হার্নিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসা
হার্নিয়া কি? | What Is a Hernia?
পেটের অভ্যন্তরস্ত নাড়ী বা অন্ত্রের কিছুটা অংশ বের হয়ে কুঁচকিতে ছিদ্রপথে নাভিতে বা অণ্ডকোষে প্রবেশ করলে তাকে অন্ত্রবৃদ্ধি বা হার্নিয়া বলে। বিছানায় শয়ন করলে বা হাত দিয়ে চাপ দিলে এটি যথাস্থানে চলে যায়। রোগের মারাত্বক অবস্থায় আর যথাস্থানে চলে নাও যেতে পারে। সাধারণত বয়স একটু বেশী হলে এ রোগে আক্রান্ত হবার সম্ভাবনা খুব বেশী, তবে আজকাল অল্প বয়স্কদের মধ্যেও এ রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে, এমনকি নবজাতকেরও এ রোগ হয়। এ রোগ অনেক সময় ভয়ংকর রূপ ধারণ করতে পারে, এমন কি রোগীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। হার্নিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
হার্নিয়ার প্রকারভেদ | Types of Hernias:
অবস্থানের উপর নির্ভর করে হার্নিয়া ৭ প্রকার। যেমন
- ইঙ্গুইনাল হার্নিয়া (Inguinal Hernia): কুঁচকি স্থানের হার্নিয়া।
- ফেমোরাল হার্নিয়া (Femoral Hernia): কুঁচকি স্থানের নিচে জননাঙ্গের কাছাকাছি এর অবস্থান।
- স্ক্রুটাল হার্নিয়া (Scrotal Hernia): অণ্ডথলিতে নামে আসা হার্নিয়া।
- আম্বিলিকাল হার্নিয়া (Umbilical Hernia): নাভি স্থানের হার্নিয়া।
- ইনসিসোনাল হার্নিয়া (Incisional Hernia): পূর্বের সার্জারি করা স্থানের হার্নিয়া।
- স্পাইজেলিয়ান হার্নিয়া (Spigelian Hernia): উদরের উপরের ২ মাসেলের সংযোগ স্থানের হার্নিয়া।
- ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া (Epigastric Hernia): পাকস্থলীর উপরিভাগের হার্নিয়া।
হার্নিয়া হওয়ার কারণ কি? | What is the cause of Hernia?
বিভিন্ন কারণে এ রোগ হতে পারে। যেমন:
- ভারী জিনিস তোলা, আঘাত লাগা, কোষ্ঠকাঠিন্য, জোরে হাঁচি কাশি দেওয়া, বাঁশি বাজানো, জোরে চিৎকার বা বক্তব্য দেয়া প্রভৃতি কারণে এ রোগের সূচনা হতে পারে।
- ক্রমাগত হাঁটা, অত্যধিক পরিশ্রম করা, মলমূত্র ত্যাগ করার সময় জোরে কুন্থন দেওয়া, উদর পেশীর উপর তীব্র চাপ পড়া প্রভতি কারণেও এ রোগের সূচনা হতে পারে।
- কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যে ফিমোরাল বা ইংগুইনাল ক্যানেলে অধিক পরিমাণে চর্বি হওয়ার জন্য তার ফাঁকা বেড়ে যায়। পরে যদি দেহের চর্বি কমে যায় তখন ঐ ফাঁকা দিয়ে অন্ত্রের কিছু অংশ বেরিয়ে এসে হার্নিয়া হয়।
হার্নিয়ার লক্ষণসমূহ | Symptoms of Hernia:
হার্নিয়ায় আক্রান্ত রোগীরা বিশেষ লক্ষণ প্রকাশ করে থাকে। যেমন: জ্বর জ্বর ভাব এবং জ্বর দেখা দেয়, মাঝে মাঝে হেঁচকি এবং বমি হতে পারে। পেট ফুলে যায় এবং ভয়ানক ব্যথা অনুভব করে। রোগী ব্যথায় অস্থির হয়ে পড়ে। নাভি, কুঁচকি বা অণ্ডকোষ প্রভৃতি স্থান ফুলে উঠে। দাঁড়ালে ফোলার লক্ষণ বৃদ্ধি পায় এবং শুয়ে থাকলে ফোলার লক্ষণ কমে যায়। বারবার মলত্যাগের ইচ্ছা হয়, চাপ দিলে বা শুয়ে থাকলে, কাশি দিলে বা নিশ্বাস ফেললে ব্যথা বৃদ্ধি পায়। অন্ত্র যথাস্থানে ফিরে আসলে অবরুদ্ধ হয়ে অতিশয় ব্যথা ও বমির সৃষ্টি করে। যে হার্ণিয়া সহজে উদরে পুনরায় প্রবেশ করে ও তেমন ব্যথা সৃষ্টি করে না তাকে Simple Hernaia বলে। এটা তেমন মারাত্মক রোগ নয়। যে হার্নিয়া সহজে উদরে পুনঃপ্রবেশ করে না এবং প্রচণ্ড ব্যথা-বেদনার সৃষ্টি করে তাকে Obstructed Hernia বলে৷ এটা অতি ভয়ংকর রোগ। আবার অনেক সময় হার্নিয়ার স্থান ফুলে উঠে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন তাকে পুনঃ প্রবেশ করানোর আর কোন সম্ভাবনা থাকে না। এটা ভয়ংকর প্রকৃতির হার্ণিয়া- তাকে Strangulated Hernia বলে।
জটিল উপসর্গ: বেরিয়ে আসা অন্ত্র যদি যথাস্থানে প্রবেশ না করে তবে তা পচে যেতে শুরু করে এবং রোগীর জীবনের সংশয় দেখা দেয়। যদি এই হার্নিয়া রোগে আক্রান্ত রোগী দীর্ঘদিন পর্যন্ত ভুগতে থাকে তবে নানারূপ উৎকট উপসর্গ সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট স্থান পেকে পুঁজ সৃষ্টি হয়ে জটিল আকার ধারণ করে। অনেক সময় যদিও আমরা Simple Hernia কে তেমন গুরুত্ব সহকারে বিবেচনা করিনা কিন্তু যদি বারবার অন্ত্র নেমে পড়ে তবে সেটা মোটেও সাধারণ নয়, কারণ এটা থেকে নানাবিধ উপসর্গের সৃষ্টি হতে পারে। অনেক সময় Obstructed Hernia থেকে Strangulated Hernia হতে পারে। যারফলে ভয়ানক ব্যথা-বেদনা, প্রদাহ এবং জ্বর দেখা দিতে পারে। রোগী অসহ্য যন্ত্রণায় কষ্ট পায়। অনেক সময় যন্ত্রণায় রোগী অজ্ঞান হয়ে পড়তে পারে। হার্নিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পূর্ণ ঝুঁকি মুক্ত।
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক | HERNIA, INGUINAL: (8) |
অর্থ | কুঁচকিতে হার্নিয়া |
ঔষধ | 2 Calc, 1 Sil, 1 Lyc, 1 Nux-v, 1 Cina, 1 Sulph, 3 Aur, 2 Nit-ac, |
রুব্রিক | HERNIA, INGUINAL: Left, side: (1) |
অর্থ | শিশুর বাম কুঁচকিতে হার্নিয়া |
ঔষধ | 1 Nux-v, |
রুব্রিক | HERNIA, INGUINAL: Right, side: (2) |
অর্থ | শিশুর ডান কুঁচকিতে হার্নিয়া |
ঔষধ | 1 Lyc, 1 Aur, |
রুব্রিক | HERNIA, INFANTS: (16) |
অর্থ | ইনফ্যান্ট শিশুর হার্নিয়া |
ঔষধ | 2 Calc, 1 Sil, 1 Nat-m, 1 Lyc, 2 Cham, 3 Nux-v, 1 Bor, 1 Cina, 1 Op, 1 Sulph, 1 Acon, 1 Thuj, 1 Ant-c, 1 Psor, 1 Stann, 1 Sul-ac, |
রুব্রিক | HERNIA, INFANTS: Congenital, right side: (1) |
অর্থ | জন্মগতভাবে ইনফ্যান্ট শিশুর ডান কুঁচকিতে হার্নিয়া |
ঔষধ | 1 Lyc, |
রুব্রিক | HERNIA, INFANTS: Congenital, right side: Left side: (1) |
অর্থ | জন্মগতভাবে ইনফ্যান্ট শিশুর বাম কুঁচকিতে হার্নিয়া |
ঔষধ | 1 Nux-v, |
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন