হ্যামামোলিস ভার্জিনিকা HAMAMELIS VIRGINICA [Ham]

ভেইন সমূহে রক্ত সঞ্চয়, আভ্যন্তরিক ভাবে চাপছে এমন বেদনা।
অসারে রক্তস্রাব- আঘাতের পরে, ঋতুস্রাবের সময়, নাক দিয়ে রক্তস্রাব।
আঘাত লাগার মত ব্যথা, স্পর্শে বৃদ্ধি।
সার্জারির পর ক্ষতে ব্যথা থাকলে ও অতিরিক্ত রক্তস্রাব হেতু দুর্বলতা হলে এটি উপকারী।

শিরাসমূহে রক্তাধিক্য, রক্তস্রাব, শিরাস্ফীতি এবং অর্শ, তৎসহ আক্রান্ত অংশে থেঁৎলিয়ে যাবার মত টাটানি ব্যথা। এইগুলিই এই ঔষধের প্রধান কার্যক্ষেত্র বলে মনে করা হয়। এই ঔষধটি শিরার আচ্ছাদনের উপর কাজ করে। এর ফলে শিরার শিথিলতা দেখা দেয় এবং তৎসহ শিরায় রক্তাধিক্য ঘটে। শরীরের যে কোন অংশ থেকে নিষ্ক্রিয় শৈরিক রক্ত স্রাব। মুক্ত, বেদনাদায়ক ক্ষতে খুব ভালো কাজ করে, তৎসহ রক্তস্রাবজনিত কারণে দুর্বলতা। অস্ত্রোপচারের পরে মর্ফিয়ার থেকে এই ঔষধ বেশি ভাল কাজ করে। (হেলমিউথ)।

মাথা – রোগী তার প্রতি যথাযোগ্য সম্মান প্রত্যাশা করে। মাথার একদিকের রগ থেকে অপর দিকের রগ পর্যন্ত একটি অর্গল রয়েছে এই জাতীয় অনুভূতি। মাথায় পূর্ণতার অনুভূতি, এর পরেই নাক থেকে রক্তস্রাব। কপালাস্থির অসাড়তা।

চোখ – বেদনাদায়ক দুর্বলতা; চোখে টাটানিব্যথা; রক্তচক্ষু, প্রদাহযুক্ত রক্তবহানলীতে অতিরিক্ত রক্তাধিক্য। চোখের ভিতর রক্তস্রাব হলে, এই ঔষধ ঐ রক্তস্রাব শোষন দ্রুততর করে। মনে হয় চোখ ভিতর দিক থেকে বাইরের দিকে ঠেলে আসছে।

নাক – নাক থেকে প্রচুর রক্তস্রাব; স্রাব অপ্রচল, জমাট বাঁধে না, তৎসহ নাকের অস্থির উপর কষাভাব। নাক থেকে দূর্গন্ধ বের হয়।

গলা — শ্লৈষ্মিক ঝিল্লীর প্রসারণ ও নীলবর্ণ,গলার শিরার স্ফীতাবস্থা।

পাকস্থলী — জিহ্বায় জ্বালাকর অনুভূতি। পিপাসা। উভয় দিকের কিনারায় ফোস্কা। বমির সঙ্গে কালো বর্ণের রক্ত উঠে। পাকস্থলীর ভিতর দপদপানি ও বেদনা।

মল – মলদ্বার টাটানি ব্যথা ও হেজে যাবার মত অনুভূতি। অর্শ, প্রচুর রক্তস্রাব হয়, তৎসহ টাটানি ব্যথা। আমাশয় সরলান্ত্রে দপদপানি।

প্রস্রাব — প্রস্রাবের সঙ্গে রক্ত, তৎসহ রোগের বৃদ্ধি।

স্ত্রীরোগ – ডিম্বাশয়ের রক্তাধিক্য ও স্নায়ুশূল, তীব্র টাটানি ব্যথা। ঋতুস্রাব বন্ধ হেতু অন্যত্র রক্তস্রাব। জরায়ু থেকে রক্তস্রাব, তৎসহ, পিঠের দিক থেকে কিছু ঠেলে নেমে আসছে এই জাতীয় বেদনা। ঋতুস্রাব কালো, প্রচুর, তৎসহ তলপেটে টাটানিব্যথা। দুটি ঋতুকালের মধ্যবর্তী সময়ে জরায়ু থেকে রক্তস্রাব। দুটি ঋতুকালের মাঝের সময়ে বেদনা (জে. ডব্লিউ ওয়ার্ড)। যোনিপথ অত্যন্ত স্পর্শকাতর। প্রচুর প্রদরস্রাব। যোনিকপাটে চুলকানি। প্রস্রাবের পরে মিল্ক লেগ (ফিমোর‌্যাল শিরার প্রদাহ, সাধারণতঃ এক্ষেত্রে লালচে ভাব দেখা যায় না), অর্শ ও স্তনের বোঁটায় টাটানি ব্যথা। জরায়ু থেকে রক্তস্রাব; অপ্রবল স্রাব। যোনিপথের প্রদাহ, ডিম্বাশয়ের প্রদাহ, সমগ্র পেটে টাটানি ব্যথা। পায়ের শিরা স্ফীতি তৎসহ লালচে ভাব থাকে না।

পুরুষের রোগ — রেতো রজুতে বেদনা, বেদনা অন্ডগুলিতে প্রসারিত হয়। অন্ডকোষপ্রদাহ। অন্ডদ্বয়ে বেদনা। অন্ডদ্বয়ের প্রদাহ। অন্ডদ্বয়ের বিবৃদ্ধি, উত্তপ্ত এবং বেদনাদায়ক। ইপিডিডাইমসের প্রদাহ।

শ্বাস-প্রশ্বাস যন্ত্রসমূহ – কাশির সঙ্গে ফুসফুস থেকে রক্ত উঠে; সুড় সুড় কর কাশি। বুকের ভিতর টাটানি ও সঙ্কোচনের অনুভূতি।

পিঠ – গ্রীবাদেশীয় কশেরুকা থেকে ক্ষতবৎ বেদনা, নীচের দিকে নামে। কোমর প্রদেশে ও পাকস্থলীর নিম্নাংশের উপর তীব্র বেদনা, বেদনা নীচের দিকে পা পর্যন্ত নামে।

অঙ্গ-প্রত্যঙ্গ — বাহু ও পা গুলিতে ক্লান্তিভাব। পেশীসমূহ ও সন্ধিগুলি অত্যন্ত স্পর্শকাতর। শিরা স্ফীতি। পিঠ ও হিপ জয়েন্টস্থানে শীতবোধ, পা পর্যন্ত প্রসারিত হয়। স্নায়ুশূল।

চামড়া — নীলবর্ণের শীত স্ফোটক। শিরার প্রদাহ। পোড়ানারাঙ্গা। শিরা স্ফীতি ও ক্ষত সমূহ: অত্যন্ত টাটানি। পুড়ে যাবার মত অবস্থা কালশিরা। আঘাতজনিত প্রদাহ।

কমা-বাড়া-বৃদ্ধি – উষ্ণতা, আর্দ্র আবহাওয়া।

সম্বন্ধ – অর্শে তুলনীয় ক্যাল্কেরিয়া ফ্লোর; এলো; মিউরিয়েটিক অ্যাসিড, শিরার স্ফীতাবস্থায়। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা।

তুলনীয় — আর্নিকা, ক্যালেন্ডুলা, ট্রিলিয়াম; বেলিস; সালফিউরিক অ্যাসিড; পালমেটিনা।

দোষঘ্ন – আর্নিকা।

পরিপূরক – ফেরাম।

শক্তি – অরিষ্ট থেকে ৬ষ্ঠ শক্তি। পরিশ্রুত অরিষ্টের বাহ্যিক প্রয়োগ।

[Hammamelis hama, like to, melis, an apple tree.]

অপর নাম – উইচ হিজল (Witch-Hazel)

ইহা হেমামেলিসী জাতীয় এক প্রকার উদ্ভিদ। এর শাখাপ্রশাখার সরস ছল ও মূল থেকে অরিষ্ট তৈরী করা হয়। এর উপক্ষারকে হেমামেলিন বলে।

হেমামেলিসের – মূলকথা

১। শৈরিক রক্তস্রাব, উক্ত কালচে ও চাপ বাধা (clotted); শিরাগুলি পূর্ণ, বিবর্দ্ধিত ও স্পর্শাদ্বেষ বিশিষ্ট (sore)।

হেমামেলিস – পর্যালোচনা

হেমামেলিস ভার্জিনিকা আর একটি ঔষধ যাতে থেঁৎলে যাওয়ার মত টাটানি ব্যথা খুব স্পষ্টভাবে বর্তমান। কিন্তু আর্নিকার সম্বন্ধে আলোচনা করার সময় এর উল্লেখ করা হয়নি। তবে এই টাটানি ব্যথা কখন কখন বাতরোগে দেখা যায় এক আর্নিকা ব্যর্থ হলেই হেমামেলিস আরোগ্য করে। কিন্তু দুটি ঔষধের মধ্যে প্রধান পার্থক্য হল “আনিকা কৈশিক নাড়ীর বা ক্যাপিলারীর উপর অধিক ক্রিয়া প্রকাশ করে এবং সেজন্য উহাদের শিথিলতা জন্মে ও কাল দাগ বা কালশিরে প্রকাশ পায়। আর হেমামেলিশের ক্রিয়া জন্মে শিরার উপরে; তাই শিরা-অতিশয় পূর্ণ, বিবর্জিত ও ব্যথা যুক্ত (স্পর্শাদ্বিষ্ট)।

*একজন গ্রন্থাকার বলেন “হেমামেলিস শিরার একোনাইট”।

রোগীদেহে ব্যবহার থেকে আমরা এই ঔষধ সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। ইহা প্রায় সকলপ্রকার শিরাস্ফীতি রোগেই উপযোগী (ফ্লোরিক অ্যাসিড)। এক্ষেত্রে পালসেটিলা এর প্রবল সমকক্ষ ঔষধ; কিন্তু শিরার টাটানি ব্যথা বা স্পর্শাদ্বেষ ছাড়া একে ব্যবহারের অন্য নির্দেশক লক্ষণ আমার আর জানা নেই।

পরীক্ষায় এর দ্বারা উৎকট ধরনের রক্তস্রাবের উৎপত্তি হয় এবং অত্যন্ত কালচে ধরনের চাপচাপ (clotted) শৈরিক রক্তের (venous blood) চিকিৎসায় ইহা ব্যবহৃত হয়। নাক থেকেই হোক, অন্ত্র থেকেই হোক বা ফুসফুস বা মূত্রাশয় থেকেই হোক, নিঃসন্দেহে এর রক্তস্রাব দমনের যথেষ্ট ক্ষমতা আছে। আমি যেখানেই একে ব্যবহার করছি, সেখানেই সন্তোষজনক ফল পেয়েছি। তাছাড়া ইহা কোন তীব্র বিষ নয়, তাই কুফল ছাড়াই ইহা সন্তোষজনকভাবে নিম্নক্রমেই কাজ করে।

এর একটি প্রধান ব্যবহার স্থূল অণ্ডকোষ প্রদাহ বা অরকাইটিস (orchitis), শুক্ৰবাহী শিরার (spermatic veins) প্রদাহে। এর পরীক্ষা লক্ষণেও ইহা পরিষ্কারভাবে প্রকাশিত হয়েছে।

অর্শই হোক বা টাইফয়েড জ্বরই হোক, মলদ্বার থেকে রক্তপাতে রক্তের পূর্ববর্ণিত প্রকৃতিতে হেমামেলিস সুন্দর কাজ করে।

আর্নিকা ও ক্যালেন্ডুলার মত হেমামেলিসও বাহ্যিকভাবে প্রয়োগে ভাল কাজ করে। তবে আমি বাহ উপঘাত ব্যতীত অন্যত্র অর্থাৎ অন্য রোগে একে বাহ্য প্রয়োগের পক্ষপাতী নই।

Ham : Hamamelis Virginica
SYNONYMS:

Witch-hazel


KINGDOM:

Plant


FAMILY:

Hamamelidaceae


SOURCE:

Prepared from the tincture of stem, bark and leaves


PHYSIOLOGICAL ACTION:

-It acts upon the coats of the veins causing relaxation with consequent engorgement.

-It causes passive venous haemorrhages from any part.

-It acts on male & female genital organs causing inflammation and neuralgias.


A/F:

-Injuries from fall, blows, bruises

-Chronic effects of mechanical injuries

-Pregnancy

-From crowd in society


MODALITIES:

< Motion, jar

< In open air

< TOUCH

< Cold

< Warmth

< Wet weather

< Spring season

< 3 p.m.

< Physical exertion

< Before stools

< Constantly thinking of complaints

> Haemorrhage


CONSTITUTION:

Haemorrhagic diathesis


MIND:

-Wants “the respect due to me” shown.

-Comprehension easy.

-Conversation desire for, sublime to hear.

-Dreams of bat flying in room causing fear.

-Dreams unpleasant.

-Fear of bats.

-Fear of death.

-Ideas abundant, clearness of mind morning after restless sleep.

-Sadness < 7 p.m.

-Thoughts clear, perception of anything shape or disproportion.


KEYNOTES:

1. Physical generals

TENDENCY OR ACTUAL HAEMORRHAGES.

HAEMORRHOIDS, BLEEDING PROFUSELY, WITH SORENESS.

SORE PAIN IN EYES AND VEINS.

MENSES DARK, PROFUSE, WITH SORENESS IN ABDOMEN. METRORRHAGIA, OCCURRING MIDWAY BETWEEN MENSTRUAL PERIODS.

VARICOSE VEINS; HARD; KNOTTY; SWOLLEN; PAINFUL SORE STINGING.

WEARINESS ON RISING, WITH VERTIGO; WORSE WHEN STANDING; WHEN WALKING; DESIRE TO LIE DOWN.

Blackness of the external parts. Gangrene.

Complaints of blood vessels. Pricking, sticking in blood vessels.

Congestion of blood.

Distension of blood vessels.

Food- < Fat, rich food, pork.

Desires pickles. Tobacco smoking.

Aversion to thinking of water.

HAEMORRHAGES DARK, BRIGHT RED, BLOOD DOES NOT COAGULATE.

INFLAMMATION OF BLOOD VESSELS.

Varicose veins distended, engorged during pregnancy.

Varicose ulcers during pregnancy.

Weakness, enervation, exhaustion, prostration, infirmity.

Weariness tendency for.

Tendency for lassitude.

Pain bursting, splitting, driven asunder in blood vessels.

PAIN PRESSING FROM WITHIN OUTWARDS AND SORE BRUISED EXTERNALLY.

Swelling of the joints.

2. Mind

Aversion to water < thinking of it.

Delusion will become insane with hammering over the left eye.

Fear of death in diarrhoea.

Respects, thinks he earns.

Tranquility, serenity, calmness in hemoptysis and haemorrhage.

Nose.

Herpes eruptions on the lower part of nose.

Coryza < 4 p.m. until 10 p.m.

Nose discharge produces green scabs, crusts.

EPISTAXIS IN THE MORNING, BLOOD DARK AND THIN.

Epistaxis from blows.

Epistaxis instead of menses- VICARIOUS MENSES. Epistaxis from suppressed menses.

Epistaxis with Purpura haemorrhagica.

Sensation of obstruction in the nose.

3. Ear

Hearing impaired.

Ear- discharge of blood from.

Buzzing, ringing in the ears < evening, 8 p.m.

Pain in ears extends to finger ends.

Aching, burning in ears > pressure.

4. Eyes

Eyes- weak, dim vision.

Ecchymosis, redness of eyes.

Eversion of lids.

Inflammation of eyes from injuries.

Lacrymation with neuralgia.

Eyes- Pain pressing outward > pressure.

Eyes- Sore, bruised tender.

Eyes sensitive to touch.

Tears acrid.

Eyes- Sensation as if eyes would melt away.

5. Head

Head pain from eyestrain.

Head pain with unconsciousness.

Head pain while stooping.

Head pain during sleep.

Head pain as if there is foreign body in the head & as if bolt passed through.

Head pain as from nail, As from plug, peg, wedge from.

Fullness in the head.

Head- Formication at the margin of hair.

Fullness in head with epistaxis when straining at stools.

Vertigo with nausea.

6. Mouth

Apthae at the tip of the tongue.

Vesicular eruptions on the tongue and under the tongue.

Mouth- Easy haemorrhage from gums, profuse from the extraction of teeth.

Pain tongue burnt as if.

Pressing pain in tongue.

Gums sore, swelling of the gums.

Varicose veins of tongue.

ENLARGED PAPILLAE AT THE BASE OF THE TONGUE.

BURNS OF TONGUE AND LIPS.

Tongue has Sulphur like taste.

Pain in teeth < warmth of room.

7. Throat

Blood oozing from throat.

Chronic inflammation of the throat.

VARICOSIS OF TONSILS, ESOPHAGUS, PHARYNX.

PAIN IN THROAT < COUGHING

8. Stomach

Stomach- heaviness at the back of stomach.

Hiccough & burning pain in stomach < eating pork.

Nausea during pain in testes.

Stomach- Cramping, griping, constricting pain < pork after.

Vomiting after plums.

VOMITING BLOOD INSTEAD OF MENSES.

9. Abdomen

Abdomen- pain, umbilicus < before stools.

ABDOMEN- CRAMPING, GRIPING PAIN AROUND THE UMBILICUS < BEFORE STOOLS, < RISING AFTER.

VARICES OF THE ABDOMINAL WALL.

Portal congestion of liver from haemorrhage.

Sore, bruised tenderness in abdomen, in abortions.

Abdomen-Varicose ulcers, bleeding.

10. Rectum

Constipation suppressed during menses.

Rectum- convulsive, spasmodic closure, constriction, contraction < before stools.

Dysentery, FULLNESS OF RECTUM.

Haemorrhage FROM RECTUM, BLACK, DARK DURING STOOLS.

BLUISH HAEMORRHOIDS. HAEMORRHOIDS AFTER PUERPERAL CONSTIPATION < COUGHING, SNEEZING. EXTERNAL HAEMORRHOIDS, ITCHING. Haemorrhoids very painful. Bursting haemorrhoids.

SORE, RAW PAIN IN RECTUM.

Itching at anus. Tenesmus of anus.

Rectum- halo like red discolouration of congested anus.

11. Stools

Stools- Bloody, passive during typhoid, septic, zymotic diseases.

Stools- dry, hard covered with mucus.

Stools- odourless.

12. Renal system and urination

Bladder- Bleeding haemorrhoids.

Urging to urinate when pouring out liquid, water.

Can pass urine only when lying down.

Pain in kidney < motion.

Haemorrhage from urethra.

Urine bloody.

Urine scanty.

Bloody sediments in urine.

Urethra- blood flows after urination.

13. Male genital organs

Enlarged testes.

Impotency, wanting erection, penis relaxed when excited.

Flaccidity of male genitals.

Orchitis from contusion, suppressed gonorrhoea.

PAIN IN SPERMATIC CORD EXTENDING INTO TESTES < NIGHT.

Aching, crushed, stitching pain in testes.

Drawing, neuralgic, sore bruised pain in spermatic cord.

PAIN IN TESTES EXTENDING TO SPERMATIC CORD SUDDENLY EXTENDS TO STOMACH CAUSING NAUSEA.

Perspiration scrotum.

Pollution, tendency of seminal emission during sleep.

Varicocele from blows.

Tendency of pollution with dreams, feels as if not slept.

14. Female genital organs

HAEMORRHOIDS PAINFUL, NOT BLEEDING IN ABORTIONS, MISCARRIAGE.

Atony of uterus in metrorrhagia.

Congestion of ovaries.

Anteversion displacement of ovaries.

Metrorrhagia in threatening abortions.

Metrorrhagia after & during parturition.

Fibroid cyst from metrorrhagia.

MENSES BETWEEN METRORRHAGIA.

Dark, gushing, painless passive bleeding per vagina.

Pain in left ovary.

Ovaries- pain paroxysmal.

Uterus- pain < between the menses.

Sore tenderness between menses.

Vaginismus.

Varicose veins of vagina.

Menses intermittent daytime only.

Inflammation of ovaries from sexual excesses.

Leucorrhoea profuse.

Weakness from leucorrhoea.

Amenorrhoea.

Menses- first menses delayed in girls.

MENSES DARK.

Painful dysmenorrhoea with irritation of ovaries.

VICARIOUS MENSES FROM IRRITATION OF OVARIES.

Metrorrhagia with headache, hammering especially about the temples.

METRORRHAGIA FROM RIDING.

15. Larynx

Larynx- irritation in air passage with taste of blood.

Hoarseness < after rising, waking.

16. Respiration and cough

Respiration difficult < lying while.

Cough with bloody taste.

Expectoration bloody without cough or effort in puerperal fever, with headache.

17. Chest

Chest- constriction, tension, tightness in lower chest.

Chest- excoriation of nipples from rubbing.

haemorrhage PASSIVE FROM CHEST, MAMMAE, NIPPLES.

Heart- stitching pain.

Sore pain in nipples.

Chest- cramp < Eating pork.

Aching in sides of chest using arms.

18. Face

Face- coldness.

Inflammation of parotid gland, metastasis to testes.

Burns of lips.

Burning pain in lips.

Face- stitching pain.

Face- herpes eruptions of lower part of nose.

19. Back

Back- coldness, chill.

Back- cervical pain < before menses.

Boring in back.

Back- lumbar region pain as if back would break.

Dragging pain in lumbar back.

Back- sore, bruised, beaten in cervical, lumbar region.

Back- pain aching lumbar region after emissions.

20. Extremities

Coldness of extremities.

FULLNESS OF LEG JOINTS.

Heat of leg.

Heaviness of upper limbs.

Stiffness of shoulder.

NUMBNESS OF LEG < RIDING WHILE, < COLD WIND.

INFLAMMATION, SWELLING OF VEINS OF LIMBS- VARICOSE VEINS.

Varicose veins during pregnancy.

VARICES OF THIGH, LEG.

Varices in lower leg bleeding, inflamed, painful, stinging & sensitive.

Weakness of legs afternoon 1 p.m.

Dread of motion of leg.

Coldness of leg < open air.

Coldness of hip < 9 a.m.

Vicarious menses with lower leg varices < jar.

Rheumatic pain in shoulder.

Sore bruised joints < motion.

Pain in back of hand extending to shoulder.

Aching pain in lower limb during pregnancy.

21. Sleep

Sleepiness from contraction of eyelids.

Waking from nausea.

Sleep disturbed by dreams < 5 a.m.

Sleep- waking frequent with thinking of business.

Sleep short.

22. Fever

Continuous fever.

23. Skin

Ecchymosis of skin.

SKIN- STINGING, PRICKING PAIN.

Hemorrhagica idiopathica.


NUCLEUS OF REMEDY:

-It produces passive haemorrhages.

-VENOUS CONGESTION, HAEMORRHAGES, VARICOSE VEINS, AND HAEMORRHOIDS, WITH BRUISED SORENESS OF AFFECTED PARTS, IS THE SPECIAL SPHERE OF THIS REMEDY.

-Great value in open, painful wounds, with weakness from loss of blood after operations.

-More exhaustion in contrast to the discharge of the blood.

-Injuries with extravasations.

-Injuries from blows, cuts, lacerations, operations.

-Tendency for miscarriages, threatening abortions.


CLINICAL:

Anaemia, Haemorrhoids, Orchitis, Varicocele, Purpura, Varicose veins, Milk leg, Open wounds, which are bleeding, Burns, Bruises, Threatened abortion, Hematemesis, Epistaxis, Hematuria, Menorrhagia, Phlebitis, MILK LEG,

Cancerous affections, External dropsy, Portal stasis, Pylestasis, Scurvy, Scorbutus, Apoplexy of retina, Traumatic and granular conjunctivitis, Ulceration of conjunctiva, Vascular goitre, Injuries of pelvic organs, Acute hematocele, Inflammatory hydrocele, Inflammation of scrotum, epididymis, Phimosis, Haematocele, pelvic, Tuberculosis of lungs, METRORRHAGIA.


REMEDY RELATIONSHIPS:

Complementary : Ferr.

Compare : Aesc, Arn, Bov, Calen, Chlol, Clem-vit, Coll, Erig, Galium, Lycps, Senec, Sul-ac, Tril.

Antidoted By : Arn, Camph, Chin, Puls.


✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোমিওপ্যাথি রিলেটেড প্রোডাক্ট পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য Dismiss