Serum Bilirubin বা Bile Pigment (সিরাম বিলিরুবিন):
স্বাভাবিক মান:
- Normal Value = 2 – 0.8 mg/100ml of blood
বৃদ্ধি পায়:
- বাইল ডাক্টের মধ্যে কনোও বাধা পেলে,
- গলস্টোন,
- জন্ডিস,
- লিভারের ক্ষত বা প্রদাহ,
- অতিরিক্ত রক্তপাত হলে
- রক্ত কনিকা (B.C) ভেঙ্গে গেলে
- হিমোলাইসিস হলে । ইত্যাদি
Serum Cholesterol (সিরাম কোলেস্টেরল):
স্বাভাবিক মান:
- Normal Value = 120 – 125 mg/100ml of blood
এর মধ্যে ৭০ থেকে ১২০ গ্রাম থাকে Ester Formed এবং ১৫ থেকে ২৫ গ্রাম থাকে Ester Free .
বৃদ্ধি পায়:
- লাইপয়েড,
- নেফ্রোসিস,
- লিভারের এমিলয়েড,
- সিরোসিস,
- মিক্সোডিমা,
- অবস্ট্রাকটিক জন্ডিস,
- ডায়াবেটিস মেলিটাস,
- হার্ট ডিজিজ ইত্যাদি রোগে ।
কমে যায়:
- হাইপার থাইরোডিজম,
- পারনিসাস এনিমিয়া,
- একুইট ইনফেকশন,
- হ্যামোলাইটিক জন্ডিস,
- কঠিন লিভারের পীড়া হলে Ester formed cholesterol কমে যায় ।
সফল রোগীর ভিডিও প্রমাণ
Serum Sodium (সিরাম সোডিয়াম):
স্বাভাবিক মান:
- Normal Value = 306 – 336 mg/100ml of blood
কমে যায়:
- এডিসন্স রোগ,
- অতিরিক্ত উদরাময়,
- উচ্চ জ্বর,
- ডায়াবেটিস এসিডোসিস ইত্যাদি রোগে ।
Serum Potassiam (সিরাম পটাসিয়াম):
স্বাভাবিক মান:
- Normal Value = 15 – 22 mg/100ml of blood
বৃদ্ধি পায়:
- এডিসন্স রোগে,
- কিডনি রোগে ।
কমে যায়:
- Diuretics দেওয়ার পর ।
Serum Calcium (সিরাম ক্যালসিয়াম):
স্বাভাবিক মান:
- Normal Value = 9 – 11 mg/100ml of blood
বৃদ্ধি পায়:
- প্যারাথাইরয়েড গ্রন্থির অতি বৃদ্ধি,
- বেশী ভিটামিন দেহে সঞ্চয় হলে,
- প্যারাথাইরয়েড গ্রন্থির নির্যাস দেহে ইনজেকশন দিলে ।
কমে যায়:
- প্যারাথাইরয়েডের কাজ কম হলে,
- নেফ্রাইটিস,
- ইউরেমিয়া,
- রিকেট ইত্যাদি রোগে ।
[PGPP id=1214]