সেবাসিয়াস সিস্টের হোমিও চিকিৎসা ও ঔষধ

সেবাসিয়াস সিস্টের হোমিও চিকিৎসা

সেবাসিয়াস সিস্ট কী? | What is Sebaceous Cysts?

শিশুদের ত্বকে এক ধরণের হলদে বা সাদাটে পিণ্ড হতে দেখা যায়, যাকে সেবেসিয়াস সিস্ট বলা হয়। সেবাসিয়াস সিস্ট সাধারণত ক্ষতির কারণ হয় না এবং শিশুকে তেমন একটা কষ্ট দেয় না, এটি নিজে থেকে চলে যায় কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি দীর্ঘ সময় ধরে সমস্যাটি থাকে তাহলে চিকিৎসা প্রয়োজন, যদি চিকিৎসা না করা হয় তাহলে সিস্টটি চিরকাল শরীরে থেকে যেতে পারে। সেবাসিয়াস সিস্টের হোমিও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

সেবাসিয়াস সিস্টের কারণসমূহ | Causes of Sebaceous Cysts:

সেবাসিয়াস সিস্ট আমাদের ত্বকের সেবেসিয়াস গ্রন্থি থেকে উৎপন্ন হয়। যদি সেবাসিয়াস গ্রন্থি বা তার নালী ক্ষতিগ্রস্ত বা ব্লক হয়ে যায় তাহলে সিস্ট উৎপন্ন হতে পারে। এছাড়াও সিস্টগুলি মিসশেপেন বা বিকৃত নালী বা বেসাল সেল নেভাস সিন্ড্রোমের মতো জেনেটিক অবস্থার কারণেও তৈরি হতে পারে।

সেবাসিয়াস সিস্টের লক্ষণসমূহ | Symptoms of Sebaceous Cysts

সেবেসিয়াস সিস্টের প্রধান উপসর্গ হলো ত্বকের নিচে ছোট পিণ্ড হওয়া। পিণ্ড সাধারণত বেদনাদায়ক হয় না। তবে কিছু ক্ষেত্রে সিস্ট স্ফীত হতে পারে এবং স্পর্শ করলে কোমল মনে হতে পারে। যদি সিস্টে প্রদাহ হয় তাহলে সিস্টের অংশের ত্বক লাল এবং গরম হতে পারে।

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

রুব্রিক SEBACEOUS, CYSTS:  (12)
অর্থ শিশুর ত্বকে সেবাসিয়াস সিস্ট
ঔষধ 2 Calc, 1 Lyc, 1 Sulph, 3 Sil, 2 Bar-c, 3 Graph, 2 Kali-c, 2 Hep, 1 Agar, 2 Lob, 1 Nit-ac, 1 Nat-c,
রুব্রিক SEBACEOUS, CYSTS: Scalp, of:  (10)
অর্থ মস্তক ত্বকে সেবাসিয়াস সিস্ট
ঔষধ 2 Calc, 1 Lyc, 3 Sil, 2 Bar-c, 3 Graph, 2 Kali-c, 2 Hep, 1 Agar, 2 Lob, 1 Nat-c,

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন