অনিদ্রার হোমিওপ্যাথিক চিকিৎসা
অনিদ্রা কি? | What Is Insomnia?
অনিদ্রা হলো ঘুমের ব্যাধি, যারফলে ঘুমিয়ে থাকতে সমস্যা হয়। এমন অবস্থা স্বল্পমেয়াদী হতে পারে বা দীর্ঘস্থায়ীও হতে পারে। তীব্র অনিদ্রা হলে ১ রাত থেকে কয়েক সপ্তাহ স্থায়ী হয়। যখন ৩ মাস বা তার বেশি সময় ধরে সপ্তাহে কমপক্ষে ৩ রাত ঘুম না হয় তখন তাকে দীর্ঘস্থায়ী অনিদ্রা বলা হয়। অনিদ্রার হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
অনিদ্রার প্রকারভেদ | Types of Insomnia
দুই ধরনের অনিদ্রা আছে: প্রাইমারী ও সেকেন্ডারি।
- প্রাইমারী অনিদ্রা: যে অনিদ্রা শারীরিক অন্য কোনো সমস্যার সাথে সম্পর্ক যুক্ত নয় তাকে প্রাইমারী অনিদ্রা বলে।
- সেকেন্ডারি অনিদ্রা: যে অনিদ্রা শারীরিক অন্য কোনো সমস্যার সাথে সম্পর্ক যুক্ত, যেমন হাঁপানি, বিষণ্নতা, আর্থ্রাইটিস, ক্যান্সার, বুকজ্বালা ইত্যাদি কারণে ঘুমাতে সমস্যা হয় তাকে সেকেন্ডারি অনিদ্রা বলে।
অনিদ্রার নানান রকম বৈশিষ্ট:
- ঘুমের শুরুতেই অনিদ্রা: এর মানে আপনার ঘুমাতে সমস্যা হচ্ছে।
- সময়সূচী সংক্রান্ত অনিদ্রা: এমনটি ঘটে যখন যথা সময়ের পরে বা পূর্বে ঘুমাতে গেলে।
- মিশ্র অনিদ্রা: রাতের একটা সময় ভালো ঘুম হবে এবং একটা সময় ঘুম হবে না গড়াগড়ি করবে।
অনিদ্রার কারণসমূহ: | Insomnia Causes:
অনিদ্রার প্রাথমিক কারণগুলির মধ্যে রয়েছে:
- জীবনের বড় ঘটনাগুলির সাথে সম্পর্কিত মানসিক চাপ, যেমন চাকরি হারানো বা পরিবর্তন, প্রিয়জনের মৃত্যু, বিবাহবিচ্ছেদ ইত্যাদি
- চারপাশের পরিবেশ যেমন শব্দ, আলো, তাপমাত্রা ইত্যাদি
- ঘুমের সময়সূচীতে পরিবর্তন
- জিনগত বিশিষ্ট, গবেষণায় দেখা গেছে যে পারিবারিকভাবে অনিদ্রার প্রবণতা চলতে পারে।
অনিদ্রার মাধ্যমিক কারণগুলির মধ্যে রয়েছে:
- মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন হতাশা ও উদ্বেগ-উৎকণ্ঠা
- সর্দি, অ্যালার্জি, বিষণ্নতা, উচ্চ রক্তচাপ এবং হাঁপানির ঔষধ সেবন
- রাতে ব্যথা বা অস্বস্তি
- ক্যাফেইন, তামাক বা অ্যালকোহল পান করা
- হাইপারথাইরয়েডিজমসহ অন্যান্য এন্ডোক্রাইন সমস্যা
- গর্ভাবস্থা
- আলঝেইমার রোগ, এডিএইচডি, ডিমেনশিয়া ইত্যাদিসহ নিদ্রায় সমস্যা ঘটায় এমন রোগসমূহ
- মহিলাদের পিএমএস ও মেনোপজ সময়।
অনিদ্রার জটিলতাসমূহ | Insomnia Complications
নিদ্রা আমাদের শরীর ও মনের অতি গুরুত্বপূর্ণ বিষয়, ঘুমের মাধ্যমে আমাদের ব্রেইনসহ প্রতিটি অঙ্গ নিজেদের মেরামত করে সতেজ করে তোলে। কোনোকিছু বুঝতে পারা ও মনে রাখতে পারার জন্য নিদ্রা গুরুত্বপূর্ণ। অনিদ্রার কারণে নিম্নে উল্লেখিত সমস্যাসমূহ হতে পারে:
- উচ্চ রক্তচাপ, স্থূলতা ও বিষণ্নতার মতো স্বাস্থ্য সমস্যার উচ্চ ঝুঁকি
- বয়স্ক মহিলাদের মাথা ঘুরে পড়ে যাওয়ার ঝুঁকি বেশি
- কোনো বিষয়ে ফোকাস করতে সমস্যা হবে
- দুশ্চিন্তা ঝেঁকে ধরবে
- সহজেই বিরক্ত হওয়া
- ধীর প্রতিক্রিয়া দেখানো।
অনিদ্রা প্রতিরোধ | Insomnia Prevention
ভাল ঘুমের অভ্যাস (যাকে ঘুমের স্বাস্থ্যবিধিও বলা হয়) আপনার অনিদ্রা প্রবণতাকে জয় করতে সহায়তা করবে, যেমন:
- প্রতি রাতে একই সময়ে ঘুমাতে যান ও প্রতিদিন সকালে একই সময়ে উঠুন, দিনের বেলা না ঘুমানোর চেষ্টা করুন, ঘুমানোর আগে ফোন বা ই-বুক ব্যবহার করবেন না
- দিনের শেষ দিকে ক্যাফেইন, নিকোটিন ও অ্যালকোহল এড়িয়ে চলুন
- নিয়মিত ব্যায়াম করুন। বিশেষজ্ঞরা ঘুমানোর অন্তত ৩ থেকে ৪ ঘণ্টা আগে ব্যায়াম করার পরামর্শ দেন
- ঘুমানোর পূর্বে ভারী খাবার খাবেন না। তবে শোবার আগে হালকা নাস্তা ঘুমাতে সাহায্য করতে পারে
- আপনার বেডরুমকে আরামদায়ক করুন। যেমন অন্ধকার, শান্ত, খুব বেশি গরম বা খুব ঠান্ডা নয়। বাইরের আলোর কারণে সমস্যা হলে স্লিপিং মাস্ক ব্যবহার করুন। বাইরের শব্দ থেকে বাঁচতে ইয়ারপ্লাগ ব্যবহার করুন
- বিছানায় যাওয়ার পূর্বে বই পড়ুন, গোসল করুন ও ধর্মীয় বানী শুনুন
- ঘুম ও যৌনতা ছাড়া অন্য কিছুর জন্য আপনার বিছানা ব্যবহার করবেন না ইত্যাদি।
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক | INSOMNIA, CHILDREN: (20) |
অর্থ | শিশুদের অনিদ্রার জন্য ব্যবহৃত ঔষধসমূহ |
ঔষধ | 1 Calc, 3 Cham, 3 Carc, 2 Bell, 2 Cina, 1 Sulph, 1 Phos, 2 Puls, 2 Ars, 2 Acon, 1 Hyos, 1 Tub, 3 Coff, 2 Cypr, 2 Kali-br, 2 Stict, 2 Absin, 2 Mag-m, 1 Arund, 1 Passi, |
রুব্রিক | INSOMNIA, CHILDREN: Caressed, child must be caressed: (1) |
অর্থ | শিশুকে আদর করে হাতবুলিয়ে না দেয়া পর্যন্ত ঘুমায় না |
ঔষধ | 2 Kreos, |
রুব্রিক | INSOMNIA, CHILDREN: Carried, child must be: (2) |
অর্থ | শিশুকে কোলে না নিলে ঘুমায় না |
ঔষধ | 1 Cham, 1 Puls, |
রুব্রিক | INSOMNIA, CHILDREN: Evening: (1) |
অর্থ | শিশু সন্ধ্যায় ঘুমায় না |
ঔষধ | 1 Lyc, |
রুব্রিক | INSOMNIA, CHILDREN: Fretful, from bedtime to morning, next day lively: (1) |
অর্থ | শিশু সকাল পর্যন্ত না ঘুমিয়ে বিরক্ত করে কিন্তু দিনের বেলা প্রাণবন্ত থাকে |
ঔষধ | 2 Psor, |
রুব্রিক | INSOMNIA, CHILDREN: Infants: (7) |
অর্থ | ইনফ্যান্ট শিশুর অনিদ্রা |
ঔষধ | 3 Carc, 2 Bell, 1 Sulph, 2 Op, 3 Coff, 2 Cypr, 1 Syph, |
রুব্রিক | INSOMNIA, CHILDREN: Laughing, with: (1) |
অর্থ | শিশু ঘুমায় না, হাসাহাসি করে |
ঔষধ | 1 Cypr, |
রুব্রিক | INSOMNIA, CHILDREN: Nervous, children, during cough: (1) |
অর্থ | শিশু কাশি দিয়ে নার্ভাস হয়ে ঘুমায় না |
ঔষধ | 1 Stict, |
রুব্রিক | INSOMNIA, CHILDREN: Rocked, child must be: (4) |
অর্থ | শিশুকে না দোলালে ঘুমায় না |
ঔষধ | 1 Cham, 2 Carc, 1 Cina, 2 Stict, |
রুব্রিক | INSOMNIA, CHILDREN: Wants, to play and laughs, child: (1) |
অর্থ | শিশু না ঘুমিয়ে খেলাধুলা ও হাসাহাসি করতে চায় |
ঔষধ | 1 Cypr, |
রুব্রিক | INSOMNIA, CHILDREN: Worry, and fret and cry: (1) |
অর্থ | শিশু না ঘুমিয়ে উদ্বিগ্ন, বিরক্ত ও কান্নাকাটি করে |
ঔষধ | 2 Psor, |
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে অনিদ্রার হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন