Sil: মন দুর্বল, ব্যাকুল ও বিষণ্ণ, নম্র ও ভীরু স্বভাব, মানসিক পরিশ্রমে কষ্টঅনুভূতি, লিখতে, পড়তে বা কোন বিষয়ে ভাবতে গেলে রোগী অত্যন্ত ক্লান্তি অনুভূতি করে, নৈতিক ও দৈহিক দৃঢ়তার অভাব।
Sil: মলদ্বারে ফিস্টুলা, পায়খানা কষা, প্রচণ্ড কোঁথানি দিতে হয়, কিছুটা পায়খানা বাইরে এসে পুনরায় ঢুঁকে যায়।
Sil: পায়ের তলায় অত্যন্ত দুর্গন্ধ যুক্ত ঘর্ম, পায়ের ঘর্ম চাপা পরে অসুস্থতা।
Sil: শিশু বুকের দুধ খেলে মায়ের ভেজাইনা দিয়ে রক্তস্রাব হয়।
Sil: গলায় মাছের কাটা, শরীরের কোথাও কাটা, স্প্লিনটার, সুঁই ইত্যাদি বিঁধলে তা উঠাতে কার্যকরী।
Sil: গলায় চুল আটকে থাকার অনুভূতি।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< ঠান্ডায়
< বাতাসে < দমকা হাওয়ায় < পোশাক খুললে < গোসল করলে < ঘাম চাপা পড়লে, (বিশেষ করে পায়ের তলার ঘাম) < স্নায়বিক উত্তেজনায় < আবহাওয়ার পরিবর্তনে < সেঁতসেঁতে পরিবেশে বা আবহাওয়ায় < আলোতে, শব্দে, ঝাঁকুনিতে < স্পর্শে < চাপনে < রাতে < চাঁদের পরিবর্তনে < মানসিক পরিশ্রমে < অ্যালকোহল পানে |
> উষ্ণ কাপড় দ্বারা মাথা আবৃত করে রাখলে
> ভেজা সেঁতসেঁতে আবহাওয়ায় > প্রচুর মূত্রত্যাগ করলে |