Biography
ড. দেবাশিস দাশ একাধারে চিকিৎসক, গবেষক, শিক্ষক এবং কম্পিউটার প্রকৌশলী। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিভুক্ত সিভিল সার্ভিস (বিসিএস ক্যাডার) পোস্ট-গ্র্যাজুয়েট ইন্সটিটিউশনে ডেপুটি ডাইরেক্টর হিসেবে কর্তব্যরত আছেন। পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে ঢাকায় নিয়মিতভাবে প্র্যাকটিস করছেন এবং মাসে একবার কুমিল্লা যান এবং সেখানে ২দিন প্র্যাকটিস করেন। এছাড়াও অনলাইনে ইন্ডিয়া, মালয়েশিয়া, দুবাই, বাহরাইন এবং সৌদি আরবে বিভিন্ন ধরণের রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। উল্লেখ্য যে, তিনি দীর্ঘ ১৫ বছর যাবত একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে সেখানে এসোসিয়েট প্রফেসর (পার্ট-টাইম) হিসেবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে বি.এস.সি. ইঞ্জি. এবং এম.এস.সি. এর ক্লাশ নেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পরীক্ষক।
ড. দাশ বিভিন্ন শিক্ষায় শিক্ষিত। তাঁর মেডিকেল শিক্ষার ঝুড়িতে রয়েছে – ডিএইচএমএস; পিজি হোম (লন্ডন); পিডিটি (ডায়াবেটলজী); পিডিটি (কার্ডিওভাস্কোলার ডিজিজ); সিএনডিডিএন (নিউরো ডিজাবিলিটি এন্ড নিউট্রিশন); সার্টিফাইড ইন্ ওবেসিটি ম্যানেজমেন্ট (ইন্ডিয়া)।
কম্পিউটার শিক্ষার ঝুড়িতে রয়েছে – বিএসসি ইঞ্জি (সিএসই); এমএস (ইলেকট্রনিক্স এন্ড টেলিকম ইঞ্জি.); এমবিএ (এইচ আর এন্ড স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট); এম.ফিল. (ফার্স্ট ক্লাশ ফার্স্ট); পিএইচডি (ফিলোসফি) ডিসটিংশন। এছাড়াও তিনি ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রায় অর্ধ-ডজন আর্ন্তজাতিক বিশেষজ্ঞ সনদ অর্জন করেছেন।
তিনি দেশে-বিদেশে বহু আর্ন্তজাতিক কনফারেন্স, সেমিনার এবং প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন।
বিভিন্ন দৈনিক পত্রিকা, আর্ন্তজাতিক জার্নাল ও ম্যাগাজিনে বিভিন্ন সময়ে তাঁর লেখা স্বাস্থ্য বিষয়ক ও প্রকৌশল বিষয়ক আর্টিকেল প্রকাশিত হয়েছে। গত কয়েক বছরে তাঁর লেখা ৪টি বই অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়।
তিনি সব সময় – মানুষ, সমাজ ও দেশের জন্য গঠনমূলক কাজ করে যেতে চান।
Courses