Sepia Succus [Sep] সিপিয়া সাক্কাস

Sep: শরীরের অভ্যন্তরে একটা ঢেলা আছে বা ঢেলা গড়াগড়ি করছে এমন অনুভূতি।

Sep: অল্পতেই অজ্ঞান হয়ে যায়, বিশেষ করে প্রার্থনা করার সময়।

Sep: সংসারের সকল বিষয়েই উদাসীনা, স্বামী বা সন্তানদের প্রতি স্নেহ মমতার অভাব।

Sep: খাবারের কথা চিন্তা করলে বা খাবারের দিকে তাকালে অসুস্থতা।

Sep: মুখমণ্ডল ফ্যাকাসে, নাকের গোঁড়ার দিকে, গালে ও বুকে মেছতার মত বাদামি দাগ।

Sep: জরায়ুতে প্রসব বেদনার মত ব্যথা, যোনিদ্বার ও তলপেট হতে যেন কিছু বের হয়ে আসছে এমন অনুভূতি, সেজন্য উরুর উপর ঊরু দিয়ে চেপে বসে থাকে।

 

বৃদ্ধি হয় উপশম হয়
< ঠাণ্ডা বাতাসে

< উত্তরের বাতাসে

< তুষারঝরে

< তুষারপাতে

< ভিজে গেলে

< সহসবাসকালে

< অত্যাধিক যৌনতায়

< গর্ভাবস্থায়

< মাসিকের আগে

< গর্ভপাতে

< বসলে

< দাঁড়িয়ে থাকলে

< হাঁটু গেড়ে বসলে

< সামনে ঝুঁকলে

< সকালে ও সন্ধ্যায়

< প্রথম ঘুমের পর অঙ্গ-প্রত্যঙ্গ উঠালে

< ঘুমিয়ে পড়লে

< ঘর্ষণে

< চুলকালে

< বজ্রপাতের পূর্বে

< স্পর্শে

< আরোহন করলে

> মারাত্মকভাবে নড়াচড়ায়

> বিছানার উষ্ণতায়

> উত্তাপ প্রয়োগে

> ঠান্ডা পানীয় পানে

> ঠান্ডা পানি দ্বারা গোসল করলে

> খোলা বাতাসে

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *