মুখে ঘা এর হোমিওপ্যাথি চিকিৎসা ও ঔষধ

মুখে ঘা এর হোমিওপ্যাথি চিকিৎসা

মুখের সাদা ঘা কি? | What is Oral Thrush?

ওরাল থ্রাসের অপর নাম ওরাল ক্যানডিডিয়াসিস। এটি এমন একটি রোগাবস্থা যারফলে মুখের আস্তরণে ক্যান্ডিডা অ্যালবিকানস নামক ছত্রাক জমা হয়। এ ছত্রাক আমাদের মুখেই থাকে, কখনো কখনো এটি অতিরিক্ত বৃদ্ধি হয়ে বিভিন্ন উপসর্গ সৃষ্টি করতে পারে। ওরাল থ্রাস বা মুখের সাদা ঘা সাধারণত জিহ্বা ও গালের ভিতরে ক্রিমের মতো একধরনের সাদা ঘা সৃষ্টি করে। কখনো কখনো ওরাল থ্রাশ মুখের তালু, মাড়ি, টনসিল ও গলার পিছনেও ছড়িয়ে পড়তে পারে। মুখে ঘা এর হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।  

ওরাল থ্রাশের কারণসমূহ | Causes of Oral Thrush:

  • সাধারণত ইমিউন সিস্টেম ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকের মতো ক্ষতিকারক আক্রমণকারী জীবাণুগুলিকে প্রতিহত করতে কাজ করে, যা ভালো এবং খারাপ জীবাণুগুলির মধ্যে ভারসাম্য বজায় রেখে আমাদের সুস্থ ভাবে বেঁচে থাকতে সাহায্য করে কিন্তু কখনো কখনো এ প্রতিরক্ষামূলক প্রক্রিয়াসমূহ ব্যর্থ হয়ে ক্যান্ডিডা ছত্রাকের সংখ্যা বৃদ্ধি করে এবং ওরাল থ্রাশ সংক্রমণকে তরান্বিত করে। 
  • ওরাল থ্রাশ যে কাউকে আক্রান্ত করতে পারে, তবে শিশু ও বয়স্কদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তাদের ইমিউনিটি দুর্বল। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যারা দীর্ঘদিন নির্দিষ্ট কিছু ঔষুধ সেবন করতে থাকেন, তাদের ক্ষেত্রে ওরাল থ্রাশ হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি সুস্থ থাকেন তবে ওরাল থ্রাশ একটি ছোটখাটো সমস্যা, কিন্তু আপনার যদি দুর্বল ইমিউন সিস্টেম থাকে, তাহলে লক্ষণগুলি আরও গুরুতর এবং নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।

ওরাল থ্রাশের লক্ষণসমূহ | Symptoms of Oral Thrush:

প্রাথমিকভাবে ওরাল থ্রাশের লক্ষণ দেখা যায় না। তবে নিম্নেলিখিত লক্ষণ এবং উপসর্গগুলি দেখা দিতে পারে:

  • জিহ্বা, গালের অভ্যন্তরে এবং কখনো কখনো মুখের তালু, মাড়ি ও টনসিলে ক্রিমের মতো এক ধরণের সাদা ঘা দেখা যাবে
  • উঁচু ধার বিশিষ্ট মাখনের মতো এক ধরণের সাদা ঘা দেখা যাবে
  • লালচেভাব, জ্বালাপোড়া বা ব্যথা যা খেতে বা গিলতে অসুবিধার কারণ হতে পারে
  • ঘা ঘষে বা স্ক্র্যাপ করা হলে সামান্য রক্তপাত হতে পারে।
  • মুখের কোনে ফাটল ও লালভাব
  • মুখের মধ্যে তুলোর মতো এক ধরণের অনুভূতি
  • রুচি নষ্ট হওয়া
  • দাঁতের নীচে লালভাব, জ্বালা ও ব্যথা

ঘাগুলো খাদ্যনালীতে নীচের দিকে ছড়িয়ে পড়তে পারে। যারফলে গিলতে অসুবিধা ও ব্যথা অনুভব হবে। কখনো কখনো মনে হবে যে গলায় খাবার আটকে যাচ্ছে।

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

রুব্রিক THRUSH, CHILDREN: (15)
অর্থ ঠোঁট, মুখ, জিহ্বা, গলা ইত্যাদি স্থানে সাদা ঘা ও প্রদাহ
ঔষধ 1 Sulph, 3 Nat-m, 3 Merc, 3 Bor, 1 Thuj, 1 Lac-c, 1 Iod, 1 Syph, 1 Nit-ac, 3 Sul-ac, 2 Kali-chl, 1 Arum-t, 1 Merc-cy, 1 Mur-ac, 1 Sang,

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে মুখে ঘা এর হোমিওপ্যাথি চিকিৎসা এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন