শিশুর বয়স যখন ৯ মাস

শিশুর বয়স যখন ৯ মাস:

  • প্রতিদিন প্রায় ১৫ গ্রাম হারে (আধা আউন্স), প্রতি মাসে ১ পাউন্ড হারে (৪৫০ গ্রাম) শারীরিক ওজন বৃদ্ধি পাবে।
  • প্রতি মাসে ১.৫ সেন্টিমিটার হারে শারীরিক দৈর্ঘ্য বৃদ্ধি পাবে।
  • অন্ত্র ও মূত্রাশয় আরও নিয়মতান্ত্রিক হয়ে উঠবে অর্থাৎ নিয়মিত মল-মূত্র ত্যাগ করবে।
  • শিশুর মাথা নিচের দিকে নিতে গেলে মাথা মাটিতে স্পর্শ করার আগেই শিশু হাত দিয়ে নিজের মাথাকে আঘাত পাওয়া থেকে রক্ষা করবে।
  • হামাগুড়ি দিতে সম্পূর্ণভাবে সক্ষম হবে।
  • দীর্ঘ সময় ধরে বসে থাকতে সক্ষম হবে।
  • নিজে নিজে দাঁড়ানোর চেষ্টা করবে।
  • বসা অবস্থায় কোনো বস্তু বা খেলনার কাছে পৌঁছাতে সক্ষম হবে।
  • কোনো বস্তুকে দাঁত দিয়ে কামড়ে চ্যাপ্টা করতে সক্ষম হবে।
  • বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর সাহায্যে কোনো বস্তুকে ধরে রাখতে সক্ষম হবে।
  • নিজের আঙ্গুলের সাহায্যে একটু-আধটু খাবার খেতে সক্ষম হবে।
  • শিশুর হাতে কোনো বস্তু বা খেলনা দিলে তা নিক্ষেপ করতে এবং ঝাঁকাতে সক্ষম হবে।

সংবেদনশীলতা ও জ্ঞানের দক্ষতা

  • মুখ দিয়ে বুদবুদ উঠাবে।
  • পিতামাতাকে আঁকড়ে ধরে রাখবে অন্য কারো কোলে যেতে চাইবে না।
  • কোনো বিষয়কে গভীরভাবে উপলব্ধি করবে।
  • এমন কোনো বস্তু যা নিয়মিত দেখে, তা যদি হঠাৎ করে না দেখে, তাহলে শিশুটি বুঝতে সক্ষম হবে।
  • সাধারণ আদেশ নিষেধে শিশু সাড়া দিবে।
  • নাম ধরে ডাক দিলে সাড়া দিবে।
  • কোনো বিষয়ে “না” করলে সেটা সে বুঝতে সক্ষম হবে।
  • পিতামাতা বা অন্যদের কথার অনুকরণ করার চেষ্টা করবে।
  • শিশুকে কোথাও একা রাখলে সে ভয় পাবে।
  • পারস্পরিক বিভিন্ন খেলা খেলবে।
  • হাত দিয়ে টাটা বা বিদায় দিতে সক্ষম হবে।

শিশুর বয়স যখন ৯ মাস তখন অভিভাবকদের করণীয়

  • শিশুর সামনে বিভিন্ন ছবি বিশিষ্ট বই-পুস্তক দেওয়া যেতে পারে।
  • বিভিন্ন শপিংমল বা চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যেতে পারেন।
  • পারিপার্শ্বিক বিভিন্ন বস্তুর নাম, মানুষের নাম বা বিভিন্ন শব্দ শিখাতে পারেন।
  • খেলার ছলে ঠাণ্ডা ও গরমের অনুভূতি শেখাতে পারেন।
  • বড় সাইজের খেলনা কিনে দিতে পারেন যাতে শিশু ধাক্কা দিয়ে খেলার জন্য দাঁড়াতে সক্ষম হয়।
  • শিশুর নিকট বসে কবিতা, গান ও গজল গাইতে পারেন।
  • শিশুর বয়স ২ বছর হওয়া পর্যন্ত টিভি ও মোবাইল দেখা এড়িয়ে চলুন।
  • শিশুকে একা রাখতে হলে তার হাতে বা সামনে কোনো খেলনা বা বস্তু দিয়ে রাখতে পারেন, যাতে করে সে আতংকিত না হয়ে পড়ে।

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.

.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *