শিশুর বয়স যখন ৪ মাস

শিশুর বয়স যখন ৪ মাস:

  • প্রতিদিন প্রায় ২০ গ্রাম করে (এক আউন্সের প্রায় দুই তৃতীয়াংশ) ওজন বৃদ্ধি পাবে।
  • তাদের জন্মের ওজনের চেয়ে ২ গুণ বেশি ওজন হবে।
  • বসা অবস্থায় মাথা নিচু করতে পারবে না।
  • সোজা হয়ে বসতে সক্ষম হবে।
  • উপুড় করে রাখলে মাথা ৯০ ডিগ্রি উঠাতে পারবে।
  • সামনে থেকে পিছনে ঘুরতে সক্ষম হবে।
  • কোনো বস্তুকে ধরে রাখবে এবং ছেড়ে দিবে।
  • দু’হাত দিয়ে কোনো খেলনা ধরতে সক্ষম হবে।
  • তাদের হাতে কোনো খেলনা তুলে দিলে সেটি হাত থেকে পড়ে গেলে আর তুলতে পারবে না।
  • সামনে কোনো বস্তু রাখলে তা নিয়ে মুখে দিতে সক্ষম হবে।
  • দিন-রাত মিলে ১৪-১৬ ঘণ্টা ঘুমাবে।

সংবেদনশীলতা ও জ্ঞানের দক্ষতা

  • দৃষ্টিশক্তি খুব ভালো এবং পরিষ্কার হবে।
  • পিতামাতা এবং অন্যদের সাথে ঠিকমত চোখাচোখি করতে সক্ষম হবে।
  • চোখে-মুখে হাত দিতে সক্ষম হবে।
  • মুখে থুতুর বুদবুদ উঠাতে বা বিভিন্ন শব্দ করতে সক্ষম হবে।
  • জোরে হাসতে সক্ষম হবে।
  • যদি ফিডার দেখে তাহলে সেটা নেওয়ার জন্য বা খাওয়ার জন্য ব্যাকুলতা প্রকাশ করবে।
  • বিগত কোনো বস্তু বা কাজের কথা শিশুর স্মরণে থাকবে।
  • পিতামাতা এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে।
  • পিতামাতার কণ্ঠস্বর এবং স্পর্শ বুঝতে সক্ষম হবে।

অভিভাবকদের করণীয়

  • শিশুকে আয়নার সামনে বসিয়ে রাখতে পারেন।
  • শিশুর হাতে উজ্জ্বল রঙের খেলনা দিতে পারেন।
  • শিশুর মুখের উচ্চারিত শব্দ পুনরাবৃত্তি করতে পারেন।
  • শিশুকে হামাগুড়ি দিতে সাহায্য করতে পারেন।
  • শিশুর ঘাড় এবং মাথা শক্ত হয়ে থাকলে দোলনায় দোল খাওয়াতে পারেন।

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.

.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *