শিশুর বয়স যখন ১৮ মাস

শিশুর বয়স যখন ১৮ মাস:

  • মাথার সামনের দিকের ফন্টানেলস থাকলে তা বন্ধ হয়ে যাবে।
  • শারীরিক বৃদ্ধি ধীরগতিতে হবে আগের তুলনায় কম ক্ষুধা লাগবে।
  • মল-মূত্রের বেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে তবে টয়লেট ব্যবহার করার জন্য প্রস্তুত নাও হতে পারে।
  • দৌড়াতে সক্ষম হবে কিন্তু প্রায়শই পড়ে যাবে।
  • কারো সাহায্য ছাড়াই ছোট-খাটো চেয়ারে উঠতে সক্ষম হবে।
  • এক হাতে ধরে সিঁড়ি বেয়ে উঠতে সক্ষম হবে।
  • খেলনা ব্লকের সাহায্যে ২ থেকে ৪ তলা বিশিষ্ট টাওয়ার তৈরি করতে সক্ষম হবে।
  • নিজে নিজে খাওয়ার জন্য চামচ ও কাপ ব্যবহার করতে সক্ষম হবে।
  • হিজিবিজি, এটা-সেটা লেখা বা আঁকাআঁকি করার চেষ্টা করবে।
  • সামনে কোনো বই দিলে একসাথে ২/৩ টা করে পৃষ্ঠা উল্টাতে সক্ষম হবে।

সংবেদনশীলতা ও জ্ঞানের দক্ষতা

  • স্নেহ দেখাতে শিখবে।
  • পিতা-মাতা একা রেখে গেলে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করবে।
  • গল্প শুনবে, চিত্র বা ছবি দেখবে।
  • জিজ্ঞাসা করা হলে ১০ টি বা তার অধিক শব্দ বলতে সক্ষম হবে।
  • হা করে বাবা মাকে চুমু দিবে।
  • শরীরের বিভিন্ন অঙ্গের নাম বললে সে চিনতে পারবে।
  • সাধারণ বস্তুগুলোকে সে চিনতে সক্ষম হবে এবং সেগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে।
  • প্রায়শই বিভিন্ন কিছুর অনুকরণ করবে।
  • কিছু কিছু পোশাক একা একাই খুলে ফেলতে সক্ষম হবে, যেমন: হাত মোজা, পা মোজা, ক্যাপ ইত্যাদি।
  • এটা আমার, ওটা আমার, অর্থাৎ বিভিন্ন বস্তুর মালিকানা “আমার” বলার মাধ্যমে প্রকাশ করবে।

শিশুর বয়স যখন ১৮ মাস তখন অভিভাবকদের করণীয়

  • বিভিন্ন শারীরিক কার্যকলাপের জন্য প্রয়োজনীয় জায়গা দেখিয়ে দিন ও উৎসাহ প্রদান করুন।
  • প্রাপ্তবয়স্কদের খেলার বিভিন্ন সরঞ্জামাদি (যদি শিশুর জন্য নিরাপদ হয়) দিতে পারেন।
  • প্রতিবেশীদের সাহায্য করতে বা পারিবারিক দৈনন্দিন কাজে আপনার শিশুকে অংশগ্রহণ করতে দিন।
  • কোনোকিছু বিনির্মাণ এবং বিভিন্ন সৃজনশীল খেলাধুলা করতে উৎসাহিত করুন।
  • ২ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত টিভি, কম্পিউটার, মোবাইল ইত্যাদি এড়িয়ে চলুন।
  • শিশুকে একা রাখতে হলে তার হাতে বা সামনে কোনো খেলনা বা বস্তু দিয়ে রাখতে পারেন, যাতে করে সে আতংকিত না হয়ে পড়ে।

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.

.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *