পুরুষের দ্রুত বীর্যপাত কি?
যৌনসঙ্গমকালে পুরুষের দ্রুত বীর্যপাত হওয়াকে অকাল বীর্যপাত বা দ্রুতস্খলন বলে যাকে ইংরেজিতে প্রিম্যাচিওর ইজ্যাকিউলেইশন (Premature ejaculation) বলে। কিছু বিশেষজ্ঞের মতে প্রতি তিনজন পুরুষের মধ্যে একজনকে এ সমস্যায় আক্রান্ত হতে দেখা যায়।
স্ত্রী যোনীতে পুরুষাঙ্গ চালনার এক পর্যায়ে বীর্যপাত হয়ে থাকে। যোনীতে লিঙ্গ প্রবেশের সময় থেকে বীর্যপাত অবধি সময়কে বলা হয় বীর্যধারণ কাল। কতক্ষণ অঙ্গচালনার পর বীর্যপাত হবে তার কোন সুনির্দ্দিষ্ট বা আদর্শস্থানীয় সময় নেই। পুরুষে পুরুষে, বয়সের তারতম্যে বা পরিবেশভেদে বীর্যধারণ ক্ষমতা বিভিন্ন হতে দেখা যায়। অনেকের মতে ৬ থেকে ১৩ মিনিট সংগম করতে পারাকে সাভাবিক সময় বলে।
প্রকারভেদ:
এ সমস্যাটি সাধারণত দু’ভাগে ভাগ করা হয়ঃ
- ১. প্রাক-প্রবেশ অকাল বীর্যপাত অর্থাৎ স্ত্রী যোনীতে পুরুষাঙ্গ প্রবেশের পূর্বে বীর্যপাত ঘটে যায়।
- ২. অঙ্গচালনার অব্যবহিত পরেই অকাল বীর্যপাত।
কি কারণে দ্রুত বীর্যপাত হয়?:
কী কারণে অকাল বীর্যপাত হচ্ছে তা নিরূপণ করতে বিশেষজ্ঞরা এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক সময় ধারণা করা হতো যে সমস্যাটি সম্পূর্ণ মানসিক ব্যাপার। কিন্তু বর্তমানে আমরা জানি, দ্রুত বীর্যপাত হওয়া একটি জটিল ব্যাপার এবং এর সাথে মানসিক ও জৈবিক দু’টিরই সম্পর্ক রয়েছে।- উইকিপিডিয়া
মানসিক কারণ:
কিছু চিকিৎসক বিশ্বাস করেন, প্রাথমিক বয়সে যৌন অভিজ্ঞতা ঘটলে তা এমন একটি ধরনে প্রতিষ্ঠিত হয় যে, পরবর্তী জীবনে সেটা পরিবর্তন করা কঠিন হতে পারে। যেমন
- লোকজনের দৃষ্টি এড়ানোর জন্য তড়িঘড়ি করে চরম পুলকে পৌঁছানোর তাগিদ।
- অপরাধ বোধ, যার কারণে যৌনক্রিয়ার সময় হঠাৎ করেই বীর্যপাত ঘটে যায়।
- অন্য কিছু বিষয়ও আপনার দ্রুত বীর্যপাত ঘটাতে পারে। এর মধ্যে রয়েছে পুরুষত্বহীনতা যেসব পুরুষ যৌনমিলনের সময় তাদের লিঙ্গের উত্থান ঠিকমতো হবে কি না তা নিয়ে চিন্তিত থাকেন, কিংবা কতক্ষণ লিঙ্গ উত্থিত অবস্থায় থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন সেসব পুরুষের দ্রুত বীর্যস্থলন ঘটে।
- দুশ্চিন্তা। দ্রুত বীর্যপাত হয় এমন অনেক পুরুষের দ্রুত বীর্যপাতের একটি প্রধান কারণ দুশ্চিন্তা। সেটা যৌনকাজ ঠিকমতো সম্পন্ন করতে পারবেন কি না সে বিষয়ে হতে পারে। আবার অন্য কারণেও হতে পারে।
- দ্রুত বীর্যপাতের আরেকটি প্রধান কারণ হলো অতিরিক্ত উত্তেজনা।
- সাধারণত প্রথম যৌনমিলনের পূর্বে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়।তাই প্রথম যৌনমিলনকালে পুরুষের অকাল বীর্যপাত হয়ে থাকে। – উইকিপিডিয়া
জৈবিক কারণ:
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, কিছুসংখ্যক জৈবিক বা শারীরিক কারণে দ্রুত বীর্যপাত ঘটতে পারে। এসব কারণের মধ্যে রয়েছে। যেমন –
- হরমোনের অস্বাভাবিক মাত্রা
- মস্তিষ্কের রাসায়নিক উপাদান বা নিউরোট্রান্সমিটারের অস্বাভাবিক মাত্রা
- বীর্যস্খলন ব্যবস্থার অস্বাভাবিক ক্রিয়া
- থাইরয়েড গ্রন্থির সমস্যা
- প্রোস্টেট অথবা মূত্রনালীর প্রদাহ এবং সংক্রমণ
- বংশগত চারিত্রিক বৈশিষ্ট্য।
- সার্জারি কিংবা আঘাতের কারণে স্নায়ুতন্ত্রের ক্ষতি হওয়া।
- নারকোটিকস বা মাদক কিংবা দুশ্চিন্তার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ট্রাইফ্লুপেরাজিন প্রত্যাহার করা এবং অন্য মানসিক সমস্যা থাকা।
- নারীদের তুলনায় যদিও পুরুষের যৌন ক্ষমতা বেশি থাকে কিন্তু দুশ্চিন্তার ফলে বিপরীত হতে পারে। – উইকিপিডিয়া
পুরুষের দ্রুত বীর্যপাতের চিকিৎসা:
এ রোগে আক্রান্ত রোগীকে সম্পূর্ণ আরোগ্য দেয়ার লক্ষে একজন হোমিওপ্যাথি চিকিৎসককে ৩ ধাপে লক্ষণ সংগ্রহ করতে হয়।
- ১. ফিজিক্যাল লক্ষণ
- ২. জেনারেল লক্ষণ
- ৩. মনো লক্ষণ
এখন আমি পুরুষের দ্রুত বীর্যপাত রোগের ফিজিক্যাল লক্ষণ নিয়ে আলোচনা করবো। এর মাধ্যমে রোগটি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা হবে।
অন্তত ৮ টি বিষয়ের উপর ভিত্তি করে দ্রুত বীর্যপাত রোগে আক্রান্ত রোগীর ফিজিক্যাল লক্ষণ সমূহ চিরনি অনুসন্ধান করতে হয়।
- ১. সহবাসের সময় বীর্যপাত সংক্রান্ত ১১৬ টি লক্ষণ।
- ২. সহবাস ছাড়া বীর্যপাত সংক্রান্ত ২৮৩ টি লক্ষণ।
- ৩. লিঙ্গ উত্থান সংক্রান্ত ৪০০ টি লক্ষণ।
- ৪. সহবাসের আগ্রহ সংক্রান্ত ৩৮০ টি লক্ষণ।
- ৫. সহবাস সংক্রান্ত ৪৮০ টি লক্ষণ।
- ৬. হস্তমৈথুন সংক্রান্ত ১০৫ টি লক্ষণ।
- ৭. কয়েকটি বিশিষ্ট লক্ষণ।
- ৮. কয়েকটি মনোলক্ষণ।
১. সহবাসের সময় বীর্যপাত সংক্রান্ত ১১৬ টি লক্ষণ।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- MALE GENITALIA/SEX – EJACULATION – failing during coition সহবাস অবস্থায় বীর্যপাত
- MALE GENITALIA/SEX – EJACULATION – incomplete অপূর্ণ বীর্যপাত
- MALE GENITALIA/SEX – EJACULATION – late, too – orgasm – after orgasm; some time কিছুক্ষণ সহবাস করে টিকে থাকতে পারলে পরবর্তিতে দেরীতে বীর্যপাত হয়।
- MALE GENITALIA/SEX – EJACULATION – painful বেদনাযুক্ত বীর্যপাত
- MALE GENITALIA/SEX – EJACULATION – quick, too দ্রুত বীর্যপাত
- MALE GENITALIA/SEX – SEMINAL emission – agg. বীর্যপাতে বৃদ্ধি
- MALE GENITALIA/SEX – SEMINAL emission – amel. বীর্যপাতে উপশম
- MALE GENITALIA/SEX – EJACULATION – early শুরুতেই বীর্যপাত
২. সহবাস ছাড়া বীর্যপাত সংক্রান্ত ২৮৩ টি লক্ষণ।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- DREAMS – AMOROUS – pollutions, with কামার্ত স্বপ্ন দেখার সহিত বীর্যপাত
- MALE GENITALIA/SEX – POLLUTIONS – dreams – with স্বপ্ন দেখে বীর্যপাত
- MALE GENITALIA/SEX – POLLUTIONS – dreams – without dreams স্বপ্ন না দেখে বীর্যপাত
- MALE GENITALIA/SEX – POLLUTIONS – easy; too সহজেই বীর্যপাত
- MALE GENITALIA/SEX – POLLUTIONS – enjoyment, without ইন্দ্রিয়সুখ ছাড়া বীর্যপাত
- MALE GENITALIA/SEX – POLLUTIONS – painful বেদনা যুক্ত বীর্যপাত
- MALE GENITALIA/SEX – POLLUTIONS – urination – after প্রস্রাবের পরে বীর্যপাত
- MALE GENITALIA/SEX – POLLUTIONS – erections – without লীঙ্গ উত্থান না হয়ে বীর্যপাত
- PROSTATE GLAND – EMISSION of prostatic fluid প্রস্টেট তরল নির্গত হয়
- PROSTATE GLAND – EMISSION of prostatic fluid – accompanied by – impotency প্রস্টেট তরল নির্গত হওয়ার সহিত যৌন অক্ষমতা
- PROSTATE GLAND – EMISSION of prostatic fluid – erections – during লিঙ্গ উত্থান অবস্থায় প্রস্টেট তরল নির্গত হয়
- MALE GENITALIA/SEX – SEMEN dribbling ফোটা ফোটা বীর্য ঝরতে থাকে
৩. লিঙ্গ উত্থান সংক্রান্ত ৪০০ টি লক্ষণ।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- MALE GENITALIA/SEX – ERECTIONS – incomplete অপূর্ণ লিঙ্গ উত্থান
- MALE GENITALIA/SEX – ERECTIONS – painful বেদনাদায়ক লিঙ্গ উত্থান
- MALE GENITALIA/SEX – ERECTIONS – painful – pollutions, after বীর্যপাতের পরে বেদনাদায়ক লিঙ্গ উত্থান
- MALE GENITALIA/SEX – ERECTIONS – painful – pollutions, after – painful pollutions, after বেদনাদায়ক বীর্যপাতের পরে লিঙ্গ উত্থান
- MALE GENITALIA/SEX – ERECTIONS – wanting লিঙ্গ উত্থান হয়না
- MALE GENITALIA/SEX – THRILL – prolonged অনেক সময় ধরে রোমাচিত থাকে
- MALE GENITALIA/SEX – ERECTIONS – pollutions – during লিঙ্গ উত্থান অবস্থায় বীর্যপাত
- MALE GENITALIA/SEX – ERECTIONS – wanting – caresses; even after amorous আদর সোহাগ চুম্বন করলেও লিঙ্গ উত্থান হয়না
- MALE GENITALIA/SEX – ERECTIONS – incomplete – coition, during সহবাসের সময় অপূর্ণ লিঙ্গ উত্থান
- MALE GENITALIA/SEX – ERECTIONS – incomplete – ejaculation too soon যখন বীর্যপাতের সময় আগত তখন লিঙ্গ কিছুটা নরম হয়ে আসে
- MALE GENITALIA/SEX – ERECTIONS – incomplete – excitement, during sexual চরম যৌন উত্তেজনা অবস্থায় লিঙ্গ কিছুটা নরম হয়ে আসে
- BLADDER – URGING to urinate – erections – with প্রস্রাবের বেগের সহিত লিঙ্গ উত্থান
৪. সহবাসের আগ্রহ সংক্রান্ত ৩৮০ টি লক্ষণ।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- GENERALS – SEXUAL DESIRE – suppression of sexual desire – agg. যৌন ইচ্ছা অবদমিত করার ফলে বৃদ্ধি
- MALE GENITALIA/SEX – SEXUAL DESIRE – diminished যৌন ইচ্ছা কম
- MALE GENITALIA/SEX – SEXUAL DESIRE – excessive অতিরিক্ত যৌন ইচ্ছা
- MALE GENITALIA/SEX – SEXUAL DESIRE – suppressed – agg. যৌন ইচ্ছা অবদমিত করার ফলে বৃদ্ধি
- MALE GENITALIA/SEX – SEXUAL DESIRE – violent অত্যন্ত যৌন ইচ্ছা
- MALE GENITALIA/SEX – SEXUAL DESIRE – wanting যৌন ইচ্ছা নাই
- MALE GENITALIA/SEX – VOLUPTUOUS sensation ইন্দ্রিয় সুখ অনুভূতি
৫. সহবাস সংক্রান্ত ৪৮০ টি লক্ষণ।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- MALE GENITALIA/SEX – COITION – aversion to সহবাসে অনাগ্রহ
- MALE GENITALIA/SEX – COITION – enjoyment – absent সহবাসে ইন্দ্রিয় সুখ পায়না
- MALE GENITALIA/SEX – COITION – enjoyment – diminished সহবাসে ইন্দ্রিয় সুখ কমে গেছে
- MALE GENITALIA/SEX – COITION – enjoyment – extreme সহবাসে প্রবল ইন্দ্রিয় সুখ অনুভূত হয়
- MALE GENITALIA/SEX – COITION – painful বেদনাযুক্ত সহবাস
৬. হস্তমৈথুন সংক্রান্ত ১০৫ টি লক্ষণ।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- MALE GENITALIA/SEX – HANDLING GENITALS জননাঙ্গ হাতায়
- MALE GENITALIA/SEX – MASTURBATION; disposition to হস্তমৈথুনের অভ্যাস
৭. কয়েকটি বিশিষ্ট লক্ষণ।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- MALE GENITALIA/SEX – FLACCIDITY – Penis লিঙ্গের শিথিলতা
- MALE GENITALIA/SEX – RETRACTION – Penis লিঙ্গ ভিতরের দিকে চলে যাচ্ছে
- MALE GENITALIA/SEX – TICKLING – coition, during – withdrawal; obliging লিঙ্গ চালনা করার সময় সুড়সুড় অনুভূতি
- MALE GENITALIA/SEX – WEAKNESS – coition, after সহবাসে পরে জননাঙ্গের দুর্বলতা
- MALE GENITALIA/SEX – WEAKNESS – sensation of জননাঙ্গের দুর্বলতা অনুভূতি
৮. কয়েকটি মনোলক্ষণ।
নিম্নে প্রধান প্রধান কয়েকটি মৌলিক লক্ষণ দেয়া হল।
- MIND – AILMENTS FROM – celibacy চিরকুমার থাকার ফলে অসুস্থতা
- MIND – AILMENTS FROM – sexual excesses অতিরিক্ত যৌনাচারের ফলে অসুস্থতা
- MIND – AILMENTS FROM – sexual excitement যৌন উত্তেজনার ফলে অসুস্থতা
- MIND – ABSORBED – sexual desire; in the fulfillment of his তার যৌন চাহিদা মেটানোর চিন্তায় গভীরভাবে নিবিষ্ট থাকে
- MIND – DULLNESS – sexual excesses, after অতিরিক্ত যৌন ক্রিয়ার পরে নির্জীবতা
- MIND – DISGUST – sex, kissing etc. যৌনতা, চুম্বন ইত্যাদিতে বিরক্তি
- MIND – HOMOSEXUALITY সমকামী
- MIND – FEAR – sex; of opposite যৌন সঙ্গীতে ভয়
- MIND – INDIFFERENCE – sex; to opposite যৌন সঙ্গীর প্রতি উদাসীনতা
উপসংহার:
জেনারেল ও মনো লক্ষণের নির্দিষ্টতা নেই, রোগীদের মাঝে কখন কোন লক্ষণ পাওয়া যাবে তা পূর্ব থেকে বলা যায়না সুতরাং এ বিষয়ে আমাদের পূর্বাপর অধ্যয়ন করতে হবে।