর্ণতা, আহার করার সময় ভাল লাগে।
Iod ভয়ানক দূর্বলতা, অতি সামান্য পরিশ্রমেই প্রচুর ঘাম হয়।
Iod গ্রন্থিসকল ফোলে ও তাতে ব্যথা হয়, কোন কোন সময় গ্রন্থি (যেমন স্তন) শুকিয়ে যায়।
Iod পুরাতন প্রদাহের বৃদ্ধি।
Iod চুপচাপ বসে থ্কলে মানসিক উৎকন্ঠা।
Iod রোগ ধীরে ধীরে বাড়ে ও সহজে আরোগ্য হয় না।
131 IPECACUANHA [Ip]
Ip বমিভাব ও বমি, বমি হলে উপশম অনুভূতি না হয়ে আবার বমি করতে ইচ্ছা হয়, মুখে প্রচুর থুতু বা লালা উঠে।
Ip বুকে শ্লেষ্মা ঘড়ঘড় করে কিন্তু উঠে না, আক্ষেপিক শ্বাসকষ্ট।
Ip জিহ্বা পরিষ্কার আথবা লাল, কিন্তু ব্রস্কোনিউমোনিয়ায় প্রচুর ময়লা।
Ip আহারে অরুচি, পিপাসা থাকে না।
Ip পেটে বায়ু জন্মে নাভীর চারিদিকে কেটে ফেলার মত ব্যথা, মানসিক অবসাদের সাথে উত্তেজনা।
Ip টাটকা রক্তস্রাবের সাথে বমিভাব।
Ip জ্বরে শরীরের বাহিরে শীতঅনুভূতি কিন্তু ভীতরে উত্তাপ অনুভূত হয়।
132 IRIS VERSICOLOR [Iris]
Iris ছুটির দিনে মাথা ব্যথা, যকৃৎ ও পাকস্থলীর বিকৃতির জন্য মাথাব্যথা।
Iris তৈলাক্ত নাসিকা ও মুখে চর্বির স্বাদ ও চটচটে লালা।
Iris মলদ্বার হতে গলা পর্যন্ত জ্বলে।
Iris টক, পিত্ত ও রক্তমিশ্রিত বা ঝাঝাল বমি।
Iris মুখে লালার মত প্রচুর থুথু উঠে।

Delusions অধ্যায়ের ২০১ থেকে ২৫০ পর্যন্ত মূল রুব্রিক:

201 Delusions আগুণের মত FIERY (1)
202 Delusions মানুষজন যুদ্ধ করছে FIGHTING, that people are (2)
203 Delusions মানব মূর্তি দেখে FIGURES, sees (32)
204 Delusions হাতের নখ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নখ যেন থালার মত বড় হয়েছে এমনটি মনে হয় FINGER-nails, seem as large plates during drowsiness (1)
205 Delusions হাতের আঙ্গুল কাটে FINGERS, cut off (1)
206 Delusions আগুন দেখে FIRE, visions of (32)
207 Delusions মাছ মাছি ইত্যাদি FISHES, flies, etc. (2)
208 Delusions মনে করে সে আরো উপযুক্ত হবে এবং দ্রুত হাঁটবে FIT, thinks she will have a fit and walks faster (1)
209 Delusions আকস্মিক ঝলক তার মধ্য দিয়ে অতিক্রম করে FLASH, passing through him (1)
210 Delusions তার অধোবায়ু নিঃসরণ করা সকলে লক্ষ করছে FLATUS, everyone notices his (1)
211 Delusions মাছি দেখে FLIES, sees (1)
212 Delusions বাতাসে ভাসমান FLOATING, in air (31)
213 Delusions ফুল দৈত্যাকার FLOWERS, of gigantic (1)
214 Delusions ইথাইল এলকোহল দ্বারা পরিবেষ্টিত তা থেকে বের হতে পারছে না FLUID, ETHYL-Aal, surrounded by, resisting passage (1)
215 Delusions সে যা ধরে তা উড়ে যায় FLYING, away, what he holds in his hands (3)
216 Delusions নির্বোধ FOOLISH (4)
217 Delusions পদক্ষেপের শব্দ শুনে FOOTSTEPS, hears (4)
218 Delusions কপাল সে অবশ্যই কপাল দেখতে পায় FOREHEAD, she must look out under (1)
219 Delusions প্রচুর সম্পদ বা ভাগ্য নষ্ট হতে যাচ্ছে FORTUNE, that he was going to lose his (2)
220 Delusions প্রত্যেকটি বস্তু বিকৃত ভাবে উপস্থিত হয় FOUL, everything appears (1)
221 Delusions মুরগী জাত পাখি দেখে FOWLS, sees (1)
222 Delusions ভেঙ্গে টুকরা টুকরা হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে FRAGMENTS, being broken in, scattered about (5)
223 Delusions বন্ধু FRIEND (0)
224 Delusions সে যেন বন্ধু ছাড়া FRIENDLESS, that he is (5)
225 Delusions ভয় পাওয়ার পরে FRIGHT, after (3)
226 Delusions চেয়ারের নিচ দিয়ে ইঁদুর দৌড়চ্ছে এ কারণে ভীত FRIGHTENED, being, by a mouse running from under a chair (3)
227 Delusions ভয় দেখায় অন্যদের FRIGHTENS, others, that she (1)
228 Delusions আসবাবপত্র সমূহ মানুষের মত রাতে যেগে উঠে FURNITURE, imagines it to be persons, night on waking (1)
229 Delusions ফাঁসিকাষ্ঠ দেখে ভয়ের সহিত GALLOWS, vision of, with fear of (1)
230 Delusions ছবি ও দেয়াল থেকে বস্তু সমূহ এনে জড়ো করার প্রচেষ্টা করে GATHERING objects from pictures and walls, making efforts at (1)
231 Delusions রাজহংসী দেখে GEESE, sees (1)
232 Delusions বাহিনীর জেনারেল যেন তিনি GENERAL, that he is a (1)
233 Delusions প্রেতাত্মা GHOSTS (51)
234 Delusions দৈত্যদানব দেখে GIANTS, sees (1)
235 Delusions নিজেকে জিরাফ মনে করে GIRAFFE, imagines himself to be a (1)
236 Delusions সে যেন কাচের তৈরি GLASS, that she is made of (1)
237 Delusions আলোর বিচ্ছুরণ GLOW-worms, of (1)
238 Delusions বামন ভূত সম্পর্কিত GNOME, being a (1)
239 Delusions আল্লাহ্‌ দেখে GOD, sees (1)
240 Delusions তার গলগণ্ড হয়েছে GOITRE, imagines he has a (1)
241 Delusions রাজহাঁস যেন তিনি GOOSE, that he is a (1)
242 Delusions সে নিজের কবরের ভিতরে আছে GRAVE, that he is in his (4)
243 Delusions তিনি মহান ব্যক্তি GREAT, person, is (16)
244 Delusions দুঃখ শোক ও রাগ হলে GRIEF and anger, from (3)
245 Delusions বিকৃত মুখ বা ভেংচি দেখে GRIMACES, sees (6)
246 Delusions কারো কোঁকানি বা গভীর আর্তনাদ শুনতে পায় GROANS, fancies he hears (1)
247 Delusions কিম্ভূত কিমাকার GROTESQUE (3)
248 Delusions বর্ধনশীল দীর্ঘ থেকে দীর্ঘতম GROWING longer and longer (1)
249 Delusions যেন একটি ভাল্লুক গর্জন করছে GROWLING, as of a bear (1)
250 Delusions লাঠিকে বন্দুক হিসাবে ব্যবহার করে GUN, uses a stick for a (1)

Hand অধ্যায়ের ১৩৪ টি মূল রুব্রিক:

1 Hands ছড়িয়ে যায়, হাতের আঙ্গুল, থেকে-থেকে ABDUCTED, fingers, spasmodically (5)
2 Hands ফোড়া ABSCESS (5)
3 Hands অবিরাম বেদনা ACHING, pain (14)
4 Hands কর্তিত, হাতের আঙ্গুলের কর্তিত মূলে বেদনা AMPUTATED, fingers, stump painful (5)
5 Hands অচল সন্ধি, হাতের প্রথম আঙ্গুলের সন্ধি স্থানে ANCHYLOSIS, fingers, first joint of (1)
6 Hands সন্ধিবাত, নোসোডাইটিস ARTHRITIC, nosodities (7)
7 Hands জটিলতা AWKWARDNESS (15)
8 Hands ফোস্কা, হাতের আঙ্গুলে ক্ষতকর ফোস্কা BLISTERS, fingers, phagedenic (9)
9 Hands রক্ত বেগে ধাবিত হয় BLOOD, rush of to (5)
10 Hands লোমফোড়া BOILS (7)
11 Hands ছিদ্র করার মত বেদনা BORING, pain (5)
12 Hands ভাঙ্গা, হাতের তর্জনী আঙ্গুল যেন ভাঙ্গা BROKEN, index finger, sensation as if (1)
13 Hands জ্বালাকর বেদনা BURNING, pain (74)
14 Hands কড়া-পড়া, শৃঙ্গাকার CALLOUSES, horny, on (8)
15 Hands শৈত্য জনিত ক্ষত CHILBLAINS (12)
16 Hands মুঠো করে রাখে, হাতের আঙ্গুল CLENCHING, fingers (31)
17 Hands গুটানো, হাতের আঙ্গুল CLOSED, fingers (2)
18 Hands মুরগী ডাকার ন্যায় শব্দ, বৃদ্ধাঙ্গুলিতে CLUCKING, thumb (1)
19 Hands মাকড়সার জাল থাকার অনুভূতি, হাতে COBWEB, sensation of, on hands (1)
20 Hands শীতলতা, হাতে COLDNESS, hands (186)
21 Hands সংকোচনকর CONSTRICTION (4)
22 Hands সংকোচন, হাতের আঙ্গুলের CONTRACTION, fingers (66)
23 Hands ছোট ও শক্ত হওয়া পেশী ও পেশিবন্ধনী CONTRACTURES, muscles and tendons (36)
24 Hands খিঁচুনি CONVULSION (31)
25 Hands আচ্ছাদিত, হাত আচ্ছাদিত করতে চায় COVERED, hands wants (1)
26 Hands ফাটা চামড়া CRACKED, skin (41)
27 Hands কটকট করে, হাতের আঙ্গুলের সন্ধিস্থানে CRACKING, fingers, joints, in (8)
28 Hands খিল ধরা CRAMPS (53)
29 Hands কাটছে যেন এমন বেদনা CUTTING, pain (12)
30 Hands ক্ষয়প্রাপ্ত, মেটাকার্পাল অস্থি DECAY, of bone, metacarpal bone (1)
31 Hands বর্ণবিকৃতি DISCOLORATION (0)
32 Hands স্থানচ্যুতি, হাতের আঙ্গুল সন্ধি স্থান হতে সহজে স্থানচ্যুত হয় DISLOCATION, fingers, joints, easy (3)
33 Hands টেনে ধরার মত DRAWING (64)
34 Hands আকৃষ্ট হওয়া, বাইরের দিকে, বাম হাত, পিয়ানো বাজানোর সময় DRAWN, outward, the left hand, while playing the piano (1)
35 Hands অবনমিত হয়ে পরে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রায়ই, অচেতনভাবে, মোটর গাড়ী চালানোর সময় DROPPED, reins, often unconscioulsly, while driving (2)
36 Hands শুষ্কতা DRYNESS (42)
37 Hands ডুপুইট্রান্স, পেশী ও পেশিবন্ধনী ছোট ও শক্ত হওয়া DUPUYTRENS, contracture (12)
38 Hands একজিমা ECZEMA (13)
39 Hands বৈদ্যুতিক তরঙ্গের অনুভূতি ELECTRICAL, current, sensation of (1)
40 Hands বর্ধিত হওয়া অনুভূতি ENLARGEMENT, sensation of (8)
41 Hands উদ্ভেদ হাতে ERUPTIONS, hands (47)
42 Hands উপমাংস হাতে EXCRESCENCES, on hands (3)
43 Hands অস্থি বৃদ্ধি বা অর্বুদ হাতের আঙ্গুলের EXOSTOSES, fingers (2)
44 Hands উপরের দিকে বাঁকা করা, হাতের আঙ্গুল, কষ্টকর EXTENSION, fingers, difficult (15)
45 Hands নখ কনি FELON (0)
46 Hands নালীক্ষত হাতের তালুতে FISTULOUS, openings, palm (1)
47 Hands ভাঁজ করা, হাতের আঙ্গুল FLEXED, fingers (15)
48 Hands সুড়সুড়ি লাগা অনুভূতি FORMICATION, sensation (38)
49 Hands পূর্ণতাবোধ অনুভূতি FULLNESS, sensation (7)
50 Hands ছত্রাক, হাতের আঙ্গুলের নখের নিচে FUNGUS, under fingernails (3)
51 Hands ক্ষুদ্র ক্ষুদ্র রেণু অনুভূতি FUZZINESS, sensation of (3)
52 Hands গ্যাংগলিয়ন, হাতের পিঠে GANGLION, back of hands (6)
53 Hands পচনশীল ক্ষত GANGRENE (3)
54 Hands চিবানোর মত বেদনা GNAWING, pain (7)
55 Hands শক্তভাব চামড়া HARDNESS, of skin (5)
56 Hands উত্তাপ অনুভূতি HEAT, sensation (149)
57 Hands ভারবোধ অনুভূতি HEAVINESS, sensation (37)
58 Hands হার্পিস HERPES (18)
59 Hands শৃঙ্গাকার উপমাংস, হাতে HORNY, excrescences on hand (4)
60 Hands কাঠিন্য পেশীর INDURATION, muscles (2)
61 Hands প্রদাহ INFLAMMATION (19)
62 Hands আঘাতলাগা, হাতে কালশিটে পড়া INJURIES, hands, contusion (2)
63 Hands অনুভূতিশূন্যতা INSENSIBILITY (4)
64 Hands চুলকানি ITCHING (69)
65 Hands ঝাঁকি দিয়ে উঠা JERKING (17)
66 Hands গাঁটযুক্ত, হাতের আঙ্গুলের শেষভাগে KNOBBY, finger ends (1)
67 Hands খোঁড়ামি LAMENESS (16)
68 Hands দীর্ঘতম হাতের আঙ্গুল LONGER, fingers (2)
69 Hands শয়ন করলে হাতের উপরে, উপশম LYING, hand on part, amel. (22)
70 Hands নড়াচড়ায় MOTION (0)
71 Hands নখ, হাতের আঙ্গুলের NAILS, fingers (0)
72 Hands গুটিকা বা ক্ষুদ্র স্ফীতি, হাতের প্রথম আঙ্গুলের তলারদিকে NODULES, first finger, volar (1)
73 Hands অসাড়তা NUMBNESS (113)
74 Hands বেদনা PAIN (85)
75 Hands নখকুনি PANARITIUM (53)
76 Hands পক্ষাঘাত PARALYSIS (31)
77 Hands ফোস্কা পানি পূর্ণ, হাতের আঙ্গুলে PEMPHIGUS, fingers (1)
78 Hands ঘাম PERSPIRATION (82)
79 Hands চিমটি কাটার ন্যায় বেদনা PINCHING, pain (3)
80 Hands শক্তিশালীবোধ হাত POWERFUL, hands feel (1)
81 Hands চাপছে এমন PRESSING (42)
82 Hands সোরিয়াসিস, বিস্তৃত PSORIASIS, diffusa (10)
83 Hands স্পন্দিত হওয়া PULSATION (13)
84 Hands ফুসকুড়ি RASH (12)
85 Hands শিথিলতা RELAXATION (2)
86 Hands অস্থিরতা RESTLESSNESS (22)
87 Hands বাতজ বেদনা, হাতে RHEUMATIC, pain, hands (28)
88 Hands ঘূর্ণায়মান ROLLING, in (2)
89 Hands অসমতা ROUGHNESS (18)
90 Hands ক্ষতচিহ্ন, হুল ফুটা স্থানে গভীর ক্ষত SCARS, deep, stinging on (2)
91 Hands সেবাসিয়াস সিস্ট SEBACEOUS cysts, on (3)
92 Hands স্পর্শকাতর, হাতের পিঠ SENSITIVE, back of (1)
93 Hands ঝাঁকুনি SHAKING (5)
94 Hands তীক্ষ্ণ বেদনা SHARP, pain (89)
95 Hands আঘাত SHOCKS (5)
96 Hands তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা SHOOTING, pain (7)
97 Hands কোঁকড়ানো SHRIVELLED (13)
98 Hands থরথর কম্পন SHUDDERING (5)
99 Hands প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (28)
100 Hands মচকানো অনুভূতি যেন SPRAINED, sensation, as if (30)
101 Hands শক্তভাব STIFFNESS (51)
102 Hands বন্ধ হয়ে যাওয়া অনুভূতি STOPPED, sensation (1)
103 Hands ছড়ানো থাকে STRETCHED, out (2)
104 Hands পুঁজ হওয়া, হাতের আঙ্গুলে SUPPURATION, fingers (4)
105 Hands স্ফীতি, হাতে SWELLING, hands (92)
106 Hands ফোলা-স্ফীতি অনুভূতি SWOLLEN, sensation (10)
107 Hands ছিন্নকর বেদনা, হাতে TEARING, pain, hands (90)
108 Hands টানবোধ TENSION (30)
109 Hands লোমহর্ষক অনুভূতি THRILLING, sensation (2)
110 Hands ছুড়ে মারে হাত, নিদ্রার মাঝে THROWS, hands about in sleep (1)
111 Hands ঝিনঝিন কর বা নিদ্রিত অনুভূতি TINGLING, prickling, asleep (54)
112 Hands স্পর্শ, হাতের আঙ্গুল একে অপরের সাথে স্পর্শ সহ্য করতে পারে না TOUCH, fingers, cannot bear, to have them touch each other (3)
113 Hands কম্পিত হাত TREMBLING, hands (131)
114 Hands ক্ষুদ্র স্ফীতি TUBERCLES (11)
115 Hands অর্বুদ, হাতের দুই মেটাকার্পাল হাড়ের মধ্যবর্তী স্থানে TUMORS, hands, metacarpal bones, between (2)
116 Hands টনটনকর হাতের আঙ্গুল TWINGING, fingers (1)
117 Hands আকস্মিক টান, হাতে TWITCHING, hands (58)
118 Hands ক্ষত ULCERS (11)
119 Hands দৃঢ়তার অভাব UNSTEADINESS (5)
120 Hands আমবাত URTICARIA (13)
121 Hands ফোস্কা VESICLES (50)
122 Hands অনুকম্পন অনুভূতি VIBRATION, sensation (2)
123 Hands সঞ্চরণশীল বেদনা WANDERING, pain (4)
124 Hands আঁচিল, হাতে WARTS, hands (28)
125 Hands ধৌতকরণ, তার হাত সর্বদা ধৌত করে WASHES, always washing her hands (6)
126 Hands দুর্বল হাত WEAK, hands (65)
127 Hands ক্লান্তিভাব, ক্লান্ত বোধ WEARINESS, tired feeling (3)
128 Hands অর্বুদ বা আব WENS (1)
129 Hands শুষ্ক হাতের চামড়া WITHERED, skin of hands (4)
130 Hands কাঠের তৈরি, এমন অনুভূতি WOODEN, sensation (1)
131 Hands ক্ষত, হাতের আঙ্গুল ব্যবচ্ছেদ করা WOUNDS, fingers, dissecting (7)
132 Hands ভাজপড়া, হাতের পিঠে WRINKLED, back of (2)
133 Hands লিখা কষ্টকর এবং ধীরগতি, নাস্তা করার পরে WRITING, difficult and slow after breakfast (1)
134 Hands হলুদ বর্ণ YELLOW (3)

Neck অধ্যায়ের ১০৯ টি মূল রুব্রিক:

1 Neck ফোড়া ABSCESS (9)
2 Neck অবিরাম বেদনা ACHING, pain (45)
3 Neck বাতাস, ঘাড়ের উপরে বাতাস লাগা সহ্য করতে পারে না AIR, cannot bear a draft of, on nape (3)
4 Neck আঘাত লাগা, বাহ্যিক গলদেশের উপরের অংশে BLOW, throat, external, as from a, upper side (1)
5 Neck নীলচে গলার পিছনের অংশ BLUISH, nape of (3)
6 Neck লোমফোড়া BOILS (25)
7 Neck ছিদ্র করার মত বেদনা BORING, pain (4)
8 Neck গলদেশ কাঁধ ও হাত বিস্তৃত নার্ভের স্নায়ুশূল BRACHIAL, neuralgia (15)
9 Neck ভাঙ্গা, যেন ঘাড় ভেঙ্গেগেছে BREAK, as though neck would (3)
10 Neck ভাঙ্গা অনুভূতি যেন BROKEN, sensation, as if (8)
11 Neck বাদামি ঘাড় এবং গলার পিছনের অংশ BROWN, neck and nape (2)
12 Neck জ্বালাকর বেদনা BURNING, pain (30)
13 Neck দুষ্টব্রণ CARBUNCLES (8)
14 Neck বস্ত্রাবরনে বৃদ্ধি, বাহ্যিক গলদেশে CLOTHING, agg. throat, external (34)
15 Neck মুরগী ডাকার ন্যায় শব্দ বাহ্যিক গলদেশের পেশীতে CLUCKING, throat, external, muscles, in (1)
16 Neck শীতলতা COLDNESS (17)
17 Neck কলার যেন টানটান ভাবযুক্ত, বাহ্যিক গলদেশে COLLAR, as if too tight, throat, external (2)
18 Neck সংকোচক বেদনা COMPRESSING, pain (2)
19 Neck রক্তাধিক্য CONGESTION (6)
20 Neck সংকোচনকর CONSTRICTING (2)
21 Neck সংকোচনকর, অথবা বন্ধনী CONSTRICTION, or band (13)
22 Neck সঙ্কুচিত বেদনা, গলার পিছনের অংশে CONTRACTING, pain, nape of (1)
23 Neck কটকট করে CRACKING (25)
24 Neck চড়চড় শব্দের অনুভূতি, বাহ্যিক গলদেশের পেশীর CRACKLING, throat, external, in muscles (1)
25 Neck খিল ধরা বাহ্যিক গলদেশের পার্শ্বে CRAMP, throat, external, in side (7)
26 Neck খিলধরার মত (অবশ কর), স্টেরনোক্লিয়াইডো পেশীতে CRAMPING, sternocleido. muscle (1)
27 Neck খিল ধরার মত বেদনা CRAMP-like, pain (16)
28 Neck কিছু হাটার অনুভূতি, বাহ্যিক গলদেশের গ্রন্থিতে CRAWLING, throat, external, glands, in (1)
29 Neck নিষ্পিষ্ট, বাহ্যিক গলদেশে যেন CRUSHED, throat, external, as if (1)
30 Neck বক্রতা, সার্বাইকেল মেরুদণ্ডের CURVATURE, cervical spine (3)
31 Neck কাটছে যেন এমন বেদনা CUTTING, pain (10)
32 Neck খনন করার মত বেদনা DIGGING, pain (2)
33 Neck বর্ণবিকৃতি, বাহ্যিক গলদেশের DISCOLORATION, throat, external (4)
34 Neck স্থানচ্যুত অনুভূতি যেন DISLOCATED, sensation, as if (5)
35 Neck স্ফীতি, বাহ্যিক গলদেশের বাম পার্শ্বে DISTENTION, throat, external, left (1)
36 Neck টানতে থাকার মত বেদনা DRAGGING, pain (2)
37 Neck টেনে ধরার মত বেদনা DRAWING, pain (87)
38 Neck একজিমা ECZEMA (4)
39 Neck বৈদ্যুতিক শক হতে ELECTRIC shocks from (1)
40 Neck শীর্ণতা EMACIATION (9)
41 Neck উদ্ভেদ ERUPTIONS (32)
42 Neck ইরিসিপিলাস (বিসর্প) ERYSIPELAS (3)
43 Neck ত্বকের লেয়ার ক্ষতিগ্রস্ত হওয়া, বাহ্যিক গলদেশে কাপড়ের ঘর্ষণে EXCORIATION, throat, external, from rubbing of clothes (2)
44 Neck নালীক্ষত, বাহ্যিক গলদেশের FISTULA, throat, external (2)
45 Neck সুড়সুড়ি লাগা FORMICATION (9)
46 Neck পূর্ণতাবোধ, বাহ্যিক গলদেশের ভেইনে FULLNESS, throat, external, in jugular (1)
47 Neck ছত্রাক ক্রমবৃদ্ধি হওয়া FUNGUS, growth on (1)
48 Neck চিবানোর মত বেদনা GNAWING, pain (2)
49 Neck মুঠুকরে ধরে, বাহ্যিক গলদেশে কাশি দেওয়ার সময় GRASPS, throat, external during cough (6)
50 Neck উত্তাপ HEAT (23)
51 Neck ভারবোধ অনুভূতি HEAVINESS, sensation (19)
52 Neck হার্পিস HERPES (15)
53 Neck গ্রন্থির কাঠিন্যতা, বাহ্যিক গলদেশের INDURATION of glands, throat, external (41)
54 Neck প্রদাহ ঘাড় অঞ্চলে INFLAMMATION, neck region (2)
55 Neck আঘাত লাগা INJURIES (13)
56 Neck চুলকানি ITCHING (55)
57 Neck ঝাঁকি দিয়ে উঠা, পেশীতে JERKING, muscles, in (3)
58 Neck ঝাঁকি দিয়ে উঠা, বাহ্যিক গলদেশের বাম পার্শ্বে JERKS, throat, external, left (1)
59 Neck খোঁড়ামি LAMENESS (6)
60 Neck বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা LANCINATING, pain (3)
61 Neck পিণ্ড, গলদেশে LUMP, throat pit, in (1)
62 Neck অসাড়তা NUMBNESS (11)
63 Neck অত্যধিক উত্তেজনা গলার পিছনের অংশে, বিস্তৃত হয় কপালের মস্তক শীর্ষে, বিকেলে নড়াচড়া করার সময় ORGASM, in nape of, extending over top of head of forehead, afternoon, during motion (1)
64 Neck বেদনা ঘাড়ে PAIN, neck (167)
65 Neck পক্ষাঘাত বাহ্যিক গলদেশে PARALYSIS, throat, external (3)
66 Neck বাত ব্যাধি সংক্রান্ত বেদনা, সকালে PARALYTIC, morning (1)
67 Neck ঘাম PERSPIRATION (25)
68 Neck চিমটি কাটার ন্যায় বেদনা, বাহ্যিক গলদেশে PINCHING, pain, throat, external (2)
69 Neck চেপে ধরে, বাহ্যিক গলদেশে, উভয় হাত দিয়ে PRESSES, throat, external, with BOTH-L hands (1)
70 Neck চেপে ধরার মত বেদনা PRESSING, pain (52)
71 Neck কাটা বা সুচ ফোটার মত PRICKLING (1)
72 Neck স্থানচ্যুতি, সার্বাইকেল চাকতির PROLAPSE, of cervical disc (3)
73 Neck স্পন্দিত PULSATING (21)
74 Neck কম্পিত হওয়া QUIVERING, in (1)
75 Neck ফুসকুড়ি RASH (7)
76 Neck লালচে REDNESS (11)
77 Neck স্পর্শকাতর, বাহ্যিক গলদেশের চোয়ালের কোণা SENSITIVE, throat, external, angles of jaw, at (1)
78 Neck তীক্ষ্ণ বেদনা SHARP, pain (59)
79 Neck আঘাত SHOCKS (2)
80 Neck ছোট হওয়া অনুভূতি, অঞ্চলে SHORTNESS, region, of (5)
81 Neck প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (60)
82 Neck আক্ষেপিক টেনে ধরার মত SPASMODIC, drawing (39)
83 Neck আক্ষেপ, মাথা সামনের দিকে ঝুকালে SPASMS, head bend forward (1)
84 Neck স্পন্ডিলাইটিস SPONDYLITIS (1)
85 Neck দাগ SPOTS (3)
86 Neck মচকানো অনুভূতি যেন SPRAINED, sensation, as if (16)
87 Neck শক্তভাব STIFFNESS (153)
88 Neck প্রসারিত করে বাহ্যিক গলদেশ STRETCHING, throat, external (1)
89 Neck নিম্ননুস্থ গ্রন্থি SUBMAXILLARY, glands (0)
90 Neck ছিন্নকর বেদনা TEARING, pain (57)
91 Neck টানবোধ TENSION (75)
92 Neck সুড়সুড় করণ বাহ্যিক গলদেশের গ্রন্থিতে TICKLING, throat, external, in gland (1)
93 Neck টানটান ভাব বাহ্যিক গলদেশে, কলার এবং কোমরে কোন কিছু সহ্য করতে পারে না TIGHT, throat, external, cannot bear anything around collar and waist (2)
94 Neck ঝিনঝিন কর, বাহ্যিক গলদেশ TINGLING, throat, external (1)
95 Neck ঘাড়ের বেদনা TORTICOLLIS, neck (61)
96 Neck স্পর্শে বৃদ্ধি, বাহ্যিক গলদেশে TOUCHING agg. throat, external (7)
97 Neck কম্পিত, বাহ্যিক গলদেশ TREMBLING, throat, external (1)
98 Neck ক্ষুদ্র স্ফীতি TUBERCLES (5)
99 Neck অর্বুদ, মেদার্বুদ, মেদবহুল TUMORS, lipomas, fatty, on (3)
100 Neck আকস্মিক টান TWITCHING (13)
101 Neck ক্ষত ULCERS (1)
102 Neck অনাবৃত করলে বৃদ্ধি, বাহ্যিক গলদেশ UNCOVERING, throat, external agg. (17)
103 Neck আমবাত, সম্মুখভাগে URTICARIA, front (2)
104 Neck ফোস্কা VESICLES (9)
105 Neck খুঁত, বাহ্যিক গলদেশে অনুভূত হয় VICE, throat, external, sensation as in a (1)
106 Neck আঁচিল WARTS (2)
107 Neck দুর্বল ঘাড় WEAK, neck (41)
108 Neck বায়ু, যেন ফুঁ লাগছে WIND, as if blowing, on, as if (1)
109 Neck ভাজপড়া, ঘাড়ের চামড়ায় WRINKLED skin, region (1)

Mind – DESPAIR এর ৩৬ টি সাব রুব্রিক:

1 Mind হতাশা বোধ DESPAIR feelings (136)
2 Mind হতাশা বোধের সহিত পর্যায়ক্রমে আশাবাদ DESPAIR feelings, alternating with hope (3)
3 Mind হতাশা বোধ, প্রসবাবস্থায় DESPAIR feelings, childbirth, during (2)
4 Mind হতাশা বোধ, শীত লাগার সময় DESPAIR feelings, chill, during (20)
5 Mind হতাশা বোধ, সামান্য সমালোচনার ফলে DESPAIR feelings, criticism, from the smallest (1)
6 Mind হতাশা বোধ, মৃত্যু ভয়ের সহিত DESPAIR feelings, death, with fear of (2)
7 Mind হতাশা বোধ, দুর্দশাগ্রস্ত জীবন যাপন সম্পর্কে DESPAIR feelings, existence, about miserable (4)
8 Mind হতাশা বোধ, জ্বরের সময় DESPAIR feelings, fever, during (21)
9 Mind হতাশা বোধ, ভবিষ্যৎ সম্পর্কিত DESPAIR feelings, future, about (2)
10 Mind হতাশা বোধ, স্বাস্থ্য সম্পর্কিত DESPAIR feelings, health, about their (5)
11 Mind হতাশা বোধ, স্বাস্থ্য সম্পর্কে অস্বাভাবিক উদ্বেগ বা ব্যাধি কল্পনা সম্পর্কিত DESPAIR feelings, hypochondriasis, in (1)
12 Mind হতাশা বোধ, চুলকানির ফলে DESPAIR feelings, itching of the skin, from (1)
13 Mind হতাশা বোধ, জীবন সম্পর্কে DESPAIR feelings, life, of (4)
14 Mind হতাশা বোধ, নষ্ট হওয়া প্রতিটি বিষয় নিয়ে DESPAIR feelings, lost, thinks everything is (2)
15 Mind হতাশা বোধ, ভালোবাসায় হতাশ হয়ে DESPAIR feelings, love, from disappointed (5)
16 Mind হতাশা বোধ, হস্তমৈথুনের সময় DESPAIR feelings, masturbation, in (1)
17 Mind হতাশা বোধ, অতিরজঃস্রাবের সময় DESPAIR feelings, menorrhagia, in (1)
18 Mind হতাশা বোধ, ঋতুস্রাবের পূর্বে DESPAIR feelings, menses, before (1)
19 Mind হতাশা বোধ, প্রতি রাতে DESPAIR feelings, night, all during the (2)
20 Mind হতাশা বোধ, অন্যদের সম্পর্কে DESPAIR feelings, others, about (1)
21 Mind হতাশা বোধ, ব্যথার সহিত DESPAIR feelings, pains, with the (20)
22 Mind হতাশা বোধ, নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত DESPAIR feelings, periodical (3)
23 Mind হতাশা বোধ, ঘর্মাবস্থায় DESPAIR feelings, perspiration, during (9)
24 Mind হতাশা বোধ, গর্ভধারণ অবস্থায় DESPAIR feelings, pregnancy, during (1)
25 Mind হতাশা বোধ, প্রচণ্ড ক্রোধের এক পর্যায়ে DESPAIR feelings, rage, bordering on (6)
26 Mind হতাশা বোধ, আরোগ্য হওয়ার ব্যাপারে DESPAIR feelings, recovery, of (45)
27 Mind হতাশা বোধ, ধর্মসংক্রান্ত DESPAIR feelings, religious (32)
28 Mind হতাশা বোধ, শোয়া বসা থেকে উঠলে উপশম DESPAIR feelings, rising, amel. on (1)
29 Mind হতাশা বোধ, আকস্মিক হতাশায় চিৎকার করে উঠে DESPAIR feelings, screams of despair, paroxysmal (1)
30 Mind হতাশা বোধ, যৌন উম্মাদনার ফলে DESPAIR feelings, sexual craving, from (2)
31 Mind হতাশা বোধ, সামাজিক অবস্থান সম্পর্কে DESPAIR feelings, social position of (10)
32 Mind হতাশা বোধ, খুঁটিনাটি বিষয়ে DESPAIR feelings, trifles, over (1)
33 Mind হতাশা বোধ, জ্বরবিকারের পরে হতাশা অতঃপর নাক দিয়ে রক্ত ঝরলে উপশম DESPAIR feelings, typhus, after, nosebleed amel. (1)
34 Mind হতাশা বোধ, বমির সময় DESPAIR feelings, vomiting, during (1)
35 Mind হতাশা বোধ, কিছুক্ষণ পর পর জেগে উঠে DESPAIR feelings, waking, in intermittent (1)
36 Mind হতাশা বোধ, কাজ সম্পর্কিত DESPAIR feelings, work, over his (3)

Mind – EXCITEMENT এর ৮৪ টি সাব রুব্রিক:

1 Mind উত্তেজনা EXCITEMENT (269)
2 Mind উত্তেজনা, অনুপস্থিত মানুষ সম্পর্কিত EXCITEMENT, absent persons, about (1)
3 Mind উত্তেজনা, বিকেলে EXCITEMENT, afternoon (8)
4 Mind উত্তেজিত হলে মানসিক অসুস্থতা EXCITEMENT, ailments from, emotional (66)
5 Mind উত্তেজনায় বৃদ্ধি EXCITEMENT, agg. (36)
6 Mind উত্তেজনা, উপভোগ করে EXCITEMENT, agreeable (3)
7 Mind উত্তেজনার সহিত পর্যায়ক্রমে EXCITEMENT, alternates with (0)
8 Mind উত্তেজনায় উপশম EXCITEMENT, amel. (4)
9 Mind উত্তেজনার ফলে ক্ষণকালীন স্মৃতিলোপ EXCITEMENT, amnesia, followed by transient (1)
10 Mind উত্তেজনা, কোন কিছুর আশংকা করার ফলে EXCITEMENT, anticipating events, when (6)
11 Mind উত্তেজনা, গোসল করার সময় EXCITEMENT, bath, during (1)
12 Mind উত্তেজনা, বিয়ার পান করার পরে EXCITEMENT, beer, after (1)
13 Mind উত্তেজনা, শ্যাম্পেন পান করার পরে EXCITEMENT, champagne, after (1)
14 Mind উত্তেজনা, শিশুদের EXCITEMENT, children, in (9)
15 Mind উত্তেজনা, শীত লাগার সময় EXCITEMENT, chill, during (22)
16 Mind উত্তেজনা, কফি পান করার পরে উত্তেজনা আসতে পারে EXCITEMENT, coffee, as after (4)
17 Mind উত্তেজনা, লোক সঙ্গে থাকার সময় EXCITEMENT, company, in (3)
18 Mind উত্তেজনা, যেন গুলিয়ে ফেলছে EXCITEMENT, confusion, as from (2)
19 Mind উত্তেজনা, সামান্য মতানৈক্য হওয়ার ফলে EXCITEMENT, contradiction, from the slightest (1)
20 Mind উত্তেজনা, আক্ষেপের সহিত EXCITEMENT, convulsions, with (1)
21 Mind উত্তেজনা, আক্ষেপজনক EXCITEMENT, convulsive (2)
22 Mind উত্তেজনা, কাশি দেয়ার সময় EXCITEMENT, cough, during (1)
23 Mind উত্তেজনা, ক্রন্দন করার পূর্ব পর্যন্ত EXCITEMENT, crying, till (3)
24 Mind উত্তেজনার সহিত নৃত্য করে গান গায় ও ক্রন্দন করে EXCITEMENT, dancing, singing and crying, with (2)
25 Mind উত্তেজনা, বিতর্ক করার সময় EXCITEMENT, debate, during (2)
26 Mind উত্তেজনা, চায় EXCITEMENT, desire for (3)
27 Mind উত্তেজনা, সহজে EXCITEMENT, easily (6)
28 Mind উত্তেজনা, খাবার খেলে উপশম EXCITEMENT, eating, amel. (1)
29 Mind উত্তেজনা, মৃগীরোগের পূর্বে EXCITEMENT, epilepsy, before (2)
30 Mind উত্তেজনা, সন্ধ্যায় EXCITEMENT, evening (31)
31 Mind উত্তেজনা, পরিশ্রম করার পরে EXCITEMENT, exertion, after (1)
32 Mind উত্তেজনা, মুখমণ্ডলে ঠাণ্ডা ঘামের সহিত EXCITEMENT, face, cold perspiration of, with (1)
33 Mind উত্তেজনা, জ্বর EXCITEMENT, fever (0)
34 Mind উত্তেজনা, জ্বরাক্রান্ত EXCITEMENT, feverish (11)
35 Mind উত্তেজনা, পূর্বাহ্ণে EXCITEMENT, forenoon (3)
36 Mind উত্তেজনা, রক্ত ক্ষরণের পরে EXCITEMENT, hemorrhagia, after (1)
37 Mind উত্তেজনা, মাথা ব্যথার পূর্বে EXCITEMENT, headache, before (1)
38 Mind উত্তেজনা, উৎফুল্ল অবস্থা প্রত্যাশা করে EXCITEMENT, hope, as in joyous (2)
39 Mind উত্তেজনা, ভয়ঙ্কর কিছু শ্রবণ করার পরে EXCITEMENT, horrible things, after hearing (12)
40 Mind উত্তেজনা, ক্ষুধার্ত অবস্থায় EXCITEMENT, hungry, when (3)
41 Mind উত্তেজনা, যেন চঞ্চল-তড়বড়ে EXCITEMENT, hurried, as if (5)
42 Mind উত্তেজনা, মস্তিষ্কে জল সঞ্চয়ের ফলে EXCITEMENT, hydrocephalus, in (2)
43 Mind উত্তেজনা, আনন্দের ফলে EXCITEMENT, joy, from (3)
44 Mind উত্তেজনা, লাম্পট্যপনার সহিত রাত্রিকালীন বেদনাদায়ক লিঙ্গ উত্থান EXCITEMENT, lascivious, with painful nocturnal erections (1)
45 Mind উত্তেজনা, যত উত্তেজনা তত মনমরা ভাব EXCITEMENT, melancholy, followed by (1)
46 উত্তেজনা বা অধীরতা ঋতুলোপ কালে EXCITEMENT, menopausal period, during (10)
47 Mind উত্তেজনা, ঋতুস্রাবের সময় EXCITEMENT, menses, during (14)
48 Mind উত্তেজনা, মানসিক কাজ করার ফলে EXCITEMENT, mental work, from (5)
49 Mind উত্তেজনা, নৈতিক অসুস্থতার ফলে EXCITEMENT, moral ailments, from (6)
50 Mind উত্তেজনা, সকালে EXCITEMENT, morning (19)
51 Mind উত্তেজনা, নিয়ন্ত্রণহীন প্রবল উদ্দীপনার সহিত দ্রুত গতিতে নড়াচড়া করে EXCITEMENT, motions, quick, brusque, performed with uncontrollable zeal (1)
52 Mind উত্তেজনা, মিউজিকের ফলে EXCITEMENT, music, from (4)
53 Mind উত্তেজনা, স্নায়বিক EXCITEMENT, nervous (66)
54 Mind উত্তেজনা, অগ্রহণযোগ্য বা খারাপ সংবাদ শ্রবণ করার পরে EXCITEMENT, news, after bad or disagreeable (19)
55 Mind উত্তেজনা, রাতে EXCITEMENT, night (39)
56 Mind উত্তেজনা, মধ্যাহ্নে EXCITEMENT, noon (3)
57 Mind উত্তেজনা, বেদনার সময় EXCITEMENT, pain, during (3)
58 Mind উত্তেজনার সহিত অত্যধিক বুক ধড়ফড় করে EXCITEMENT, palpitations, violent, with (18)
59 Mind উত্তেজনা, ঘর্মাবস্থায় EXCITEMENT, perspiration, during (11)
60 Mind উত্তেজনা, গর্ভধারণ অবস্থায় EXCITEMENT, pregnancy, during (7)
61 Mind উত্তেজনা, পড়াশোনা করার সময় EXCITEMENT, reading, while (3)
62 Mind উত্তেজনা, ধর্মসংক্রান্ত EXCITEMENT, religious (3)
63 Mind উত্তেজনা, কান হতে দ্রুত বেগে স্রাব নির্গত হওয়ার সহিত EXCITEMENT, rushing in ears, with (1)
64 Mind উত্তেজনা, বিষণ্ণতার পরে EXCITEMENT, sadness, after (2)
65 Mind উত্তেজনা, সহবাসের পরে EXCITEMENT, sex, after (1)
66 Mind উত্তেজনা, যৌন রোগের ফলে EXCITEMENT, sexual ailments, from (4)
67 Mind উত্তেজনা, নিদ্রার পূর্বে EXCITEMENT, sleep, before (2)
68 Mind উত্তেজনা, অপরিচিত ব্যক্তির সাথে কথা বলার সময় তুতলিয়ে কথা বলে EXCITEMENT, stammers when talking to strangers (1)
69 Mind উত্তেজনা, স্রাব চাপাপড়ার ফলে EXCITEMENT, suppression of excretions, from (5)
70 Mind উত্তেজনা, কথা বলার সময় ক্রমাগত ঢোঁক গেলে EXCITEMENT, swallows, continually while talking (1)
71 Mind উত্তেজনা, কথা বলার সময় EXCITEMENT, talking, while (7)
72 Mind উত্তেজনা, চা পান করার পরে EXCITEMENT, tea, after (1)
73 Mind উত্তেজনার সহিত কম্পন EXCITEMENT, trembling, with (12)
74 Mind উত্তেজনা, খুঁটিনাটি বিষয়ে EXCITEMENT, trifles, over (11)
75 Mind উত্তেজনা, মূত্রত্যাগ করার সময় EXCITEMENT, urination, during (1)
76 Mind উত্তেজনা, যোনিস্রাব চাপাপড়ার পরে EXCITEMENT, vaginal discharge, after suppressed (1)
77 Mind উত্তেজনা, জাগ্রত হলে EXCITEMENT, waking, on (4)
78 Mind উত্তেজনা, হাঁটাচলার পরে EXCITEMENT, walking, after (3)
79 Mind উত্তেজনা, পানি ঢালার শব্দ শুনে EXCITEMENT, water poured out, from hearing (2)
80 Mind উত্তেজনা, দুর্বলতার সহিত EXCITEMENT, weakness, with (5)
81 Mind উত্তেজনা, মদ পান করার পরে EXCITEMENT, wine, after (3)
82 Mind উত্তেজনা, স্ত্রীলোকের EXCITEMENT, women, in (3)
83 Mind উত্তেজনা, কাজ করার সময় EXCITEMENT, working, when (2)
84 Mind উত্তেজনা, লেখালেখি করার সময় EXCITEMENT, writing, while (1)

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *