নাক, কান, গলা ও শ্বাসতন্ত্রের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ ও আলোচনা দেখুন।

এপয়েন্টমেন্ট ও চিকিৎসা নিতে ডাক্তারদের নামের উপর ক্লিক করুন।
বাংলাদেশি ডাক্তার ইন্ডিয়ান ডাক্তার
১. ডা. আবু সাইদ ১. ডা. এস.এম রহমান
২. ডা. আবদুর রউফ খান ২. ডা. দিলিপ কুমার বাড়ই
৩. ডা. আসমা খানম মনি ৩. ডা. শ্রীদীপ রায়
মেডিক্যাল বোর্ডে এপয়েন্টমেন্ট লিংক

✅ বাড়িতে বসে অনলাইনে অথবা  ✅ চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন।

✅ ৪. নাক, কান, গলা ও শ্বাসতন্ত্রের রোগসমূহ আমাদের চিকিৎসায় সফলতার প্রমাণ ভিডিওতে দেখুন।

দীর্ঘ দিনের কান পাকা ও কানের পর্দা ছিদ্রের সফল চিকিৎসা ও এনালাইসিস |

সর্দি প্রবণতা ও শ্বাসকষ্টের সফল চিকিৎসা ও তার লক্ষণ এনালাইসিস |

এডেনইড (Adenoid) গ্রন্থির প্রবলেম সহ শ্বাসকষ্ট এবং প্রচণ্ড মাথা ব্যথা |

কান ব্যথা, কান পাকা, কানে প্রদাহের সফল হোমিওপ্যাথিক চিকিৎসা |

সর্দি প্রবণতা ও চর্মরোগের সফল লক্ষণ এনালাইসিস |

শ্বাসকষ্ট রোগের সফল এনালাইসিস (পোলারিটি পদ্ধতিতে) |

বিছানায় প্রস্রাব করা ও সর্দি প্রবণতার সফল হোমিওপ্যাথিক চিকিৎসা |

ব্রঙ্কিয়াল এ্যাজমা বা শ্বাসকষ্টের সফল চিকিৎসা ও তার লক্ষণ এনালাইসিস |

শ্বাসকষ্ট ও সর্দি-কাশি রোগের চিকিৎসায় হোমিওপ্যাথির সাফল্য |

মাস্টয়েড ইনফেকশনের সফল হোমিওপ্যাথিক চিকিৎসা |

দীর্ঘদিনের সাইনুসাইটিস ও কোমর ব্যথা হোমিওপ্যাথি চিকিৎসায় আরোগ্য |

এলার্জিক রাইনাইটিসের চিকিৎসায় হোমিওপ্যাথির সাফল্য |

বন্ধ্যাত্ব ও শ্বাসকষ্ট হোমিও চিকিৎসায় আরোগ্য |

কান পাকা রোগের চিকিৎসায় হোমিওপ্যাথির সাফল্য |

সাইনোসাইটিসের চিকিৎসায় হোমিওপ্যাথির সাফল্য |

শ্বাসকষ্টের চিকিৎসায় হোমিওপ্যাথির সাফল্য |

শিশুর সর্দি প্রবণতার চিকিৎসায় হোমিওপ্যাথির সাফল্য |

কানের পর্দা ছিদ্র, কান পাকা ও কানে শব্দ হওয়ার সফল চিকিৎসা |

৭ বছরের পুরাতন সর্দি, নাকে পলিপ ও নাক বন্ধ আরোগ্য |

৮ বছরের পুরাতন শ্বাসকষ্ট ও মাথা ব্যথা ভালো হয়েছে |

✅ ✅ একজন ডাক্তারকে রোগী দেখানোর নিয়ম:

➡️ অনলাইনে চিকিৎসা নিলে: প্রথমে ডাক্তার বা ডাক্তারের সহকারী অনলাইনে রোগীর সকল লক্ষণ সংগ্রহ করবেন, অতঃপর লক্ষণ বিশ্লেষণ ও রেপার্টরি এনালাইসিস করে পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করবেন।

এরপর ডাক্তার, পূর্ববর্তী ডাটাবেজ রিভিউ করে, অনলাইনে রোগীর সাক্ষাৎকার নিবেন এবং প্রেসক্রিপশন করবেন। অতঃপর HD হোমিও সদন কর্তৃপক্ষ রোগীর ঔষধ কুরিয়ারে বুকিং করবেন।

➡️ চেম্বারে এসে সরাসরি ডাক্তার দেখানোর সুব্যবস্থা আছে। 

✅ ✅ মেডিকেল বোর্ডে রোগী দেখানোর নিয়ম:

➡️ অনলাইনে চিকিৎসা নিলে: প্রথমে ২ জন ডাক্তার অনলাইনে রোগীর সকল লক্ষণ সংগ্রহ করবেন, অতঃপর লক্ষণ বিশ্লেষণ ও রেপার্টরি এনালাইসিস করে পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করবেন এবং রোগীর জন্য প্রাথমিক প্রেসক্রিপশন করবেন।

এরপর ৩য় একজন ডাক্তার, পূর্ববর্তী ডাক্তারদের সকল কাজ রিভিউ করে সন্তুষ্ট হলে প্রেসক্রিপশন চূড়ান্ত করবেন। অতঃপর HD হোমিও সদন কর্তৃপক্ষ রোগীর ঔষধ কুরিয়ারে বুকিং করবেন।

উল্লিখিত প্রথম ৩ জন ডাক্তারের সুপারিশক্রমে প্রয়োজন অনুযায়ী ডিপার্টমেন্ট চেয়ারম্যান এবং HD হোমিও সদনের চিকিৎসক দল রোগী দেখে দিবেন

➡️ চেম্বারে এসে চিকিৎসা নিলে: উল্লিখিত ডাক্তারদের যেকোনো একজন ডাক্তারের চেম্বারে সাক্ষাৎ করে বাকি ডাক্তারদের অনলাইনে দেখাতে পারবেন অথবা আমাদের অনলাইন এ্যাসিসটেন্টদের সহায়তা প্রত্যক্ষভাবে নিতে পারবেন। সময়সীমা: সাধারণত ১ কর্মদিবসের মধ্যে উল্লিখিত কার্যক্রম সম্পন্ন করা হবে।

➡️ সতর্কতা: আপনার ডাক্তারের পরিচয় ও প্রদেয় টাকার পরিমাণ SMS এর মাধ্যমে নিশ্চিত হয়ে চিকিৎসা নিবেন

——— রোগীদের সর্বোচ্চ সেবা দিব এ আমাদের প্রচেষ্টা

✅ ✅ আমাদের ঠিকানাঃ

HD হোমিও সদন, ১২, আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা- 1203

➡️ রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতি বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা।

📞 ফোন: +8801978789494

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

1 Comments

  1. hadi

    আপনার অনেক মূল্যবান তথ্য ও উপাত্ত শেয়ার করেন।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *