জাষ্টিসিয়া অ্যাঢাটোডা JUSTICIA ADHATODA [Just]

ক্ষতকর শুষ্ক সর্দি, বারে বারে হাঁচি হয় ও চোখ দিয়ে পানি পড়ে, কোন জিনিসের গন্ধ বা স্বাদ পাওয়া যায় না।
মাথা বড় মনে হয়, মাথা ঝুকালে কপালে ব্যথা।
অনেকক্ষণ ধরে বুক ফেটে যাওয়ার মত কাশি।
ব্রঙ্কাইটিসের মত শ্বাস-প্রশ্বাস নিতে বুকে কষ্ট।
চটচটে শ্লেষ্মা।
সকালে হাত-মুখ ফুলা থাকে।

শ্বাস-প্রশ্বাস নলীর তরুন সর্দিজ অবস্থায়, একটি অতীব কার্যকরী ঔষধ বিশেষ (রোগের শুরুতেই ঔষধটি ব্যবহার করা হয়)।

মাথা – উপদাহযুক্ত, যাবতীয় বাহ্যিক প্রভাবে অনুভূতি প্রবন; উত্তপ্ত, পূর্ণতার অনুভূতি। এবং মাথায় ভারীবোধ; অশ্রস্রাব, তৎসহ সর্দি, প্রচুর তরল তৎসহ অবিরাম হাঁচি; আস্বাদ ও ঘ্রান শক্তি লোপ; সর্দি তৎসহ কাশি।

গলা – শুষ্ক, খালি ঢোক গেলার সময় বেদনা, চটচটে শ্লেষ্মা। মুখগহ্বর শুষ্ক।

শ্বাস-প্রশ্বাস যন্ত্রসমূহ – বুক্কাস্থি স্থান থেকে সমগ্র বুকে শুষ্ক কাশি। স্বরভঙ্গ, কণ্ঠনালী বেদনাদায়ক। থেকে থেকে কাশি, তৎসহ শ্বাসরোধের ন্যায় শ্বাস-প্রশ্বাস। কাশি তৎসহ হাঁচি। তীব্র শ্বাসকষ্ট তৎসহ কাশি। বুকের ভিতর কষে থাকার মত অনুভূতি। হাঁপানীর মত আক্রমণ, কিছুতেই বদ্ধ, গরম ঘর সহ্য হয় না। হুপিং কাশি।

সম্বন্ধ – সিপা ও ইউফ্রেসিয়ার মাঝামাঝি গুনযুক্ত। ঔষধ দুটি তুলনীয়।

শক্তি – ৩য় শক্তি এবং উচ্চতর। নিম্নতর শক্তিতে তীব্র ভাবে রোগ লক্ষণের বৃদ্ধি হয়ে থাকে।

Just : Justicia Adhatoda; Adhatoda Vasica
Coryza with cough. Whooping cough.Cough with sneezing.Tightness across chest.
SYNONYMS:

Adhatoda vasica


SOURCE:

An Indian shrub, Singhee


MODALITIES:

< Warm room

< Noise

< Eating

< Morning

< Dust

< Night

< Lying down

> Rubbing

> When quiet


MIND:

-Irritability. Inclination to be angry.

-Oversensitiveness to all external impressions especially, noise.

-Aversion to conversation.

-Sits and meditates.

-Stupefaction, as if intoxicated.

-Indisposed to talking, desires to be silent, taciturn.


GUIDING INDICATIONS:

-Dryness of mucous membranes (mouth, nose, larynx).

-Head-Full and heavy head with pressure towards forehead.

-Face-Red face, dry mouth.

-Throat-Throat pains during empty swallowing.

-G.I.T.-Great thirst for cold water and loss of appetite.

-Habitual constipation.

-Respiratory system-Obstruction of nose < night. Obstruction of nose alternates with dryness.

-Congestive and spastic coryza, hay fever, copious, thin, excoriating discharge, sneezing and lachrymation.

-Coryza with cough, loss of smell and taste, coryza, with headache.

-Catarrh descends into bronchi < morning, evening, warm and closed room.

-Paroxysms of suffocative cough.

-Sensation as if chest will burst.

-Whooping cough, rattling in chest with no expectoration.

-Small quantities of thick, tough, yellowish mucus, vomiting of mucus.

-Asthma < about midnight, dust, gas < closed warm room.

-Extremities-Trembling or convulsions with fever or cough.

-Hands and feet puffy and swollen < morning > rubbing.


KEYNOTES:

-Coryza with profuse acrid discharge with headache and cough.


NUCLEUS OF REMEDY:

-A remedy for acute and chronic catarrhal conditions.

-Irritable, congestive complaint of the mind and the body.


CLINICAL:

-Asthma, Coryza, Cough, Lachrymation, Whooping cough.

-Given in 3rd and higher potencies.

-Severe cases, worse with lower potencies.

-Used in the beginning of acute catarrhal conditions of respiratory tract.


REMEDY RELATIONSHIPS:

Compare : All-c, Euphr.


✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোমিওপ্যাথি রিলেটেড প্রোডাক্ট পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য Dismiss