ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ৫ | Daily Study of Homeopathy

পাঠ -৫

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

. রোগের উত্তেজক ও মূল কারণ
এফোরিজম ৫: উত্তেজক কারণ: তরুণ রোগ উৎপত্তির পক্ষে অতি সম্ভাব্য উদ্দীপক কারণ (exciting cause) চিকিৎসকে অনুসন্ধান করতে হয়।
মূল কারণ: চিররোগ উৎপত্তির পক্ষে অতি সম্ভাব্য উদ্দীপক বা অনুকূল কারণ যেমন রোগীর দৈহিক ধাতু প্রকৃতি,  নৈতিক চরিত্র ও বুদ্ধিবৃত্তি, জীবন ধারণ প্রণালী ও রীতিনীতি, সামাজিক ও ব্যক্তিগত সম্বন্ধ,  বয়স,  যৌনাচার সহ মায়াজম (fundamental cause – generally due to a chronic miasm, Psora, Sycosis, Syphilis) সম্পর্কে চিকিৎসকে অনুসন্ধান করতে হয়।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

25 ARSENICUM SULFURATUM FLAVUM [Ars-s-f]
Ars-s-f আর্স ও সালফারের মত জ্বালাযুক্ত বেদনা ও অনুভূতি।
Ars-s-f সূচ ফোটানোর মত ও ছিঁড়ে ফেলার মত বেদনা, বাতের বেদনা শরীরের একস্থান হতে অন্যস্থানে নড়ে বেড়ায়।
Ars-s-f বেদনাযুক্ত আড়ষ্টতা ও কম্পন।
Ars-s-f শরীরের নানাস্থানে বিরক্তিকর স্পন্দন।
Ars-s-f কানের পিছনের চর্ম হেজে যায়, চর্ম শুষ্ক, ফাটা ও তাতে চুলকানি।
Ars-s-f আর্স ও সালফারের মত সময়ানুবর্তিতা।
26 ARSENICUM SULPHURICUM RUBRUM [Ars-s-r]
Ars-s-r পাকস্থলীতে আগুনের মত জ্বালা অনুভূতি, ঠাণ্ডা পানি পানে বৃদ্ধি।
Ars-s-r আগুনের কাছে থাকলেও শীত শীত অনুভূতি।
Ars-s-r ঘুমের মধ্যে অস্থিরতাসহ সুস্পষ্ট স্বপ্ন দেখে।
Ars-s-r শরীরের নানা স্থানে চুলকায়, গলার ভিতর অসহ্য চুলকানির সহিত খুসখুসে শুষ্ক কাশি।
27 ARSENICUM ALBUM [Ars]
Ars শারীরিক ও মানসিক অস্থিরতা,  রোগের শুরু হতে শেষ পর্যন্ত অস্থিরতা বর্তমান থাকে।
Ars রোগের কারণে মৃত্যুভয়, ক্যানসার হওয়ার ভয়।
Ars আক্রান্ত স্থানে জ্বালা, উত্তাপ প্রয়োগ করলে জ্বালা ও ব্যথার উপশম কিন্তু মাথায় ঠাণ্ডা পানি দিলে উপশম।
Ars অত্যন্ত পিপাসা কিন্তু বার বার অল্প মাত্রায় পানি পান করে, পুরাতন রোগে পিপাসা থাকে না।
Ars অতিমাত্রায় দুর্বলতা ও অবসাদ, মধ্য রাত বা মধ্য দিবসের পরে রোগের বৃদ্ধি।
Ars সময়ানুবর্তিতা, রোগ ঠিক একদিন, দুইদিন, তিনদিন, এক সপ্তাহ বা নির্দিষ্ট সময় অন্তর প্রকাশ পায়।
Ars শরীরের সকল স্রাব পরিমাণে অল্প, তরল, ক্ষয়কর ও পচা মাংসের মত দুর্গন্ধ যুক্ত।
28 ARSENICUM IODATUM [Ars-i]
Ars-i দেহের স্রাবমাত্রই উপদাহ ও ক্ষতকর কিন্তু তরুণ রোগে তরল ও প্রাচীন রোগে ঘন।
Ars-i মাথায় ভার অনুভূতি, বিশেষত মাথার পিছনে।
Ars-i হলদেটে সবুজ গয়ের উঠে।
Ars-i স্বরভঙ্গ হয়।
Ars-i রোগী বাতাস চায়।
Ars-i পাতলা সর্দি স্রাব সহ প্রচুর হাঁচি কিন্তু হাঁচি দিলে আরাম অনুভূত হয় না।
29 ASAFOETIDA [Asaf]
Asaf খাদ্যনালী ও বায়ু নলীতে হিস্টিরিয়াজনিত খিল ধরা।
Asaf পাকস্থলী ও অন্ত্রের বিপরীত গতি (Reverse peristalsis)।
Asaf হিস্টিরিয়ার সঙ্গে উপর পেট ও গলায় কষ্ট অনুভূতি।
Asaf পেট ফুলে উঠে ও মনে হয় পেটের সব জিনিস মুখ দিয়ে বাহির হয়ে যাবে।
Asaf উদগার উঠার পরে মুখে পচা তেল বা ঘিয়ের আস্বাদ, উদগারে রসুনের গন্ধ।
Asaf বেলা এগারটার সময় উপর পেট খালি খালি অনুভূতি।
Asaf দাঁড়িয়ে থাকলে নাভির নিচে বলের মত অনুভূত হয়ে কামড়ান ব্যথা।
Asaf অক্ষিকোটরের হাড়ে চোট লাগার মত ব্যথা ও স্পর্শকাতরতা।
30 AURUM MURIATICUM [Aur-m]
Aur-m অরাম মেটের মত বিষাদ, জীবনের প্রতি ঘৃণা, আত্মহত্যার ইচ্ছা।
Aur-m শরীরের নানাস্থানে জ্বালাযুক্ত বেদনা।
Aur-m কথা বললে বা কোনরূপ শব্দ হলে রোগী চমকে উঠে।
Aur-m ভয়ানক বুক ধড়ফড়ানি, বুকে ব্যথা ও ভারী অনুভূতি এবং হৃদপিণ্ড আড়ষ্ট হয়ে উঠে, রোগের বিষয় চিন্তা করলে বুক ধড়ফড় করে।
Aur-m প্রদাহযুক্ত গ্রন্থি সমূহ ফুলে শক্ত হয়ে উঠে।
Aur-m বিলম্বে হজম হয়, আহারের পরক্ষণেই দাস্ত হয়।
Aur-m ক্লান্তি অনুভূতি ও কাজকর্ম করতে আলস্য অনুভূতি।

রেপার্টরি

Mind অধ্যায়ের ২০১ থেকে ২৫০ পর্যন্ত মূল রুব্রিক:

201 Mind মনমরা DEJECTED (0)
202 Mind কমনীয়তা বোধ DELICACY, feeling of (6)
203 Mind প্রলাপ DELIRIUM (225)
204 Mind ভ্রান্ত বিশ্বাস DELUSIONS (0)
205 Mind বুদ্ধি বৈকল্য, পাগলামি DEMENTIA, madness (32)
206 Mind নৈতিক বিকৃতি, অসাধু DEPRAVITY, dishonest (5)
207 Mind বিষণ্ণতা DEPRESSION (447)
208 Mind নির্জন DESERTED (0)
209 Mind ইচ্ছা DESIRES (1)
210 Mind জনশূন্য ঘরে থাকে DESOLATE, room appears (2)
211 Mind হতাশা DESPAIR (136)
212 Mind হতাশার ফলে অস্বাভাবিক আচরণ DESPERATION (5)
213 Mind তুচ্ছ তাচ্ছিল্য করে DESPISES (0)
214 Mind ধ্বংসাত্মক প্রবৃত্তি DESTRUCTIVE (42)
215 Mind বিচ্ছিন্ন DETACHED (4)
216 Mind সংকল্পে বিস্বাদ DETERMINATION, gloomy (1)
217 Mind উন্নয়ন বাধাপ্রাপ্ত DEVELOPMENT, arrested (13)
218 Mind অপরিচ্ছন্নতা DIRTINESS (15)
219 Mind হতাশার ফলে অসুস্থতা DISAPPOINTMENT, ailments from (27)
220 Mind আরামহীনতা DISCOMFORT (28)
221 Mind তালগোল পাকিয়ে গেছে এমন অনুভূতি DISCONCERTED, feelings (2)
222 Mind অসন্তুষ্ট DISCONTENTED (163)
223 Mind ঝগড়া করার ফলে অসুস্থতা, বন্ধুদের মধ্যে DISCORDS, ailments from, between friends (10)
224 Mind নিরুৎসাহ DISCOURAGED (135)
225 Mind পার্থক্য করনের ক্ষমতার অভাব DISCRIMINATION, lack of (5)
226 Mind আলোচনা করতে ইচ্ছা DISCUSS, desire to (1)
227 Mind আলোচনা করে সবার সাথে তার রোগ লক্ষণ সম্পর্কে DISCUSSES her symptoms with everyone (4)
228 Mind নিদারুণ বিরক্তি DISGUST (38)
229 Mind অসাধু DISHONEST (10)
230 Mind অপছন্দ করে, নিজের শিশুদের DISLIKES, her own, children (1)
231 Mind অবাধ্যতা DISOBEDIENCE (33)
232 Mind সংহতি নাশক DISPUTATIVE (7)
233 Mind দূরত্ব নির্ণয়ে ভুল করে DISTANCE, inaccurate judge of (14)
234 Mind দূরত্বকে বিশাল হিসাবে দেখতে চায় DISTANCES, desire to see great (1)
235 Mind কাজে বিগ্ন ঘটুক এমনটি চায়না DISTURBED, averse to being (33)
236 Mind মনোযোগ হরণ করলে উপশম DIVERSION, amel. (4)
237 Mind কর্তৃত্ব, অন্যদের দীর্ঘ কর্তৃত্বে থাকার ফলে অসুস্থতা DOMINATION, by others, a long history of, ailments from (6)
238 Mind প্রভূত্বব্যঁজক, শাসক তুল্য DOMINEERING, dictatorial (27)
239 Mind সংশয় ও সন্দেহ পূর্ণ অনুভূতি DOUBTFUL, feelings (12)
240 Mind ভয়, জনসাধারণের মধ্যে দেখা করতে DREAD, of appearing in public (4)
241 Mind স্বপ্নে যেন রয়েছে DREAM, as if in a (65)
242 Mind স্বপ্ন প্রবণ অবস্থা DREAMY, state (7)
243 Mind মদ্যপান, তরল পদার্থ পানের পরে মানসিক লক্ষণ DRINKING, fluids, mental symptoms after (5)
244 Mind মোটর গাড়ি চালালে মনের লক্ষণের উপশম DRIVING, amel. mental symptoms (1)
245 Mind দুইজন থাকার অনুভূতি DUALITY, sense of (23)
246 Mind নীরসতা DULLNESS (285)
247 Mind কর্তব্য জ্ঞানের অভাব DUTY, lack of sense of (15)
248 Mind অবস্থান করে, পূর্ববর্তী জেরে বিবদমান অঞ্চলে DWELLS, on past disagreeable events (42)
249 Mind পড়তে বা বানান করতে অক্ষমতা DYSLEXIA (0)
250 Mind খাবার প্রত্যাখ্যান করে EAT, refuses to (26)

Ankles অধ্যায়ের ৭৭ টি মূল রুব্রিক:

1 Ankles ফোড়া সন্ধিস্থানে ABSCESS, joint (4)
2 Ankles পেশীর কন্ডুরা ACHILLES tendons (15)
3 Ankles অবিরাম বেদনা ACHING, pain (33)
4 Ankles গোড়ালি রোগ আরোগ্যকারী ঔষধ ANKLE, remedies (18)
5 Ankles ব্যান্ডেজ থাকার অনুভূতি BANDAGED, sensation, as if (4)
6 Ankles লোমফোড়া BOILS (4)
7 Ankles ছিদ্র করার মত বেদনা BORING, pain (17)
8 Ankles ভাঙ্গা অনুভূতি যেন BROKEN, sensation, as if (5)
9 Ankles থেঁতলান অনুভূতি যেন BRUISED, sensation, as if (4)
10 Ankles জ্বালাকর বেদনা BURNING, pain (14)
11 Ankles ঠাণ্ডা অনুভূতি COLD, sensation (6)
12 Ankles চেপে সংকোচন অনুভূতি COMPRESSION, sensation (6)
13 Ankles সংকোচনকর CONSTRICTION (6)
14 Ankles সংকোচন পেশিবন্ধনীর CONTRACTION, tendons (2)
15 Ankles কটকট করে সন্ধিস্থানে CRACKING, joints, in (19)
16 Ankles খিল ধরার মত বেদনা, পায়েদমূলে CRAMP-like, pain, over heels (1)
17 Ankles খিল ধরা CRAMPS (9)
18 Ankles পোকা বা কেঁচো চলার মত অনুভূতি, চুলকালে উপশম, কিন্তু কিছুক্ষণের মধ্যে নিকটবর্তী স্থানে শুরু হয় CRAWLING, as from fleas, better by scratching, but soon appears in a place near the spot (1)
19 Ankles কড়কড় ক্যাঁচক্যাঁচ শব্দ CREAKING (1)
20 Ankles কাটছে যেন এমন বেদনা CUTTING, pain (14)
21 Ankles বর্শা বিদ্ধ করার মত বেদনা DARTING, pain (2)
22 Ankles ক্ষয়প্রাপ্ত হাড় DECAY, bones (8)
23 Ankles বর্ণবিকৃতি DISCOLORATION (0)
24 Ankles স্থানচ্যুতি সন্ধি স্থানের DISLOCATION, of joint (10)
25 Ankles টেনে ধরার মত বেদনা DRAWING, pain (54)
26 Ankles একজিমা ECZEMA (3)
27 Ankles রস সঞ্চয় স্ফীতি EDEMA (11)
28 Ankles উদ্ভেদ ERUPTIONS (12)
29 Ankles ইরিসিপিলাস (বিসর্প) ERYSIPELAS (4)
30 Ankles নালীক্ষত FISTULOUS, opening (1)
31 Ankles সুড়সুড়ি লাগা FORMICATION (5)
32 Ankles চিবানোর মত বেদনা GNAWING, pain (5)
33 Ankles ভারবোধ HEAVINESS (8)
34 Ankles হার্পিস HERPES (8)
35 Ankles প্রদাহ INFLAMMATION (8)
36 Ankles আঘাত লাগা INJURIES (19)
37 Ankles চুলকানি ITCHING (35)
38 Ankles ঝাঁকি দিয়ে উঠা JERKING (2)
39 Ankles খোঁড়ামি LAMENESS (15)
40 Ankles অসাড়তা NUMBNESS (9)
41 Ankles বেদনা PAIN (82)
42 Ankles পক্ষাঘাত PARALYSIS (4)
43 Ankles চিমটি কাটার ন্যায় বেদনা PINCHING, pain (2)
44 Ankles চেপে ধরার মত বেদনা PRESSING, pain (32)
45 Ankles খোঁচামারার মত অনুভূতি PRICKING, sensation (2)
46 Ankles স্পন্দিত হওয়া PULSATION (5)
47 Ankles ফুসকুড়ি RASH (2)
48 Ankles লালচে REDNESS (4)
49 Ankles বাতজ বেদনা RHEUMATIC, pain (24)
50 Ankles বাতরোগ RHEUMATISM (21)
51 Ankles স্পর্শকাতর SENSITIVE, to touch (3)
52 Ankles তীক্ষ্ণ বেদনা SHARP, pain (89)
53 Ankles তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা SHOOTING, pain (17)
54 Ankles থরথর কম্পন অনুভূতি SHUDDERING, sensation (1)
55 Ankles প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (31)
56 Ankles আক্ষেপিক বেদনা SPASMODIC, pain (1)
57 Ankles আক্ষেপ টনিক টাইপ, তার সহিত এমন অনুভূতি যেন অঙ্গ প্রত্যঙ্গ নিদ্রিত SPASMS, tonic type, with a sensation as if limbs were going to sleep (1)
58 Ankles মচকানো গোড়ালি SPRAIN, ankle (26)
59 Ankles মচকানো অনুভূতি SPRAINED, sensation (59)
60 Ankles লাঠিপেটা অনুভূতি STICKING, sensation (3)
61 Ankles শক্তভাব STIFFNESS (30)
62 Ankles সেলাই STITCHES (7)
63 Ankles পুঁজ হওয়া SUPPURATION (2)
64 Ankles স্ফীতি হাড়ের SWELLING, bones (2)
65 Ankles ফোলা-স্ফীতি অনুভূতি SWOLLEN, sensation (4)
66 Ankles ছিন্নকর বেদনা TEARING, pain (63)
67 Ankles টানবোধ TENSION (22)
68 Ankles দপ দপ করে, যেন গোড়ালির বাম দিকের উপরিভাগে একটি ক্ষত রয়েছে THROBBING, as if there were an ulcer on anterior portion of left (1)
69 Ankles ঝিনঝিন কর, কাটা বা সুচ ফোটার মত, যেন নিদ্রিত, রাতে জাগ্রত হলে TINGLING, prickling, asleep, night, on waking (1)
70 Ankles অর্বুদ TUMORS (1)
71 Ankles আকস্মিক টান TWITCHING (6)
72 Ankles ক্ষত ULCERS (13)
73 Ankles আমবাত URTICARIA (1)
74 Ankles শিরা VEINS (0)
75 Ankles ফোস্কা VESICLES (3)
76 Ankles সঞ্চরণশীল বেদনা, দ্রুতবেগে গমন করে ডানদিকে WANDERING pain, flying, in right (1)
77 Ankles দুর্বল গোড়ালি WEAK, ankles (43)

Arms অধ্যায়ের ১২৩ টি মূল রুব্রিক:

1 Arms ফোড়া ABSCESS (6)
2 Arms অবিরাম বেদনা ACHING, pain (56)
3 Arms বাতাস নির্গত হয়, কাঁধ হতে হাতের আঙ্গুল পর্যন্ত, এমন অনুভূতি AIR, passing down from shoulder to finger, sensation as if (0)
4 Arms জীবন্ত কিছু থাকার অনুভূতি, বাহুতে ALIVE, sensation of something, in arms (1)
5 Arms সন্ধিবাত নোডোসাইটিস, অগ্রবাহুতে ARTHRITIC, nodosites, forearm (1)
6 Arms ভাঁজ করার প্রবল ইচ্ছা BEND, irresistible desire to (1)
7 Arms রক্তের উচ্ছ্বাস, বাহুতে BLOOD, rush of blood to arms (5)
8 Arms লোমফোড়া BOILS (27)
9 Arms ছিদ্র করার মত বেদনা BORING, pain (18)
10 Arms বেঁধে রাখা, যেন বাম বাহুর পার্শ্বে বেঁধে রাখা হয়েছে BOUND, left arm feels as if bound to the side (1)
11 Arms ভাঙ্গা, এমন অনুভূতি যেন BROKEN, sensation as if (4)
12 Arms বুদবুদ উঠার অনুভূতি, বাম পার্শ্বে BUBBLING, sensation, left (1)
13 Arms জ্বালাকর বেদনা BURNING, pain (54)
14 Arms দুষ্টব্রণ, অগ্রবাহুতে CARBUNCLES, forearm (1)
15 Arms শীত শীত ভাব CHILLINESS (19)
16 Arms নর্তন রোগ বাম বাহুতে CHOREA, left arm (1)
17 Arms নখাঘাত বেদনা CLAWING, pain (1)
18 Arms মুরগী ডাকার ন্যায় শব্দ CLUCKING (1)
19 Arms শীতলতা COLDNESS (70)
20 Arms চেপে সংকোচন অনুভূতি, অগ্রবাহুতে COMPRESSION, forearms (2)
21 Arms সংকোচনকর CONSTRICTION (7)
22 Arms সংকোচন CONTRACTION (25)
23 Arms খিঁচুনি CONVULSION (46)
24 Arms ফাটা চামড়া CRACKED, skin (4)
25 Arms কটকট করে সন্ধি স্থানে CRACKING, joints of (11)
26 Arms খিল ধরা CRAMPS (43)
27 Arms কাটছে যেন এমন বেদনা CUTTING, pain (21)
28 Arms ক্ষয়প্রাপ্ত হাড় DECAY, bones (1)
29 Arms বর্ণবিকৃতি DISCOLORATION (0)
30 Arms স্থানচ্যুতি যেন DISLOCATION, as if, feeling (3)
31 Arms টেনে ধরার মত বেদনা DRAWING, pain (115)
32 Arms আকৃষ্ট হওয়া ভিতরদিকে DRAWN, inwards (1)
33 Arms একজিমা ECZEMA (8)
34 Arms বৈদ্যুতিক তরঙ্গের অনুভূতি ELECTRICAL, current, sensation of (3)
35 Arms শীর্ণতা EMACIATION (11)
36 Arms বর্ধিত হওয়া অনুভূতি ENLARGEMENT, sensation of (7)
37 Arms উদ্ভেদ ERUPTIONS (56)
38 Arms বিসর্প, অগ্রবাহুতে ERYSIPELAS, forearms (8)
39 Arms অস্থি বৃদ্ধি বা অর্বুদ, অগ্রবাহুতে EXOSTOSES, forearms (1)
40 Arms বিস্তৃত করার প্রবৃত্তি, বাহুদ্বয় EXTEND, the arms, desire to (5)
41 Arms বিস্তৃত করে বাহু EXTENDED, arms (7)
42 Arms ভাঁজ করা, বাহু FLEXED, arms (8)
43 Arms ঝাপটানো বাহু, টেবিলের উপরে বিশ্রাম করার সময় FLUTTERING, upper arms in, while resting it on the table (1)
44 Arms সুড়সুড়ি লাগা FORMICATION (38)
45 Arms পূর্ণতাবোধ অনুভূতি FULLNESS, sensation (2)
46 Arms পচনশীল ক্ষত GANGRENE (3)
47 Arms চিবানোর মত বেদনা GNAWING, pain (16)
48 Arms গা কাঁটা দিয়ে উঠা GOOSEBUMPS (8)
49 Arms ঝুলিয়ে রাখলে, বাহু ঝুলিয়ে রাখলে উপশম HANG, down, letting, arms amel. (21)
50 Arms উত্তাপ HEAT (29)
51 Arms ভারবোধ HEAVINESS (112)
52 Arms হার্পিস HERPES (26)
53 Arms কাজের সংগতিহীনতা INCOORDINATION (6)
54 Arms কাঠিন্য পেশীর INDURATION, muscles (3)
55 Arms প্রদাহ INFLAMMATION (12)
56 Arms অনুভূতিশূন্যতা, অগ্রবাহুতে স্টোভের উত্তাপ অনুভূত হয় না INSENSIBILITY, forearms, heat of stove, to (2)
57 Arms চুলকানি ITCHING (162)
58 Arms ঝাঁকি দিয়ে উঠা, বায়ুময়-ঝড়ো আবহাওয়ায় JERKING air, in windy weather (1)
59 Arms খোঁড়ামি LAMENESS (42)
60 Arms নড়াচড়া MOTION (0)
61 Arms ইঁদুর যেন দৌড়ায় এমন অনুভূতি MOUSE, sensation of, running up (3)
62 Arms গুটিকা বা ক্ষুদ্র স্ফীতি, অগ্রবাহুতে NODULES, forearms (2)
63 Arms অসাড়তা NUMBNESS (113)
64 Arms বেদনা বাহুতে PAIN, arms (149)
65 Arms পক্ষাঘাত PARALYSIS (58)
66 Arms ফোস্কা পানি পূর্ণ PEMPHIGUS (2)
67 Arms ঘাম PERSPIRATION (14)
68 Arms চিমটি কাটার ন্যায় বেদনা, অগ্রবাহুতে PINCHING, pain, forearms (9)
69 Arms চেপে ধরার মত বেদনা PRESSING, pain (39)
70 Arms উপুড় হয়ে যায়, বাহু PRONATED, arm (2)
71 Arms সোরিয়াসিস PSORIASIS (5)
72 Arms টেনে ধরার মত অনুভূতি PULLING (4)
73 Arms স্পন্দিত হওয়া PULSATION (31)
74 Arms পিউরিং শব্দ PURRING (1)
75 Arms উঠাতে কষ্ট RAISED, difficult to raise (6)
76 Arms ফুসকুড়ি RASH (29)
77 Arms শিথিলতা RELAXATION (4)
78 Arms অস্থিরতা RESTLESSNESS (34)
79 Arms বাতজ বেদনা RHEUMATIC, pain (65)
80 Arms ঢলেপরে বাহু, নিচের দিকে ROLLING, arm, down the (1)
81 Arms অসমতা ROUGHNESS (1)
82 Arms চাঁচার মত বেদনা SCRAPING, pain (1)
83 Arms স্পর্শকাতর ঠাণ্ডাতে SENSITIVE, to cold (2)
84 Arms বিচ্ছিন্ন দেহ হতে, এমন অনুভূতি SEPARATED, sensation (3)
85 Arms ঝাঁকুনি SHAKING (7)
86 Arms তীক্ষ্ণ বেদনা SHARP, pain (122)
87 Arms আঘাত SHOCKS (17)
88 Arms তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা SHOOTING, pain (22)
89 Arms ছোট এমন অনুভূতি যেন SHORT, sensation as if (4)
90 Arms ডুবে যাচ্ছে বাহু যেন SINKING, down, arm (2)
91 Arms প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (88)
92 Arms মচকানো অনুভূতি SPRAINED, sensation, as if (19)
93 Arms শক্তভাব STIFFNESS (47)
94 Arms পুঁজ হওয়া অগ্রবাহুতে SUPPURATION, forearms (2)
95 Arms স্ফীতি SWELLING (57)
96 Arms ছিন্নকর বেদনা TEARING, pain (122)
97 Arms টানবোধ TENSION (39)
98 Arms লোমহর্ষক অনুভূতি THRILLING, sensation (1)
99 Arms বেধে রাখার অনুভূতি TIED, sensation as if (4)
100 Arms ঝিনঝিন কর TINGLING (50)
101 Arms কম্পিত TREMBLING (67)
102 Arms টনটনকর বেদনা TWINGING, pain (3)
103 Arms মোচড়ানো অনুভূতি TWISTING, sensation (5)
104 Arms আকস্মিক টান TWITCHING (86)
105 Arms আকস্মিক টান, পিছনে এবং ভিতরে TWITCHING backward and inward (1)
106 Arms ক্ষত ULCERS (6)
107 Arms অনাবৃত করার প্রবৃত্তি, উপরের অঙ্গ UNCOVER, inclination to, upper limbs (2)
108 Arms অস্বস্তি বোধ UNEASINESS (1)
109 Arms দৃঢ়তার অভাব UNSTEADINESS (4)
110 Arms আমবাত URTICARIA (25)
111 Arms টিকা দেওয়ার প্রভাব VACCINATIONS, effects (7)
112 Arms শিরা VEINS (0)
113 Arms ফোস্কা VESICLES (63)
114 Arms অনুকম্পন অনুভূতি VIBRATION, sensation (6)
115 Arms সঞ্চরণশীল বেদনা WANDERING, pains (3)
116 Arms আঁচিল WARTS (20)
117 Arms দুর্বল বাহু WEAK, arms (125)
118 Arms গোঁজ অনুভূতি WEDGE, sensation (1)
119 Arms ঘূর্ণায়মান অনুভূতি WHIRLING, sensation (1)
120 Arms বায়ু প্রবাহের অনুভূতি, যেন ঠাণ্ডা বায়ু হাতের উপর দিয়ে বয়ে যাচ্ছে WIND, sensation, cold, blowing on it, as if (1)
121 Arms তার, সূক্ষ্ম কোমল তার থাকার অনুভূতি WIRES, sensation as if fine (1)
122 Arms শুষ্ক, হাত ও বাহুর চামড়া WITHERED, skin of arms and hands (6)
123 Arms লিখা কষ্টকর WRITING, difficult (1)

Eyes – DISCHARGES এর ১৭ টি সাব রুব্রিক:

1 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, (৭৮) DISCHARGES, mucus, pus (78)
2 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, ঝাঁজালো (১৮) DISCHARGES, mucus, pus acrid (18)
3 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, রক্তাক্ত (২৩) DISCHARGES, mucus, pus bloody (23)
4 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, পরিষ্কার শ্লেষ্মা (২) DISCHARGES, mucus, pus clear mucus (2)
5 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, সন্ধ্যায় (২) DISCHARGES, mucus, pus evening (2)
6 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, সবুজ (২) DISCHARGES, mucus, pus green (2)
7 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, অশ্রুথলে হতে (১২) DISCHARGES, mucus, pus lachrymal sac, from (12)
8 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, সকালে (১১) DISCHARGES, mucus, pus morning (11)
9 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, রাতে (১) DISCHARGES, mucus, pus night (1)
10 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, দুর্গন্ধময় আর্দ্রতা (১) DISCHARGES, mucus, pus offensive moisture (1)
11 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, পুঁজযুক্ত (৪০) DISCHARGES, mucus, pus purulent (40)
12 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, ঝুলে আছে এমন অনুভূতির ফলে চোখ মোছতে থাকে (২) DISCHARGES, mucus, pus sensation of a, hanging over eyes which must be wiped away (2)
13 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, ঘন (১৫) DISCHARGES, mucus, pus thick (15)
14 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, তরল  (১) DISCHARGES, mucus, pus thin (1)
15 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, সাদা (৫) DISCHARGES, mucus, pus white (5)
16 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, হলুদ বর্ণের (২৬) DISCHARGES, mucus, pus yellow (26)
17 Eye স্রাব শ্লেষ্মা পূঁয, চোখের কোণায় (১৯) DISCHARGES, mucus, pus canthi (19)

Eyes – LACHRYMATION এর ৫৫ টি সাব রুব্রিক:

1 Eye অশ্রুপাত (১৬১) LACHRYMATION (161)
2 Eye অশ্রুপাত, বিকেলে (১) LACHRYMATION, afternoon (1)
3 Eye অশ্রুপাত, খোলা বাতাসে (৪৫) LACHRYMATION, air, open, in (45)
4 Eye অশ্রুপাত, মাথা পিছন দিকে বাঁকালে উপশম (১) LACHRYMATION, bending head backwards, amel. (1)
5 Eye অশ্রুপাত, ব্রেইনের পীড়ার সময় (৩) LACHRYMATION, brain, affections in (3)
6 Eye অশ্রুপাত, গভীর শ্বাস নিলে (১) LACHRYMATION, breathing deep, on (1)
7 Eye অশ্রুপাত, শীত লাগার সময় (২) LACHRYMATION, chill, during (2)
8 Eye অশ্রুপাতের ফলে, চোখ বন্ধ করে রাখে (১) LACHRYMATION, closed eyes, with (1)
9 Eye অশ্রুপাত, চোখ বন্ধ করলে (১) LACHRYMATION, closing, on (1)
10 Eye অশ্রুপাত, ঠাণ্ডা বাতাসে (১২) LACHRYMATION, cold air, in (12)
11 Eye অশ্রুপাত, সর্দি-ঠাণ্ডা লাগা অবস্থায় (৬) LACHRYMATION, colds, during (6)
12 Eye অশ্রুপাত, চোখের উপরের পাতার সংকোচনের ফলে (১) LACHRYMATION, contraction of upper eyelid, from (1)
13 Eye অশ্রুপাত, সর্দি অবস্থায় (৩২) LACHRYMATION, coryza, during (32)
14 Eye অশ্রুপাত, কাশির সহিত (৩৫) LACHRYMATION, cough, with (35)
15 Eye অশ্রুপাত, স্যাঁতসেঁতে আবহাওয়ায় (২) LACHRYMATION, damp weather (2)
16 Eye অশ্রুপাত, শুধু দিনে (৪) LACHRYMATION, daytime only (4)
17 Eye অশ্রুপাত, স্বপ্ন দেখা অবস্থায় (১) LACHRYMATION, dreams, during (1)
18 Eye অশ্রুপাত, খাবার খাওয়ার সময় (২) LACHRYMATION, eating (2)
19 Eye অশ্রুপাত, সন্ধ্যায় (১৪) LACHRYMATION, evening (14)
20 Eye অশ্রুপাত, জ্বরের সময় (১৩) LACHRYMATION, fever, during (13)
21 Eye অশ্রুপাত, আগুনের দিকে তাকালে (৫) LACHRYMATION, fire, looking at the (5)
22 Eye অশ্রুপাত, পূর্বাহ্নে (২) LACHRYMATION, forenoon (2)
23 Eye অশ্রুপাত,  হটাত প্রচুর পরিমাণে দ্রুত প্রবাহিত হয় (৬) LACHRYMATION, gushes, in (6)
24 Eye অশ্রুপাত, মাথা ব্যথার সময় (২৬) LACHRYMATION, headache, during (26)
25 Eye অশ্রুপাত, হৃৎপিণ্ড লক্ষণের সহিত (২) LACHRYMATION, heart symptoms, with (2)
26 Eye অশ্রুপাত, স্বরযন্ত্রে সুড়সুড় করার ফলে (২) LACHRYMATION, larynx, tickling, from (2)
27 Eye অশ্রুপাত, হাসি দেয়ার সময় (২) LACHRYMATION, laughing, when (2)
28 Eye অশ্রুপাত, বাম চোখ হতে (১০) LACHRYMATION, left (10)
29 Eye অশ্রুপাত, আলোর ফলে (৪) LACHRYMATION, light, from (4)
30 Eye অশ্রুপাত, অটলভাবে তাকিয়ে থাকলে (১৫) LACHRYMATION, looking steadily (15)
31 Eye অশ্রুপাত, শয়ন করলে বৃদ্ধি (১) LACHRYMATION, lying, agg. (1)
32 Eye অশ্রুপাত, ঋতুস্রাবের সময় (৩) LACHRYMATION, menses, during (3)
33 Eye অশ্রুপাত, সকালে (২৩) LACHRYMATION, morning (23)
34 Eye অশ্রুপাত, মিউজিক শুনলে (১) LACHRYMATION, music, hearing (1)
35 Eye অশ্রুপাত, রাতে (১৫) LACHRYMATION, night (15)
36 Eye অশ্রুপাত, নাকে কামড়ানোর মত বেদনার ফলে (১) LACHRYMATION, nose, from biting pain in (1)
37 Eye অশ্রুপাত, চোখ খোলা রাখলে (১) LACHRYMATION, opening eyes, on (1)
38 Eye অশ্রুপাত, বেদনার পরে (১) LACHRYMATION, pain, after (1)
39 Eye অশ্রুপাত, চোখে বেদনার সহিত (১৩) LACHRYMATION, pain, with, in the eye (13)
40 Eye অশ্রুপাত, পড়াশোনা করার সময় (১৪) LACHRYMATION, reading, while (14)
41 Eye অশ্রুপাত, ডান চোখ হতে (১২) LACHRYMATION, right (12)
42 Eye অশ্রুপাত, ঘরের ভিতরে (৫) LACHRYMATION, room, in a (5)
43 Eye অশ্রুপাত, ঘর্ষণ করার পরে (৪) LACHRYMATION, rubbing, after (4)
44 Eye অশ্রুপাত, পার্শ আক্রান্ত (৫) LACHRYMATION, side affected (5)
45 Eye অশ্রুপাত, হাঁচির সহিত (৩) LACHRYMATION, sneezing, with (3)
46 Eye অশ্রুপাতের সহিত পর্যায়ক্রমে আক্ষেপ (১) LACHRYMATION, spasms, alternating with (1)
47 Eye অশ্রুপাত, মলত্যাগ করার সময় (১) LACHRYMATION, stool, during (1)
48 Eye অশ্রুপাত, রোদের দিকে তাকিয়ে থাকলে (১) LACHRYMATION, sun, looking at (1)
49 Eye অশ্রুপাত, ঢুকগেলার সময় (১) LACHRYMATION, swallowing, on (1)
50 Eye অশ্রুপাত, মুত্রত্যাগ করার সময় (১) LACHRYMATION, urination, during (1)
51 Eye অশ্রুপাত, বমি করলে (১) LACHRYMATION, vomiting, by (1)
52 Eye অশ্রুপাত, উষ্ণ ঘরে (২) LACHRYMATION, warm room (2)
53 Eye অশ্রুপাত, বাতাসে থাকলে (১১) LACHRYMATION, wind, in (11)
54 Eye অশ্রুপাত, লেখালেখি করার সময় (৩) LACHRYMATION, writing, while (3)
55 Eye অশ্রুপাত, হাইতোলার সময় (১৭) LACHRYMATION, yawning, when (17)

Eyes – PHOTOPHOBIA এর ৩১ টি সাব রুব্রিক:

1 Eye আলোকাতঙ্ক (১৩৮) PHOTOPHOBIA (138)
2 Eye আলোকাতঙ্ক, বিকেলে (১) PHOTOPHOBIA, afternoon (1)
3 Eye আলোকাতঙ্ক, কৃত্তিম আলো বৃদ্ধি (২৬) PHOTOPHOBIA, artificial light agg. (26)
4 Eye আলোকাতঙ্ক, নীল আলোতে (১) PHOTOPHOBIA, blue light (1)
5 Eye আলোকাতঙ্ক, বাতির আলোতে (১) PHOTOPHOBIA, candle light (1)
6 Eye আলোকাতঙ্ক, শীত লাগার সময় (১১) PHOTOPHOBIA, chill, during (11)
7 Eye আলোকাতঙ্ক, পুরাতন (৩) PHOTOPHOBIA, chronic (3)
8 Eye আলোকাতঙ্ক, যখন নাকের ভিতর থেকে শ্লেষ্মা চল্টা টেনে উঠায় (১) PHOTOPHOBIA, crusts are torn from nose, if (1)
9 Eye আলোকাতঙ্ক, দিনের আলোতে (৪৩) PHOTOPHOBIA, daylight (43)
10 Eye আলোকাতঙ্ক, ডিনারের পরে (১) PHOTOPHOBIA, dinner, after (1)
11 Eye আলোকাতঙ্ক, খাবার খাওয়ার পরে (১) PHOTOPHOBIA, eating, after (1)
12 Eye আলোকাতঙ্ক, সন্ধ্যায় (১৫) PHOTOPHOBIA, evening (15)
13 Eye আলোকাতঙ্ক, আগুনের আলোতে (১) PHOTOPHOBIA, fire, light of (1)
14 Eye আলোকাতঙ্ক, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় (১) PHOTOPHOBIA, foggy weather, in (1)
15 Eye আলোকাতঙ্ক, গ্যাসের আলোতে (৬) PHOTOPHOBIA, gaslight (6)
16 Eye আলোকাতঙ্ক, দুঃখ শোকের পরে (১) PHOTOPHOBIA, grief, after (1)
17 Eye আলোকাতঙ্ক, মাথা ব্যথার সময় (৪) PHOTOPHOBIA, headache, during (4)
18 Eye আলোকাতঙ্ক, প্রদাহ ব্যতীত (২) PHOTOPHOBIA, inflammation, without (2)
19 Eye আলোকাতঙ্ক, ঋতুস্রাবের সময় (২) PHOTOPHOBIA, menses, during (2)
20 Eye আলোকাতঙ্ক, সকালে (১০) PHOTOPHOBIA, morning (10)
21 Eye আলোকাতঙ্ক, রাতে (২) PHOTOPHOBIA, night (2)
22 Eye আলোকাতঙ্ক, হস্তমৈথুনের পরে (১) PHOTOPHOBIA, onanism, after (1)
23 Eye আলোকাতঙ্ক, প্রচণ্ড ক্রোধ অবস্থায় (৯) PHOTOPHOBIA, rage, during (9)
24 Eye আলোকাতঙ্ক, সহবাসের পরে (৯) PHOTOPHOBIA, sex, after (9)
25 Eye আলোকাতঙ্ক, তুষারপাতের ফলে (২) PHOTOPHOBIA, snow, from (2)
26 Eye আলোকাতঙ্ক, কোঁথানি দেয়ার পরে (১) PHOTOPHOBIA, straining the after (1)
27 Eye আলোকাতঙ্ক, রোদের আলো (৩২) PHOTOPHOBIA, sunlight (32)
28 Eye আলোকাতঙ্ক, ঘর্মাবস্থায় আলো এড়িয়ে চলে (১) PHOTOPHOBIA, sweat, during, shuns light (1)
29 Eye আলোকাতঙ্ক, বসন্ত কালে (১) PHOTOPHOBIA, vernal (1)
30 Eye আলোকাতঙ্ক, হাঁটাচলা করলে, খোলা বাতাসে (২) PHOTOPHOBIA, walking, in open air (2)
31 Eye আলোকাতঙ্ক, উষ্ণ ঘরে বৃদ্ধি (১) PHOTOPHOBIA, warm, room agg. (1)

Face – PERSPIRATION এর ৩৯ টি সাব রুব্রিক:

1 Face মুখমণ্ডলে ঘর্ম (১১১) PERSPIRATION (111)
2 Face ঘর্ম, বিকেলে (৩) PERSPIRATION afternoon (3)
3 Face ঘর্ম, দুশ্চিন্তার সহিত (১) PERSPIRATION anxiety, with (1)
4 Face ঘর্ম, মৌমাছি দংশন করার ফলে (১) PERSPIRATION bee sting, from (1)
5 Face ঘর্ম, ঢেকুড়-উদ্গার দেয়ার সময় (১) PERSPIRATION belching, during (1)
6 Face ঘর্ম, ঠাণ্ডা (৪৮) PERSPIRATION cold (48)
7 Face ঘর্ম, খিঁচুনির সময় (২) PERSPIRATION convulsions, during (2)
8 Face ঘর্ম, কাশি দেয়ার সময় (১) PERSPIRATION coughing, when (1)
9 Face ঘর্ম, ডিনারের সময় (১) PERSPIRATION dinner, during (1)
10 Face ঘর্ম, পানী পান করার পরে (১) PERSPIRATION drinking, after (1)
11 Face ঘর্ম, খাবার খাওয়ার সময় (৩) PERSPIRATION eating, while (3)
12 Face ঘর্ম, সন্ধ্যায় (৫) PERSPIRATION evening (5)
13 Face ঘর্ম, সামান্য পরিস্রম করলে (১) PERSPIRATION exertion, from slightest (1)
14 Face ঘর্ম, মুখমণ্ডল ছাড়া সমস্ত শরীরে ঘাম হয় (২) PERSPIRATION except the face (2)
15 Face ঘর্ম, চোখের নিচে (১) PERSPIRATION eyes, under (1)
16 Face ঘর্ম, শুধুমাত্র মুখমণ্ডলে ঘাম হয় (৩) PERSPIRATION face only (3)
17 Face ঘর্ম, মুখমণ্ডলে ঘাম হয়না (২) PERSPIRATION except the (2)
18 Face ঘর্ম, জ্বরের সময় (১৩) PERSPIRATION fever, during (13)
19 Face ঘর্ম, অধোবায়ু নিঃসরণের সময় (১) PERSPIRATION flatus, when passing (1)
20 Face ঘর্ম, পূর্বাহ্নে (১) PERSPIRATION forenoon (1)
21 Face ঘর্ম, সকালে (৭) PERSPIRATION morning (7)
22 Face ঘর্ম, নড়াচড়া করলে (১) PERSPIRATION motion, during (1)
23 Face ঘর্ম, রাতে (৩) PERSPIRATION night (3)
24 Face ঘর্ম, মধ্যাহ্নে (১) PERSPIRATION noon (1)
25 Face ঘর্ম, দুর্গন্ধময় (১) PERSPIRATION offensive (1)
26 Face ঘর্ম, বুক ধড়ফড়ানির সময় (১) PERSPIRATION palpitation (1)
27 Face ঘর্ম, ডান পার্শে (২) PERSPIRATION right (2)
28 Face ঘর্ম, মুখমণ্ডল ও মস্তকত্বকে (৩) PERSPIRATION scalp, and (3)
29 Face ঘর্ম, এক পার্শে শয়ন করলে (৩) PERSPIRATION side, lain on (3)
30 Face ঘর্ম, বসা অবস্থায় (১) PERSPIRATION sitting, while (1)
31 Face ঘর্ম, ঘুমানোর সময় (৪) PERSPIRATION sleep, during (4)
32 Face ঘর্ম, খাবার খাওয়ার সময় মুখমন্ডলের অল্প স্থানে (১) PERSPIRATION small spots while eating (1)
33 Face ঘর্ম, দাড়িয়ে থাকলে (১) PERSPIRATION standing (1)
34 Face ঘর্ম, মলত্যাগ করার সময় (৬) PERSPIRATION stool, during (6)
35 Face ঘর্ম, রাতের খাবার খাওয়ার সময় (১) PERSPIRATION supper, during (1)
36 Face ঘর্ম, বমির সময় (১) PERSPIRATION vomiting, during (1)
37 Face ঘর্ম, জাগ্রত হলে (১) PERSPIRATION waking, on (1)
38 Face ঘর্ম, হাঁটার সময় (৩) PERSPIRATION walking, while (3)
39 Face ঘর্ম, উষ্ণ খাবার ও পানীয় খেলে (২) PERSPIRATION warm, food and drink (2)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *