Samb: অধিকাংশ রোগের সময় নিদ্রা হতে উঠলে প্রচুর ঘর্ম হয় কিন্তু নিদ্রার সময় শরীর শুষ্ক ও গরম থাকে।
Samb: শুষ্ক কাশির সহিত স্বরভঙ্গ ও বুকের ভিতর শাঁই শাঁই শব্দ ও শ্বাসকষ্ট- মধ্য রাতে বৃদ্ধি।
Samb: রাতে হঠাৎ শিশু রোগী জেগে উঠে বসে যেন তার কণ্ঠরোধ হওয়ার উপক্রম হয়েছে এমন মনে হয়, শিশু রোগীর মুখমণ্ডল নীলবর্ণ হয়ে যায় এবং নিশ্বাস ফেলতে কষ্ট হয়।
Samb: মাথা নিচু করে শয়ন করলে কাশি হয়।
Samb: প্রচুর প্রস্রাব হয় ও সেই সঙ্গে শরীর শুষ্ক থাকে, কোনো কোনো সময় বারে বারে প্রস্রাব হয় কিন্তু প্রস্রাবের মাত্রা খুবই কম।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< শুষ্ক ঠান্ডা বাতাসে
< গরম লাগার সময় ঠান্ডা পানীয় পান করলে < মাথা নিচু করে রাখলে < নড়াচড়ায় < বিশ্রামে < শুয়ে থাকলে < মধ্যরাতে (কাশি) |
> বিছানায় উঠে বসলে
> নড়াচড়ায় > কাপড় দ্বারা শরীর আবৃত করে রাখলে |