প্রচুর চুলকানি যুক্ত প্রায় গোল চাকার মত এক প্রকার চর্ম উদ্ভেদকে দাদ বলে। এটি সংক্রমক চর্ম রোগ। ডারমাটোফাইট নামক এক প্রকার ছত্রাক দ্বারা এটি সংক্রামিত হয়। রোগটি মাথা, মুখমণ্ডল ও কোমর সহ শরীরের বিভিন্ন স্থানে হতে পারে।
প্রকারভেদ (Types):
* Tinea Capitis (মাথার দাদ) এর ফলে চুল ভেঙ্গে যায় বা মাথার কিছু অংশে চুল কমে যায় ও চুলকায়।
* Tinea Barbae (দাড়ির স্থান বা চিবুকের দাদ) Bald patches অর্থাৎ গোল হয়ে দাড়ির স্থানে দাদ ও চুলকায়।
* Tinea Cruris (কুচকির দাদ) কুচকিতে এবং রানের ভিতরের অংশে দাদ।
* Tinea Corporis (পিঠ, পেট এবং গায়ে দাদ)।
* Tinea Pedis (পায়ের তলার বা পাতার দাদ)।
* Tinea Unguium (নখের দাদ)।
উপসর্গ ও লক্ষণ (Symptom & Sign):
দাদ হলে সাধারণত চামড়ার উপর গোলাকার ক্ষতের সৃষ্টি হয়। এটি দেখতে অনেকটা চাকার মতো যার কিনারগুলো সামান্য উঁচু হয়। যতই দিন যায় চাকার পরিধি বাড়তে থাকে আর কেন্দ্রের দিকে বা ভিতরের দিকে ভালো হয়ে যেতে থাকে। ক্ষত স্থান থেকে খুসকির মতো উঠে কখনো কখনো পানি ভর্তি দানা বা পুঁজ ভর্তি দানা হয়। ক্ষত স্থান অত্যন্ত চুলকায়। মাথার দাদ হলে আক্রান্ত স্থানের চুল পরে যায়। কোমরে বা কুচকিতে হলে চামড়া সাদা ও পুরু হয়ে যায়। নখে হলে নখ অস্বচ্ছ ও ভঙ্গুর হয়ে যায়।
ল্যাব পরীক্ষা (Investigation):
* Blood sugar with urine sugar
* Skin Scraping of hairs & nail shaving for fungus (M/E)
পরিচর্যা (Care):
* ক্ষতস্থান শুকনো রাখার চেষ্টা করা
* তেল সাবান না লাগানো ভালো।
* সংক্রমণের জায়গাটা যথা সম্ভব খোলা রাখতে হবে।
* গেঞ্জি, মোজা, আন্ডারওয়্যার ১/২ দিন পরপর পরিষ্কার করতে হবে।
চিকিৎসা: নিম্নে বর্ণিত লক্ষণ ও তার ঔষধ সমূহ প্রাথমিক ভাবে বিবেচনায় নিয়ে সফল হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব।
দাদের রুব্রিক ও ঔষধ সমূহঃ
- দাদ RINGWORM, general (32) 1 anac, 1 anag, 1 ars-s-f, 3 BAC, 2 bar-c, 2 calc, 1 calc-acet, 1 chrysar, 1 clem, 1 dulc, 1 dys-co, 1 equis, 2 eup-per, 2 graph, 1 hell, 1 hep, 1 iod, 2 lith, 1 mag-c, 1 med, 2 nat-c, 3 NAT-M, 1 phos, 3 PHYT, 2 sanic, 3 SEP, 1 spong, 1 sulph, 1 syc-co, 3 TELL, 3 THUJ, 3 TUB
- দাদ, মধ্যচ্ছেদা চক্র যুক্ত RINGWORM, general rings, in intersecting (1) 1 tell
- দাদ, ভিন্ন ভিন্ন স্থানে দাগ দাগ RINGWORM, general spots, in isolated (1) 1-Sep
- দাদ, প্রতি বসন্তকালে RINGWORM, general spring, every (1) 3-Sep
- দাদ, দাড়ি স্থানে RINGWORM, general ringworm, beard (35) 1 ant-t, 1 anthr, 1 ars, 1 aur-m, 2 bac, 2 calc, 1 calc-s, 1 chrysar, 2 cic, 1 cinnb, 1 cocc, 1 cypr, 2 graph, 2 kali-bi, 1 kali-m, 1 lith, 2 lyc, 1 mag-p, 1 med, 1 nat-s, 2 nit-ac, 1 petr, 1 phyt, 1 plan, 2 plat, 1 rhus-t, 1 sabad, 1 sep, 1 sil, 2 staph, 1 stront-c, 1 sul-i, 2 sulph, 1 tell, 3 THUJ
- দাদ, মুখমণ্ডলে (21) RINGWORM, general ringworm, face (21) 1 anag, 2 bac, 1 bar-c, 1 calc, 1 cinnb, 1 clem, 1 dulc, 2 graph, 1 hell, 1 kali-chl, 1 lith, 1 lyc, 2 nat-c, 2 nat-m, 1 phos, 3 SEP, 1 sulph, 1 tarent, 2 tell, 2 thuj, 3 TUB
- দাদ, মাথায় RINGWORM, general ringworm, head (7) 3 CALC, 3 DULC, 2 phyt, 2 sep, 1 tell, 1 thuj, 1 tub
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “দাদ Skin, RINGWORM” পরিচ্ছেদের বর্ণনা। সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য
নোটঃ যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।
[dzs_videogallery id=”hdhomeo” db=”main”]