পাঠ -৩
অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
৩. আদর্শ চিকিৎসকের গুণাবলী |
এফোরিজম ৩: ১. প্রত্যেক রোগীর ক্ষেত্রে কি আরোগ্য করতে হবে (রোগ সম্পর্কে জ্ঞান) এবিষয়ে স্পষ্ট ধারনা। |
২. ভেষজসমূহের অভ্যন্তরে কি আরোগ্য শক্তি নিহিত আছে (ভেষজ শক্তি সম্বন্ধে জ্ঞান) তার স্পষ্ট ধারনা। |
৩. রোগীর অভ্যন্তরের রোগ সম্পর্কিত জ্ঞানের সহিত ভেষজের আরোগ্য শক্তির সম্পর্ক (ঔষধ নির্বাচন করার জ্ঞান) সম্বলিত জ্ঞান। |
৪. ঔষধ প্রস্তুত করার সঠিক পদ্ধতি ও প্রয়োগ বিধান ( মাত্রা সম্পর্কে জ্ঞান) সম্বলিত জ্ঞান। |
৫. ঔষধ পুনঃপ্রয়োগ করার উপযুক্ত সময় ও আরোগ্যের ক্ষেত্রে বাধা দূর করে স্থায়ী আরোগ্য সাধনের উপায় (দ্বিতীয় নির্বাচন ও আরোগ্যের বাধা দূরীকরণের জ্ঞান) সম্বলিত জ্ঞান। |
ইত্যাদি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও চর্চা থাকলে তিনি আদর্শ চিকিৎসক বা আরোগ্য নৈপুণ্যে প্রকৃত চিকিৎসক হিসাবে বিবেচিত হবেন। |
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
13 | AMBRA GRISEA [Ambr] |
Ambr | কথা বলার সময় অবিরত বিষয় পরিবর্তন করে, উত্তরের প্রতীক্ষ্ণা না করে চিকিৎসককে একটার পর একটা প্রশ্ন করে, স্মৃতিবিভ্রম হয় ও ব্যস্ততার সহিত কাজ করে। |
Ambr | রোগীর নিকট কেউ উপস্থিত থাকলে অথবা কথাবার্তা বললে রোগের বৃদ্ধি। |
Ambr | মলত্যাগ করার সময় কেউ নিকটে থাকা একেবারেই পছন্দ করে না। |
Ambr | জননেন্দ্রিয়ে ইন্দ্রিয়সুখকর চুলকানি। |
Ambr | শরীরের একদিকেই রোগ লক্ষণ প্রকাশ পায়। |
Ambr | সকালে নাক হতে প্রচুর রক্ত পড়ে, নাকের ভিতর শুষ্ক, কাশির সহিত ঘন ঘন ঢেঁকুর উঠে ও স্বরভঙ্গ হয়। |
Ambr | গান অসহ্য, গান শুনলে রোগ বৃদ্ধি। |
14 | AMMONIUM CARBONICUM [Am-c] |
Am-c | বুকে ঘড়ঘড়ানি শব্দসহ নিদ্রালুতা, অচৈতন্য ভাব, হাত বাড়িয়ে কিছু ধরতে চায়। |
Am-c | ঠোট নীল বা বেগুনে বর্ণ, জিহ্বা বাদামী বর্ণ। |
Am-c | সকালে মুখ ধুয়ার সময় নাক হতে রক্তস্রাব হয়। |
Am-c | শরীর হতে যে স্রাব বের হয় তা ক্ষতকর, কালচে, তরল ও জমাট বাঁধে না, গ্লান্ডের গ্যাংগ্রীন হওয়ার প্রবণতা। |
Am-c | যেন হাড় ভেঙ্গে যাবে এরূপ ব্যথা। |
Am-c | দিনে ভালো ঘুম হয় কিন্তু রাত্রে ভালো ঘুম হয় না, রাত ৩ টার সময় সব রোগের বৃদ্ধি। |
Am-c | স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় শারীরিক ও মানসিক রোগলক্ষণ বৃদ্ধি। |
15 | AMMONIUM MURIATICUM [Am-m] |
Am-m | দুই কাঁধের মাঝখানে ঠাণ্ডা অনুভূতি। |
Am-m | অধিকাংশ রোগে মুখমণ্ডল পাংশু দেখা যায়। |
Am-m | প্রচুর আঠা আঠা সর্দি স্রাব, মুখের ভিতরে, গলার ভিতরে (Pharynx) পিচ্ছিল অনুভূতি। |
Am-m | ঘায়ের ব্যথার মত ব্যথা, হাত ও পায়ের অঙ্গুলিতে ঝাঁকানিযুক্ত ছিঁড়ে ফেলার মত ব্যথা, কোমরে ব্যথা। |
Am-m | সার্ভাইক্যাল গ্রন্থির (Cervical gland) স্ফীতি। |
Am-m | বুকে ভর ভর শব্দ হয় ও চটচটে শ্লেষ্মা উঠে। |
16 | ANACARDIUM OCCIDENTALE [Anac-oc] |
Anac-oc | বাহ্যিক শোথ। |
Anac-oc | রাশ (Rhus) গ্রুপের ঔষধ বিষাক্ততা, রাসটক্সের অপব্যবহারের ফলে চর্ম উদ্ভেদ। |
Anac-oc | মুখমণ্ডলে বেদনাযুক্ত উদ্ভেদ, বাম থেকে ডানে বিস্তৃত হয়, অত্যন্ত চুলকানি। |
Anac-oc | পায়ের তলায় শৃঙ্গাকার কড়া ও চামড়া ফাটা। |
17 | ANACARDIUM ORIENTALE [Anac] |
Anac | স্মরণ শক্তির হ্রাস, বিশেষত কোন জিনিস বা লোকের নাম মনে থাকে না। |
Anac | সর্বদা অকথ্য ভাষায় গালাগালি ও শপথ করার ইচ্ছা। |
Anac | মনে হয় যেন দুটি ইচ্ছা রয়েছে, একটি করতে বলে অন্যটি বারণ করে। |
Anac | সন্দেহ প্রবণ, হতাশা ভাব, প্রত্যেক জিনিস ও মানুষকে ভয়, চলার সময় মনে হয় কেউ যেন পিছনে পিছনে আসছে, যেন কেউ চুপিচুপি কথা বলছে। |
Anac | অদ্ভুত স্বভাব, গুরু বিষয়ে হাস্য করে আবার হাসির বিষয়ে গম্ভীর হয়ে পড়ে। |
Anac | পাকস্থলী খালি থাকলে বেদনা হয় কিন্তু আহার করলে উপশম। |
18 | ANTIMONIUM CRUDUM [Ant-c] |
Ant-c | অতিরিক্ত খিটখিটে ও খুঁতখুঁতে মেজাজ ও সে সঙ্গে জিহ্বায় দুধের সরের মতো সাদা বা হলদে ময়লা এন্টিম ক্রুডের প্রধানতম লক্ষণ। |
Ant-c | জীবনের প্রতি বিতৃষ্ণা (Loathing of life)। |
Ant-c | গুরুপাক দ্রব্য অতি ভোজনের ফলে পাকস্থলীর অসুস্থতা। |
Ant-c | বমিভাব, আহারে অনিচ্ছা কিন্তু টক খাওয়ার প্রবল ইচ্ছা। |
Ant-c | ঠাণ্ডা পানিতে গোসল করে বা রৌদ্র লাগাবার পর অসুস্থতা। |
Ant-c | পর্যায়ক্রমে উদরাময় ও কোষ্ঠবদ্ধতা। |
Mind অধ্যায়ের ১০১ থেকে ১৫০ পর্যন্ত মূল রুব্রিক:
101 | Mind | সিঁধেল চোর, মনে করে তার ঘরে চোর ঢুকেছে | BURGLARS, imagines they are in the room (2) |
102 | Mind | ব্যবসা সাধারণ | BUSINESS, general (0) |
103 | Mind | সদা ব্যাস্ত | BUSY (43) |
104 | Mind | হিসাবী | CALCULATING (0) |
105 | Mind | উদ্বেগহীন শান্ত অবস্থা | CALMNESS (0) |
106 | Mind | পরনিন্দা করা | CALUMNIATE (0) |
107 | Mind | ছিটগ্রস্ত, মেজাজ বা আচরণ আকস্মিক অব্যাখ্যেয় পরিবর্তন | CAPRICIOUSNESS (99) |
108 | Mind | সাবধানতা | CAREFULNESS (19) |
109 | Mind | আদর-সোহাগ | CARESSED (0) |
110 | Mind | শয্যাবস্ত্র খোটা | CARPHOLOGIA (0) |
111 | Mind | পরিবাহিত হওয়া | CARRIED (0) |
112 | Mind | বহন করে কোন বস্তু, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এবং পুনরায় যথাস্থানে ফিরে আসে | CARRIES, things from one place to another and back again (1) |
113 | Mind | ছেড়ে দেয়, তার মতের বিরুদ্ধ ব্যক্তিদের সর্ব বিষয়ে অগ্রাহ্য করে | CASTING off, of people against her will (1) |
114 | Mind | ফিটের ব্যামো | CATALEPSY (31) |
115 | Mind | চলাফেরা আচার আচরণে অস্বাভাবিকতা বা ক্যাটাটোনিয়ার | CATATONIA (4) |
116 | Mind | সতর্ক | CAUTIOUS (18) |
117 | Mind | কৌমার্য বা যৌন চাহিদা দমন থেকে অসুস্থতা | CELIBACY, ailments from (4) |
118 | Mind | ছিদ্রান্বেষী | CENSORIOUS (0) |
119 | Mind | হতাশা | CHAGRIN (0) |
120 | Mind | পরিবর্তন | CHANGE (0) |
121 | Mind | পরিবর্তনশীল | CHANGEABLE (31) |
122 | Mind | বিশৃঙ্খল | CHAOTIC (18) |
123 | Mind | চারিত্রিক বৈশিষ্ট্যের অভাব | CHARACTER, lack of (7) |
124 | Mind | হাতুড়ে ডাক্তার | CHARLATAN (5) |
125 | Mind | জাদুমুগ্ধ, যেন এক বাক্যে কথা বলে | CHARMED, as if, and could not break the spell (1) |
126 | Mind | তাড়া করে, কাল্পনিক বস্তু সমূহ | CHASES, imaginary objects (3) |
127 | Mind | প্রতারণা মূলক, আচরণ | CHEATING, behavior (2) |
128 | Mind | প্রফুল্ল | CHEERFUL (172) |
129 | Mind | প্রসব পরবর্তী সময়ে, মানসিক উপসর্গ | CHILDBED, mental symptoms during (12) |
130 | Mind | শিশুদের মত, আচরণ | CHILDISH, behavior (54) |
131 | Mind | শিশু | CHILDREN (0) |
132 | Mind | ভবিষ্যৎ সম্পর্কিত দূরদৃষ্টি সম্পন্ন | CLAIRAUDIENCE (0) |
133 | Mind | আবদ্ধ স্থানে অস্বাভাবিক ভীতি | CLAUSTROPHOBIA (0) |
134 | Mind | নখবিদ্ধ করে তার পিতার মুখে | CLAWING, his father’s face (1) |
135 | Mind | পরিষ্কার মন | CLEAR, mind (3) |
136 | Mind | উঁচু স্থানে আরোহণের ইচ্ছা | CLIMB, desire to (4) |
137 | Mind | বেয়ে উঠে দেয়াল, প্রলাপ বকার সময় | CLIMBS, walls, during delirum (2) |
138 | Mind | আঁকড়ে ধরে শিশু, জেগে উঠে আতঙ্কগ্রস্ত অবস্থায়, অজানা কোন এক বিষয়ে, চিৎকার করে, নিকটের জনকে জড়িয়ে ধরে | CLINGING, child awakens terrified, knows no one, screams, clings to those near (6) |
139 | Mind | বন্ধ করলে চোখ, মানসিক সমস্যার উপশম | CLOSING, eyes amel. mental symptoms (1) |
140 | Mind | পোশাক পরে, অনুপযুক্তভাবে | CLOTHED, improperly (5) |
141 | Mind | ঝাপসা মন | CLOUDY, mind (0) |
142 | Mind | চলাফিরা ও কাজকর্মে অসৌন্দর্য্য | CLUMSY (0) |
143 | Mind | রঙ সম্পর্কিত খারাপ প্রতিক্রিয়া | COLORS, reaction to (0) |
144 | Mind | অচেতনাবস্থা | COMA (0) |
145 | Mind | মনের কথা প্রকাশ করে, অকপটে | COMMUNICATIVE, expansive (8) |
146 | Mind | লোকসঙ্গ | COMPANY (0) |
147 | Mind | অভিযোগ করা | COMPLAINING (75) |
148 | Mind | অভিযোগ, অবাস্তব অভিযোগ করে | COMPLAINTS, broods over imaginary (4) |
149 | Mind | ধীশক্তি | COMPREHENSION (0) |
150 | Mind | একাগ্রতা | CONCENTRATION (0) |
Diseases অধ্যায়ের ৩৫১ থেকে ৫৩২ পর্যন্ত মূল রুব্রিক:
351 | Diseases | পশ্চাৎ বক্রতা পিঠের | OPISTHOTONOS, back (53) |
352 | Diseases | অণ্ডকোষ প্রদাহ | ORCHITIS, testes (46) |
353 | Diseases | অসগোড শ্লাটার্স ডিজিস | OSGOOD-schlatter’s disease (2) |
354 | Diseases | অস্থি প্রদাহ ক্রনিক বিকৃত ও বৃহদাকার অস্থি রোগ | OSTEITIS, deformans, paget’s disease (1) |
355 | Diseases | অস্থির গঠন বা বৃদ্ধি ত্রুটিপূর্ণ | OSTEOGENSIS, imperfecta (3) |
356 | Diseases | ভিটামিন ডি এর অভাবে অস্থির কোমলতা | OSTEOMALACIA, softening, bones (45) |
357 | Diseases | অস্থির প্রদাহ | OSTEOMYELITIS (12) |
358 | Diseases | অস্টিওপোরাস ভঙ্গুর হাড় | OSTEOPORUS, brittle bones (7) |
359 | Diseases | কানের প্রদাহ আভ্যন্তরিক কানের ভেতরে সংক্রমণ | OTITIS interna, inner ear infection (53) |
360 | Diseases | গুঁড়া কৃমি | OXYURIS, vermicularis (17) |
361 | Diseases | পুতিনস্য নাকে | OZAENA, nose (56) |
362 | Diseases | ক্রনিক বিকৃত ও বৃহদাকার অস্থি রোগ | PAGET’S, disease (2) |
363 | Diseases | বেদনা নেই এমনটি বলে অথচ বেদনাদায়ক | PAINLESSNESS of complaints, usually painful (4) |
364 | Diseases | নখকুনি | PANARITIUM, nails (52) |
365 | Diseases | অগ্ন্যাশয়ের প্রদাহ | PANCREATITIS (8) |
366 | Diseases | আরক্ত ও মাংসল হওয়া কর্নিয়া | PANNUS, cornea (24) |
367 | Diseases | পক্ষাঘাত | PARALYSIS (0) |
368 | Diseases | নিম্নাঙ্গের অসাড়তা | PARAPLEGIA (29) |
369 | Diseases | পেশী কম্পন ও শক্ত হয়ে উঠা ও দুর্বলতা রোগ | PARKINSON’S disease (55) |
370 | Diseases | কর্ণমূল গ্রন্থি প্রদাহ ব্রেইনে স্থানান্তরণ হয় | PAROTID gland, inflammation, with metastasis to brain (4) |
371 | Diseases | আকস্মিক প্রচণ্ড প্রকোপ, পুনরাবৃত্ত হয় | PAROXYSMS, repeated (37) |
372 | Diseases | অংশ, শরীরের এক অংশ আক্রান্ত হয় | PARTS, single, effects in (13) |
373 | Diseases | পেলেগরা | PELLAGRA (11) |
374 | Diseases | বস্থিদেশের প্রদাহিক প্রকৃতির অসুস্থতা জরায়ুতে | PELVIC inflammatory disease, uterus (65) |
375 | Diseases | ফোস্কা, পানি পূর্ণ ফোস্কা | PEMPHIGUS (41) |
376 | Diseases | ছিদ্র, নাকের সেপটামে | PERFORATION, nasal septum (7) |
377 | Diseases | নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত অভিযোগ | PERIODICITY, of complaints (0) |
378 | Diseases | অস্থিবেষ্ট প্রদাহ, অস্থি আবরকের | PERIOSTITIS, periosteum (30) |
379 | Diseases | রক্তদুষ্টি জ্ঞাপন, রক্তাল্পতা | PERNICIOUS anemia (10) |
380 | Diseases | ঘুংড়ি কাশি | PERTUSSIS (0) |
381 | Diseases | ফেরিংস প্রদাহ, গলদেশের | PHARYNGITIS, throat (15) |
382 | Diseases | মুদা-লিঙ্গের, আবরণ ত্বকের সংকোচনহীনতা | PHIMOSIS, penis (29) |
383 | Diseases | ধমনীপ্রবাহ, ফিমোরাল ভেইনের প্রদাহ, ফ্লেগমাসিয়া এলবা ডোলেন্স | PHLEBITIS, milk leg, phlegmasia alba dolens (60) |
384 | Diseases | ফ্লেগমাসিয়া এলবা ডোলেন্স | PHLEGMASIA alba dolens (0) |
385 | Diseases | ক্ষয়কাশ-যক্ষ্মারোগ | PHTHISIS (0) |
386 | Diseases | ছুঁলি | PITYRIASIS (30) |
387 | Diseases | প্লেগ মহামারী, গ্রন্থির প্রদাহ-লক্ষণযুক্ত | PLAGUE, bubonic (0) |
388 | Diseases | প্লুরিসি রোগ | PLEURISY (66) |
389 | Diseases | প্লুরাল-নিউমোনিয়া | PLEURA-pneumonia (17) |
390 | Diseases | নিউমোনিয়া | PNEUMONIA (104) |
391 | Diseases | বিষ, ওয়াক বৃক্ষ অথবা আইভি লতার | POISON, oak or ivy (19) |
392 | Diseases | মেরুদণ্ডের মজ্জার স্নায়ু প্রদাহ | POLIOMYELITIS, nerves (37) |
393 | Diseases | লোহিত কণিকার আধিক্য, রক্তের | POLYCYTHEMIA, blood (3) |
394 | Diseases | একটি বস্তুকে একাধিক দেখা | POLYOPSIA, vision (2) |
395 | Diseases | পলিপস সাধারণ | POLYPS, general (43) |
396 | Diseases | পোর্টাল সিস্টেমে রক্ত জমা বা পূর্ণতা বোধ | PORTAL system, general, congestion (7) |
397 | Diseases | নাকের অভ্যন্তরের অসুস্থতা | POST nasal, ailments (19) |
398 | Diseases | পোটস রোগ, কশেরুকার যক্ষ্মারোগ | POTT’S disease, tuberculosis of vertebrae (9) |
399 | Diseases | ঋতুপূর্ববর্তী অস্বাভাবিকতা | PRE-menstrual syndrome (76) |
400 | Diseases | সরলান্ত্রের প্রদাহ, সরলান্ত্র এবং মলদ্বারের | PROCTITIS, rectum and anus (24) |
401 | Diseases | প্রস্টেট গ্রন্থির রোগ আরোগ্যকারী ঔষধ | PROSTATE gland, remedies (36) |
402 | Diseases | প্রস্টেট গ্রন্থি বেনাইন ভাবে বর্ধিত হওয়া | PROSTATE, benign enlargement (79) |
403 | Diseases | প্রোস্টেট গ্রন্থির প্রদাহ | PROSTATITIS, inflammation (51) |
404 | Diseases | মূত্রে প্রোটিনের অস্বাভাবিক পরিমাণে উপস্থিতি | PROTEINURIA (0) |
405 | Diseases | প্রুরিগো (ক্রনিক প্রচণ্ড চুলকনি) | PRURIGO (24) |
406 | Diseases | সোরিয়াসিস | PSORIASIS, skin (81) |
407 | Diseases | অনুপক্ষ রোগ চোখে | PTERYGIUM, eyes (23) |
408 | Diseases | বয়ঃসন্ধি কাল | PUBERTY (0) |
409 | Diseases | প্রসবান্তিক জ্বর | PUERPERAL, fever, females (36) |
410 | Diseases | ফুসফুস সংক্রান্ত রস সঞ্চয় স্ফীতি | PULMONARY, edema, lungs (63) |
411 | Diseases | ধুম্ররোগ রক্তস্রাবী | PURPURA hemorrhagica (41) |
412 | Diseases | রক্তে পুঁজোৎপাদক জীবানুসঞ্চার | PYEMIA (12) |
413 | Diseases | ডিওডেনামের পাইলরিক নালির সংকীর্ণ অবস্থা | PYLORIC stenosis (1) |
414 | Diseases | পায়োমেট্রার ফলে জরায়ুতে পুঁজ সঞ্চয় | PYOMETRA, retained pus in uterus (5) |
415 | Diseases | কুকুর নেকড়ে ইত্যাদি দ্বারা সংক্রমিত জলাতঙ্ক | RABIES, hydrophobia (50) |
416 | Diseases | রেডিয়েশনের ফলে অসুস্থতা, পার্শ্ব প্রতিক্রিয়া | RADIATION, sickness, side effects (11) |
417 | Diseases | জিহ্বার অর্বুদ | RANULA, tongue (19) |
418 | Diseases | রেয়নোডস রোগ | RAYNAUD’S disease (12) |
419 | Diseases | রেইটার সিনড্রোম বা বাত সংক্রান্ত অস্বাভাবিকতা | REITER syndrome (2) |
420 | Diseases | রেটিনার প্রদাহ, চোখের মণির পিছনের আলোকসংবেদী পর্দার প্রদাহ | RETINITIS, eyes, retina (19) |
421 | Diseases | বাতজ জ্বর | RHEUMATIC, fever (94) |
422 | Diseases | নাকের পাথুরি, নাকে পাথরের মত শক্ত বস্তুর ক্রমবৃদ্ধি | RHINOSCLEROMA, nose, stony hard growths (5) |
423 | Diseases | ভিটামিন ডি এর অভাবে শিশু হাড়ের অপুষ্টি জনিত রোগ বিশেষ | RICKETS, rachitis, bones (49) |
424 | Diseases | মাড়ি খসে পড়া রোগ | RIGG’S disease, teeth (1) |
425 | Diseases | দাদ সাধারণ | RINGWORM, general (32) |
426 | Diseases | নাক ও গালের অমসৃণ লালচে উদ্ভেদ নাসিকার | ROSACEA, nasal (7) |
427 | Diseases | হামের লালচে ফুসকুড়ি বা ছোপ | ROSEOLA, skin (14) |
428 | Diseases | সেকরো-ইলিয়াকে অস্বাভাবিকতা | SACRO-ILIAC, syndrome (25) |
429 | Diseases | ফেলুপিয়ন টিউবের প্রদাহ | SALPINGITIS, fallopian tubes (21) |
430 | Diseases | সারকোমা, চর্মের | SARCOMA, cutis (19) |
431 | Diseases | মাংস বৃদ্ধি, জননেন্দ্রিয়ের | SARCOCELE, genitalia (7) |
432 | Diseases | খোস পাচড়া | SCABIES (55) |
433 | Diseases | আরক্ত জ্বর | SCARLET, fever, scarlatina (41) |
434 | Diseases | সিস্টোসোমায়সিস বিলহারযায়সিস | SCHISTOSOMIASIS, bilharziasis (3) |
435 | Diseases | নিতম্ববেদনা | SCIATICA, pain (100) |
436 | Diseases | স্ক্লেরোডারমা, চামড়ায় | SCLERODERMA, skin (22) |
437 | Diseases | স্কার্ভি রোগ | SCURVY, scorbutus (87) |
438 | Diseases | দৃষ্টির কেন্দ্রে অন্ধকারময়তা দেখে দৃষ্টিশক্তির ক্ষতি | SCOTOMA, central vision, loss (5) |
439 | Diseases | সমুদ্রে অসুস্থতা | SEASICKNESS (18) |
440 | Diseases | মেদবহুল সিস্ট আব | SEBACEOUS cysts, wens (28) |
441 | Diseases | সেবোরিয়া চর্মরোগ মাথায় | SEBORRHEA, head (27) |
442 | Diseases | সেপসিস প্রসবান্তিক | SEPSIS, puerperalis (12) |
443 | Diseases | জীবাণু-পচিত (রক্তদুষ্টিকর) জ্বর | SEPTIC, fever (34) |
444 | Diseases | রক্তে জীবাণু সংক্রমণ, রক্ত বিষাক্ততা | SEPTICEMIA, blood poisoning (92) |
445 | Diseases | জাহাজে অসুস্থতা | SHIPBOARD, ailments (6) |
446 | Diseases | আঘাত | SHOCK (0) |
447 | Diseases | কুঞ্চিত হওয়া দেহ | SHRIVELLING, body (44) |
448 | Diseases | অসুস্থ বোধ সাধারণ | SICK feeling, general (41) |
449 | Diseases | ফুসফুসে সিলিকা ধূলিকণা সঞ্চয় | SILICOSIS (19) |
450 | Diseases | নিদ্রিতাবস্থায় অসুস্থতা | SLEEPING, sickness (4) |
451 | Diseases | গুটিবসন্ত সংক্রমণ | SMALLPOX, infection (30) |
452 | Diseases | ধূমপানে অভ্যাস | SMOKING, habit (0) |
453 | Diseases | ঘুমন্ত অবস্থায় জাগ্রত ব্যক্তির ন্যায় ঘোরাফেরা করা, নিদ্রায় হাঁটাচলা | SOMNAMBULISM, sleep-walking (53) |
454 | Diseases | চলটার মত কিছু জমা বাম পার্শ্বের গালের নিচে | SORDES, under left cheek (1) |
455 | Diseases | প্রদাহিত স্পর্শকাতর বেদনা গলদেশে, কণ্ঠস্বর অতিরিক্ত ব্যবহারের ফলে | SORE throat, from overuse of voice (30) |
456 | Diseases | শুক্রবাহী রজ্জু সাধারণ | SPERMATIC cord, general (5) |
457 | Diseases | বীর্য কম হওয়ার ফলে বন্ধ্যত্ব | SPERM, low count of, infertility (2) |
458 | Diseases | মেরুদণ্ডীয় বিফিডা | SPINAL bifida (25) |
459 | Diseases | মেরুদণ্ডীয় বক্রতা | SPINAL curvature (30) |
460 | Diseases | প্লীহা রোগ আরোগ্যকারী ঔষধ | SPLEEN, remedies (78) |
461 | Diseases | স্পন্ডিলাইটিস ঘাড়ের | SPONDYLITIS, neck (1) |
462 | Diseases | স্টেফাইলোকক্কাস সংক্রমণ | STAPHYLOCOCCUS, infection (32) |
463 | Diseases | স্টেফাইলোমা চোখের | STAPHYLOMA, eyes (15) |
464 | Diseases | মুখগহ্বরের প্রদাহ ক্ষতকর মুখগহ্বর | STOMATITIS, ulcerative, mouth (43) |
465 | Diseases | পাথর কিডনিতে | STONES, kidney (31) |
466 | Diseases | টেরা দৃষ্টি | STRABISMUS, eyes (61) |
467 | Diseases | স্ট্রেপ্টোকক্কাস সংক্রমণ | STREPTOCOCCUS, infection (6) |
468 | Diseases | সঙ্কীর্ণতা মূত্রনালির | STRICTURE, urethra (41) |
469 | Diseases | স্ট্রোক অঙ্গবিকৃতি | STROKE, apoplexy (104) |
470 | Diseases | আঁজনি চোখের পাতায় | STYES, eyelids (50) |
471 | Diseases | সন্তান প্রসবের পরে জরায়ু স্বাভাবিক অবস্থায় না আসা | SUBINVOLUTION, female genitalia (33) |
472 | Diseases | পেশী কম্পন সংযোগ কলার টেন্ডিয়াম পেশীর কম্পন | SUBSULTUS, tendinum (24) |
473 | Diseases | সৌর তাপে স্ট্রোক | SUNSTROKE (40) |
474 | Diseases | রোগ চাপাপড়ার ফলে অসুস্থতা | SUPPRESSION, ailments from (0) |
475 | Diseases | পুঁজোৎপত্তি | SUPPURATIONS (0) |
476 | Diseases | লক্ষণ ও তার অবস্থা | SYMPTOMS, and states (0) |
477 | Diseases | সন্ধি প্রদাহ | SYNOVITIS, joints (19) |
478 | Diseases | সিফিলিস সাধারণ | SYPHILIS, general (155) |
479 | Diseases | হৃদযন্ত্রের সংকোচন-পর্ব অতিরিক্ত | SYSTOLE, extra (1) |
480 | Diseases | ক্ষয় মধ্যান্ত্রিক | TABES, mesenterica (24) |
481 | Diseases | টেম্পোরোমেন্ডিবুলার T.M.J. চোয়ালের সন্ধি স্থানে বেদনা | TEMPOROMANDIBULAR, T.M.J. jaws, pain in joints (30) |
482 | Diseases | পেশিবন্ধনীর প্রদাহ | TENDONITIS (7) |
483 | Diseases | টেনি | TENIAE (0) |
484 | Diseases | অতিরিক্ত কনুই ব্যবহার করার কারনে প্রদাহ | TENNIS, elbow (8) |
485 | Diseases | ধনুষ্টঙ্কার দাঁতে দাঁতে লেগে যাওয়া | TETANUS, lockjaw (107) |
486 | Diseases | রক্তনালীতে বা হৃদযন্ত্রে রক্ত জমাট বাঁধা | THROMBOSIS (13) |
487 | Diseases | ঠোট মুখ জিহ্বা গলা ইত্যাদি স্থানে ক্ষতকর প্রদাহ | THRUSH, mouth (15) |
488 | Diseases | থাইরয়েড গ্রন্থি | THYROID, gland (0) |
489 | Diseases | দাদ সাধারণ | TINEA, general (36) |
490 | Diseases | টনসিল অপারেশন করে ফেলে দেয়ার পরে অসুস্থতা | TONSILLECTOMY, ailments after (5) |
491 | Diseases | টনসিল প্রদাহ গলদেশে | TONSILLITIS, throat (67) |
492 | Diseases | বোধশক্তির জড়ত্ব | TORPOR (30) |
493 | Diseases | ঘাড় বাঁকা বা এক পার্শে ফিরানো | TORTICOLLIS (61) |
494 | Diseases | ট্রেকিয়া প্রদাহ | TRACHEITIS (27) |
495 | Diseases | কেঁচোকৃমিতে আক্রান্ত | TRICHINOSIS (3) |
496 | Diseases | ট্রাইকোফাইটোসিস | TRICHOPHYTOSIS (22) |
497 | Diseases | অত্যন্ত গরমের ফলে জ্বর | TROPICAL, fever (10) |
498 | Diseases | ক্ষুদ্র স্ফীতি | TUBERCLES (72) |
499 | Diseases | যক্ষ্মারোগ ফুসফুসে | TUBERCULOSIS, lungs (122) |
500 | Diseases | অর্বুদ সাধারণ | TUMORS, general (0) |
501 | Diseases | টাইফলাইটিস | TYPHLITIS (24) |
502 | Diseases | টাইফয়েড জ্বর | TYPHOID, fever (133) |
503 | Diseases | ক্ষত | ULCERS (0) |
504 | Diseases | রক্তে অত্যধিক পরিমাণে ইউরিন | UREMIA (34) |
505 | Diseases | মূত্রনালির প্রদাহ | URETHRITIS, inflammation, urethra (33) |
506 | Diseases | ইউরিক এসিড ডায়াথেসিস | URIC acid diathesis (11) |
507 | Diseases | আমবাত | URTICARIA (0) |
508 | Diseases | টিকা দেওয়ার পরে অসুস্থতা | VACCINATIONS, ailments, after (38) |
509 | Diseases | গো-বসন্ত | VACCINIA (0) |
510 | Diseases | যোনিপথের আক্ষেপ | VAGINISMUS, vagina (44) |
511 | Diseases | যোনিপথের প্রদাহ | VAGINITIS, vagina (22) |
512 | Diseases | হৃৎপিণ্ডের কপাটকসংক্রান্ত হৃদরোগের সহিত হৃৎপিণ্ডের বিকৃত শব্দ | VALVULAR heart disease, with murmurs (42) |
513 | Diseases | পানবসন্ত | VARICELLA (0) |
514 | Diseases | শুক্রনালীর শিরাস্ফীতি | VARIOCELE, spermatic cord (24) |
515 | Diseases | স্ফীত শিরা | VARICOSE, veins (110) |
516 | Diseases | বসন্তরোগ | VARIOLA (0) |
517 | Diseases | শিরা | VEINS (0) |
518 | Diseases | শিরাচ্ছেদনের ফলে অসুস্থতা | VENESECTION, ailments (11) |
519 | Diseases | শিরোঘূর্ণন | VERTIGO (0) |
520 | Diseases | অত্যধিক অসুস্থতা | VIOLENT, illnesses (25) |
521 | Diseases | ভাইরাস সংক্রমণ | VIRAL, infections (11) |
522 | Diseases | ধবল | VITILIGO (2) |
523 | Diseases | কণ্ঠস্বর | VOICE (0) |
524 | Diseases | বমি করা | VOMITING (0) |
525 | Diseases | আঁচিল | WARTS (79) |
526 | Diseases | জল-ঢেকুর | WATER-brash (0) |
527 | Diseases | অর্বুদ আব | WENS (0) |
528 | Diseases | হুপিং কাশি | WHOOPING cough, pertussis (112) |
529 | Diseases | আক্কেল দাঁত সম্পর্কিত অসুস্থতা | WISDOM, teeth, ailments (7) |
530 | Diseases | ক্রিমি পরজীবী সাধারণ | WORMS, parasites, general (70) |
531 | Diseases | পীতজ্বর (জন্ডিস জ্বর) | YELLOW, fever (39) |
532 | Diseases | জাইমোটিক জ্বর | ZYMOTIC, fever (33) |
Breathing – DIFFICULT এর ১৭৭ টি সাব রুব্রিক:
1 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া | DIFFICULT, breathing (286) |
2 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, উদর ফাঁপা ও টানবোধের ফলে | DIFFICULT, breathing abdomen, from distension and tension in (5) |
3 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বিকেলে | DIFFICULT, breathing afternoon (28) |
4 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বাতাসে উপশম | DIFFICULT, breathing air, amel (12) |
5 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়ার সহিত পর্যায়ক্রমে কাশি | DIFFICULT, breathing alternating, with, cough (1) |
6 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, রাগ হওয়ার পরে | DIFFICULT, breathing anger, after (7) |
7 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, মধ্যরাতের পরে দুশ্চিন্তা ও বুক ধড়ফড়ানির সহিত নিদ্রা হতে জেগে উঠে | DIFFICULT, breathing anxiety, palpitation, with, waking after midnight (1) |
8 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বাহু প্রসারিত করে রাখলে উপশম | DIFFICULT, breathing arms apart, amel. (6) |
9 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, উপর দিকে উঠলে | DIFFICULT, breathing ascending (77) |
10 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, মদ্যপ ব্যক্তির | DIFFICULT, breathing alcoholics (1) |
11 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শরৎকালীন | DIFFICULT, breathing autumn (1) |
12 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বিয়ার পান করার পরে | DIFFICULT, breathing beer, after (1) |
13 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ঢেঁকুর-উদ্গারে উপশম | DIFFICULT, breathing belching, amel. (7) |
14 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বাহু পিছন দিকে ভাঁজ করলে | DIFFICULT, breathing bending, arm backwards, on (1) |
15 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, গভীর ভাবে শ্বাস গ্রহণের ফলে | DIFFICULT, breathing breath, on taking a deep (1) |
16 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, গভীর শ্বাস নিলে উপশম | DIFFICULT, breathing breathing, deep amel. (1) |
17 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, আবহাওয়ার পরিবর্তনে | DIFFICULT, breathing change, of weather (2) |
18 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শিশুদের | DIFFICULT, breathing children (11) |
19 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শীত লাগার সময় | DIFFICULT, breathing chill, during (17) |
20 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, চোখ বন্ধ করলে | DIFFICULT, breathing closing, eyes, on (2) |
21 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বস্ত্রাবরনে বৃদ্ধি | DIFFICULT, breathing clothing, agg. (3) |
22 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, কফি পান করার ফলে | DIFFICULT, breathing coffee, from (3) |
23 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ঠাণ্ডা গ্রহণ করার পরে | DIFFICULT, breathing cold, after taking (4) |
24 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শূলবেদনায় বৃদ্ধি | DIFFICULT, breathing colic agg. (2) |
25 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, স্বরযন্ত্রের সংকোচনকর অবস্থার ফলে | DIFFICULT, breathing constriction, of, larynx (8) |
26 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, খিঁচুনির সময় | DIFFICULT, breathing convulsions, during (6) |
27 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, সর্দির সহিত | DIFFICULT, breathing coryza, with (9) |
28 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, কাশির সহিত | DIFFICULT, breathing cough, with (88) |
29 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, নাকে বা মুখে আচ্ছাদন রাখার ফলে | DIFFICULT, breathing covering, nose or mouth (3) |
30 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, মানুষের ভিড় যুক্ত ঘরে | DIFFICULT, breathing crowded, room (1) |
31 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, অন্ধকারে | DIFFICULT, breathing dark, in the (1) |
32 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, দিবাভাগে | DIFFICULT, breathing daytime (1) |
33 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, গভীর শ্বাসক্রিয়ায় বৃদ্ধি | DIFFICULT, breathing deep breathing, agg. (1) |
34 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ডিনারের সময় | DIFFICULT, breathing dinner, during (1) |
35 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শ্বাসক্রিয়ার সাথে সম্পর্কিত নয় এমন স্থানে অসুস্থতার ফলে শ্বাসকষ্ট | DIFFICULT, breathing diseased, conditions of distant parts not involved in act of breathing (1) |
36 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, কাঁধ পিছনের দিকে টেনে ধরলে উপশম | DIFFICULT, breathing drawing shoulders back amel. (2) |
37 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, স্বপ্ন দেখা অবস্থায় | DIFFICULT, breathing dreams, during (2) |
38 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, পোশাক পরিচ্ছদ পড়ার সময় | DIFFICULT, breathing dressing, while (1) |
39 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, পানি পান করার সময় | DIFFICULT, breathing drinking, when (10) |
40 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শোথ রোগে আক্রান্ত হয়ে | DIFFICULT, breathing dropsy, in (1) |
41 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ধূলিবালির ফলে | DIFFICULT, breathing dust, as from (16) |
42 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, খাবার খাওয়ার সময় | DIFFICULT, breathing eating, while (1) |
43 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ফুসফুস সংক্রান্ত রস সঞ্চয় স্ফীতির ফলে | DIFFICULT, breathing edema, pulmonary (4) |
44 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বৃদ্ধ লোকের | DIFFICULT, breathing elderly, people (8) |
45 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বীর্যপাতের পরে | DIFFICULT, breathing emission, after (2) |
46 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বায়ুষ্ফীতির ফলে | DIFFICULT, breathing emphysema, in (5) |
47 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, উদরোর্ধে চাপবোধের ফলে | DIFFICULT, breathing epigastrium, from oppression in (9) |
48 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, মৃগীরোগের পূর্বে | DIFFICULT, breathing epilepsy, before (1) |
49 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, চর্মরোগের সহিত | DIFFICULT, breathing eruptive, diseases, with (2) |
50 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, সন্ধ্যায় | DIFFICULT, breathing evening (55) |
51 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, উত্তেজনায় বৃদ্ধি | DIFFICULT, breathing excitement, agg. (6) |
52 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, পরিশ্রম করার পরে | DIFFICULT, breathing exertion, after (59) |
53 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শ্লেষ্মা-নির্গমনে উপশম | DIFFICULT, breathing expectoration, amel. (13) |
54 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শ্বাসত্যাগে | DIFFICULT, breathing expiration (15) |
55 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, পড়ে যাওয়ার ফলে | DIFFICULT, breathing falling down due to (1) |
56 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, পাখার বাতাস চায় | DIFFICULT, breathing fanned, wants to be (17) |
57 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, পেটফাঁপার ফলে | DIFFICULT, breathing flatulence, from (14) |
58 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, পূর্বাহ্ণে | DIFFICULT, breathing forenoon (9) |
59 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শরীরে বহির্গত বস্তু থাকার ফলে | DIFFICULT, breathing foreign bodies, from (2) |
60 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ভয় পাওয়ার পরে | DIFFICULT, breathing fright, after (2) |
61 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়ার পূর্বে সুড়সুড়ি লাগে | DIFFICULT, breathing formication, preceded by (1) |
62 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, হাঁ করে শ্বাস নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে | DIFFICULT, breathing gasping, with (12) |
63 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, পাকস্থলী সংক্রান্ত কারণে | DIFFICULT, breathing gastric origin, from (7) |
64 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, মুখের নিকটে রুমাল নেয়া সহ্য করতে পারে না ফলে ছোট ছোট শ্বাস নিতে হয় | DIFFICULT, breathing handkerchief, cannot bear to have, approach the mouth as it will cause dyspnea (4) |
65 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, হাত ব্যবহার করে | DIFFICULT, breathing hands, on using (1) |
66 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, পা ঝুলিয়ে রাখলে উপশম | DIFFICULT, breathing hang down, legs, amel. (1) |
67 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, মাথা ব্যথার সহিত | DIFFICULT, breathing headache, with (1) |
68 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়ার সময় হৃৎপিণ্ডে বেদনা | DIFFICULT, breathing heart, pain, during (15) |
69 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বুক জ্বালা অম্বলের ফলে | DIFFICULT, breathing heartburn, from (2) |
70 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়ার সহিত উত্তাপ | DIFFICULT, breathing heat, with (21) |
71 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, অতিমাত্রায় উত্তপ্ত অবস্থায় | DIFFICULT, breathing heated, when overheated (3) |
72 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ভারি | DIFFICULT, breathing heavy (2) |
73 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, রক্ত কাশির সহিত | DIFFICULT, breathing hemoptysis, with (1) |
74 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, হিক্কার সহিত | DIFFICULT, breathing hiccough, with (1) |
75 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, কোনো কিছুতে চেপে ধরলে উপশম | DIFFICULT, breathing holding to something amel. (1) |
76 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, অপমানিত হওয়ার পরে | DIFFICULT, breathing humiliation, after (1) |
77 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, যেন দ্রুত শ্বাসক্রিয়া | DIFFICULT, breathing hurried, if (1) |
78 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, হিস্টিরিয়া গ্রস্ত | DIFFICULT, breathing hysterical (9) |
79 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, আঘাত লাগার ফলে | DIFFICULT, breathing injury, from (2) |
80 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শ্বাসগ্রহণে কষ্ট | DIFFICULT, breathing inspiration (28) |
81 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ঠাণ্ডা বাতাসে উপশম | DIFFICULT, breathing cold air, amel. (1) |
82 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়ার সহিত চুলকানি | DIFFICULT, breathing itching, with (1) |
83 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, যখন নিচের দিকে ঝুঁকে | DIFFICULT, breathing knocked down, when (1) |
84 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, কুজু অবস্থায় | DIFFICULT, breathing kyphosis, in (24) |
85 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, প্রত্যেক প্রসব বেদনার সময় | DIFFICULT, breathing labor pain, with every (1) |
86 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, হাসলে | DIFFICULT, breathing laughing (7) |
87 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, লালচে ঠোটের সহিত | DIFFICULT, breathing lips, with redness of (1) |
88 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, কলিজায় সূচি বিদ্ধ অনুভূতির সহিত | DIFFICULT, breathing liver, from stitches in (2) |
89 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ফুসফুস প্রসারিত হতে পারে না | DIFFICULT, breathing lung, cannot expand the (2) |
90 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শয়ন করার সময় | DIFFICULT, breathing lying, while (87) |
91 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, হাতের কাজ করার সময় | DIFFICULT, breathing manual, labour (6) |
92 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, হাম রোগ চাপাপড়ার ফলে | DIFFICULT, breathing measles, from suppressed (3) |
93 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, অতিরজঃস্রাব চাপাপড়ার ফলে | DIFFICULT, breathing menorrhagia, from being suppressed (1) |
94 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ঋতুস্রাবের সময় | DIFFICULT, breathing menses, during (19) |
95 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, মানসিক পরিশ্রমে | DIFFICULT, breathing mental, exertion (3) |
96 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ঋতু ব্যতীত রক্ত স্রাবের সহিত | DIFFICULT, breathing metrorrhagia, with (1) |
97 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, মধ্যরাতে | DIFFICULT, breathing midnight (8) |
98 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, সকালে | DIFFICULT, breathing morning (28) |
99 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, নড়াচড়ায় | DIFFICULT, breathing motion (41) |
100 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, পাহাড়ে উঠলে | DIFFICULT, breathing mountains, in (5) |
101 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শ্বাসনালীর শ্লেষ্মার ফলে | DIFFICULT, breathing mucus, in the trachea, from (15) |
102 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বমি ভাবের সহিত | DIFFICULT, breathing nausea, with (3) |
103 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, স্নায়বিক কারণে | DIFFICULT, breathing nervous causes, from (12) |
104 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, রাতে | DIFFICULT, breathing night, during (95) |
105 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, রাত ১১ টায় | DIFFICULT, breathing 11 p.m (3) |
106 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, মধ্যাহ্নে | DIFFICULT, breathing noon (2) |
107 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, নাকে অনুভূত হয় | DIFFICULT, breathing nose, felt in (8) |
108 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, নাক দিয়ে রক্ত ঝরার সহিত | DIFFICULT, breathing nosebleed, with (9) |
109 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, গন্ধ ঘটিত | DIFFICULT, breathing odor, caused by (4) |
110 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, হাঁ করে শ্বাসগ্রহণের সহিত | DIFFICULT, breathing open, mouth with inspiration (2) |
111 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বেদনার সময় | DIFFICULT, breathing pain, during (12) |
112 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়ার সময় বুক ধড়ফড় করে | DIFFICULT, breathing palpitations, during (41) |
113 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত | DIFFICULT, breathing periodic attacks (6) |
114 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়ার ফলে ঘর্ম | DIFFICULT, breathing perspiration (7) |
115 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শুয়োরের মাংস খাওয়ার পরে | DIFFICULT, breathing pork, after (1) |
116 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, গর্ভধারণ অবস্থায় | DIFFICULT, breathing pregnancy, during (5) |
117 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, মেরুদণ্ডে চাপবোধ হয় | DIFFICULT, breathing pressing, on spine (1) |
118 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, পাকস্থলীতে চাপ লাগার সহিত | DIFFICULT, breathing pressure, in stomach, with (1) |
119 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, খোঁচামারার মত অনুভূতির সহিত | DIFFICULT, breathing pricking, with (1) |
120 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বাহু উত্তোলন করলে বৃদ্ধি | DIFFICULT, breathing raising, arms agg. (7) |
121 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, পড়াশোনা করার সময় | DIFFICULT, breathing reading, while (2) |
122 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বিশ্রামের ফলে | DIFFICULT, breathing rest, from (1) |
123 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, কাঁধ পিছনের দিকে টানলে উপশম | DIFFICULT, breathing retraction of shoulders, amel (3) |
124 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, হৃৎপিণ্ড সংক্রান্ত বাতরোগের ফলে | DIFFICULT, breathing rheumatism of heart (8) |
125 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, যানবাহনে পরিভ্রমণ করার সময় | DIFFICULT, breathing riding, while (1) |
126 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শোয়া বসা থেকে উঠার পরে | DIFFICULT, breathing rising, after (1) |
127 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, দোলখেলে উপশম | DIFFICULT, breathing rocking amel. (2) |
128 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, দৌড়ানোর পরে | DIFFICULT, breathing running, after (3) |
129 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, যৌনক্রিয়া করার সময় | DIFFICULT, breathing sex, during (7) |
130 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, গান গাওয়ার সময় | DIFFICULT, breathing singing, when (1) |
131 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, উদরে কিছু একটা ডুবে যাওয়ার অনুভূতির ফলে | DIFFICULT, breathing sinking sensation in abdomen, from (1) |
132 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বসে থাকলে | DIFFICULT, breathing sitting (28) |
133 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ঘুমানোর সময় | DIFFICULT, breathing sleep, during (31) |
134 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ধোঁয়ার ফলে | DIFFICULT, breathing smoke, as from (10) |
135 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, হাঁচির সহিত | DIFFICULT, breathing sneezing, with (3) |
136 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, আক্ষেপিক | DIFFICULT, breathing spasmodic (8) |
137 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, দ্রুত কথা বলার সময় | DIFFICULT, breathing speaking, rapidly, when (1) |
138 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, সোজা হয়ে দাঁড়াতে বাধ্য হয় | DIFFICULT, breathing stand, compelled to stand erect (1) |
139 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, দাঁড়িয়ে থাকলে | DIFFICULT, breathing standing (5) |
140 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বক্ষাস্থিতে চাপ লাগার ফলে | DIFFICULT, breathing sternum, from pressure on (7) |
141 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, উত্তেজক পদার্থে বৃদ্ধি | DIFFICULT, breathing stimulants, agg. (1) |
142 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, পাকস্থলী থেকে যেন | DIFFICULT, breathing stomach, as from (1) |
143 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, মলত্যাগ করার সময় | DIFFICULT, breathing stool, during (3) |
144 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, অবনত হলে | DIFFICULT, breathing stooping, on (13) |
145 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ঝড়ো আবহাওয়ায় | DIFFICULT, breathing stormy weather (3) |
146 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বাহু ছড়িয় রাখলে উপশম | DIFFICULT, breathing stretching arms apart amel. (1) |
147 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, হঠাৎ | DIFFICULT, breathing sudden (5) |
148 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, সালফারের ধোঁয়া যেন গ্রহণ করেছে | DIFFICULT, breathing sulphur, as if he inhaled, fumes of (10) |
149 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, গ্রীষ্মকালে বৃদ্ধি | DIFFICULT, breathing summer agg. (2) |
150 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, রাতের খাবার খাওয়ার সময় | DIFFICULT, breathing supper, during (1) |
151 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়ার পরে | DIFFICULT, breathing after (4) |
152 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, উদ্ভেদ চাপাপড়ার ফলে | DIFFICULT, breathing suppressed, eruptions, from (1) |
153 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, ঢোকগেলায় | DIFFICULT, breathing swallowing (7) |
154 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, কথা বলার পরে | DIFFICULT, breathing talking, after (14) |
155 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, উদরোর্ধ টানবোধের সহিত | DIFFICULT, breathing tension, in epigastrium, with (1) |
156 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, গলগহ্বর সংকোচনকর অবস্থার ফলে | DIFFICULT, breathing throat-pit, constriction, at (1) |
157 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টির পূর্বে | DIFFICULT, breathing thunderstorm, before (3) |
158 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়ার সহিত জিহ্বা লাল | DIFFICULT, breathing tongue, with red (1) |
159 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, স্বরযন্ত্র স্পর্শ করে | DIFFICULT, breathing touching, larynx (3) |
160 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, যক্ষ্মারোগের সময় | DIFFICULT, breathing tuberculosis, in (3) |
161 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বিছানায় মোড় ঘোড়লে | DIFFICULT, breathing turning, in bed (3) |
162 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়ার সহিত ক্ষত | DIFFICULT, breathing ulcer, with (1) |
163 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বক্ষ অনাবৃত করলে উপশম | DIFFICULT, breathing uncovering, chest amel. (1) |
164 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, রক্তে অতিমাত্রায় ইউরিনের সহিত | DIFFICULT, breathing uremia, with (1) |
165 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, জরায়ুর স্থানচ্যুতির ফলে | DIFFICULT, breathing uterine displacements, from (1) |
166 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, শিরোঘূর্ণনের সহিত | DIFFICULT, breathing vertigo, with (1) |
167 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বিরক্তির পরে | DIFFICULT, breathing vexation, after (2) |
168 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, জাগ্রত হওয়ার সহিত | DIFFICULT, breathing waking, with (50) |
169 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, হাঁটাচলা | DIFFICULT, breathing walking (61) |
170 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, উষ্ণ পানিতে গোসল করলে | DIFFICULT, breathing warm, bath (2) |
171 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, পানিতে দাঁড়িয়ে থাকলে | DIFFICULT, breathing water, when standing in (1) |
172 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, দুর্বলতা | DIFFICULT, breathing weakness (3) |
173 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, আর্দ্র আবহাওয়া | DIFFICULT, breathing wet weather (7) |
174 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, বায়ুময়-ঝড়ো আবহাওয়ায় | DIFFICULT, breathing windy, weather (2) |
175 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, কাজের সময়ে | DIFFICULT, breathing work, during (1) |
176 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, লেখালেখি করার সময় | DIFFICULT, breathing writing, while (3) |
177 | Breathing | কষ্টকর শ্বাসক্রিয়া, হাইতোললে বৃদ্ধি | DIFFICULT, breathing yawning, agg. (1) |