শোথ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

ইডিমা বা শোথ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা

ইডিমা বা শোথ কি? | What is Edema? 

 Edema বা শোথ হচ্ছে এমন একটি রোগাবস্থা, যাতে শরীরের টিস্যুতে এক ধরণের তরল পদার্থ জমা হয়। সাধারণত এ রোগ হাত, পা, বাহু ও মুখমণ্ডলে হয়ে থাকে। ইডিমা বা শোথ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

শোথের লক্ষণসমুহ: | Symptoms of Edema:

কমন লক্ষন:

  • ত্বকে টানটান অনুভব করা
  • আক্রান্ত অংশটি ভারীবোধ করা
  • আক্রান্ত সন্ধিগুলো স্থানান্তরিত হওয়া
  • আক্রান্ত স্থানে আঙ্গুল দিয়ে চেপে ধরলে টোল পড়ে যাওয়া। 
  • আভ্যন্তরিক অঙ্গের নানাবিধ জটিলতায় শোথের নানান রকম লক্ষণ প্রকাশ পায়, নিম্নে উল্লেখিত শোথের কারণসমূহ বিশ্লেষণ করে একটি পরিষ্কার ধারনা নেয়া যাবে। 

শোথ রোগ হওয়ার কারণসমূহ: | Causes of Edema: 

নিম্নে উল্লেখিত কারণে শোথের লক্ষণ প্রকাশ পায়। 

  • শিরার অপ্রতুলতা
  • হার্ট ফেইলিউর
  • কিডনির অকার্যকারীতা
  • দেহে প্রোটিনের স্বল্পতা
  • লিভারের সমস্যা
  • গভীর শিরায় রক্তজমাট
  • সংক্রমণ
  • অ্যাঞ্জিওয়েডমা
  • লিম্ফোডেমা
  • নির্দিষ্ট কিছু ঔষধের কুফল
  • কখনো কখনো কোন প্রকার কারণ পাওয়া যায় না 

নিম্নে কয়েকটি বিষয় বিশ্লেষণ করা হলো- 

হার্টের সমস্যা: হৃৎপিণ্ডের পাম্পিং বল রক্তনালীর মাধ্যমে পানির স্বাভাবিক চাপ বজায় রাখতে সহায়তা করে, যারফলে সমস্ত শরীরে পরিমিত মাত্রায় জল প্রবাহিত হয়। হার্টের প্রবলেমের কারণে যদি জলের প্রবাহে ব্যাঘাত ঘটে তাহলে উক্ত জল অধিকাংশ ক্ষেত্রে পা ও পায়ের গোড়ালিগুলিতে সঞ্চিত হয়। কিছু কিছু ক্ষেত্রে ফুসফুসেও জল সঞ্চয় হতে পারে। এ কারণে দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট ও হৃৎপিণ্ডে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।

কিডনির সমস্যা: কিডনি রক্ত থেকে তরল পদার্থ পরিশোধন করে মূত্রে পরিণত করে। কিডনির এ কাজে প্রতিবন্ধকতা তৈরি হলে আমাদের শরীরের তরল পদার্থের ব্যাল্যান্স ক্ষতিগ্রস্ত হয়। কিডনির ফলে সৃষ্ট শোথ পা এবং গোড়ালিতে দেখা যায়।

প্রোটিন: আমাদের শরীরে জলের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহে প্রোটিনের ঘাটতি হলে রক্ত টিস্যু থেকে কৈশিক অঞ্চলে পর্যাপ্ত পানি আকর্ষণ করতে পারে না। প্রোটিনের ঘাটতির কারণে পেট ভরা অনুভব হয় ও পেট ফুলে উঠে।

গর্ভাবস্থায়: গর্ভাবস্থার শেষ দিকে পা এবং পায়ের গোড়ালি ফুলে যাওয়া সাধারণ সমস্যা। এটি সাধারণত সন্তান প্রসবের পরে ঠিক হয়ে যায়।

দীর্ঘক্ষণ বসে থাকা বা দাঁড়িয়ে থাকা: দীর্ঘক্ষণ বসে থাকা বা দাঁড়িয়ে থাকার ফলেও Edema বা শোথ হতে পারে।

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

রুব্রিক EDEMA, NEWBORN, IN:  (6)
অর্থ নবজাতকের শোথ রোগ
ঔষধ 2 Apis, 1 Lach, 1 Carb-v, 1 Sec, 1 Coffin, 1 Dig,

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.

.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *