ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ২৩ | Daily Study of Homeopathy

পাঠ -২৩

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

২৩. রোগ ও আরোগ্য
এফোরিজম ৭১: আরোগ্যের জন্য প্রয়োজনীয় তিনটি বিষয়:
(১) রোগ সম্পর্কে জ্ঞান।
(২) ঔষধের ক্রিয়া সম্পর্কে জ্ঞান।
(৩) ঔষধ প্রয়োগ সম্পর্কে জ্ঞান।
এফোরিজম ৭২: রোগ দুই প্রকার- ১. অচির রোগ (Acute disease) ২. চির রোগ (Chronic disease) ও এদের পরিচিতি।
এফোরিজম ৭৩: অচির রোগের প্রকারভেদ সমূহ।
এফোরিজম ৭৪: অ্যান্টিপ্যাথিক চিকিৎসকগণের অদূরদর্শিতার ফলে সৃষ্ট রোগ সমূহ চিররোগসমূহের মধ্যে সর্বাপেক্ষা উৎকট ও শোচনীয়।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

133 JABORANDI [Jab]
Jab আনন্দ উল্লাস করে কিন্তু পরোক্ষণে নির্জিবতা।
Jab যুদ্ধ ও এক্সিডেন্টের স্বপ্ন দেখে, ভালোবাসার মানুষকে হত্যা করতে চায়।
Jab চলন্ত জিনিস দেখলে বমিভাব।
Jab মুখে প্রচুর থুথু উঠে।
Jab প্রচুর ঘাম হওয়া ও সর্দি লাগার প্রবনতা।
Jab ঘামসহ বুক ধরফড়ানি ও কম্পন।
134 JALAPA [Jal]
Jal পেট ব্যাথা বা কারণ ছাড়া শিশু রাতে উচ্চ চিৎকার করতে থাকে, ছটফট করে ও পা ছোড়ে, থামানো যায় না, কোলে উঠতে চায়।
Jal টক গন্ধযুক্ত পানির মত পাতলা বা রক্তবিশিষ্ট দাস্ত কিন্তু শিশু শান্ত থাকে।
Jal পেটের ভিতর কেটে ফেলার মত ব্যথা।
Jal সর্বাঙ্গ শীতল ও মুখমন্ডল বিবর্ন।
135 JONOSIA ASOKA OR SARACA INDICA [Joan]
Joan জরায়ুর রোগজনিত মাথার অসুস্থতা ও রজঃস্রাব হলে উপশম।
Joan অর্শের সহিত অত্যন্ত কোষ্ঠবধ্যতা, মিস্টি ও টক খেতে চায়, পিপাসা থাকে ও বমিভাব।
Joan বিলম্বে অনিয়মিত ভাবে রজঃস্রাব হয়, রজঃস্রাবের পুর্বে ডিম্বোকোষে ব্যথা।
Joan মূত্র নালির উত্তেজনাসহ রক্তপ্রদারে অশোক উপকারি, শ্বেতপ্রদর ও বাধকের ব্যথাতেও ফল প্রদ।
Joan মেরুদন্ডে ব্যথা হয়ে উদর ও হাঁটু পর্জন্ত বিস্তৃত হয়।
136 JUSTICIA ADHATODA [Just]
Just ক্ষতকর শুষ্ক সর্দি, বারে বারে হাঁচি হয় ও চোখ দিয়ে পানি পড়ে, কোন জিনিসের গন্ধ বা স্বাদ পাওয়া যায় না।
Just মাথা বড় মনে হয়, মাথা ঝুকালে কপালে ব্যথা।
Just অনেকক্ষণ ধরে বুক ফেটে যাওয়ার মত কাশি।
Just ব্রঙ্কাইটিসের মত শ্বাস-প্রশ্বাস নিতে বুকে কষ্ট।
Just চটচটে শ্লেষ্মা।
Just সকালে হাত-মুখ ফুলা থাকে।
137 KALI MURIATICUM [Kali-m]
Kali-m জিহ্বার গোড়ার দিকে সাদা বা ছাই বর্ণের ময়লা।
Kali-m সাদা বা ছাই বর্ণের গাঢ় আঠালো বা আঁশ যুক্ত স্রাব।
Kali-m শরীরের চামড়া হতে সাদা ময়দার মত খোসা উঠে।
Kali-m রোগী ভাবে সে অবশ্যই অনাহারে মরবে।
138 KALI ARSENICOSUM [Kali-ar]
Kali-ar ভ্রান্ত ধারণা, যে তার হার্টের রোগ হয়েছে এবং তাতেই সে মারা যাবে।
Kali-ar রাতে অর্শের ব্যথা।
Kali-ar খোলা বাতাসে রোগ বৃদ্ধি।
Kali-ar কিডনির গোলযোগসহ হ্রদপিন্ডের ধড়ফরানি।
Kali-ar মাথাটা লম্বা মনে হয়।
Kali-ar সময়ানুবর্তিতা।

Delusions অধ্যায়ের ২৫১ থেকে ৩০০ পর্যন্ত মূল রুব্রিক:

251 Delusions হল ঘরকে দৈত্যাকার মনে হয় HALL, illusions of a gigantic hall (1)
252 Delusions শরীরের বাম পার্শ্বের অর্ধেক তার অন্তর্গত নয় HALVES, left half does not belong to her (1)
253 Delusions হাত HAND (0)
254 Delusions হাত শিকল দিয়ে বাঁধা HANDS, bound with chains (1)
255 Delusions ঝুলন্ত মানুষ দেখে HANGING, sees persons (1)
256 Delusions ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে এমনটি মনে হয় HAPPEN, that something terrible is going to (2)
257 Delusions তার নিজের বাড়িতে কখনো সুখী হবেনা HAPPY, that he will never be, in his own house (1)
258 Delusions মুক অভিনেতা ছিলেন HARLEQUIN, as if he were a (1)
259 Delusions পাজামার জুড়ি টুপির মত মাথায় দেয়ার চেষ্টা করে HAT, is a pair of trousers which he tries to put on (1)
260 Delusions মাথা HEAD (0)
261 Delusions বড় মাথার একজন সন্ধ্যায় চোখ বন্ধ করে ভেংচি দেয় HEADS, large, make grimaces evening on closing eyes (1)
262 Delusions সে তার স্বাস্থ্য ধ্বংস করেছে HEALTH, he has ruined his (3)
263 Delusions তিনি মনে করেন তিনি শুনতে পাননা HEAR, he thinks he cannot (2)
264 Delusions শ্রবণশক্তি HEARING, of (41)
265 Delusions হৃৎপিণ্ডের অসুস্থতায় আক্রান্ত হচ্ছি ও মরে যাব HEART, diseases, is going to have, and die (5)
266 Delusions উত্তাপের উচ্ছ্বাস উদরোর্ধ থেকে চারিদিকে ক্রমে ক্রমে ছড়াচ্ছে HEAT, has a furious, radiating from epigastrium (1)
267 Delusions স্বর্গে আছেন HEAVEN, is in (5)
268 Delusions ভারী HEAVY, is (2)
269 Delusions হেজহগ (কাঁটাচয়া) দেখে HEDGEHOGS, see (1)
270 Delusions জাহান্নামে রয়েছে HELL, is in (6)
271 Delusions সাহায্যের জন্য ডাকে HELP, calling for (1)
272 Delusions রক্তক্ষরণের পরে HEMORRHAGE, after (1)
273 Delusions ঔষধি গাছ গাছড়া সমবেত করে HERBS, gathering (2)
274 Delusions নিজেকে জলহস্তী মনে করে HIPPOPOTAMUS, being oneself a (1)
275 Delusions ছোট একটি গর্ত ভয়ঙ্কর গভীর খাদ বা ফাটলে পরিণত হয়েছে HOLE, small, appears like a frightful chasm (1)
276 Delusions শরীরে অবতল-গর্ত হয়েছে HOLLOW, being, organs, in (2)
277 Delusions যখন ঘরে থাকেনা তখন মনে হয় ঘরে আছে HOME, thinks is at, when not (2)
278 Delusions সে সৎ নয় HONEST, he is not (1)
279 Delusions প্রত্যেকটি বস্তু ভয়ঙ্কর মনে হয় HORRIBLE, everything seems (1)
280 Delusions ভয়ানক HORRID (1)
281 Delusions ঘোড়া দেখে HORSES, sees (3)
282 Delusions ঘর লোকজনে ভর্তি HOUSE, is full of people (10)
283 Delusions তার আশেপাশের সকল বাড়িঘর ছুটে আসছে ও তাকে চূর্ণ বিচূর্ণ করবে HOUSES, on each side would approach and crush him (1)
284 Delusions অপমানিত হওয়ার পরে HUMILIATION, after (5)
285 Delusions নিজেকে মহান ভাবে এবং অন্যরা নিচু ও নিকৃষ্ট HUMILITY, and lowness of others, while he is great (2)
286 Delusions নিজেকে শিকারি মনে করে HUNTER, thinks he is a (2)
287 Delusions তার স্বামী তাকে অবহেলা করে HUSBAND, neglecting her (1)
288 Delusions তার বক্ষে পানি জমেছে HYDROTHORAX, that he has (2)
289 Delusions ইচথোসারাস দেখে ICHTHYOSAURUS, seeing an (1)
290 Delusions ভাবনা সমূহ ব্রেইনের বাহিরে ভেসে বেড়ায় IDEAS, floating outside of brain (1)
291 Delusions নিজের পরিচয় প্রকাশে ভুল করে IDENTITY, errors of personal (22)
292 Delusions চিত্র IMAGES (72)
293 Delusions অমরত্ব IMMORTALITY, of (1)
294 Delusions নিষ্প্রাণ বস্তু সমূহকে ব্যক্তি মনে হয় INANIMATE, objects are persons (4)
295 Delusions পীড়াদায়ক শক্তি দ্বারা ভারগ্রস্ত হচ্ছে INCUBUS, being weighed down by (1)
296 Delusions হাঁটাচলা করার পরে বাড়িতে প্রবেশ করলে লোকজনকে মানসিক ও শারীরিক ভাবে নিকৃষ্ট মনে হয় INFERIOR, on entering house after a walk, people seem mentally and physically (1)
297 Delusions শক্তিশালী কিছু দ্বারা পরিচালিত হচ্ছে INFLUENCE, is under a powerful (4)
298 Delusions আহত হচ্ছে INJURED, being (11)
299 Delusions আঘাত সহ্য করছে INJURY, receive, is about to (15)
300 Delusions কল্পনায় বিছানার উপরে দোয়াত দানি দেখে INKSTAND, fancied he saw one on bed (1)

Head অধ্যায়ের ২৩৩ টি মূল রুব্রিক:

1 Head ফোড়া, মাথায় ABSCESS (5)
2 Head অবিরাম বেদনা, মাথায় ACHING, pain (0)
3 Head ব্রণ, কপালে ACNE, forehead (26)
4 Head এক্রোমেগালি, মাথার ACROMEGALY (3)
5 Head লেগে থাকার অনুভূতি মস্তক ত্বক খুলীর সাথে ADHESION, sensation, scalp to the skull (1)
6 Head বায়ু থাকার অনুভূতি, মাথায় AIR or wind, sensation, in (3)
7 Head জীবন্ত কিছু থাকার অনুভূতি, মাথায় ALIVE, sensation (8)
8 Head দুশ্চিন্তা, মাথায় ANXIETY, in head (3)
9 Head নিদ্রিত যেন, মাথায় এমন অনুভূতি ASLEEP, sensation, as if (12)
10 Head মাথা স্থির রাখা কষ্টকর BALANCING, difficult (1)
11 Head বলের মত কিছুর অনুভূতি, হাঁটতে শুরু করার সময় যেন একটি বল মাথার খুলিতে আঘাত করে BALL, sensation, a ball beating against skull on beginning to walk (1)
12 Head বন্ধনী BAND (62)
13 Head আঘাত করে, বার বার বিছানাতে মাথা ঠুকে BEATS, head against the bed (12)
14 Head মাথা পিছনদিকে বাকিয়ে রাখতে বাধ্য হয় BENDS, head backward must (3)
15 Head দাঁতে কাটার মত বেদনা, মাথায় BITING, pain (0)
16 Head রক্তপাত মস্তকের অভ্যন্তরে BLEEDING, internal (0)
17 Head শক্ত অবরোধের অনুভূতি, কপালে BLOCK solid, sensation as of a, forehead (2)
18 Head রক্তের শিরা ফাঁপা বা ফোলা BLOOD-vessels, distension (12)
19 Head আঘাত লাগা অনুভূতি, মাথায় BLOWS, sensation, as from (25)
20 Head তক্তা বা কাঠ অথবা ভারী দণ্ডের অনুভূতি যেন মাথার সামনে BOARD or bar, sensation, as if before the head (17)
21 Head কপাল গরম BODY, hot in forehead (1)
22 Head ফুটছে এমন অনুভূতি, মাথায় BOILING, sensation (21)
23 Head লোমফোড়া, মাথায় BOILS (25)
24 Head মাথা বালিশে ঘষে BORES, head in pillow (19)
25 Head বিরক্তিকর খনন করার মত বেদনা, মাথায় BORING, digging, pain (0)
26 Head ভঙ্গুর অনুভূতি, মাথায় BRITTLE, sensation (7)
27 Head বুদবুদ উঠার অনুভূতি, মাথায় BUBBLING, sensation, in (14)
28 Head জ্বালাকর বেদনা, মাথায় BURNING, pain (0)
29 Head গর্ত করার মত বেদনা BURROWING, pain (0)
30 Head ফেটে যাওয়ার মত বেদনা, মাথায় BURSTING, pain (0)
31 Head দুষ্টব্রণ, মাথায় CARBUNCLES (6)
32 Head সেফালাহেমাটোমা CEPHALAHEMATOMA (7)
33 Head লঘুমস্তিষ্ক রোগ CEREBELLAR disease (2)
34 Head মস্তিষ্ক সংক্রান্ত রক্তক্ষরণ CEREBRAL hemorrhage (35)
35 Head সেরিব্রো-স্পাইনাল অক্ষের অসুস্থতা CEREBRO-spinal axis, ailments of (8)
36 Head শীত শীত ভাব, মাথায় CHILLINESS (0)
37 Head পোকার স্বরের মত তীক্ষ্ণ শব্দ, মাথায় CHIRPING (1)
38 Head মুরগী ডাকার ন্যায় শব্দ, মাথায় CLUCKING, in (1)
39 Head ঠাণ্ডা বাতাস, মাথায় স্পর্শকাতর COLD, air, head sensitive to (41)
40 Head শীতলতা অনুভূতি, মাথায় COLDNESS, sensation (107)
41 Head মানসিক উত্তেজনা বেদনা শূন্য, মাথায় COMMOTION, painless, in (1)
42 Head প্রচণ্ড ধাক্কা লাগা ব্রেইনে CONCUSSION, brain (24)
43 Head রক্তাধিক্য, কপালে CONGESTION, forehead (15)
44 Head রক্তাধিক্য, মাথায় CONGESTION, hyperemia (178)
45 Head সংকোচনকর টানবোধ, মাথার CONSTRICTION, tension (162)
46 Head সংকোচন অনুভূতি, মস্তকত্বকে CONTRACTION, sensation, scalp (12)
47 Head আক্ষেপ, মাথার ডান পার্শ্বে CONVULSIONS, right side of head (1)
48 Head আচ্ছাদিত করা মাথা COVERS, head (0)
49 Head কটকট অনুভূতি, মাথায় CRACKING, sensation in (12)
50 Head খিলধরার মত (অবশ কর) বেদনা, মাথায় CRAMPING, pain (0)
51 Head পোকা হাটা বা গড়িয়ে চলার মত অনুভূতি, মাথায় CRAWLING, sensation (0)
52 Head নিষ্পিষ্ট বেদনা, মাথায় CRUSHED, pain (0)
53 Head কাটছে এমন বেদনা, মাথায় CUTTING, pain (0)
54 Head খুশকি মস্তক ত্বকে DANDRUFF (38)
55 Head ক্ষয়প্রাপ্ত, মাথার হাড় DECAY, of bones (14)
56 Head খনন করার মত বেদনা, মাথায় DIGGING, pain (0)
57 Head টানতে থাকার মত অনুভূতি, মাথায় DRAGGING, sensation, in (9)
58 Head টেনে ধরার মত বেদনা, মাথায় DRAWING, pain (0)
59 Head আকৃষ্ট হওয়া, মাথা DRAWN (0)
60 Head শুষ্কতা মস্তকত্বকের DRYNESS, scalp (5)
61 Head নিস্তেজ বেদনা, মাথায় DULL, pain (0)
62 Head স্ফুটন বুদবুদ রাতে EBULLITIONS, night (1)
63 Head একজিমা, মাথায় ECZEMA (50)
64 Head রস সঞ্চয় স্ফীতি দুই ভ্রুর মধ্যবর্তী স্থানে EDEMA, glabella (1)
65 Head মাথা লম্বা হওয়ার অনুভূতি ELONGATED, sensation (3)
66 Head শূন্যতা অনুভূতি, মাথায় EMPTY, sensation (64)
67 Head বৃহদাকার যেন, মাথা ENLARGED, sensation (62)
68 Head উদ্ভেদ, মাথায় ERUPTIONS (54)
69 Head ইরিসিপিলাস (বিসর্প), মাথায় ERYSIPELAS (21)
70 Head অস্থি বৃদ্ধি, মাথায় EXOSTOSES (15)
71 Head সম্প্রসারিত হওয়ার অনুভূতি, মাথা EXPANDED, sensation (9)
72 Head মাথা একদিকে পড়ে যাওয়া FALLING (0)
73 Head চেপটা অনুভূতি যেন, কপাল FLATTENED, sensation, forehead (1)
74 Head ছিটকে যাত্তয়া অনুভূতি, মস্তকশীর্ষ FLY off, sensation, vertex (12)
75 Head মাথার তালুর অস্থিসংযোগ খোলা FONTANELLES, open (13)
76 Head বহিরাগত বস্তু থাকার অনুভূতি, মাথায় FOREIGN body, sensation (6)
77 Head সুড়সুড়ি লাগা অনুভূতি, মাথায় FORMICATION, sensation (45)
78 Head হিমায়িত অনুভূতি, যেন মাথা ও ব্রেইন FROZEN, sensation, head and brain, as if (1)
79 Head পূর্ণতাবোধ অনুভূতি, মাথায় FULLNESS, sensation (153)
80 Head ছত্রাক, মাথায় FUNGUS (6)
81 Head গ্রন্থি স্ফীতি দুই ভ্রুর মধ্যবর্তী স্থানের GLANDS, swollen, of, glabella (1)
82 Head চিবানোর মত বেদনা, মাথায় GNAWING, pain (0)
83 Head হাত দিয়ে চেপে ধরা বা খাবি খাওয়া বেদনা, মাথায় GRASPING, pain (0)
84 Head আকড়েধরার মত বেদনা, মাথায় GRIPING, pain (0)
85 Head গুড়গুড়-গজরানি শব্দ, মাথায় GRUMBLING (3)
86 Head গড়গড় শব্দ, মাথায় GURGLING (3)
87 Head ভারী কিছু দিয়ে আঘাত করে কাটার মত বেদনা, মাথায় HACKING, pain (6)
88 Head চুল স্পর্শ করলে বৃদ্ধি HAIR, touching, agg. (23)
89 Head হাতুড়ি মারার মত বেদনা, মাথায় HAMMERING, pain (0)
90 Head হাত দিয়ে, মাথায় চেপে ধরার সহিত HANDS, holds head with (2)
91 Head টুপি পড়তে বিতৃষ্ণা HAT, aversion to (10)
92 Head মাথা ব্যথা সাধারণ HEADACHES, general (0)
93 Head মস্তকহীন শরীর, এমন অনুভূতি HEADLESS, sensation of being (3)
94 Head উত্তাপ অনুভূতি, মাথায় HEAT, sensation (200)
95 Head ভারবোধ অনুভূতি, মাথায় HEAVINESS, sensation (227)
96 Head তুলছে আবার নামাচ্ছে এরূপ অনুভূতি, মাথায় HEAVING, up and down sensation (3)
97 Head রক্তপূর্ণ স্ফীতি HEMATOMA (5)
98 Head হার্পিস মস্তক ত্বকে HERPES (17)
99 Head মাথা আগলে রাখতে অক্ষম HOLD, head up, unable to (35)
100 Head অবতল-গর্ত, মাথায় HOLLOW (0)
101 Head কপালের ত্বক গরম এমন অনুভূতি HOT body, in forehead, sensation (1)
102 Head গুণগুণ শব্দকর বেদনা HUMMING, pain (0)
103 Head মস্তিষ্কে জল সঞ্চয় HYDROCEPHALUS (54)
104 Head ইমপেটিগো উদ্ভেদ, মাথায় IMPETIGO (14)
105 Head প্রদাহ, মাথার অস্থি আবরকের INFLAMMATION, of, periosteum (18)
106 Head আঘাত লাগা প্রচণ্ড ধাক্কা লাগা ইত্যাদি, মাথায় INJURIES, blows, concussions, etc. (70)
107 Head মাতলামি অনুভূতি, মাথায় INTOXICATION, sensation, as from (66)
108 Head চুলকানি মস্তকত্বকে ITCHING, scalp (121)
109 Head ঝাঁকি দিয়ে উঠা মাথা JERKING, of head (23)
110 Head ঠকঠক শব্দ, মাথায় KNOCKING, in head (2)
111 Head মাথা ঠোকে কোন বস্তুর সাথে KNOCKS, head against things (9)
112 Head বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা, মাথায় LANCINATING, pain (0)
113 Head মাথা বড় এমন অনুভূতি LARGE, sensation (7)
114 Head মাথা হেলান দিতে চায়, কোনো কিছুতে LEAN, on something, desire to (3)
115 Head উকুন, মাথায় LICE, head (18)
116 Head মাথার খুলী উপর দিকে উঠছে এমন অনুভূতি LIFTING, up of the skull, sensation of (2)
117 Head হালকা ভাব অনুভূতি, মাথায় LIGHTNESS, sensation, of (8)
118 Head মাথার শিথিলতা LOOSENESS (0)
119 Head পিণ্ড থাকার অনুভূতি, মাথায় LUMP, sensation, as of (6)
120 Head লুপাস চর্মরোগ LUPUS (2)
121 Head অস্বস্তিকর বিদঘুটে অবস্থানে যেন শয়ন করেছে LYING, in an uncomfortable position, as if (3)
122 Head উন্মাদক বেদনা, মাথায় MADDENING, pain (0)
123 Head শংখাস্থি স্থানে ফোড়া হয়েছে যেন MASTOID process, abscess, threatened of (8)
124 Head মাথা নাড়ানো MOTIONS, of head (19)
125 Head মাথা উপর নিচ হচ্ছে এমন অনুভূতি MOVE, up and down, sensation (1)
126 Head নড়াচড়া করছে কিছু একটা, এমন অনুভূতি মাথায় MOVEMENTS, sensations, in head (71)
127 Head বমিভাব, মাথায় NAUSEA, in (1)
128 Head স্নায়ুশূল প্রকৃতির বেদনা, মাথায় NEURALGIC, pains (0)
129 Head নিদ্রালুতার মত মাথা ঝোঁকান NODDING (0)
130 Head গ্রন্থিগুল্ম, মাথা ব্যথার সময় NODES, headache, during (3)
131 Head উচ্চগুটিকা জন্মানো, কপালে NODOSITIES, forehead (1)
132 Head গুটিকা বা ক্ষুদ্র স্ফীতি, মস্তক ত্বকে NODULES, in scalp (3)
133 Head শব্দ, মাথায় NOISES, in, head (9)
134 Head অসাড়তার অনুভূতি, মাথায় NUMBNESS, sensation (73)
135 Head তৈলাক্ত কপাল OILY, forehead (2)
136 Head মাথা যেন খোলা OPEN, as if (4)
137 Head মাথা খোলা ও বন্ধ হওয়া অনুভূতি OPENING and shutting, sensation (5)
138 Head মাথা ব্যথা সাধারণ PAIN, head, general (0)
139 Head পক্ষাঘাত অনুভূতি মাথায়, ধাতুক্ষয়ের পরে PARALYSIS, sensation, after emissions (1)
140 Head ঠোকরমারা বেদনা, মাথায় PECKING, pain (0)
141 Head ঘাম মস্তকত্বকের PERSPIRATION, scalp (76)
142 Head চিমটি কাটার ন্যায় বেদনা, মাথায় PINCHING, pain (0)
143 Head ছিপি, খোঁটা বা গোঁজ যেন রয়েছে মস্তকে PLUG, peg or wedge, as from a (19)
144 Head চেপে ধরার মত বেদনা, মাথায় PRESSING, pain (0)
145 Head কাটা বা সুচ ফোটার মত অনুভূতি, মাথায় PRICKLING, sensation (26)
146 Head চুল ধরে টানছে এমন অনুভূতি, মাথায় PULLED, sensation as if, hair were (30)
147 Head চুমুক লাগার মত ব্যথা, মাথায় PULLING, pain (0)
148 Head স্পন্দিত অনুভূতি, মাথায় PULSATING, sensation (162)
149 Head ধাক্কা সামনের দিকে ধাক্কা লাগার অনুভূতি, মাথায় PUSHED, forward, sensation (8)
150 Head ঠেলামারা অনুভূতি, মাথায় PUSHES, sensation (4)
151 Head কম্পিত অনুভূতি, মাথায় QUIVERING, sensation (3)
152 Head মাথা উঠানো RAISE (0)
153 Head ফুসকুড়ি, কপালে RASH, forehead (6)
154 Head সরানো হচ্ছে যেন খুলির উপরিভাগ REMOVED, as if calvarium (2)
155 Head অস্থিরতা, মাথায় RESTLESSNESS (10)
156 Head বাতজ বেদনা, মাথায় RHEUMATIC, pain (0)
157 Head অনমনীয় বোধ, মাথায় RIGID, feeling (3)
158 Head দাদ, মাথায় RINGWORM (8)
159 Head মাথা উঠছে এমন অনুভূতি, মাথায় RISING, sensation, in (6)
160 Head ঘূর্ণায়মান অনুভূতি, মাথায় ROLLING, sensation, in (6)
161 Head মাথা ঘর্ষণ করা RUBBING (4)
162 Head চাঁচাবৎ অনুভূতি, নড়াচড়ায় উপশম শয়ন করার সময় বেদনা, মাথার পার্শ্বরেখায় চলেযায় SCRAPED, sensation, amel. on motion, while lying the pain shifts to side lain on (1)
163 Head চুলকান মাথা SCRATCHING, head (1)
164 Head সেবাসিয়াস সিস্ট, মাথায় SEBACEOUS cysts, wens (12)
165 Head সেবোরিয়া চর্মরোগ, মাথায় SEBORRHEA (27)
166 Head সংবেদনশীলতা বাহ্যিক, মাথায় SENSITIVENESS of head, external (19)
167 Head মাথা হতে দেহ যেন বিচ্ছিন্ন এমন অনুভূতি SEPARATED, sensation, as if, head and body, were (10)
168 Head ঝাঁকুনি দেয়া অনুভূতি, মাথায় SHAKING, sensation (70)
169 Head তীক্ষ্ণ বেদনা, মাথায় SHARP, pain (0)
170 Head চূর্ণবিচূর্ণ কর বেদনা, মাথায় SHATTERING, pain (0)
171 Head মানসিক আঘাত, মাথায় SHOCKS, in head (81)
172 Head তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা, মাথায় SHOOTING, pain (0)
173 Head ডুবে যাওয়া অনুভূতি, মাথায় SINKING, sensation (1)
174 Head মাথায় টুপি থাকার মত অনুভূতি SKULL-cap, sensation (24)
175 Head স্বাভাবিকের তুলনায় ছোট মনে হয় মাথা SMALLER, head, feels (4)
176 Head একুইট যন্ত্রণাকর বেদনা, মাথায় SMARTING, pain (0)
177 Head কট্ করে কামড়ান বেদনা ভার্টেক্সে প্রতিটি পদক্ষেপে SNAPPING, in vertex, at every step (1)
178 Head প্রদাহিত স্পর্শকাতর বেদনা, মাথায় SORE, pain (0)
179 Head পানি ছিটিয়ে দেত্তয়া অনুভূতি, মাথায় SPLASHING, sensation (9)
180 Head মচকানো অনুভূতি, মাথায় SPRAINED, sensation (1)
181 Head মাথায় রক্ত যেন স্থির, এমন অনুভূতি STAGNATION, blood, sensation (1)
182 Head শক্তভাব অনুভূতি, মাথায় STIFFNESS, sensation (5)
183 Head পাকস্থলী থেকে কিছু একটা মাথায় উঠে যাচ্ছে STOMACH, as if, rising from (4)
184 Head পাথর থাকার অনুভূতি, মাথায় STONE, sensation (0)
185 Head বন্ধ হয়ে যাওয়া অনুভূতি, মাথা STOPPED, sensation (1)
186 Head আঘাত করে মাথা, দেয়াল বা বিছানাতে STRIKES, the head against the wall or bed (13)
187 Head বিহ্বলকর স্তম্ভিতকর বেদনা, মাথায় STUNNING, pain, stupefying (0)
188 Head সৌর তাপে স্ট্রোক SUNSTROKE (41)
189 Head হুহু করে বাড়ছে এমন অনুভূতি, মাথায় SURGING, sensation (19)
190 Head পানি পড়ার মত অনুভূতি, মাথায় SWASHING, sensation (23)
191 Head স্ফীত মাথা SWELLING, of head (4)
192 Head ফোলা-স্ফীতি, ফাঁপা অনুভূতি, মাথায় SWOLLEN, distended, sensation (62)
193 Head ছিন্নকর বেদনা, মাথায় TEARING, pain (0)
194 Head চাপা উত্তেজনা, মাথায় TENSION (1)
195 Head পাতলা মনে হয়, মাথার খুলি THIN, cranium seemed thin (3)
196 Head ধুঁক ধুঁক কর অনুভূতি, মাথায় THROBBING (0)
197 Head মাথা যেন নিক্ষেপ করছে THROWING, head about (0)
198 Head সুড়সুড় করে, মাথায় TICKLING, in (2)
199 Head মাথা বেধে রাখা হয়েছে এমনটি মনে হয় যেন TIED, feels as though (1)
200 Head টানটান ভাবযুক্ত অনুভূতি, মাথায় TIGHTNESS (0)
201 Head শক্ত বষ্টিযুক্ত দাদ, মাথায় TINEA, favosa (28)
202 Head ঝিনঝিন কর অনুভূতি, মাথায় TINGLING, sensation (31)
203 Head ক্লান্তি বোধ, মাথায় TIRED, feeling (13)
204 Head ছিড়েফেলার মত বেদনা যেন, মাথায় TORN, pain, as if (0)
205 Head কম্পন অনুভূতি, মাথায় TREMBLING, sensation (28)
206 Head ক্ষুদ্র স্ফীতি মস্তকত্বকে TUBERCLES, on scalp (13)
207 Head অর্বুদ / টিউমার TUMORS (23)
208 Head মাথা বাম পার্শ্বে ঘোরে, আক্ষেপের সময় TURNED, to left, in convulsions (2)
209 Head ঘোর-পাক খাওয়া ও মোচড়ানো অনুভূতি, মাথায় TURNING, and twisting, sensation of (11)
210 Head টুংটাং শব্দ, মাথায় যেন পিয়ানোর তার ছিঁড়ে যাওয়ার শব্দ TWANGING, as from, breaking, a piano, string (1)
211 Head মাথা মোচড়ানোর অনুভূতি TWISTING, sensation, head (1)
212 Head আকস্মিক টান মস্তক পেশীর TWITCHING, muscles of the head (45)
213 Head ক্ষতকর বেদনা, মাথায় ULCERATIVE, pain (0)
214 Head ক্ষত, মাথায় ULCERS (11)
215 Head অনাবৃত করলে, মাথার সমস্যা বৃদ্ধি UNCOVERING, head agg. (61)
216 Head স্থির থাকেনা মাথা এমন অনুভূতি UNSTEADY, feeling (6)
217 Head আমবাত, মাথায় URTICARIA (1)
218 Head শূন্যতাবোধ অনুভূতি, মাথায় VACANT, sensation (2)
219 Head ফোস্কা, মাথায় VESICLES (11)
220 Head স্পন্দিত অনুভূতি, মাথায় VIBRATING, sensation (0)
221 Head অত্যধিক বেদনা, মাথায় VIOLENT, pains (0)
222 Head সঞ্চরণশীল বেদনা, মাথায় WANDERING, pains (0)
223 Head মাথায় উষ্ণ আচ্ছাদনে বৃদ্ধি WARM, coverings on head, agg. (32)
224 Head মাথা ধৌত করলে বৃদ্ধি WASHING, agg. (25)
225 Head পানি থাকার অনুভূতি, মাথায় WATER, sensation, of (12)
226 Head ঢেউখেলানো বেদনা WAVES of pain (0)
227 Head ঢেউখেলার মত অনুভূতি, মাথায় WAVING, sensation (48)
228 Head দুর্বলতা অনুভূতি, মাথায় WEAKNESS, sensation (44)
229 Head অর্বুদ আব, মাথায় WENS (0)
230 Head ভিজা মাথা WET, getting head (8)
231 Head কূজন গুঞ্জন, মাথায় WHARBLING (1)
232 Head আবৃত করা WRAPPED (0)
233 Head ভাজপড়া, কপালে WRINKLED, forehead (21)

Hearing অধ্যায়ের ১৯ টি মূল রুব্রিক:

1 Hearing ঝাপসা INDISTINCT (2)
2 Hearing একুইট শ্রবণশক্তি ACUTE, hearing (80)
3 Hearing বিভ্রান্ত, বিশৃঙ্খল CONFUSED (4)
4 Hearing বধিরতা সাধারণ DEAFNESS, general (117)
5 Hearing কষ্টকর শ্রবণশক্তি DIFFICULT, hearing (11)
6 Hearing দূরবর্তী স্থানে, শব্দসমূহ মনে হয় DISTANT, sounds seem (10)
7 Hearing নিস্তেজ শ্রবণশক্তি DULL, hearing (7)
8 Hearing বিভ্রান্তিকর শ্রবণশক্তি ILLUSIONS, of hearing (31)
9 Hearing ক্ষীণ শ্রবণশক্তি IMPAIRED, hearing (172)
10 Hearing গভীর অনুভূতি সম্পন্ন শ্রবণ, শেষের শব্দ দীর্ঘ সময় ধরে অনুভূত হয় IMPRESSION of sounds last heard continue for a long time (1)
11 Hearing শ্রবণশক্তি হারানো LOST, of hearing (0)
12 Hearing শব্দ NOISES (211)
13 Hearing প্রতিধ্বনিত হয় শব্দ REVERBERATING, noises (36)
14 Hearing স্পর্শকাতর শব্দসমূহ SENSITIVE to sounds (40)
15 Hearing নিদ্রার মাঝে প্রত্যেকটি বিষয় শ্রবণ করার সময় আপাতদৃষ্টিতে গভীরভাবে শ্রবণ করে কিন্তু বলতে পারেনা SLEEP, heard everything while seemingly in profound, could not speak (2)
16 Hearing কানে ভোঁ ভোঁ শব্দ TINNITUS (20)
17 Hearing হঠাৎ বা ক্রমশ লোপ পায়, মাতলামির সহিত বা পূর্ববর্তী দিনে মাতলামি করেছে, ডিনারের পরে ও রোদ থাকার পরে আরো বৃদ্ধি হয় VANISHING, intoxication, with, or drunkenness of previous day, worse after dinner, and in sun (1)
18 Hearing বমি উৎপন্ন হয় শব্দ শুনে VOMITING, listening produces (1)
19 Hearing দুর্বল শ্রবণশক্তি WEAK, hearing (9)

Mind – FEAR এর ৩২৯ টি সাব রুব্রিক:

1 Mind ভয় FEAR (242)
2 Mind ভয়, পরিত্যক্ত হওয়া সম্পর্কিত FEAR, abandoned, of being (2)
3 Mind ভয়, উদর থেকে উদ্ভব হয় FEAR, abdomen, arising from (2)
4 Mind ভয়, দুর্ঘটনা সম্পর্কিত FEAR, accidents, of (12)
5 Mind ভয়, বিকেলে FEAR, afternoon (15)
6 Mind ভয়, লোকারণ্যে ভয় FEAR, agoraphobia (11)
7 Mind ভয়, এইডস সম্পর্কে FEAR, aids (4)
8 Mind ভয়, পাওয়ার ফলে অসুস্থতা FEAR, ailments from fear (22)
9 Mind ভয়, বিশুদ্ধ বাতাসে FEAR, air, fresh, of (2)
10 Mind ভয়, উড়োজাহাজে FEAR, airplanes (7)
11 Mind ভয়, মদ্যপ ব্যক্তির FEAR, alcoholics, in (1)
12 Mind ভয়, একা হয়ে যাওয়ার FEAR, alone, of being (56)
13 Mind ভয়ের সহিত পর্যায়ক্রমে FEAR, alternating with (0)
14 Mind ভয়, ঋতুস্রাব অনুপস্থিত ভয়ের ফলে FEAR, amenorrhea, from fear (2)
15 Mind ভয়, প্রাণীসংক্রান্ত FEAR, animals, of (11)
16 Mind ভয়, ক্ষুধাহীনতার ভয়ের ফলে FEAR, anorexia, from fear (3)
17 Mind ভয়, কারো নিকটে যেতে বা কেউ সামনে আসলে FEAR, approaching (25)
18 Mind ভয়, গ্রেফতার হওয়া সম্পর্কিত FEAR, arrested, of being (8)
19 Mind ভয়, উপর দিকে উঠলে FEAR, ascending, of (1)
20 Mind ভয়, আক্রান্ত হওয়া সম্পর্কিত FEAR, attacked, of being (4)
21 Mind ভয়, বাড়ি থেকে দূরে থাকলে FEAR, away, from home (2)
22 Mind ভয়, বিছানায় FEAR, bed, of (20)
23 Mind ভয়, তার পিছনে যেন কেউ রয়েছে এ জন্য ভয় FEAR, behind him, that someone is (7)
24 Mind ভয়, বিশ্বাসঘাতকতা সম্পর্কিত FEAR, betrayed, being (4)
25 Mind ভয়, পাখি সম্পর্কিত FEAR, birds, of (3)
26 Mind ভয়, কামড়ে দিবে এমন ভয় FEAR, bitten, of being (3)
27 Mind ভয়, যেকোনো কালো বস্তুতে FEAR, black, everything (2)
28 Mind ভয়, অন্ধ হওয়া সম্পর্কিত FEAR, blind, of becoming (2)
29 Mind ভয়, রক্ত সম্পর্কে FEAR, blood, of (3)
30 Mind ভয়, ব্রেইনে প্রদাহ হয়েছে এরূপ ভয় FEAR, brain, inflammation of (1)
31 Mind ভয়, পেয়ে শ্বাসক্রিয়া করতে থাকে FEAR, breath away, takes (3)
32 Mind ভয়, সেতু পারাপারের সময় FEAR, bridge, crossing, a (7)
33 Mind ভয়, উজ্জ্বল বস্তু লুকিং-গ্লাস ইত্যাদির প্রতি ভয় অথবা এগুলো সহ্য করতে পারেনা FEAR, brilliant objects, looking-glass, etc. of, or cannot endure (5)
34 Mind ভয়, ছারপোকা FEAR, bugs (5)
35 Mind ভয়, কারো বোঝা হয়ে উঠছে এরূপ ভয় FEAR, burden, of becoming a (1)
36 Mind ভয়, ব্যবসায় সম্পর্কিত FEAR, business (2)
37 Mind ভয়, ব্যস্ত রাস্তায় FEAR, busy streets (3)
38 Mind ভয়, ক্যান্সারের FEAR, cancer, of (15)
39 Mind ভয়, পরিভ্রমণ করলে বা কিছুতে উঠলে FEAR, carried, being, or raised (3)
40 Mind ভয়, বিড়াল সম্পর্কে FEAR, cats, of (4)
41 Mind ভয়, কারণহীন FEAR, causeless (6)
42 Mind ভয়, কবরস্থানে FEAR, cemetery (2)
43 Mind ভয়, নিন্দিত হওয়া সম্পর্কিত FEAR, censured, of being (3)
44 Mind ভয়, শিশুদের FEAR, children, in (8)
45 Mind ভয়, শীত লাগার সময় FEAR, chill, during (3)
46 ভয়, খাদ্যনালীর সংকোচন FEAR, choking, of (3)
47 Mind ভয়, কলেরা সম্পর্কিত FEAR, cholera, of the (6)
48 Mind ভয়, গির্জা বা প্রেক্ষাগৃহে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে FEAR, church or opera, when ready to go (2)
49 Mind ভয়, আবদ্ধ স্থান সম্পর্কে অস্বাভাবিক ভীতি FEAR, claustrophobia (25)
50 Mind ভয়, ছোট কক্ষে থাকার সময় FEAR, closet, when in (1)
51 Mind ভয়, চক্ষু বন্ধ করলে FEAR, closing eyes, on (3)
52 Mind ভয়, কয়লা রাখার ঝুরিতে FEAR, coal-scuttle, of the (1)
53 Mind ভয়, তেলাপোকাতে FEAR, cockroaches, of (3)
54 Mind ভয়, ঠাণ্ডাতে FEAR, cold (1)
55 Mind ভয়, লোকালয়ে FEAR, company, of (1)
56 Mind ভয়, গুলিয়ে ফেলছে, কেউ তাকে পর্যবেক্ষণ করছে FEAR, confusion, that people would observe her (4)
57 Mind ভয়, জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার FEAR, contamination, germs, of (11)
58 Mind ভয়, নিয়ন্ত্রণ হারানোর FEAR, control, losing (8)
59 Mind ভয়, কথোপকথনে FEAR, conversation, of (1)
60 Mind ভয়, আক্ষেপের পূর্বে FEAR, convulsions, before (2)
61 Mind ভয়, পূর্বেকার নির্দিষ্ট কর্নারে FEAR, corners, to walk past certain (2)
62 Mind ভয়, কাশি দেয়ার সময় FEAR, cough, during (1)
63 Mind ভয়, প্রতিটি কোনা থেকে গা ছমছমে জীবন্ত কিছু আসবে FEAR, creeping out of every corner, of something (2)
64 Mind ভয়, সেতু পারাপারের সময় FEAR, crossing, bridge, a (7)
65 Mind ভয়, মানুষের ভিড়ে FEAR, crowd, in a (53)
66 Mind ভয়, ক্রন্দন করার সহিত FEAR, crying, with (4)
67 Mind ভয়, নিষ্ঠুরতার প্রতিবেদন শুনে উত্তেজিত হয়ে FEAR, cruelties, report of, excite (3)
68 Mind ভয়, দাড়ি কামানোর সময় কেটে যাওয়ার ভয় FEAR, cutting, himself when shaving (1)
69 Mind ভয়, বিপদ আসন্ন FEAR, danger, of impending (9)
70 Mind ভয়, অন্ধকার FEAR, dark (46)
71 Mind ভয়, নতুন সকাল হওয়ার FEAR, dawn, of the return of (1)
72 Mind ভয়, দিনে এবং রাতে FEAR, day and night (1)
73 Mind ভয়, মৃত্যু সম্পর্কে FEAR, death, of (143)
74 Mind ভয়, ভ্রান্ত বিশ্বাসের ফলে FEAR, delusions, from (2)
75 Mind ভয়, দাঁতের ডাক্তারের নিকটে যাওয়ার ব্যাপারে FEAR, dentist, of going to (4)
76 Mind ভয়, গন্তব্যে পৌঁছাতে অক্ষম হবে এরূপ ভয় FEAR, destination, of being unable to reach his (1)
77 Mind ভয়, তার নিকটে যা আছে সবকিছুর ধ্বংস আসন্ন এরূপ ভয় FEAR, destruction, to all near her, of impending (1)
78 Mind ভয়, শয়তান দ্বারা গৃহীত হয়েছে এরূপ ভয় FEAR, devil, being taken by the, of (3)
79 Mind ভয়, পশুরা দ্রুত গিলে ফেলবে FEAR, devoured by animals, of being (1)
80 Mind ভয়, উদরাময়ের ফলে FEAR, diarrhea, from (7)
81 Mind ভয়, ডিনারের পরে FEAR, dinner, after (2)
82 Mind ভয়, ময়লা সম্পর্কে FEAR, dirt, of (3)
83 Mind ভয়, অক্ষম হয়ে পরছে FEAR, disabled, being (3)
84 Mind ভয়, দুর্যোগ FEAR, disaster, of (8)
85 Mind ভয়, রোগ FEAR, disease (64)
86 Mind ভয়, বিকৃত হওয়া সম্পর্কিত FEAR, disfigured, of being (1)
87 Mind ভয়, বিরক্ত হওয়া সম্পর্কিত FEAR, disturbed, of being (1)
88 Mind ভয়, ডাক্তারের নিকট যেতে ভয় FEAR, doctors, of going to (12)
89 Mind ভয়, কুকুর সম্পর্কে FEAR, dogs, of (23)
90 Mind ভয়, দরজার ঘণ্টার শব্দ শুনলে FEAR, door, bell ringing, on hearing (1)
91 Mind ভয়, নিম্নাভিমুখী নড়াচড়ায় FEAR, downward motion, of (11)
92 Mind ভয়, উপর দিকে আকৃষ্ট হওয়া সম্পর্কিত FEAR, drawn upward, of being (1)
93 Mind ভয়, ভয়ানক স্বপ্ন দেখে FEAR, dreams, terrible, of (3)
94 Mind ভয়, একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার ভয় FEAR, driving, him from place to place (1)
95 Mind ভয়, ডুবে যাওয়া সম্পর্কিত FEAR, drowned, of being (1)
96 Mind ভয়, তার দায়িত্বে অবহেলা সম্পর্কিত FEAR, duty, neglect his, to (1)
97 Mind ভয়, মৃত্যুর ভয় FEAR, dying, of (1)
98 Mind ভয়, খাবার খেতে FEAR, eating (5)
99 Mind ভয়, বীর্যপাতের পরে FEAR, emission, after an (3)
100 Mind ভয়, সহ্য করতে পারে না FEAR, endure, cannot (1)
101 Mind ভয়, শত্রুদের FEAR, enemies, of (2)
102 Mind ভয়, মৃগীরোগের FEAR, epilepsy (3)
103 Mind ভয়, অব্যাহতি পাওয়ার ইচ্ছার সহিত FEAR, escape, with desire to (9)
104 Mind ভয়, সন্ধ্যায় FEAR, evening (51)
105 Mind ভয়, হঠাৎ ঘটে যাওয়া বিষয়ে FEAR, events, of sudden (1)
106 Mind ভয়, প্রত্যেকটি বস্তু সম্পর্কে অবিরত FEAR, everything, constant (11)
107 Mind ভয়, শয়তানের FEAR, evil, of (110)
108 Mind ভয়, পরীক্ষার পূর্বে FEAR, examination, before (8)
109 Mind ভয়, পরিশ্রম সম্পর্কে FEAR, exertion, of (12)
110 Mind ভয়ের প্রভাব রাতে, বিছানায় থাকা অবস্থায় FEAR, exposure, of, at night in bed (1)
111 Mind ভয়, অপ্রত্যাশিত কিছু হওয়ার FEAR, extravagance, of (1)
112 Mind ভয়, চরম FEAR, extreme (5)
113 Mind ভয়, ব্যর্থতার FEAR, failure, of (14)
114 Mind ভয়, মুর্ছাকল্পতার FEAR, fainting, of (7)
115 Mind ভয়, তার ধর্মবিশ্বাস কমে যাওয়ার FEAR, faith, to lose his religious (5)
116 Mind ভয়, পড়ে যাওয়ার FEAR, falling, of (25)
117 Mind ভয়, তার পরিবার প্রতিপালন করা সম্পর্কে FEAR, family, to bring up his (3)
118 Mind ভয়, উপবাস সম্পর্কে FEAR, fasting, of (1)
119 Mind ভয়, জ্বরের সময় FEAR, fever, during (7)
120 Mind ভয়, জিনিসপত্রে আগুন লেগে যাবে FEAR, fire, things will catch (3)
121 Mind ভয়, উপযুক্ত হওয়া সম্পর্কে FEAR, fit, of having a (15)
122 Mind ভয়, মাছি সম্পর্কে FEAR, flies, of (1)
123 Mind ভয়, খাদ্য খাওয়ার পরে FEAR, food, after (6)
124 Mind ভয়, পূর্বাহ্ণে FEAR, forenoon (3)
125 Mind ভয়, বন্ধুদের FEAR, friend (0)
126 Mind ভয়, ফাঁসির দণ্ড হওয়ার FEAR, gallows, of the (1)
127 Mind ভয়, জীবাণু দ্বারা সংক্রমিত হওয়ার FEAR, germs, contamination, from (11)
128 Mind ভয়, কথাবার্তা বলতে FEAR, get talked about, to (3)
129 Mind ভয়, প্রেতাত্মা FEAR, ghosts, of (36)
130 Mind ভয়, কোথাও যেতে FEAR, going out, of (2)
131 Mind ভয়, যেন শোকাহত হচ্ছে FEAR, grieving, as if (2)
132 Mind ভয়, ফাঁসি সম্পর্কিত FEAR, hanged, of being (2)
133 Mind ভয়, খারাপ কিছু ঘটবে এরূপ ভয় FEAR, happen, something bad will (63)
134 Mind ভয়, প্রিয় মানুষের স্বাস্থ্য সম্পর্কে ভয় FEAR, health, of loved persons (5)
135 Mind ভয়, উত্তাপ হতে FEAR, heat from (1)
136 Mind ভয়, উচ্চ স্থানে FEAR, heights, high places (12)
137 Mind ভয়, জাহান্নামের FEAR, hell (1)
138 Mind ভয়, বাড়ি থেকে দূরে FEAR, home, away from (2)
139 Mind ভয়, সমকামিতার FEAR, homosexuality, of (6)
140 Mind ভয়, অপমানিত হওয়া সম্পর্কিত FEAR, humiliated, of being (5)
141 Mind ভয়, ক্ষুধার্ত অবস্থায় FEAR, hungry, when (1)
142 Mind ভয়, দ্রুত পর্যবেক্ষণ FEAR, hurry, following (1)
143 Mind ভয়, আবেগ দ্বারা আক্রান্ত হওয়ার FEAR, hurt, of being, emotionally (10)
144 Mind ভয়, তার স্বামীর কিছু একটা ঘটবে আর কখনো ফিরে আসবে না FEAR, husband, that he would never return, that something would happen to him (1)
145 Mind ভয়, মস্তিষ্কে জল সঞ্চয় হওয়ার FEAR, hydrocephalus, in (1)
146 ভয়, কল্পিত বস্তুর ফলে FEAR, imaginary things, from (15)
147 Mind ভয়, জড়বুদ্ধি লোকে পরিণত হচ্ছে FEAR, imbecile, that he would become (1)
148 Mind ভয়, পুরুষত্বহীনতার FEAR, impotency, of (1)
149 Mind ভয়, নিজের আবেগ ও ইচ্ছার প্রতি FEAR, impulses, his own (5)
150 Mind ভয়, আরোগ্য না হওয়া সম্পর্কিত FEAR, incurable, of being (19)
151 Mind ভয়, সংক্রমিত হওয়ার FEAR, infection, of (9)
152 Mind ভয়, আঘাত প্রাপ্ত হওয়ার FEAR, injured, of being (10)
153 Mind ভয়, অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে FEAR, injuring others (2)
154 Mind ভয়, পাগলামি সম্পর্কে FEAR, insanity, of (75)
155 Mind ভয়, পোকামাকড়ের FEAR, insects, of (6)
156 Mind ভয়, কাজের লাভজনক অবস্থা নষ্ট হবে FEAR, job, that he will lose his lucrative (7)
157 Mind ভয়, সন্ধি স্থান দুর্বল হওয়ার FEAR, joints are weak, that (2)
158 Mind ভয়, স্পর্শ করলে লাফ দিয়ে উঠে FEAR, jumps, on touch (1)
159 Mind ভয়, হত্যাকরার FEAR, killing, of (12)
160 Mind ভয়, ছুরির FEAR, knives, of (7)
161 Mind ভয়, প্রসব বেদনার সময় FEAR, labor, during (8)
162 Mind ভয়, বিলম্ব হওয়ার ভয় FEAR, late, of being (3)
163 Mind ভয়, জীবনব্যাপী FEAR, lifelong (13)
164 Mind ভয়, বজ্রবিদ্যুতের FEAR, lightning, of (7)
165 Mind ভয়, লিভার সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার FEAR, liver, in affections of (1)
166 Mind ভয়, দীর্ঘ সময় ধরে FEAR, long, lasting (4)
167 Mind ভয়, তাকাতে FEAR, looked at (6)
168 Mind ভয়, তার দিকে তাকিয়ে থাকলে FEAR, looking before her, when (1)
169 Mind ভয়, তার ন্যায়সঙ্গত আচরণ নষ্ট হচ্ছে FEAR, losing his reason (11)
170 Mind ভয়, ফুসফুসের রোগ সম্পর্কিত FEAR, lung disease, in (3)
171 Mind ভয়, শয়ন করলে যদি মরে যাই FEAR, lying, down, of, lest one die (1)
172 Mind ভয়, বাতিকগ্রস্ত FEAR, maniacal (1)
173 Mind ভয়, কায়িক শ্রমের পরে FEAR, manual labor, after (1)
174 Mind ভয়, কোন ঔষধ সহ্য করতে পারছেনা FEAR, medicine, of not being able to bear any kind of (8)
175 Mind ভয়, পুরুষদের FEAR, men of (27)
176 Mind ভয়, ঋতুলোপকাল অবস্থায় FEAR, menopause, during (3)
177 Mind ভয়, ঋতুস্রাবের সময় FEAR, menses, during (18)
178 Mind ভয়, মানসিক পরিশ্রমের পরে FEAR, mental exertion, after (2)
179 Mind ভয়, ইঁদুরের FEAR, mice, of (2)
180 Mind ভয়, মধ্যরাতে FEAR, midnight (4)
181 Mind ভয়, ঘরের ভিতরে আয়না দেখলে FEAR, mirrors in room, of (7)
182 Mind ভয়, গর্ভপাত হয়ে যাবে এমন ভয় FEAR, miscarriage, from threatening (4)
183 Mind ভয়, রাতে জাগ্রত হয়ে কিছু কুকর্ম করে বসবেন FEAR, mischief, he might do, night on waking (1)
184 Mind ভয়, আকস্মিক দুর্দশার FEAR, misfortune, of (96)
185 Mind ভয়, দানব FEAR, monsters (5)
186 Mind ভয়, নৈতিক অবক্ষয়ের ভয়ের সহিত পর্যায়ক্রমে যৌন উত্তেজনা FEAR, moral obliquity alternating, with sexual excitement (1)
187 Mind ভয়, সকালে FEAR, morning (26)
188 Mind ভয়, নড়াচড়ায় FEAR, motion, of (4)
189 Mind ভয়, গাড়িতে চলাফেরার FEAR, motoring (1)
190 Mind ভয়, হত্যা করা সম্পর্কিত FEAR, murdered, of being (14)
191 Mind ভয়, মিউজিকের ফলে FEAR, music, from (9)
192 Mind ভয়, সরু-সংকীর্ণ স্থানে FEAR, narrow place, in (36)
193 Mind ভয়, বমিভাবের পরে FEAR, nausea, after (1)
194 Mind ভয়, তার নিকটে কেউ দাঁড়িয়ে থাকলে FEAR, near, of those standing (1)
195 Mind ভয়, অবহেলিত হওয়ার FEAR, neglected, of being (4)
196 Mind ভয়, নতুন মানুষের FEAR, new, persons, of (2)
197 Mind ভয়, খারাপ সংবাদ শ্রবণ করার FEAR, news, of hearing bad (8)
198 Mind ভয়, রাতে FEAR, night (71)
199 Mind ভয়, গোলমাল-শব্দের ফলে FEAR, noise, from (41)
200 Mind ভয়, মধ্যাহ্নে FEAR, noon (1)
201 Mind ভয়, তার অবস্থা পরিলক্ষিত হওয়ার FEAR, observed, of her condition being (4)
202 Mind ভয়, পেশা-জীবিকা সম্পর্কিত FEAR, occupation, of (3)
203 Mind ভয়, প্রত্যেক ছোট বিষয়ও গুরুত্ব সহকারে শেষ হওয়ার FEAR, occurrence, will end seriously, every little (1)
204 Mind ভয়, প্রতিটি অপারেশনে FEAR, operation, of each (1)
205 Mind ভয়, অন্যদের মতামতের FEAR, opinion of others, of (5)
206 Mind ভয়, ভাগ্য-পরীক্ষার FEAR, ordeal, of an (7)
207 Mind ভয়, অত্যধিক যৌন উত্তেজনার FEAR, orgasm, sexual, of (2)
208 Mind ভয়, ঘরের বাহিরে যেতে FEAR, outdoors, to go (1)
209 Mind ভয়, অদম্য FEAR, overpowering (22)
210 Mind ভয়, বেদনার সময় FEAR, pain, during (4)
211 Mind ভয়, বুক ধড়ফড় করার সহিত FEAR, palpitations, with (14)
212 Mind ভয়, পক্ষাঘাতের FEAR, paralysis, of (6)
213 Mind ভয়, মানুষের প্রতি FEAR, people, of (76)
214 Mind ভয়, ঘামের সহিত FEAR, perspiration, with (1)
215 Mind ভয়, চিকিৎসককে FEAR, physician (0)
216 Mind ভয়, পিয়ানো বাজানোর সময় FEAR, piano, when at (2)
217 Mind ভয়, সুচালো ধারালো কিছুর প্রতি FEAR, pins, pointed, sharp things, of (10)
218 Mind ভয়, দয়া বা করুণা সম্পর্কিত FEAR, pitied, of being (1)
219 Mind ভয়, ইমারতের স্থানে FEAR, places, buildings (4)
220 Mind ভয়, নিউমোনিয়ার FEAR, pneumonia, of (2)
221 Mind ভয়, বিষ প্রয়োগ সম্পর্কিত FEAR, poisoned, of being (22)
222 Mind ভয়, পুলিশের FEAR, police, of (5)
223 Mind ভয়, ধাতু নির্গত হওয়ার পরে FEAR, pollutions, after (2)
224 Mind ভয়, তার লাভজনক অবস্থান নষ্ট হবে FEAR, position, to lose his lucrative (9)
225 Mind ভয়, দারিদ্রের FEAR, poverty (16)
226 Mind ভয়, গর্ভধারণ অবস্থায় FEAR, pregnancy, during (9)
227 Mind ভয়, দীর্ঘমেয়াদী ভয়ের পরে অসুস্থতা FEAR, prolonged, fear, ailments after (3)
228 Mind ভয়, লোকালয়ে যেতে FEAR, public, appearing in, of (7)
229 Mind ভয়, শাস্তি পাওয়া সম্পর্কিত FEAR, punished, of being (4)
230 Mind ভয়, কারো অনুসরণ করতে FEAR, pursuit, of (2)
231 Mind ভয়, দেহ বিকৃত হওয়ার FEAR, putrefy, body will (2)
232 Mind ভয়, রেগে যাবে এরুপ ভয় FEAR, rage, to fly into a (4)
233 Mind ভয়, নেকড়া বা ছেঁড়া কাপড়ে FEAR, rags (4)
234 Mind ভয়, রেলগাড়িতে ভ্রমণে FEAR, railroad travel, of (4)
235 Mind ভয়, বৃষ্টিতে FEAR, rain, of (2)
236 Mind ভয়, ইঁদুরে FEAR, rats (2)
237 Mind ভয়, সুস্থ হবেনা এরূপ FEAR, recover, will not (6)
238 Mind ভয়, পুনরাবৃত্ত হবে FEAR, recurrent (13)
239 Mind ভয়, লাল কোন কিছুতে FEAR, red, anything (1)
240 Mind ভয়, নিন্দিত হওয়ার FEAR, reproach, of (4)
241 Mind ভয়, শ্বাসক্রিয়া সম্পর্কিত FEAR, respiration, of (1)
242 Mind ভয়, অত্যধিক দায়িত্বের FEAR, responsibility, of too much (4)
243 Mind ভয়ের ফলে অস্থিরতা FEAR, restlessness, from fear (8)
244 Mind ভয়, যানবাহনে পরিভ্রমণে FEAR, riding in a carriage (9)
245 Mind ভয়, ডাকাতের FEAR, robbers, of (25)
246 ভয় ঘরে প্রবেশের FEAR, room, on entering (5)
247 Mind ভয়, দৌড়ে যাওয়ার ব্যাপারে ভয় FEAR, run over, of being, on going out (6)
248 Mind ভয়, বিষণ্ণতার সহিত FEAR, sadness, with (8)
249 Mind ভয়, ভুল কোন কিছু বলে ফেলবে রূপ ভয় FEAR, say, something wrong, lest he should (2)
250 Mind ভয়, androcions of FEAR, androcions, of (1)
251 Mind ভয়, সমুদ্র সম্পর্কে FEAR, sea, of the (1)
252 Mind ভয়, আত্মনিয়ন্ত্রণ নষ্ট হচ্ছে FEAR, self-control, losing (6)
253 Mind ভয়, তৈরি হওয়ার অনুভূতি FEAR, sensation, of making (1)
254 Mind ভয়, সর্ব বিষয়ে মর্যাদাপূর্ণ ভাবের সহিত FEAR, senses, with exalted state of all the (1)
255 Mind ভয়, গুরুতর বিষয়ে চিন্তার FEAR, serious, thoughts (2)
256 Mind ভয়, ভয়ের ফলে পুরুষত্বহীনতা, যৌন ক্রিয়ার সময় FEAR, sex, impotence from fear during sex (2)
257 Mind ভয়, ছায়াতে FEAR, shadows, of (5)
258 Mind ভয়ের ফলে কম্পন FEAR, shivering, from fear (2)
259 Mind ভয়, দীর্ঘশ্বাস ফেলার সহিত FEAR, sighing, with (2)
260 Mind ভয়, আসনগ্রহণে উপশম FEAR, sitting, amel. (1)
261 Mind ভয়, নিদ্রার পূর্বে FEAR, sleep, before (10)
262 Mind ভয়, গুটি বসন্তের FEAR, smallpox, of (2)
263 Mind ভয়, সাপের FEAR, snakes, of (10)
264 Mind ভয়, সমাজে তার অবস্থান নষ্ট হওয়ার FEAR, society, of losing his position in (6)
265 Mind ভয়, ব্রেইনের কোমলতা প্রাপ্তির FEAR, softening, of the brain (2)
266 Mind ভয়, বিক্রীত হওয়ার ভয় FEAR, sold, of being (1)
267 Mind ভয়, নির্জনতায় FEAR, solitude, of (16)
268 Mind ভয়, কথা বলতে FEAR, speak, to (2)
269 Mind ভয়, লোকালয়ে কথা বলতে FEAR, speaking, in public (6)
270 Mind ভয়, বাকশক্তিহীনতার সহিত FEAR, speechless, with (2)
271 Mind ভয়, মাকড়সাতে FEAR, spiders, of (3)
272 Mind ভয়, কথা বলার সময় FEAR, spoken, to when (2)
273 Mind ভয়ে, চমকে উঠে FEAR, starting, with (10)
274 Mind ভয়, অনাহারে থাকার FEAR, starving, of (5)
275 Mind ভয়, পেট থেকে উদ্ভূত হয় FEAR, stomach, arising from (17)
276 Mind ভয়, অসাড়ে মলত্যাগ করার FEAR, stool, of involuntary (3)
277 Mind ভয়, রক্তসঞ্চালন বন্ধ হওয়ার অনুভূতির সহিত FEAR, stoppage of circulation, with sensation of (1)
278 Mind ভয়, অপরিচিত ব্যক্তির FEAR, strangers, of (12)
279 Mind ভয়, শ্বাসরোধ হওয়ার ফলে FEAR, strangled, to be (2)
280 Mind ভয়, ব্যস্ত রাস্তায় FEAR, streets, of busy (4)
281 Mind ভয়, স্ট্রোক করার FEAR, stroke, of having a (32)
282 Mind ভয়, প্রহৃত হওয়ার ভয়, তার নিকটে যারা আসে তাদের দ্বারা FEAR, struck, by those coming towards him, of being (6)
283 Mind ভয়, ভূগর্ভস্থ পথে FEAR, subways, of (1)
284 Mind ভয়, কষ্টভোগ করার FEAR, suffering, of (15)
285 Mind ভয়, দম বন্ধ হওয়ার FEAR, suffocation, of (25)
286 Mind ভয়, আত্মহত্যার FEAR, suicide (12)
287 Mind ভয়, কুসংস্কারাচ্ছন্ন বা আধ্যাত্মিক বিষয়ে FEAR, superstitious (7)
288 Mind ভয়, রাতের খাবারের পরে FEAR, supper, after (1)
289 Mind ভয়, চমৎকার কিছুর চমকে FEAR, surprises, from pleasant (1)
290 Mind ভয়, সিফিলিসের FEAR, syphilis, of (3)
291 Mind ভয়, কেউ জোরে কথা বললে মনে হয় যেন তাকে হত্যা করবে FEAR, talking loud, as if would kill her (1)
292 Mind ভয়, টেলিফোনে FEAR, telephone, of (1)
293 Mind ভয়, বাস্তব ও অবাস্তব বিষয়ে ভয় FEAR, things, of real and unreal (1)
294 Mind ভয়, ভিন্ন মতের বা বিবাদমান কিছু ভাবলে FEAR, thinking of disagreeable things, when (2)
295 Mind ভয়, নিজের কথা ভাবলে FEAR, thoughts, of his own (5)
296 Mind ভয়, গলদেশ ফোলে যাওয়ার অনুভূতির ফলে FEAR, throat, from sensation of swelling of (3)
297 Mind ভয়, বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টিতে FEAR, thunderstorm, of (29)
298 Mind ভয়, অত্যাচারের FEAR, torturing, of (1)
299 Mind ভয়, স্পর্শ করা সম্পর্কিত FEAR, touch, of being (38)
300 Mind ভয়, রেলগাড়িতে ভ্রমণ করতে FEAR, train, travel, of (3)
301 Mind ভয়, অবশ্যই ধীরে ধীরে পদক্ষেপ দিতে হবে অথবা আঘাতপ্রাপ্ত হব FEAR, tread lightly, must, or will injure himself (1)
302 Mind ভয়, কম্পন ও দাঁত ঠকঠক করার সহিত FEAR, trembling and chattering of teeth, with (1)
303 Mind ভয়, কম্পমান FEAR, tremulous (32)
304 Mind ভয়, তুচ্ছ বিষয়ে FEAR, trifles (8)
305 Mind ভয়, কল্পিত সমস্যার FEAR, troubles, of imaginary (4)
306 Mind ভয়, যক্ষ্মারোগের FEAR, tuberculosis, of (6)
307 Mind ভয়, সুড়ঙ্গে FEAR, tunnels, of (4)
308 Mind ভয়, অস্পষ্ট কারণে FEAR, unaccountable, vague (5)
309 Mind ভয়, অজ্ঞান হওয়ার FEAR, unconsciousness, of (1)
310 Mind ভয়, কোন কিছুর দায়িত্ব নিতে FEAR, undertaking, anything (4)
311 Mind ভয়, ভালোবাসার অযোগ্য বিষয়ে FEAR, unlovable, of being (3)
312 Mind ভয়, উপরদিকে আকৃষ্ট হওয়ার FEAR, upward, of being drawn (1)
313 Mind ভয়, প্রস্রাব করার পরে FEAR, urinating, after (1)
314 Mind ভয়, মূত্র আটকে যাওয়ার ভয় FEAR, urine, from retention of (2)
315 Mind ভয়, যানবাহন নিকটে আসলে FEAR, vehicles, approaching of (1)
316 Mind ভয়, শিরোঘূর্ণনের FEAR, vertigo, of (3)
317 Mind ভয়, বিরক্তির পরে FEAR, vexation, after (5)
318 Mind ভয়, কণ্ঠস্বর ব্যবহারের ভয় FEAR, voice, of using (1)
319 Mind ভয়, জাগ্রত হলে FEAR, waking, on (54)
320 Mind ভয়, হাঁটাচলা সম্পর্কে FEAR, walking, of (1)
321 Mind ভয়, উষ্ণ ঘরে FEAR, warm room, in (1)
322 Mind ভয় পানিতে, জলাতঙ্ক FEAR, water, hydrophobia (23)
323 Mind ভয়, জীবন যুদ্ধে ক্লান্ত ও ভয় FEAR, weary of life, and fear (7)
324 Mind ভয়, সে তার বিছানা ভিজিয়ে ফেলবে এরূপ ভয় FEAR, wet his bed, fears he will (2)
325 Mind ভয়, বায়ুতে FEAR, wind, of (2)
326 Mind ভয়, স্ত্রীলোকের প্রতি FEAR, women, of (4)
327 Mind ভয়, কাজ করতে FEAR, work, dread of (34)
328 Mind ভয়, অন্যায় কোনো কিছুর FEAR, wrong, of something (1)
329 Mind ভয়, ক্ষত দেখলে FEAR, wounds, to see (3)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *