বাতজ্বরের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

বাতজ্বরের হোমিওপ্যাথিক চিকিৎসা

বাতজ্বর কী? | Rheumatic Fever?

রিউম্যাটিক ফিভার বা বাতজ্বর হলো একটি প্রদাহজনিত রোগাবস্থা যা স্ট্রেপ থ্রট (গলার প্রদাহ) অথবা স্কারলেট ফিভারের সঠিক চিকিৎসা না করা হলে রিউমেটিক ফিভার হতে পারে। স্ট্রেপ থ্রট ও স্কারলেট ফিভার স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয়ে থাকে। বাতজ্বর প্রায়শই ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের আক্রমণ করে থাকে। তবে এটি নবজাতক শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের মধ্যেও দেখা দিতে পারে। বাতজ্বর হার্টের ক্ষতি করতে পারে, যারফলে হার্টের ভাল্ব ক্ষতিগ্রস্থ হয়ে হার্ট ফেইলিওর হতে পারে। বাতজ্বরের হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।  

বাতজ্বরের কারণসমূহ | Causes of Rheumatic Fever

  • গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস গলার সংক্রমণের কারণে স্ট্রেপ থ্রট বা হালকা স্কারলেট ফিভার হয়ে পরবর্তিতে বাতজ্বর হতে পারে। 
  • গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস ত্বক বা শরীরের অন্যান্য অংশে সংক্রমণ হলে খুব কমই বাতজ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। 
  • স্ট্রেপ থ্রট সংক্রমণ এবং বাতজ্বরের মধ্যে যোগসূত্রের কারণ পরিষ্কার ভাবে পাওয়া যায় না।  
  • শরীরের ইমিউন সিস্টেম সাধারণত রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও টিস্যুকে ধ্বংস করার জন্য গড়ে উঠে কিন্তু বাতজ্বরে আক্রান্ত রোগীর ইমিউন সিস্টেম ভুলভাবে সুস্থ টিস্যুতে আক্রমণ করে, বিশেষ করে হার্ট, জয়েন্ট, ত্বক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। এ ত্রুটিপূর্ণ ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়ার ফলে টিস্যু ফুলে যায়।
  • যদি কোনো শিশুর স্ট্রেপ থ্রট বা স্কারলেট জ্বরে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে এবং তা সঠিকভাবে চিকিৎসা করা না হয় তাহলে বাতজ্বর হতে পারে।

বাতজ্বরের লক্ষণসমূহ | Symptoms of Rheumatic Fever

বাতজ্বরের লক্ষণগুলি হৃৎপিণ্ড, জয়েন্ট, ত্বক বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রদাহের ফলে দেখা দেয়। উপসর্গ এক বা একাধিক হতে পারে। রোগের সময় লক্ষণগুলি পরিবর্তিত হতে পারে। বাতজ্বরের সূচনা সাধারণত স্ট্রেপ থ্রট ইনফেকশনের প্রায় ২ থেকে ৪ সপ্তাহ পরে দেখা দেয়।

বাতজ্বরের লক্ষণ এবং উপসর্গগুলির মধ্যে রয়েছে:

  • জ্বর
  • নরম জয়েন্ট। যেমন: হাঁটু, গোড়ালি, কনুই এবং কব্জিতে ব্যথা হয়। 
  • এক জয়েন্টের ব্যথা অন্য জয়েন্টে চলে যায়
  • জয়েন্টগুলি লাল, গরম বা ফুলে যায়
  • বুক ব্যাথা
  • ক্লান্তি 
  • চ্যাপ্টা বা সামান্য উঁচুধার বিশিষ্ট, ব্যথাহীন ফুস্কুড়ি
  • হার্টের মধ্যে কলকল করে
  • প্রায়শই হাতে, পায়ে এবং মুখে ঝাঁকুনি হয়, অনিয়ন্ত্রিত শরীরের নড়াচড়া (সিডেনহাম কোরিয়া) 
  • অস্বাভাবিক আচরণ যেমন কান্নাকাটি বা অনুপযুক্ত হাসি, যা সিডেনহাম কোরিয়ার সাথে দেখা যায়
  • ত্বকের নিচে ছোট ছোট, ব্যথাহীন দাগ দেখা যায়

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

রুব্রিক RHEUMATIC, FEVER:  (4)
অর্থ শিশুদের বাতজ জ্বর
ঔষধ 1 Bell, 1 Acon, 1 Rhus-t, 1 Kalm,

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন