Sanguinaria Canadensis [Sang] স্যাঙ্গুইনেরিয়া ক্যান

Sang: পাকস্থলীর গোলযোগ সংক্রান্ত মাথা ব্যথা, লক্ষণ সমূহ যেন পাকস্থলী থেকে মাথার দিকে যাচ্ছে, পিত্ত বমি হলে উপশম।

Sang: মাথায় ও বক্ষে রক্তাধিক্য তার সহিত বিকালে গালে লালচে বৃত্তের মত ও শ্বাসক্রিয়া সংক্রান্ত অসুস্থতা।

Sang: স্ত্রীলোকের স্বাভাবিক রজঃলোপকালে শরীর ও মুখমণ্ডল থেকে গরমের ঝলকা বের হয়।

Sang: সালফারের মত হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে জ্বালা।

Sang: অধোবায়ু নির্গত হলে কাশির উপশম, সর্দি হলে ডায়রিয়া হয়।

Sang: ডান পাশে শয়ন করা অসম্ভব, বাম পাশে কিছুটা কাত হয়ে শোয়া যায়।

 

বৃদ্ধি হয় উপশম হয়
> ঘুম পারলে মাথা ব্যথার উপশম

> বায়ুত্যাগ করলে কাশির উপশম

> বমি হলে

> অন্ধকার ঘরে শান্ত হয়ে বসে থাকলে

> টক খাবার খেলে

< সূর্যের উত্তাপে

< দুর্গন্ধে

< কাঁপুনিতে, ঝাঁকুনিতে

< ঠাণ্ডা বাতাসে, দমকা হাওয়ায়

< স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাতের ব্যথা বৃদ্ধি

< নড়াচড়ায়

< স্পর্শে

< ঘাম হলে

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *