শিশুর বয়স যখন ৪ বছর:
- প্রতিদিন প্রায় ৬ গ্রাম হারে শারীরিক ওজন বৃদ্ধি পাবে।
- প্রায়শই দিনে ঘুমাবে না কিন্তু রাতে ১১ থেকে ১৩ ঘণ্টা ঘুমাবে।
- শারীরিক উচ্চতা জন্মের সময়ের উচ্চতার চেয়ে প্রায় দ্বিগুণ হবে।
- শারীরিক ভারসাম্যের আরো উন্নতি হবে।
- শরীরের ভারসাম্য ঠিক রেখে এক পায়ে দাঁড়াতে বা লাফাতে পারবে।
- হাত দিয়ে সোজাসুজি ও জোরে বল নিক্ষেপ করতে সক্ষম হবে।
- এখনো বিছানায় প্রস্রাব করতে পারে।
ইন্দ্রিয় সংক্রান্ত এবং জ্ঞান সম্বন্ধীয় দক্ষতা
- তার ব্রেইনে এক হাজারেরও বেশী শব্দভাণ্ডার সঞ্চিত হবে।
- ৪-৫ টি শব্দ দ্বারা বাক্য গঠন করে কথা বলতে সক্ষম হবে।
- অতীতকাল বুঝবে।
- ২-৪ পর্যন্ত গণনা করতে পারবে।
- কৌতূহলী হবে এবং আগের চেয়ে আরো বেশী প্রশ্ন করবে।
- কথার মাঝে এমন এমন শব্দ ব্যবহার করবে যা শিশু নিজেই সম্পূর্ণরূপে বুঝবে না।
- অশ্লীল বা অমার্জিত শব্দও ব্যবহার করা শুরু করে দিতে পারে।
- সহজ সহজ গান, গজল ও কবিতা শিখবে ও গাওয়ার চেষ্টা করবে।
- আত্মনির্ভর হওয়ার চেষ্টা করবে।
- আক্রমণাত্মক আচরণ করা শুরু করে দিতে পারে।
- পারিবারিক গোপন কথা অন্যদের কাছে ফাঁস করে দিবে।
- কাল্পনিক খেলার সাথী বানিয়ে ফেলবে।
- আকার ও আয়তনের উপর ভিত্তি করে ২ টি বস্তুর মধ্যে পার্থক্য করতে সক্ষম হবে।
- সঠিক এবং ভুলের মাঝে পার্থক্য করার মত নৈতিক জ্ঞানের ঘাটতি থাকবে।
- তাদের কাছে বেশী কিছু আশা করলে বিদ্রোহী হয়ে উঠবে।
অভিভাবকদের করণীয়
- বিভিন্ন শারীরিক কার্যকলাপের জন্য প্রয়োজনীয় জায়গা দিন এবং উৎসাহিত করুন।
- আপনার শিশুকে শেখান যে, কিভাবে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে হয় এবং তার নিয়ম মেনে চলতে হয়।
- আপনার শিশু যেন নিজের জিনিস, যেমন: খাবার, খেলনা ইত্যাদি অন্য শিশুদের সাথে ভাগাভাগি করে সে ব্যাপারে উৎসাহিত করুন।
- সৃজনশীল খেলাধুলা করতে উৎসাহিত করুন।
- আপনার শিশুকে ছোট ছোট কাজ করতে শেখান।
- একসাথে বই পড়ুন।
- টিভি, কম্পিউটার ও মোবাইল দেখার সময় বা বিষয়-বস্তু সীমিত ও নিয়ন্ত্রণ করুন।
- পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারেন এতে শিশুর মধ্যে ইতিবাচক উদ্দীপনা সৃষ্টি হবে।
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন