চর্মে সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতির চিকিৎসা

চর্মে সুড়সুড়িলাগা বা পিঁপড়ে ছারপোকার মত কিছু একটা চামড়ায় হাঁটছে এমন অনুভূতি। এ রোগটি অনেকের কাছে চুলকানি রোগ মনে হতে পারে, আসলে এটি চুলকানি রোগ নয়। এ রোগের সফল চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্ভব।

চিকিৎসা: নিম্নে বর্ণিত লক্ষণ ও তার ঔষধ সমূহ প্রাথমিক ভাবে বিবেচনায় নিয়ে সফল হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব।

ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা

 

চর্মে সুড়সুড়িলাগার রেপার্টরি রুব্রিকঃ

  1. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি FORMICATION, sensation (106) 2 acon, 1 acon-f, 1 aesc, 3 AGAR, 1 agn, 1 all-s, 2 alum, 1 ambr, 1 am-c, 1 anac, 1 ap-g, 1 apis, 2 aran, 1 arg-m, 2 ars, 2 ars-i, 1 arund, 1 aur, 2 bar-c, 1 bar-m, 1 bell, 1 bor, 1 bov, 1 bufo, 1 calad, 1 calc, 1 calc-p, 1 calc-s, 1 calen, 1 cann-i, 1 cann-s, 1 canth, 1 caps, 2 carbn-s, 1 carb-v, 1 caust, 1 cham, 1 chel, 1 chin, 2 chin-ar, 1 cist, 2 coca, 2 cocain, 2 cocc, 1 cod, 1 con, 1 croc, 2 crot-c, 1 dulc, 2 ferr, 1 ferr-p, 2 hyper, 2 iod, 1 kali-c, 1 kali-s, 1 lach, 2 laur, 1 led, 3 LYC, 1 mag-c, 2 mag-m, 1 mang, 2 med, 1 medus, 1 merc, 1 merc-c, 2 mez, 2 morph, 1 mur-ac, 1 nat-ar, 2 nat-c, 2 nat-m, 1 nat-p, 1 nit-ac, 2 nux-v, 2 olnd, 1 onos, 3 PH-AC, 2 phos, 2 pic-ac, 2 plat, 1 plb, 2 puls, 2 ran-b, 1 ran-s, 3 RHOD, 3 RHUS-T, 1 rumx, 2 sabad, 3 SEC, 2 sel, 2 sil, 1 spig, 1 spong, 2 staph, 1 sul-ac, 3 SULPH, 1 tab, 3 TARENT, 1 thuj, 1 tub, 2 urt-u, 1 valer, 2 viol-t, 2 zinc, 1 zinc-m

  2. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, পায়ে শুরু হয়ে উপর দিকে বিস্তৃত হয় FORMICATION, sensation beginning at feet and extending upwards (1) 1 nat-m

  3. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, শীত লাগার সময় FORMICATION, sensation chill, during (1)    1 gamb

  4. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, ছারপোকা বা কৃমি হাটার মত অনুভূতি FORMICATION, sensation crawling like a bug or worm (5)    1 calc, 2 coca, 1 oena, 1 stram, 1 vario

  5. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, ছারপোকা বা কৃমি হাটার মত অনুভূতি কাপড়ের স্পর্শে বৃদ্ধি FORMICATION, sensation crawling like a bug or worm clothes, touch agg. (1)         1 oena

  6. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, বির্যপাতের পরে FORMICATION, sensation emission, after (1)      1 ph-ac

  7. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, লিঙ্গ উথ্যান অবস্থায় FORMICATION, sensation erection, during (1)    1 tarent

  8. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, সন্ধ্যায় FORMICATION, sensation evening (3)        1 gent-c, 1 mag-c, 3 SULPH

  9. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, সন্ধ্যায় শয়ন করলে FORMICATION, sensation evening lying (2)      2 cist, 1 ph-ac

  10. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, সন্ধ্যায় পোশাক খোললে FORMICATION, sensation evening undressing (1) 1 sil

  11. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, দুই মাংস পিন্ডের মধ্যবর্তি স্থানে FORMICATION, sensation flesh, between and (4) 1 cadm-s, 1 phos, 1 sec, 1 zinc

  12. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, পূর্বাহ্নে FORMICATION, sensation forenoon (2) 1 mag-c, 1 sars

  13. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, চুলের গোড়ায় FORMICATION, sensation hairs, at root of (1) 1 ph-ac

  14. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, বাড়িতে প্রবেশ করলে FORMICATION, sensation house, on entering (1) 1 phos

  15. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, তার সহিত চুলকানি FORMICATION, sensation itching, with (1) 1 colch

  16. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, সকালে FORMICATION, sensation morning (3) 1 ferr, 1 mag-c, 1 staph

  17. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, রাতে FORMICATION, sensation night (4) 1 bar-c, 2 cist, 1 mag-m, 1 sulph

  18. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, রাতে শীত লাগার সময় FORMICATION, sensation night chill, during (1) 1 gamb

  19. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, রাতে শয়ন করার পরে FORMICATION, sensation night lying down, after (2) 2 cist, 1 ph-ac

  20. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, রাতে জাগ্রত অবস্থায় FORMICATION, sensation night waking (1) 1 bar-c

  21. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, রাতে জাগ্রত হলে FORMICATION, sensation night waking, on (1) 1 carb-v

  22. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, অসাড়তার সহিত FORMICATION, sensation numbness, with (1) 1 euphr

  23. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, পক্ষাঘাতগ্রস্ত অংশে FORMICATION, sensation paralyzed parts, in (3) 1 cadm-s, 2 phos, 1 plb

  24. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, ঘর্মাবস্থায় FORMICATION, sensation perspiration, during (1) 1 rhod

  25. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, ঘর্ষনে উপশম FORMICATION, sensation rubbing amel. (2) 1 sec, 1 zinc

  26. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, চুলকালে বৃদ্ধি FORMICATION, sensation scratching, agg. (1) 1 dulc

  27. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, চুলকালে উপশম FORMICATION, sensation scratching, agg. amel. (2) 1 croc, 1 zinc

  28. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, যৌন উত্তেজনা অবস্থায় FORMICATION, sensation sexual excitement, during (2) 1 mez, 1 tarent

  29. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, চামড়ার নিচে FORMICATION, sensation under skin (4) 1 cadm-s, 2 coca, 2 sec, 1 zinc

  30. সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি, উষ্ণতায় উপশম FORMICATION, sensation warmth amel. (1) 1 acon

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “সুড়সুড়িলাগা বা পোকা হাঁটার মত অনুভূতি Skin, FORMICATION, sensation” পরিচ্ছেদের বর্ণনা। সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য

নোটঃ  যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে।   সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *