হিক্কার হোমিও চিকিৎসা
হিক্কা কি? | What is Hiccups?
হিক্কা বা হেঁচকি হলো ডায়াফ্রামের অনৈচ্ছিক আকস্মিক সংকোচন। ডায়াফ্রাম হলো একটি পেশী যা আমাদের বুকের অংশকে পেটের অংশ থেকে আলাদা করে এবং শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উক্ত ডায়াফ্রাম আকস্মিক সংকুচিত হলে আমাদের ভোকাল কর্ড আকস্মিক বন্ধ হয়ে যায়, যারফলে “হিক হিক” করে এক ধরণের শব্দ তৈরি করে তাকেই “হিক্কা বা হেঁচকি” বলা হয়। হেঁচকির ফলে বুকে, পেটে বা গলায় সামান্য শক্তবোধ হতে পারে। হিক্কার হোমিও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
অতিরিক্ত খাবার, অ্যালকোহলযুক্ত পানীয়, কার্বনেটেড পানীয়, আকস্মিক উত্তেজনা ইত্যাদির ফলে হেঁচকি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে হেঁচকি সাধারণ বিষয়, মাত্র কয়েক মিনিটটে ঠিক হয়ে যায়। মাঝে মাঝে হেঁচকি কয়েক মাস ধরে চলতে পারে। এরফলে ওজন হ্রাস এবং ক্লান্তিবোধ হতে পারে।
কখন ডাক্তার দেখাবেন? | When to see a doctor?
হেঁচকি যদি ৪৮ ঘন্টার বেশি স্থায়ী হয় বা এতটাই তীব্র হয় যে খাওয়া, ঘুম বা শ্বাস নিতে সমস্যা সৃষ্টি করে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
হেঁচকির কারণসমূহ কি? | What are the causes of Hiccups?
সাধারণত ৪৮ ঘন্টারও কম সময় ধরে হেঁচকির জন্য কারণগুলির মধ্যে রয়েছে:
- কোমল পানীয় পান করা
- অত্যধিক অ্যালকোহল পান করা
- খুব বেশি খাওয়া
- উত্তেজনা বা মানসিক চাপ
- হঠাৎ তাপমাত্রার পরিবর্তন
- চুইংগাম চিবানোর সময় বাতাস গিলা বা চকলেট চোষা
৪৮ ঘন্টার বেশি সময় ধরে চলা হেঁচকি বিভিন্ন কারণে হতে পারে। যেমন:
- দীর্ঘমেয়াদী হেঁচকির একটি কারণ হলো ডায়াফ্রাম পেশীর ভ্যাগাস নার্ভ বা ফ্রেনিক নার্ভ ড্যামেজ বা ইরিটেশন
- কানে একটি চুল বা অন্য কিছু কানের পর্দায় স্পর্শ করা
- ঘাড়ে টিউমার, সিস্ট বা গলগন্ড
- গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স
- গলা ব্যথা বা ল্যারিঞ্জাইটিস
- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অসুস্থতা
- এনসেফালাইটিস
- মেনিনজাইটিস
- একাধিক স্ক্লেরোসিস
- স্ট্রোক
- ট্রমা সংক্রান্ত ব্রেইনে আঘাত
- টিউমার
- খাবার পরিপাক সংক্রান্ত সমস্যা
- স্টেরয়েড যুক্ত ঔষধ সেবন
- এনজাইটি নিবারক ঔষধ (ট্রানকুইলাইজার)
- মদ্যপান
- এনেস্থেশিয়া
- বারবিটুরেটস
- ডায়াবেটিস
- ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা
- কিডনীর অসুস্থতা
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক | INFANTS, GENERAL: Hiccough: (11) |
অর্থ | ইনফ্যান্ট শিশুর হিক্কা |
ঔষধ | 3 Nux-v, 2 Bell, 2 Puls, 1 Acon, 1 Verat, 2 Hyos, 1 Stram, 1 Ign, 1 Ip, 2 Nux-m, 1 Cic, |
রুব্রিক | MARASMUS, CHILDREN: Jerking, hiccough after nursing, and belching without bringing up food: (1) |
অর্থ | অপুষ্টি জনিত শীর্ণ শিশুর শরীর ঝাঁকি দিয়ে উঠে, দুধ পান করার পর হিক্কা হয় এবং খাবার বের না হয়ে ঢেঁকুর হয়। (রোগ পরিচিতি পর্বের ৩১ নং রোগ দেখুন) |
ঔষধ | 2 Teucr, |
রুব্রিক | HICCOUGHS, CHILDREN: (4) |
অর্থ | হিক্কা দেয়া, শিশুদের |
ঔষধ | 2 Nux-v, 1 Bor, 1 Ign, 1 Ip, |
রুব্রিক | HICCOUGHS, CHILDREN: Infants: (11) |
অর্থ | ইনফ্যান্ট শিশুদের হিক্কা দেয়া |
ঔষধ | 3 Nux-v, 2 Bell, 2 Puls, 1 Acon, 1 Verat, 2 Hyos, 1 Stram, 1 Ign, 1 Ip, 2 Nux-m, 1 Cic, |
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন