বন্ধ্যত্ব (Infertility)
দুই বৎসর বা তার থেকে বেশি সময় চেষ্টা করার পড়েও গর্ভধারণে ব্যার্থ হলে তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বন্ধ্যত্ব বলে। ৮% দম্পতি বন্ধ্যত্বের শিকার হন। বন্ধ্যত্ব স্বামী বা স্ত্রী উভয়ের কারণে হতে পারে। বন্ধ্যত্ব দু ধরনের যথা:
- প্রাথমিক বন্ধ্যত্ব (Primary infertility): বিবাহের পর সকল সুবিধা থাকা সত্ত্বেও কখনই গর্ভধারণ না হওয়াকে প্রাথমিক বন্ধ্যত্ব বলে।
- পরবর্তী বা দ্বিতীয় পর্যায়ের বন্ধ্যত্ব (Secondary infertility): কোন মহিলা প্রথম বার গর্ভধারণের পর দ্বিতীয় বার আর যদি গর্ভধারণ করতে না পারে তবে তাকে পরবর্তী বা দ্বিতীয় পর্যায়ের বন্ধ্যত্ব বলে।
কারণ (Cause):
বন্ধ্যত্ব স্বামী বা স্ত্রী যে কোন একজনের কারণে হতে পারে। কিন্তু আমাদের সমাজে অন্যায় ভাবে শুধুমাত্র স্ত্রীদেরকে দোষারোপ করা হয় এমন কি কোন কোন ক্ষেত্রে স্বামীকে দ্বিতীয় বা তৃতীয় বিয়েতে উৎসাহিত করা হয়।
ক) স্বামীর কারণে বন্ধ্যত্ব:
- স্বামীর বীর্যে প্রয়োজনীয় সংখ্যক শুক্রাণু না থাকলে।
- মৃত শুক্রাণু বা শুক্রাণু বিহীন বীর্যের কারণে
- একটি অণ্ডকোষ/লুপ্ত প্রায় অণ্ডকোষ/অণ্ডকোষ জন্মগত ভাবে না থাকলে।
- অণ্ডকোষের প্রদাহ, মাম্পস বা গলা ফুলা রোগের প্রদাহের কারণে।
- বিকৃত শুক্রাণু থাকলে।
- যৌন ক্রিয়ায় অক্ষম হলে।
- শুক্রাণু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় তাপ ও পরিবেষ অণ্ড কোষে না থাকলে।
- যৌনাঙ্গে যক্ষ্মা, গনোরিয়া প্রভৃতি রোগ থাকলে।
খ) স্ত্রীর কারণে বন্ধ্যত্ব:
- যদি জরায়ুর আকার ছোট হয়।
- ডিম্বাশয় যদি সঠিক ভাবে কাজ না করে।
- মাসিকের গণ্ডগোল থাকলে।
- বস্তি কোটরের প্রদাহ হলে।
- বংশগত।
- জরায়ুতে টিউমার হলে।
- যক্ষ্মা গনোরিয়া ইত্যাদি রোগ হলে।
উল্লেখিত কারণগুলো ছাড়াও স্ত্রীর ডিম্ব ক্ষরণের সময় যৌনমিলন না হলে গর্ভধারণ হয় না।
রোগ নির্ণয়ে পরীক্ষা (Diagnosis):
বন্ধ্যত্বের কারণ নির্ণয়ে প্রথমে স্বামীর বীর্য পরীক্ষা করে দেখতে হবে। এবং স্বামীর শারীরিক পরীক্ষা করে দেখতে হবে। যদি কোন অসুবিধা ধরা না পড়ে তখন স্ত্রীকে পরীক্ষা করতে হবে। স্ত্রীর পরীক্ষাগুলো ব্যয়বহুল বিধায় প্রথমে স্বামীকে পরীক্ষা করা উচিত।
পরামর্শ (Consultation):
যদি কোন দম্পতির একবারেই সন্তান না হয় অথবা সন্তান হওয়ার পর দ্বিতীয় সন্তান কাঙ্ক্ষিত সময়ে না হয় তবে তাদেরকে নিন্মলিখিত পরামর্শ দেয়া উচিত:
- স্বামী ও স্ত্রীকে আশ্বস্ত করে দুশ্চিন্তা কমাতে হবে (সব ঠিক থাকার পরেও শতকরা ২০ ভাগ দম্পতির ১ বছরে বাচ্চা নাও হতে পারে, শতকরা ১০ ভাগ দম্পতির ২ বছরে বাচ্চা নাও হতে পারে)।
- স্ত্রীর ডিম্বক্ষরনের সময় অর্থাৎ মাসিক শুরুর ১১ তম দিন থেকে ১৮ তম দিন পর্যন্ত প্রতিদিন সম্ভব না হলে ১ দিন পরে পরে স্বামীর সাথে মিলনের পরামর্শ দিতে হবে।
- স্বামীর বা স্ত্রীর কোন জটিল রোগ বা যৌন রোগ থাকলে তার চিকিৎসা করাতে হবে। স্বামী বা স্ত্রীর ধূমপান, মদ্যপান, যে কোন নেশা গ্রহণ, একনাগাড়ে দীর্ঘদিন এন্টিহিস্টামিন খাওয়া বর্জন করতে হবে। অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ওজন থাকলে কমাতে হবে।
নারীদের বন্ধাত্বের হোমিওপ্যাথি চিকিৎসা:
এ রোগে আক্রান্ত রোগীকে সম্পূর্ণ আরোগ্য দেয়ার লক্ষে একজন হোমিওপ্যাথি চিকিৎসককে ৩ ধাপে লক্ষণ সংগ্রহ করতে হয়।
- ১. ফিজিক্যাল লক্ষণ
- ২. জেনারেল লক্ষণ
- ৩. মনো লক্ষণ
এখন আমি নারীর বন্ধাত্বের সম্ভাব্য ফিজিক্যাল লক্ষণ নিয়ে আলোচনা করবো। এর মাধ্যমে রোগটি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা হবে।
অন্তত ১৩ টি বিষয়ের উপর ভিত্তি করে বন্ধাত্বে আক্রান্ত নারীর ফিজিক্যাল লক্ষণ সমূহ চিরনি অনুসন্ধান করতে হয়।
- ১. বন্ধাত্ব সম্পর্কিত ২২ টি লক্ষণ।
- ২. জরায়ু সম্পর্কিত ৭১৭ টি লক্ষন।
- ৩. ডিম্বকোষ সম্পর্কিত ৪৫৮ টি লক্ষন।
- ৪. ফেলোপিয়ন টিউব সম্পর্কিত ৩ টি লক্ষন।
- ৫. সার্ভিক্স সম্পর্কিত সম্পর্কিত ৪০ টি লক্ষন।
- ৬. ভেজাইনা সম্পর্কিত ২৪০ টি লক্ষন।
- ৭. জননাঙ্গ সম্পর্কিত ৮০০ টি লক্ষন।
- ৮. যৌনাচার সম্পর্কিত ২৩০ টি লক্ষন।
- ৯. ঋতুস্রাব সম্পর্কিত ২৭০০ টি লক্ষন।
- ১০. রক্তস্রাব সম্পর্কিত ২৩০ টি লক্ষন।
- ১১. সাদাস্রাব সম্পর্কিত ৫৬০ টি লক্ষন।
- ১২. গর্ভপাত সম্পর্কিত ২৮৩ টি লক্ষন।
- ১৩. অন্যান্য প্রাসঙ্গিক লক্ষণ সমূহ।
১. বন্ধাত্ব সম্পর্কিত ২৩ টি লক্ষণ।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- Female – INFERTILITY বন্ধাত্ব dulc. Eup-pur. Ferr. Ferr-p. Fil. form. Goss. Graph. helon. Hyos. Iod. Kali-br. kali-c. Kreos. Lach. lappa lec. lil-t. mang. Med. Merc. mill. mit. NAT-C. NAT-M. nat-p. Nux-m. nux-v. Orig. Ov. Phos. phyt. pituin. Plat. plb. Puls. ruta Sabal Sabin. sec. Senec. SEP. Sil. Sul-ac. sulph. Syph. ther. vib. wies. x-ray Zinc.
- Female – INFERTILITY – atrophy of breasts and ovaries বন্ধাত্ব এবং স্তন ও ডিম্বকোষের শুষ্কতা
- Female – INFERTILITY – non retention of semen, from স্বামী বীর্য ধারন করে রাখতে অক্ষমতার কারনে বন্ধাত্ব nat-c.
- Female – INFERTILITY – ovarian atony, from দুর্বল হওয়ার কারনে বন্ধাত্ব eup-pur.
- Female – INFERTILITY – profuse, menstrual flow, fromঅত্যধিক রজঃস্রাব এর কারনে বন্ধাত্ব merc. mill. Nat-m. phos. sul-ac. Sulph.
- Female – INFERTILITY – profuse, menstrual flow, from – and too early অত্যধিক রজঃস্রাব এবং মাস পুর্ন হওয়ার পূর্বেই পরবর্তী রজঃস্রাব হওয়ার কারনে বন্ধাত্ব
- Female – INFERTILITY – profuse, menstrual flow, from – and too early or too lateঅত্যধিক রজঃস্রাব এবং কখনো মাস পুর্ন হওয়ার পূর্বে ও কখনো মাস পুর্ন হওয়ার পরে পরবর্তী রজঃস্রাব হওয়ার কারনে বন্ধাত্ব
- Female – INFERTILITY – sexual desire, excesses, withঅত্যাধিক পরিমানে স্বামী সহবাসের ইচ্ছার সহিত বন্ধাত্ব cann-i. Kali-br. Orig. Phos. Plat.
- Female – INFERTILITY – without কোন প্রকার লক্ষণ ছাড়া বন্ধাত্ব nat-m. sep.
- Female – INFERTILITY – sycotic সাইকোসিস মায়াজম ঘটিত বন্ধাত্ব thuj.
- Female – INFERTILITY – vagina discharge, withবন্ধ্যাত্বের সহিত সাদাস্রাব যায় Kreos. Nat-c.
- Female – INFERTILITY – vagina discharge, with – acid, from বন্ধ্যাত্বের সহিত ক্ষতকর সাদাস্রাব যায় Nat-p.
- Female – INFERTILITY – weakness, from শারীরিক দুর্বলতার সহিত বন্ধাত্ব merc. sil.
- Female – MENSES, general – frequent, too early, too soon – infertility, inঅতি তাড়াতাড়ি বার বার ঋতুস্রাব হওয়ার কারনে বন্ধাত্ব Sulph.
- Female – MENSES, general – late, menses, too – infertility, in বিলম্বে ঋতুস্রাব হওয়ার কারনে বন্ধাত্ব
- Female – MENSES, general – profuse – infertility, in অত্যাধিক রজঃস্রাব হওয়ার কারনে বন্ধাত্ব Mill. Phos. Sulph.
- Female – MENSES, general – scanty – infertility, inঅত্যল্প রজঃস্রাব হওয়ার কারনে বন্ধাত্ব
- Female – SEXUAL, desire – increased – infertile women, in বন্ধাত্ব মহিলাদের যৌন আকাংখা বৃদ্ধি cann-i.
- Pregnancy – MISCARRIAGE, general, spontaneous abortion – tendency, to miscarriage – frequent and early, ovum expelled at every menstrual period causing infertility গর্ভপাত হওয়ার প্রবণতা, প্রতি ঋতুস্রাবের পূর্বে বার বার ডিম্বাণু নিঃস্বরিত কারনে বন্ধাত্ব
- CHEST – ATROPHY – Mammae – infertility, with বন্ধাত্বের সহিত স্তনের শুষ্কতা
- Female – DYSMENORRHEA, painful menses – infertility, in বন্ধাত্বের সহিত বেদনাযুক্ত ঋতুস্রাব nat-m. sep.
- Male – SPERM, low count of, infertility পুরুষের শুক্রের পরিমান কম হওয়ায় বন্ধ্যাত্ব x-ray
- Mind – DEPRESSION, sadness – infertility, from বন্ধাত্বের কারনে বিষণ্ণতা nat-m.
২. জরায়ু সম্পর্কিত ৭১৭ টি লক্ষন।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- Female – TUMORS, genitalia – tumors, uterus জরায়ুর টিউমার
- Female – PAIN, uterus জরায়ুতে বেদনা
- Female – ANTEVERSION, of uterus সামনের দিকে ঝুঁকানো জরায়ু
- Female – DISPLACEMENT, of uterus জরায়ুর স্থানচ্যুতি
- Female – PROLAPSED, uterus জরায়ুর বহিনির্গমন
- Female – RETROVERSION, of uterus পিছন দিকে ফিরানো জরায়ু
- Female – BEARING down pain, genitalia and uterus জরায়ু ও জননাঙ্গে নিম্নদিকে ঠেলামারা বেদনা
- FEMALE GENITALIA/SEX – ATROPHY – Uterus জরায়ুর শুষ্কতা
- Female – ENDOMETRIOSIS, acute জরায়ুর দেয়াল সম্পর্কিত অসুস্থতা ও ব্যথা
৩. ডিম্বকোষ সম্পর্কিত ৪৫৮ টি লক্ষন।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- Female – PAIN, ovaries ডিম্বকোষে বেদনা
- Female – CYSTS, genitalia – cysts, ovarian ডিম্বকোষে সিস্ট
- Female – TUMORS, genitalia – tumors, ovaries ডিম্বকোষে টিউমার
- FEMALE GENITALIA/SEX – ATROPHY – Ovaries ডিম্বকোষের শুষ্কতা
৪. ফেলোপিয়ন টিউব সম্পর্কিত ৩ টি লক্ষন।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- Female – SALPINGITIS, inflammation of fallopian tubes ফেলোপিয়ন টিউবের প্রদাহ
৫. সার্ভিক্স সম্পর্কিত সম্পর্কিত ৪০ টি লক্ষন।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- Female – CERVICITIS, inflammation, cervix জরায়ু মুখের প্রদাহ
৬. ভেজাইনা সম্পর্কিত ২৪০ টি লক্ষন।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- Female – PAIN, vagina জুনিপথের বেদনা
- Female – INSENSITIVITY, vagina – sex, during সহবাসের সময় জুনিপথের অনুভূতিহীনতা
- Female – VAGINISMUS, vagina জুনিপথের আক্ষেপ
- Female – VAGINISMUS, vagina – painful, during sex সহবাসের সময় জুনিপথের বেদনা যুক্ত আক্ষেপ
- Female – FLATUS, vagina, from জুনিপথের বায়ু নিঃস্বরণ
৭. জননাঙ্গ সম্পর্কিত ৮০০ টি লক্ষন।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- Female – PAIN, genitalia জননাঙ্গে ব্যথা
- Female – TINGLING, genitalia, voluptuous স্ত্রী জননান্দ্রিয়ে ঝিনঝিনকর কামোদ্দীপক অনুভূতি
- Female – INFLAMMATION, genitalia জননাঙ্গের প্রদাহ
- Female – TUMORS, genitalia জননাঙ্গে টিউমার
৮. যৌনাচার সম্পর্কিত ২৩০ টি লক্ষন।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- Female – SEXUAL, behavior – aversion to sex সহবাসে অনিচ্ছা
- Female – SEXUAL, behavior – enjoyment absent সহবাসের উপভোগ্যতার অনুপস্থিতি
- Female – SEXUAL, behavior – excesses, agg. সহবাসের অত্যধিক ইচ্ছা
- Female – SEXUAL, behavior – excitement, agg. যৌন উত্তেজনায় বৃদ্ধি
- Female – SEXUAL, behavior – masturbation, ailments from হস্তমৈথুনের ফলে অসুস্থতা
- Female – SEXUAL, behavior – masturbation, disposition to হস্তমৈথুনের বদঅভ্যাস
- Female – SEXUAL, behavior – nymphomania নারীদের অত্যধিক কামোত্তেজনা
- Female – SEXUAL, behavior – painful বেদনা যুক্ত সহবাস
- Female – SEXUAL, desire – increased সহবাসে ইচ্ছা বৃদ্ধি
- Female – SEXUAL, desire – suppression of, agg. সহবাসের ইচ্ছা অবদমিত করার ফলে অসুস্থতা
৯. ঋতুস্রাব সম্পর্কিত ২৭০০ টি লক্ষন।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- Female – MENSES, general ঋতুস্রাব
- Female – MENSES, general – before, agg. ঋতুস্রাবের পূর্বে বৃদ্ধি
- Female – MENSES, general – bloody, mucus রক্তময় মিউকাস যুক্ত ঋতুস্রাব
- Female – MENSES, general – dark ঋতুস্রাবের রক্ত কালচে
- Female – MENSES, general – feels, like coming যেন ঋতুস্রাব হবে এমন অনুভূতি
- Female – MENSES, general – frequent, too early, too soon নিদৃষ্ট সময়ের পূর্বে ঋতুস্রাব
- Female – MENSES, general – hot ঋতুস্রাবের রক্ত গরম
- Female – MENSES, general – intermittent সবিরাম ঋতুস্রাব
- Female – MENSES, general – irregular অনিয়মিত ঋতুস্রাব
- Female – MENSES, general – late, menses, too বিলম্বিত ঋতুস্রাব
- Female – MENSES, general – short, duration অল্প সময়ের ঋতুস্রাব
- Female – AMENORRHEA, menses absent ঋতুস্রাব অনুপস্থিত
- Female – DYSMENORRHEA, painful menses বেদনা যুক্ত ঋতুস্রাব
১০. রক্তস্রাব সম্পর্কিত ২৩০ টি লক্ষন।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- Female – BLEEDING, uterus, metrorrhagia ঋতুস্রাব ব্যাতিত জরায়ুর রক্তস্রাব
১১. সাদাস্রাব সম্পর্কিত ৫৬০ টি লক্ষন।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- FEMALE GENITALIA/SEX – LEUKORRHEA সাদাস্রাব
- FEMALE GENITALIA/SEX – LEUKORRHEA – abortion, with history of গর্ভপাতের ইতিহাস সহ সাদাস্রাব
- FEMALE GENITALIA/SEX – LEUKORRHEA – acrid, excoriating সাদাস্রাবের প্রভাবে চামড়া ছিলে যায়
- FEMALE GENITALIA/SEX – LEUKORRHEA – cream-like ক্রিমের মত সাদাস্রাব
- FEMALE GENITALIA/SEX – LEUKORRHEA – gonorrheal গনোরিয়া ঘটিত সাদাস্রাব
- FEMALE GENITALIA/SEX – LEUKORRHEA – hair falling off সাদাস্রাবের প্রভাবে জননাঙ্গের চুল পরে যায়
- FEMALE GENITALIA/SEX – LEUKORRHEA – itching সাদাস্রাবের কারনে চুলকায়
- FEMALE GENITALIA/SEX – LEUKORRHEA – jellylike জেলির মত সাদাস্রাব
১২. গর্ভপাত সম্পর্কিত ২৮৩ টি লক্ষন।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- Pregnancy – MISCARRIAGE, general, spontaneous abortion গর্ভপাত
১৩. অন্যান্য প্রাসঙ্গিক লক্ষণ সমূহ।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- Female – GONORRHEA গনোরিয়া
- Female – PERITONITIS, pelvic স্ত্রী জননান্দ্রিয়ের আবরন ঝিল্লীর প্রদাহ
- Female – CHEESY, deposits, genitalia স্ত্রী জননান্দ্রিয়ে পনিরের মত জমে
উপসংহার:
জেনারেল ও মনো লক্ষণের নির্দিষ্টতা নেই, রোগীদের মাঝে কখন কোন লক্ষণ পাওয়া যাবে তা পূর্ব থেকে বলা যায়না সুতরাং এ বিষয়ে আমাদের পূর্বাপর অধ্যয়ন করতে হবে।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে নারীদের বন্ধাত্বের হোমিওপ্যাথি চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
How can I contact you at your Dhaka Branch to get an appointment?
অক্টোবর ২০১৫ শুভ উদ্ভোদন করা হবে