কাটা-ছেড়া, আঘাত বা অপারেশনের কারণে আমাদের শরীরে ক্ষত সৃষ্টি হয়, উক্ত ক্ষত স্বাভাবিক পন্থায় না শুঁকিয়ে যদি আরোও খারাপ অবস্থা হতে থাকে বা শুঁকিয়ে যাওয়ার পড়ে যদি পুনরায় রোগাক্রান্ত হয় তাহলে নিম্নে বর্ণিত লক্ষণ ও তার ঔষধ সমূহ প্রাথমিক ভাবে বিবেচনায় নিয়ে সফল হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব।
ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা
ক্ষতের দাগের রুব্রিক ও ঔষধ সমূহঃ
- ক্ষতের দাগ SCARS, (35) 1 ars, 2 bad, 2 bell-p, 1 calc, 1 calc-f, 3 CALEN, 1 carb-v, 1 caust, 1 crot-h, 1 cupre-l, 3 FL-AC, 1 gast, 3 GRAPH, 1 hyper, 2 iod, 1 kali-bi, 2 lach, 1 maland, 1 merc, 1 naja, 3 NIT-AC, 1 nux-v, 1 petr, 1 phos, 1 psor, 1 rhus-t, 1 sabin, 3 SIL, 1 sul-ac, 1 sulph, 1 syph, 3 THIOSIN, 1 tub, 1 vac, 1 vip
- ক্ষতের দাগ, লেগে থাকে SCARS, adherent (1) 1 dros
- ক্ষতের দাগ, পিড়ায় আক্রান্ত SCARS, affections (9) 2 caust, 2 fl-ac, 2 graph, 2 iod, 1 nit-ac, 1 phyt, 1 sil, 1 sul-ac, 2 thiosin
- ক্ষতের দাগ, কালো SCARS, black (1) 1 asaf
- ক্ষতের দাগ, রক্ত ঝরে SCARS, bleed (4) 2 lach, 1 m-p-a, 1 phos, 1 sep
- ক্ষতের দাগ, তার উপড়ে ফোস্কা হয় SCARS, blisters, form on (1) 1 mag-c
- ক্ষতের দাগ, নীল SCARS, blue (5) 1 ant-c, 2 bad, 1 cench, 1 lach, 1 sul-ac
- ক্ষতের দাগ, ভাঙ্গা ও খোলা SCARS, break open (22) 1 asaf, 2 bor, 1 calc-p, 3 CALEN, 2 carb-an, 1 carb-v, 2 caust, 1 con, 1 croc, 2 crot-h, 1 fl-ac, 1 glon, 2 graph, 2 iod, 2 lach, 1 m-p-a, 1 nat-c, 2 nat-m, 3 PHOS, 3 SIL, 1 sulph, 1 vib
- ক্ষতের দাগ, ভাঙ্গা খোলা ফাটা এবং পুড়ে যাওয়া যেন SCARS, break open cracks and burns (1) 1 sars
- ক্ষতের দাগ, ভাঙ্গা ও খোলা স্থান হতে পূজ হয় SCARS, break open suppurates (2) 1 calen, 1 croc
- ক্ষতের দাগ, হতে জ্বলে SCARS, burn, from (5) 1 ars, 2 carb-an, 2 graph, 1 lach, 1 tell
- ক্ষতের দাগ, ভিতর দিকে ডেবে যায় SCARS, depressed (5) 1 carb-an, 2 kali-bi, 1 kali-i, 1 sil, 1 syph
- ক্ষতের দাগ, টেনে ধরার মত ব্যথা SCARS, drawing (2) 1 graph, 1 sep
- ক্ষতের দাগ, উঁচু উঁচু SCARS, elevated (1) 2 bad
- ক্ষতের দাগ, সবুজ SCARS, green (1) 1 led
- ক্ষতের দাগ, সবুজে রপান্তর SCARS, green turn (1) 1 led
- ক্ষতের দাগ, শক্ত SCARS, hard (3) 1 calc-f, 1 fl-ac, 2 graph
- ক্ষতের দাগ, চুলকানি যুক্ত SCARS, itching (5) 1 alum, 2 fl-ac, 2 iod, 1 led, 1 naja
- ক্ষতের দাগ, গুটিকা বা ক্ষুদ্র স্ফীতি SCARS, nodules (1) 1 sil
- ক্ষতের দাগ, বেদনাদায়ক হয়ে উঠে SCARS, painful, become (16) 2 carb-an, 1 con, 1 crot-h, 1 eug, 1 graph, 2 hyper, 1 kali-c, 2 lach, 1 lyss, 1 mag-n, 2 nat-m, 2 nit-ac, 1 nux-v, 1 phos, 3 SIL, 1 sul-ac
- ক্ষতের দাগ, বেদনাদায়ক হয়ে উঠে, খোলা বাতাসে বৃদ্ধি SCARS, painful, become air, open in agg. (1) 1 graph
- ক্ষতের দাগ, অস্থি বেদনাদায়ক হয়ে উঠে SCARS, painful, become bones (1) 1 mag-m
- ক্ষতের দাগ, বেদনাদায়ক হয়ে উঠে, আবহাওয়ার পরিবর্তনে SCARS, painful, become change of weather, on (2) 1 carb-an, 2 nit-ac
- ক্ষতের দাগ, বেদনাদায়ক হয়ে উঠে, স্পর্শ করলে SCARS, painful, become touch, on (2) 1 hep, 1 puls
- ক্ষতের দাগ, ফুস্কুড়িযুক্ত SCARS, pimply (1) 1 iod
- ক্ষতের দাগ, যেন চাপছে SCARS, pressing (4) 1 carb-v, 1 kali-c, 1 petr, 1 sulph
- ক্ষতের দাগ, বেগুনী লাল বর্ণের SCARS, purple (1) 1 asaf
- ক্ষতের দাগ, বিকৃত বর্ণের হতে থাকে SCARS, raised, discolored (1) 1 bad
- ক্ষতের দাগ, লাল হয়ে ওঠে SCARS, red, become (9) 1 ant-c, 1 bad, 2 fl-ac, 3 LACH, 2 merc, 1 nat-m, 1 sil, 1 stram, 2 sul-ac
- ক্ষতের দাগ, লাল হয়ে ওঠে, চতুর্দিকের কিনারা SCARS, red, become around edges (1) 2 fl-ac
- ক্ষতের দাগ, লাল হয়ে ওঠে, অথবা নীল SCARS, red, become blue, or (1) 1 sul-ac
- ক্ষতের দাগ, তীক্ষ্ণ SCARS, sharp (4) 1 chin, 1 mez, 1 petr, 2 sil
- ক্ষতের দাগ, উজ্জল বা চকচকে SCARS, shining (1) 1 sil
- ক্ষতের দাগ, প্রদাহিত স্পর্শকাতর বেদনাময় হয়ে ওঠে SCARS, sore, become (4) 1 caust, 2 fl-ac, 1 nux-v, 3 SIL
- ক্ষতের দাগ, হুল ফুটার ন্যায় ব্যথা SCARS, stinging (3) 2 carb-an, 2 sil, 2 sul-ac
- ক্ষতের দাগ, ছিন্নকর ব্যথা SCARS, tearing (4) 1 carb-v, 1 graph, 1 petr, 1 sep
- ক্ষতের দাগ, টানবোধ SCARS, tension, in (1) 1 kali-c
- ক্ষতের দাগ, ঘন মোটা SCARS, thick (1) 1 graph
- ক্ষতের দাগ, ক্ষতকর SCARS, ulcerate (2) 1 asaf, 1 calc-p
- ক্ষতের দাগ, তার সহিত সিরা খচিত SCARS, veins, studded with (1) 1 cench
- ক্ষতের দাগ, চতুর্দিকে ফোস্কা SCARS, vesicles, around (1) 2 fl-ac
- ক্ষতের দাগ, সাদা SCARS, white (2) 1 rad-br, 1 syph
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “ক্ষতের দাগ Skin, SCARS” পরিচ্ছেদের বর্ণনা। সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য
নোটঃ যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।