Description
লেখকঃ ডাঃ এ আলম হোসসাইনী, বইটিতে ৮৪৫ পৃষ্ঠা, দৈর্ঘ প্রায় ৯.৫ ইঞ্চি ও প্রস্থ ৭ ইঞ্চি
.
ভূমিকা
হোমিওপ্যাথি শিক্ষার ৩ টি মৌলিক বিষয় যেমন ১. অর্গান অব মেডিসিন ২. মেটেরিয়া মেডিকা (ঔষধের বিপরীতে লক্ষণ সমূহ) ৩. রেপার্টরি (লক্ষণের বিপরীতে ঔষধ সমূহ), এ ৩ টি বিষয়ের পূর্ণাঙ্গ জ্ঞান ও নিয়মিত অনুশীলন না থাকলে একজন ডাক্তার কখনো পূর্ণাঙ্গ আদর্শিক ডাক্তার হতে পারেনা।
আমি এ ৩ টি বিষয় সমন্বিত করে বইটি লিখেছি, চেষ্টা করেছি বইটিকে হোমিওপ্যাথি শিক্ষার আদর্শ লিপির মত করে তৈরি করতে, এ একটি বইয়ের মধ্যে হোমিওপ্যাথির সব কিছু রয়েছে কিন্তু সংক্ষিপ্ত রূপে, বইটি নিয়মিত চর্চা করলে হোমিওপ্যাথির সকল ঘাঁটে আপনার বিচরণ সুনিশ্চিত।
অতঃপর যতো বেশী চর্চা করবেন ও বিষয়বস্তুর গভীরে যাবেন ততো উত্তম ও শক্তিশালী ডাক্তারে রূপান্তরিত হবেন, তাতে কোন সন্দেহ নেই, কারণ বিষয়টি পরীক্ষিত ও প্রমাণিত।
.
বইটি পড়ার কৌশল
বইটি হোমিওপ্যাথি শিক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত রুপ।
আমার দেয়া কৌশল অনুসরণ করে যিনি অন্তত ২ বৎসর নিয়মিত বইটি চর্চা করবেন, তিনি অবশ্যই সফল ও জ্ঞানী হোমিওপ্যাথ হওয়ার রাজপথে পরিচালিত হবেন, অপর্যাপ্ত জ্ঞানের জড়তা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।
– শিক্ষা কৌশলটি পরীক্ষিত ও প্রমাণিত।
পাঠ্য বিষয়:
১. অর্গাননের ২৯১ টি এফরিজমের সংক্ষিপ্ত পরিচিতি।
২. মেটেরিয়া মেডিকার ২৪০ টি ঔষধের মূল কথা।
৩. রেপার্টরির ১১,০৪৫ টি মূল রুব্রিক ও ৬,৮৩৮ টি সাব রুব্রিক সহ মোট ১৭,৮৮৩ টি রুব্রিক।
এ রুব্রিক শিক্ষার মধ্যেই নিহিত রয়েছে
(ক) প্রায় সকল এনাটমি পরিচিতি।
(খ) প্রায় সকল রোগের নাম ও পরিচিতি।
(গ) প্রায় সকল লক্ষণ অনুসন্ধান কৌশল।
(ঘ) সকল রোগের কেসটেকিং কৌশল।
(ঙ) সিমটম এনালাইসিস কৌশল।
(চ) সঠিক ঔষধ নির্বাচন কৌশল।
৪. কেসটেকিং ফর্ম।
৫. উল্লেখিত বিষয় সমূহকে ৪০ পাঠে বিভক্ত করে সুবিন্যস্ত করা হয়েছে।
শিক্ষা কৌশল: (২ বৎসর মেয়াদী)
- প্রতিদিন সকালে একটি পাঠ ও বিকালে একটি পাঠ শুধু রিডিং পড়তে হবে।
- সর্বমোট ৪০ পাঠ শেষ করতে ২০ দিন সময় লাগবে, এভাবে ২ বৎসর পড়তে হবে।
- এক পাঠ পড়তে সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট, ইংরেজিতে দুর্বল হলে সময় লাগবে ১ থেকে ১.৫ ঘণ্টা, নিয়মিত অনুশীলন করলে ধীরে ধীরে ইংরেজিতে দক্ষ হবেন ও সময় কম লাগবে।
- প্রথম বৎসর শুধু রিডিং পড়বেন, বিশ্লেষণ করে পড়তে গেলে সময় ও ধৈর্য্য দুটাই নষ্ট হবে, পড়া শেষ করতে পারবেননা।
- দ্বিতীয় বৎসর থেকে প্রতিটি বিষয় বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়বেন এবং বইয়ের শেষে দেয়া অনুশীলন পর্বের অনুরূপ নতুন নতুন অনুশীলন করতে থাকবেন।
- তৃতীয় বৎসর থেকে প্রতিদিন একটি করে পাঠ সারাজীবন অনুশীলন করবেন, মেটেরিয়া মেডিকার ঔষধ সমূহকে বিস্তারিত ও তুলমূলক বিশ্লেষণ করে পড়বেন।
- পড়ার সময় নিদ্রা চলে আসলে চেয়ারে বসে কিছু সময় ঘুমিয়ে আবারো পড়তে শুরু করবেন, যত কষ্টই হোক নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবেনা, ২/৩ ঘন্টা সময় লাগলেও শেষ করতে হবে, কারণ আপনার সাধনার উপর নির্ভর করছে আপনার পেশাদারিত্ব, রোগীর কল্যাণ ও হোমিওপ্যাথির মর্যাদা।
বৈজ্ঞানিক বিশ্লেষণ:
প্রথম বৎসর: মানব শিশু জন্ম নিয়ে প্রথম ১ বছরে বাবা-মায়ের কথা শুনে শুনে অনুকরণ করে অস্পষ্ট ভাবে মুখ দিয়ে নানা ধরনের শব্দ করতে থাকে, প্রতিক্রিয়া দেখায়, অন্যের কথা ও ইশারা বুঝতে পারে কিন্তু ঘুচিয়ে বলতে পারেনা।
- অনুরূপ ভাবে যিনি প্রথম বৎসর ২ টি করে পাঠ শুধু রিডিং পড়বেন, তিনি মানুষের উঠা বসা, চলা ফিরা, কথা বার্তা, আচার ব্যবহার, এমনকি চোখ দেখেও লক্ষণ বুঝতে পারবেন, বুঝেগেছি এমন প্রতিক্রিয়া দেখাতে পারবেন, কিন্তু লক্ষণ সমূহকে সুবিন্যস্ত করে একটি ঔষধের সাথে মিলাতে পারবেননা।
দ্বিতীয় বৎসর: শিশু ২ বছরের মধ্যে দুই থেকে তিনটি শব্দ একসঙ্গে বলতে শিখে ফেলে, কোন বাক্য সঠিক হয় কোনটা সঠিক হয়না, কিন্তু শিশু থামেনা, ভুল হোক বা শুদ্ধ হোক বলতেই থাকে, এটাই তার ভাষা শিক্ষার মৌলিক ভিত্তি, একে অবলম্বন করেই পরবর্তীতে দক্ষ বক্তা হয়।
- অনুরূপ ভাবে অধ্যবসায়ী ডাক্তারগণ ২ বৎসর শেষে কয়েকটি লক্ষণ সুবিন্যস্ত করে একটি ঔষধের সাথে মিলাতে পারবেন, কিছু সঠিক হবে কিছু সঠিক হবেনা, কিন্তু থামা যাবেনা, ভুল হোক বা শুদ্ধ হোক চেষ্টা অব্যাহত রাখতে হবে, এটাই আপনার জন্য হোমিওপ্যাথি শিক্ষার মৌলিক ভিত্তি, একে অবলম্বন করেই পরবর্তিতে দক্ষ ডাক্তার হতে পারবেন ও হোমিওপ্যাথির মর্যাদাকে সমুন্নত করতে পারবেন।
একবার ভেবে দেখুন:
আপনি মাত্র ২ বৎসর নিয়মিত চর্চার মাধ্যমে-
১. অর্গাননের ২৯১ টি এফরিজম আত্মস্থ করেছেন।
২. মেটেরিয়া মেডিকার ২৪০ টি ঔষধ আত্মস্থ করেছেন।
৩. রেপার্টরির ১১,০৪৫ টি মূল রুব্রিক ও ৬,৮৩৮ টি সাব রুব্রিক সহ মোট ১৭,৮৮৩ টি রুব্রিক আত্মস্থ করেছেন।
এ রুব্রিক শিক্ষার মাধ্যমেই আত্মস্থ হয়েছে।
(ক) প্রায় সকল এনাটমি পরিচিতি।
(খ) প্রায় সকল রোগের নাম ও পরিচিতি।
(গ) প্রায় সকল লক্ষণ অনুসন্ধান কৌশল।
অতঃপর আমি দায়িত্ব নিয়ে বলছি: আপনি অবশ্যই সফল ও জ্ঞানী হোমিওপ্যাথ হওয়ার রাজপথে পরিচালিত হবেন, এ পথই আপনাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিবে।
আমি অনুরোধ করে বলছি: মানবতার কল্যাণের লক্ষে কৃচ্ছ সাধনায় আত্মনিয়োগ করুণ, এতেই আপনার নিশ্চিত সাফল্য অর্জিত হবে ইনশাল্লাহ।
– ডাঃ এ আলম হোসাইনী
লেখক
Khorshed Momini – :
Good