Goss: গর্ভাবস্থায় সকালে বমি বমি ভাব এবং মুখের লালা বৃদ্ধি।
Goss: জরায়ুর নিস্ক্রিয়তার ফলে বন্ধ্যাত্ব।
Goss: অজ্ঞান হওয়ার মতো দুর্বলতা, উদ্দীপনা এবং ক্লান্তিবোধ।
Goss: মাসিকের সময় ঘুমঘুমভাব।
Goss: বমি বমি ভাবের ফলে ঘুম থেকে জেগে উঠে।
Goss: মাথায় সঙ্কোচনবোধ সেইসাথে মাথা ব্যথা।
Goss: স্তনের টিউমার সেইসাথে বগলের গ্রন্থি ফুলে যায়।
Goss: ঋতুস্রাব অত্যান্ত কম, স্রাব পানির মতো, ঋতুস্রাব চাপা পড়ে অসুস্থতা; পিঠে ব্যথার সহিত পেলভিসে ভারীবোধ এবং টেনে ধরার মতো অনুভূতি।
Goss: ব্যথাহীন প্রসব বেদনা।
Goss: জরায়ুর ঠোঁটের উপর দানাদার, ফ্যাকাশে, লালচে উদ্ভেদের ফলে চুলকানি হয়।
Goss: দুধের মতো, সুতার মতো, চটচটে আঠালো লিউকোরিয়া বা সাদাস্রাব
Goss: উপযুক্ত বয়সের আগেই মাসিক শুরু হয়। দীর্ঘ সময় ধরে মাসিক হয়।
Goss: ডিম্বাশয়ে অনবরত ব্যথা হয়। পেলভিকে নিচের দিকে টেনে ধরার মতো ব্যথা হয় যেন ভিসেরা বের হয়ে আসবে।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< বিছানার উষ্ণতায়
< সকালে < নড়াচড়ায় < সকালের নাস্তার পূর্বে < চাপ প্রয়োগে |
> অঙ্গ-প্রত্যঙ্গ ঝুলিয়ে রাখলে
> বিশ্রামে > খাবার খেলে |