এডেনয়েড গ্রন্থি বৃদ্ধির হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

এডেনয়েড গ্রন্থি বড় হওয়া কি? | What are enlarged Adenoids?

এডেনয়েড হল নাক বরাবর গলনালীর পিছনে ও টনসিল থেকে কিছুটা উপরে ছোট একটি গ্রন্থি। মুখ হাঁ করলে টনসিল দেখা যাবে কিন্তু এডেনয়েড দেখা যাবে না।

এডেনয়েড গ্রন্থি শরীরের নানাবিধ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এ গ্রন্থি ৫ বছরের কম বয়সি শিশুদের জন্য সবচেয়ে সহায়ক। এডেনয়েড স্পঞ্জের মতো, শ্বাসপ্রশ্বাসের সাথে গ্রহণ করা ক্ষতিকর জীবাণু ধ্বংস করে। এ গ্রন্থি যদি অতিরিক্ত জীবাণু দ্বারা সংক্রমিত হয় তাহলে আকারে বড় হয়ে উঠে আবার সুস্থতা পেলে স্বাভাবিক আকারে ফিরে আসে। ৫ বছর বয়সের পরে এডেনয়েড গ্রন্থি আকারে সংকুচিত হয়।

এডেনয়েড গ্রন্থি বড় হওয়ার লক্ষণ: | Symptoms of enlarged Adenoids:

এডেনয়েড গ্রন্থি বড় হলে নিম্নে উল্লেখিত লক্ষণসমূহ থাকতে পারে:

 

  • গলা ব্যথা ও ঢোক গিলতে ব্যথা 
  • সর্দি ও নাক বন্ধ
  • কানে তালা লাগার অনুভূতি 
  • ঘুমাতে অসুবিধা
  • গিলতে অসুবিধা
  • ঘাড়ের গ্রন্থি ফুলে যাওয়া
  • নাক ডাকা
  • স্লিপ অ্যাপনিয়া (ঘুমানোর সময় অল্প সময়ের জন্য শ্বাস বন্ধ হয়ে যাওয়া)
  • শ্বাসপ্রশ্বাসে দুর্গন্ধ আসা

এডেনয়েড গ্রন্থি বড় হওয়া রোগ নির্নয় করব কি করে? | How are enlarged Adenoids diagnosed?

চিকিৎসক যদি সন্দেহ করেন যে এডেনয়েড গ্রন্থি বড় হয়েছে তাহলে রোগীকে lateral neck x-ray করার পরামর্শ দিয়ে থাকেন 

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

 

রুব্রিক ADENOIDS, PROBLEMS WITH:  (20)
অর্থ এডেনয়েডস গ্রন্থির রোগ (রোগ পরিচিতি পর্বের ৩ নং রোগ দেখুন)
ঔষধ 2 Calc, 3 Carc, 1 Sulph, 1 Calc-p, 2 Thuj, 2 Bar-c, 1 Merc, 3 Tub, 1 Iod, 1 Psor, 1 Calc-f, 1 Mez, 1 Kali-s, 2 Bar-m, 1 Phyt, 1 Agra, 1 Calc-i, 1 Chr-ac, 1 Lob-s, 1 Sanguin-n,
   
রুব্রিক ADENOIDS, PROBLEMS WITH: Postnasal:  (1)
অর্থ এডেনয়েডস গ্রন্থির রোগ, নাকের অভ্যন্তরে
ঔষধ 1 Mez,
   
রুব্রিক ADENOIDS, PROBLEMS WITH: Removal, after:  (2)
অর্থ এডেনয়েডস গ্রন্থি অপসারণের পরে অসুস্থতা 
ঔষধ 2 Carc, 1 Kali-s,

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *