হার্পিস জোস্টার হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

হার্পিস জোস্টার হোমিওপ্যাথিক চিকিৎসা

হার্পিস জোস্টার কি? | What is Herpes Zoster? 

হার্পিস একটি গ্রীক শব্দ, এর অর্থ হচ্ছে সুড় সুড় করা। সুতরাং এ রোগের বিশেষ লক্ষণ হচ্ছে সুড় সুড় করা বা কুট কুট করা এবং যন্ত্রণা বোধ করা। এ রোগটির ফলে শরীরের স্থানে স্থানে ছোট বড়, মাঝারি ধরনের ফোস্কা পড়ে। ফোস্কার চারপার্শে লালবর্ণ ও প্রদাহ হয়। ফোস্কার মধ্যে প্রথমে স্বচ্ছ পরে দুধের মত এক প্রকার তরল পদার্থ জমে। এর ভিতরের রস আপনা আপনি শুকিয়ে যায় এবং মামড়ি পড়ে। কোন কোন ক্ষেত্রে এই রোগ অত্যন্ত ভয়ংকর হয়ে উঠে। এটাকে অনেকে জেষ্টির বা জানা বলে অভিহিত করে থাকেন। এতে শরীরের অর্ধভাগ এবং অধিকাংশ ক্ষেত্রে ডানদিক আক্রান্ত হয়ে থাকে। এটা যদি সমস্ত শরীরে হয় তবে আশংকা দেখা দিতে পারে। হার্পিস কখনো কখনো মুখে, পেটে, কাঁধে হয়ে থাকে তবে অনেক সময় ম্যালেরিয়া, নিউমোনিয়া, মেনিনজাইটিস প্রভৃতি রোগে ঠোঁটে হয়ে থাকে। হার্পিস জোস্টার হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

হার্পিস জোস্টারের লক্ষণসমূহ কি? | What are the symptoms of Herpes Zoster? 

হার্পিস জোস্টার এক বিশেষ ধরনের চর্মরোগ। এতে চর্মের উপরে এক বা একাধিক জলপূর্ণ ফুস্কুড়ি বের হয়। সেগুলো চুলকায়, জ্বালা করে, সুড় সুড় করে, কুট কুট করে, দেখতে জ্বর ঠুঁটোর মত দেখায়। জলের ন্যায় তরল পদার্থ বের হয়ে শুকিয়ে যায় এবং শুকিয়ে গেলে উপরে চটা পড়ে। সে সাথে হালকা বা অধিক জ্বর হতে পারে এবং গা হাত-পায়ে ব্যথা হতে পারে। বিভিন্ন অঞ্চলের লোকের কাছে এই রোগ ভিন্ন ভিন্ন নামে পরিচিত। জ্বরের পর এই রোগ হলে জ্বরের উপশম হতে দেখা যায়। জ্বরঠুঁটোও হার্পিস জাতীয় রোগ। অনেকক্ষেত্রে এটার তেমন চিকিৎসার প্রয়োজন হয় না তবে কোন কোন ক্ষেত্রে ভয়ংকর হয়ে উঠে। এই রোগের ফোস্কা চর্মের উপর কিছুটা দলবদ্ধভাবে প্রকাশ পেতে দেখা যায়। কতগুলো জলপূর্ণ উদ্ভেদ বিশেষ একটি স্থানে প্রকাশ পায়। উদ্ভেদগুলো একজিমার ন্যায় সম্মিলিত থাকে না, তারা পৃথক পৃথকভাবে বের হয় এবং আক্রান্ত স্থানের ত্বকে প্রদাহ সৃষ্টি করে ও লালবর্ণ দেখায়। উদ্ভেদগুলোতে প্রথমে পরিষ্কার জলের মত রস থাকে পরে দুধের বর্ণ ধারণ করে এবং উদ্ভেদগুলো ফেটে গেলে ঐ স্থানের উপর মামড়ি পড়ে। এ মামড়ি ধীরে ধীরে শুকিয়ে খসে পড়ে।

হার্পিস কত প্রকার? | How many types of Herpes?

হার্পিসের লক্ষণ ও প্রকৃতি অনুসারে প্রধানত তিনভাগে ভাগ করা যায়, যথা- 

  • (ক) মুখমণ্ডলীয় হার্পিস (Herpes Facialis) 
  • (খ) ওষ্ঠ সম্বন্ধীয় হার্পিস বা জ্বরঠুঁটো (Herpes Faleialis) 
  • (গ) জননাঙ্গ সম্বন্ধীয় হার্পিস (Herpes Progentitals)

(ক) মুখমণ্ডলীয় হার্পিস: এ রোগ সাধারণত কপালে, মুখমণ্ডলের নিম্নাংশে, মুখের কোণে, ওষ্ঠে ও নাকের ছিদ্রে প্রকাশ পায়। এতে কখনো চুলকানি থাকে আবার কখনো চুলকানি থাকে না তবে জ্বালা যন্ত্রণা কিছুটা থাকে। সামান্য টান লাগলে বা স্পর্শ করলে বেশ ব্যথা অনুভব হয়। 

(খ) ওষ্ঠ সম্বন্ধীয় হার্পিস: এটাকে অনেক সময় জ্বর ঠুঁটো বলে। সবিরাম বা অন্যান্য প্রকার জ্বর হলে এই রোগ লক্ষণটি ঠোঁট বা ওষ্ঠের উপরে প্রকাশ পায়। জ্বরঠুঁটো রোগটি আমাদের দেশে অতি পরিচিত। এতে ব্যথা থাকে না সামান্য জ্বালা ও চুলকানি থাকে। ফুস্কুড়িগুলো আনারের দানার ন্যায় চকচকে এবং জলপূর্ণ থাকে। দুই তিনদিনের মধ্যেই ফেটে জলের মত রসানি পড়তে থাকে এবং ধীরে ধীরে শুকিয়ে যায়। অনেক সময় এর চিকিৎসার প্রয়োজনও হয় না।

(গ) জননাঙ্গ সম্বন্ধীয় হার্পিস: এ রোগটি নারী-পুরুষ উভয়েরই বিশেষ করে ২০-৪০ বছরের মধ্যে প্রকাশ পেতে দেখা যায়। সাধারণত স্ত্রী জননাঙ্গের বাইরের দিকে এবং পুরুষদের লিঙ্গমুণ্ডে ও লিঙ্গ আবরকের চামড়ার উপর ছোট ছোট ফুস্কুড়ির ন্যায় উদ্ভেদ প্রকাশ পায়। অনেক সময় অণ্ডকোষ ও জননেন্দ্রিয়ের উপরেও এই জাতীয় উদ্ভেদ দেখা যায়। ফুস্কুড়িগুলো আকারে খুব বড় হয় না এবং ঝাঁকে ঝাঁকে হয়ে থাকে। এরা সম্মিলিতভাবে থাকে না ছড়ানো-ছিটানো অবস্থায় থাকে। এটি সিফিলিস জাতীয় স্যাংকার নয়। এই রোগ অনেক সময় স্ত্রীলোকের ভগৌষ্ট ও ভগাঙ্গাকুর প্রভৃতি অংশে দেখা যায়। চুলকায়, জ্বালা করে। যেহেতু এগুলো দলবদ্ধভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ফুস্কুড়ি আকারে প্রকাশ পায় সেহেতু ফুসকুড়ি গুলো ফেটে আক্রান্ত স্থানটিতে অগভীর ক্ষতের সৃষ্টি করে। হার্পিসের ক্ষত এবং ক্যান্সারের ক্ষত বুঝতে কঠিন হয় না কারণ হার্পিসের ক্ষত কখনো গভীর হয় না এবং উদ্ভেদগুলো ছাড়া ছাড়াভাবে প্রকাশ পায়।

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

রুব্রিক HERPES, CHILDREN: Anus, about:  (7)
অর্থ শিশুর মলদ্বারের নিকটে হার্পিস 
ঔষধ 2 Nat-m, 1 Lyc, 1 Med, 2 Thuj, 2 Graph, 3 Petr, 2 Berb,
রুব্রিক HERPES, CHILDREN: Mouth, around:  (17)
অর্থ শিশুর মুখের ধারে হার্পিস 
ঔষধ 1 Phos, 3 Nat-m, 1 Ars, 2 Sep, 2 Bor, 1 Med, 3 Rhus-t, 1 Sulph, 1 Kreos, 2 Hep, 1 Cic, 1 Mag-c, 2 Par, 1 Am-c, 1 Anac, 1 Con, 1 Nat-c,
রুব্রিক HERPES, CHILDREN: Mouth, around: Cutting:  (1)
অর্থ শিশুর মুখের ধারে হার্পিস, ফাটা ফাটা ও কাটা কাটা 
ঔষধ 1 Phos,
রুব্রিক HERPES, CHILDREN: Mouth, around: Sharp, stitching:  (1)
অর্থ শিশুর মুখের ধারে হার্পিস, তাতে সূচ বা ধারালো কিছু দিয়ে আঘাত করার মতো বেদনা 
ঔষধ 1 Phos,
রুব্রিক HERPES, CHILDREN: Mouth, corners of:  (7)
অর্থ শিশুর মুখের কর্নারে হার্পিস 
ঔষধ 1 Phos, 1 Ph-ac, 2 Lyc, 1 Sep, 1 Med, 2 Sulph, 1 Carb-v,
রুব্রিক HERPES, CHILDREN: Mouth, corners of: Below:  (2)
অর্থ শিশুর মুখের কর্নারের নিচের দিকে হার্পিস 
ঔষধ 2 Nat-m, 2 Calc-f

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন