শরীর হলদে হয়ে যায় ও হলদে স্রাব নির্গত হয়। |
শরীরের যে কোন সমস্যার সহিত হৃদ কম্পন। |
জ্বর প্রতিদিন সন্ধ্যায় আসে, তখন হাতের তলা জ্বলে ও পিঠের দিক দিয়ে শীত নামে, অথবা জ্বর স্পষ্ট না হয়ে প্রতিদিন সন্ধ্যায় শীত শীত লাগে, রাতে ঘাম হয়। |
রক্তের লাল কনিকা হ্রাস হেতু রক্তহীনতা। |
স্ত্রীলোকের মুখমন্ডলে লোম গজায়। |
আভ্যন্তরিক ভাবে ঔষধটি একটি পুষ্টিকারক এবং যকৃৎ ও অগ্ন্যাশয় গ্রন্থির উপর ক্রিয়াশীল। একটি ঔষধ বিশেষ (বার্নেট)। শীর্ণতা, ক্লান্তি, গন্ডমালা দোষজনিত রোগসমূহ, বাতজনিত উপসর্গ সমূহ। শিশুদের শুকিয়ে যাওয়া রোগ ; শীর্ণতা তৎসহ হাতদুটি ও মাথাটি গরম; রাত্রে অস্থিরতা ও জ্বর-জ্বর ভাব। যকৃস্থানে বেদনা। যক্ষ্মা রোগের শুরুতে।
বুক — স্বরভঙ্গ। তীক্ষ্ণ, সূচীবিদ্ধবৎ বেদনা। জ্বালাকর স্থান সমূহ। শুষ্ক, খুকখুকে, সুড়সুড়ঙ্কর কাশি, বিশেষ করে রাত্রে। রোগাক্রান্ত, গন্ডমালা দোষযুক্ত শিশুদের হুপিং কাশি। এই জাতীয় ক্ষেত্রে এক ফোটা মাত্রা ঔষধ দিয়ে শুরু করা হয়, এই দৈনিক এক ফোটা করে ঔষধের পরিমান বাড়িয়ে বারো ফোঁটা পর্যন্ত করা হয়, এর ঠিক একইভাবে ঔষধের পরিমান কমিয়ে আনতে হয়। সমগ্র বুকে টাটানি ব্যথা। কাশির সঙ্গে রক্ত উঠে (একালাহফা; মিলিফোলিয়াম)।হৃদকম্প, তৎসহ অন্যান্য লক্ষণ সমূহ। হলুদ বর্ণের চামড়া। যে সকল শিশুরা দুধ পান করতে পারে না।
অঙ্গ-প্রত্যঙ্গ – কনুইদ্বয়, হাঁটুদ্বয় ও ত্রিকাস্থি স্থানে কনকনাণি । পুরাতন বাতরোগ, তৎসহ পেশী সমূহ ও অস্থিবন্ধনীর কঠিণতা। হাতের তালুতে জ্বালা।
জ্বর – সন্ধ্যার দিকে অবিরাম শীত শীত ভাব। ঘুস-ঘুসে জ্বর। রাত্রিকালীণ ঘাম।
সম্বন্ধ-তুলনীয় – কোলেস্টারিন; টিউবারকিউলিনাম; ফসফরাস; আয়োড। এক লিটার ওলিয়াম জেকোরিসে ০.৪ গ্রাম আয়োডিন থাকে।
শক্তি – ১ম থেকে ৩য় শক্তির বিচূর্ণ। দাদে স্থানিকভাবে ব্যবহার করা যায়। শীর্ণ, খবৰ্কায় শিশুদের রাত্রিকালে মালিস করা যায়।