সকল স্রাব হতে টক গন্ধ আসে, শরীর থেকে টক গন্ধ আসে এমনকি ধৌত করার পরেও। |
টক গন্ধযুক্ত উদারাময়, শিশুর দাঁত উঠার সময় উদারাময়, ডায়াপারে কিছুক্ষণ থাকলে সবুজ হয়ে যায়। |
পরিশ্রমের কাজে যুক্ত থাকার সময় ডাইরিয়া হয়। |
শিশু সর্বদা, বিশেষত রাতে পেটব্যথায় কান্নাকাটি করে, মেজাজ খিটখিটে থাকে, প্রিয় খেলার জিনিসও পছন্দ করে না। |
উপযোগিতা – শিশুদের বিশেষতঃ দাঁত ওঠার সময় উপযোগী।
সারাদেহে টকগন্ধ, স্নান করালে বা ধোয়ালেও 0বিশেষ শিশুর গায়ে টকগন্ধ ছাড়ে, (হিপার, ম্যাগ-কা)।
মলবেগের সাথে শিশু চিৎকার করে ওঠে—মলে টকগন্ধ থাকে। শিশু সারারাত কাদে, ছটফট করে (সোরিন)।
অধৈৰ্য্য শিশু। অনেক কিছু চায়, কাঁদতে থাকে—প্রিয় খেলার জিনিসও পছন্দ করে না (সিনা, ষ্ট্যাফিস)।
মাথার চামড়ায় ঘাম হয় অনবরত ঘাম হতে থাকে, বেশী পরিমাণে ঘাম হয়, ঘুমিয়ে থাকুক বা জেগে থাকুক; চুপ থাকুক বা নাড়াচাড়া করতে থাকুক মাথার চুল সবসময়ই ভেজা, তাতে কখনও টকগন্ধ বার হয় বা হয় না (ক্যাল্কে কা, স্যানিকি)। দাঁত ওঠার সময় কষ্ট—শিশু অস্থির, খিটখিটে ভাব, উত্তেজনাপূর্ণ, মুখ ফ্যাকাসে ও সারাদেহে টক গন্ধ ছাড়ে (ক্রিয়ো, ক্যামো)। বিভিন্ন রকম খাবার খেতে চায় কিন্তু খেতে পারে না দেখতে বিতৃষ্ণা আসে।
পেটে শূলবেদনা — এক হাত বা এক পা খোলা রাখামাত্র ব্যথা হতে থাকে ঐ সাথে ভীষণ টকগন্ধযুক্ত মলত্যাগ করে, দাঁড়ালে ব্যথা বাড়ে মলত্যাগে ব্যথা কমে না।
সম্বন্ধ — দুধ সহ্য হয় না ও শিশুর দেহ হতে টক গন্ধ ছাড়ে এই লক্ষণে ম্যাগ-কার্বের অনুপূরক।
তুলনীয় — ক্যামো, কলোসি, হিপার, ইপি, ম্যাগ-কা, পডো, ষ্ট্যাফি, সাল। যদি মলে টক গন্ধ থাকে—এমতাবস্থায় ম্যাগনেশিয়ার অপব্যবহারের পরে রুবার্বের সাথে বা ব্যতিরেকে এই ওষুধ দেওয়া যেতে পারে।
শক্তি-৬, ৩০।
শিশুদের রোগে যদি অম্লগন্ধবিশিষ্ট উদরাময় বর্তমান থাকে তবে তাহাতে এই ঔষধ প্রায়শঃই ব্যবহার করা হয়। দন্তোদগম কষ্টসাধ্য। শিশুটির সমগ্ৰ গাত্রে টক গন্ধ বারি হয়।
মন — অধৈর্য এবং ভীষণ রাগীবহু প্রকার জিনিসের জন্য বায়না ধরে এবং কাঁদিতে থাকে। (সিনা)।
মাথা – কেশাচ্ছাদিত মাথার ত্বকের উপর ঘর্ম; এই ঘর্মাব অবিরত হইতে থাকে এবং ইহা পরিমাণে প্রচুর। মুখমণ্ডলের উপর শীতল ঘর্ম, বিশেষতঃ মুখবিবর এবং নাসিকার চারিধারে।
মুখবিবর – প্রচুর লালানিঃসরণ। দন্তগুলিতে শীতলতা অনুভূতি। দভোদগম কষ্টসাধ্য; অস্থিরতা এবং খিটখিটে মেজাজ। মুখ হইতে নির্গত শ্বাসবায়ুতে টকগন্ধ (ক্যামোমিলা)।
পাকস্থলী – বহুপ্রকার খাদ্যের জন্য স্পৃহা, কিন্তু শীঘ্রই আবার তাহাতে মন মজে না। পেটের উধবভাগে দপদপানি। পেট যেন ভর্তি রহিয়াছে এইরূপ অনুভূতি।
তলপেট – নাভির চারিধারে শূলবেদনা। শরীরের বস্ত্রাদি উন্মোচন করিলে শূলবেদনা আরম্ভ হয়। পেটের বায়ু মনে হয় যেন বক্ষের দিকে ঠেলিয়া উঠিতেছে।
সরলান্ত্র — মলত্যাগের পূর্বে প্রস্রাব করিবার বেগ নিষ্ফল। মলে অম্ল গন্ধ, নরম কাদার ন্যায় তৎসহ থরথর কম্পন এবং কুন্থণ ও মলদ্বারে জ্বলন। দন্তোদগমকালে উদরাময়, মল টগন্ধযুক্ত। নিষ্ফল মলবেগ, শূলবেদনা।
অবস্থান্তর-সংঘটক – অনাচ্ছাদিত অবস্থায়, আহারান্তে, নড়াচড়ায়, বৃদ্ধি।
সম্বন্ধ — তুলনীয়ঃ ম্যাগ ফস; হিপার সালফার, পডোফাইলাম, ক্যামোমিলা,ইপিকাক।
বিষনাশক – ক্যাম্ফর; ক্যামোমিলা। অনুপূরক ও ম্যাগ কার্ব। শক্তি ৩য় হইতে ৬ষ্ঠ শক্তি।
অপর নাম – রূবাব (Rhubarb)
ইহা পলিগোনেসী জাতীয় উদ্ভিদ। এর শুষ্ক মূল থেকে মূল অরিষ্ট তৈরী করা হয়।
অ্যালোপ্যাথরা জ্যালাপার ন্যায় এই ঔষধটিও অপব্যবহার করেন। কিন্তু হোমিওপ্যাথি মতে ব্যবহৃত হলে এর মূল্যবান ভৈষজ গুণ বিকশিত হয়।
* রিউমের প্রধান পরিচালক লক্ষণ – অগন্ধ মল। উহা বাদামী বর্ণের শ্লেষ্মা মিশ্রিত পাতলা লেইয়ের মত হয়। প্রায়ই মল ত্যাগের আগে পেটে উদরশূল বেদনার ন্যায় বেদনা থাকে ও মলত্যাগের পর কুন্থন থাকে। ইহা শিশুদের উদরশূলযুক্ত উদরাময়েও বিশেষভাবে উপযোগী।
* এই ঔষধের আর একটি বিশেষ লক্ষণ হল – “শিশুর সারাদেহ থেকেই টকগন্ধ বের হয়, এমনকি শিশুকে যতই ঘোয়ান হোক না কেন, তাতে টকগন্ধ দূর হয় না।”
* দাঁত উঠবার সময় পেটের বেদনায় ও উদরাময়ে রিউম ও ম্যাগ্নেসিয়া কাৰ্বের মধ্যে একটিকে মনোনয়ন করতে হয়।