বড় লিভারের হোমিওপ্যাথিক চিকিৎসা
লিভার বৃদ্ধি বা বড় হওয়া কী? | What is Liver Enlarged?
লিভার স্বাভাবিকের চেয়ে বড় হওয়াই এ রোগের প্রধান উপসর্গ। শিশুদের লিভারের রোগ একটি মারাত্মক ব্যাধি। সাধারণত শিশুদের যখন জন্ম হয় তখন স্বভাবতই তাদের লিভার একটু বড় থাকে তাই প্রথম অবস্থায় এই রোগ ধরা পড়ে না। ৫/৬ মাস বয়স থেকে ২/৩ বছর বয়স পর্যন্ত শিশুদের এ রোগটি বেশী হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই পিতা-মাতার রোগ প্রবণতা থেকে শিশুর এ রোগ হয়ে থাকে। এর মৌলিক কারণ হচ্ছে শিশুর পিতৃদেহে সোরা ও সাইকোসিসের সংমিশ্রণ। বড় লিভারের হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
লিভার বৃদ্ধির লক্ষণসমূহ | Symptoms of Liver Enlarged
এ রোগে আক্রান্ত শিশুদের মধ্যে বিশেষ কিছু লক্ষণ প্রকাশ পেতে দেখা যায়। যেমন:
- সাদা মেটে রঙ্গের পায়খানা
- পর্যায়ক্রমে উদরাময় ও কোষ্ঠকাঠিন্য
- অল্প অল্প জ্বরসহ লিভার বৃদ্ধি ও শক্ত হতে থাকে
- ক্ষুধামন্দা দেখা দেয়, অল্প কিছু খেলেও বমি করে ফেলে দেয়
রোগ অনেক মারাত্মক হলে-
- কালচে বর্ণের রক্ত মিশ্রিত কফি গুঁড়ার মত বমি
- রক্তে পিত্তদোষ দেখা দেয়
- শিশু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে
- সর্বদাই চোখ বুজে থাকে এবং চেতনা ভাবের অভাব পরিলক্ষিত হয়
- অস্থিরতা এবং শ্বাসকষ্টও দেখা দিতে পারে
- শিশুর লিভারের রোগে অধিকাংশ ক্ষেত্রেই বংশগত ইতিহাস পাওয়া যায়
- ভাইরাস সংক্রমণেও এ রোগ দেখা দিতে পারে
লিভার বৃদ্ধির কারণসমূহ | Causes of Liver Enlarged
লিভার হলো একটি বড় আকৃতির অঙ্গ যা পেটের উপরের ডানদিকে অবস্থিত। লিভারের আকার বয়স, লিঙ্গ এবং শরীরের আকারের সাথে পরিবর্তিত হয়ে থাকে। অনেক কারণে এটি বড় হতে পারে, যার মধ্যে রয়েছে:
- লিভার রোগ
- লিভারের সিরোসিস
- হেপাটাইটিস এ, বি এবং সি ভাইরাস দ্বারা সৃষ্ট
- নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ
- অ্যালকোহলিক ফ্যাটি লিভারের রোগ
- লিভারে অস্বাভাবিক প্রোটিন জমা হওয়া (অ্যামাইলয়েডোসিস)
- লিভারে তামা জমা হওয়া (উইলসন রোগ)
- লিভারে আয়রন জমা হওয়া (হেমাক্রোমাটোসিস)
- লিভারে চর্বিযুক্ত পদার্থ জমা হওয়া (গাউচার ডিজিজ)
- লিভারে সিস্ট হওয়া
- হেম্যানজিওমা এবং অ্যাডেনোমা সহ ননক্যান্সারস লিভার টিউমার
- গলব্লাডার বা পিত্তনালীতে বাধা
- বিষাক্ত হেপাটাইটিস
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক | LIVER, ENLARGED, IN: (3) |
অর্থ | শিশুর লিভার বড় হওয়া |
ঔষধ | 2 Chel, 2 Nux-m, 1 Calc-ar, |
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন