Sarsaparilla Officinalis [Sars] সার্সাপ্যারিলা অফিসিনালিস

Sars: প্রস্রাবের মধ্যে সাদা বালির মত তলানি জমে।

Sars: দাঁড়ালে ভালো ভাবে প্রস্রাব হয়, প্রস্রাব করা শেষ হওয়ার সময় ব্যথা লাগে, অনেক সময় ব্লাডার ফুলে উঠে ও উক্ত রিজনে হাত ছোঁয়া যায় না।

Sars: শীর্ণতা, বিশেষ করে গলার ভাঁজ যুক্ত স্থানে চামড়া ঝুলে থাকে, শিশুকে বুড়ার মত দেখায়, পেটটি বড়, চামড়া শুষ্ক ও বলিযুক্ত।

Sars: রজঃস্রাবের পূর্বে স্ত্রীলোকের কপালে চুলকানিযুক্ত উদ্ভেদ উঠে, খোলা বাতাসে থাকলে গায়ে একপ্রকার শুষ্ক চুলকানির মত উদ্ভেদ উঠে, সর্বশরীরে দাউদের মত চর্মরোগ হয়।

 

বৃদ্ধি হয় উপশম হয়
< স্যাঁতস্যাঁতে পরিবেশে বা আবহাওয়ায়

< রাতে

< প্রস্রাব করার পরে

< হাই উঠালে

< বসন্তকালে

< নড়াচড়ায়

< মাসিকের পূর্বে

> ঘাড় ও বুক অনাবৃত করে রাখলে

> দাঁড়িয়ে থাকলে

> উষ্ণতায়

> বিশ্রামে

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *