শিশুর বয়স যখন ৫ বছর:
- শারীরিক ওজন ১ বৎসরে প্রায় ৪-৫ পাউন্ড বা ১.৮-২.২৫ কেজি হারে বৃদ্ধি হবে।
- শারীরিক উচ্চতা প্রায় ২-৩ ইঞ্চি বা ৫-৭.৫ সেন্টিমিটার বৃদ্ধি পাবে।
- হাত-পা আরো ভালোভাবে কাজ করবে।
- শারীরিক ভারসাম্য আরো মজবুত হবে, আরো ভালোভাবে লাফালাফি, দৌড়ঝাঁপ করতে সক্ষম হবে।
- চোখ বন্ধ করে এক পায়ে দাঁড়িয়ে শরীরের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে।
- সাধারণ সরঞ্জামাদি দ্বারা বিভিন্ন দক্ষতা প্রদর্শন করবে।
- একটি ত্রিভুজ আঁকতে পারবে।
- নরম খাবার-দাবার কাটতে ছুরি ব্যবহার করতে সক্ষম হবে।
ইন্দ্রিয় সংক্রান্ত এবং জ্ঞান সম্বন্ধীয় দক্ষতা
- তার ব্রেইনে দুই হাজারেরও বেশী শব্দভাণ্ডার সঞ্চিত হবে।
- ৫ বা তার বেশী শব্দ দ্বারা বাক্য গঠন করে কথা বলতে সক্ষম হবে।
- বিভিন্ন মুদ্রা বা টাকা সনাক্ত করতে পারবে, কোনটা ১০ টাকা কোনটা ৫০ টাকা তা নির্ণয় করতে পারবে।
- ১০ পর্যন্ত গণনা করতে পারবে।
- ফোন নাম্বার মনে রাখতে পারবে।
- বিভিন্ন রঙ্গের নাম বলতে পারবে।
- গভীর অর্থবোধক প্রশ্ন জিজ্ঞেস করবে।
- “কেন” প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে।
- ভুল করলে “আমি দুঃখিত” বলতে শিখবে।
- আক্রমণাত্মক আচরণ কমে যাবে।
- আগের চেয়ে ভয়-ভীতি কমে যাবে।
- অন্যদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে কিন্তু সেগুলো বুঝতে পারবে না।
- গণিতের দক্ষতা বৃদ্ধি পাবে।
- বাবা-মা সহ অন্যদেরকে বিভিন্ন প্রশ্ন করবে।
- ফ্রেন্ড সার্কেল তৈরি হবে।
- খেলার সময় কল্পনা এবং ভান করতে পছন্দ করবে।
অভিভাবকদের করণীয়
- একসাথে বই পড়তে পারেন।
- বিভিন্ন শারীরিক কার্যকলাপের জন্য পর্যাপ্ত জায়গা দিন।
- বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে শেখান।
- অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে উৎসাহিত করুন কারণ, এটা শিশুর সামাজিক দক্ষতা বিকাশে সহায়তা করবে।
- শিশুর সাথে সৃজনশীল খেলাধুলা করতে পারেন।
- টিভি, কম্পিউটার ও মোবাইল দেখার সময় বা বিষয়-বস্তু সীমিত ও নিয়ন্ত্রণ করুন।
- পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারেন।
- ঘরের ছোট-খাটো কাজে সাহায্য করতে আপনার শিশুকে উৎসাহিত করুন।
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন