Spigelia Anthelmia [Spig] স্পাইজেলিয়া

Spig: অত্যধিক হৃদস্পন্ধন যার ফলে বক্ষ কাঁপতে থাকে এবং হার্টবিটের শব্দ নিজের কানে শুনতে পায়।

Spig: তোৎলামি সেইসাথে কৃমি, প্রথম অক্ষর ৩ বা ৪ বার বলে।

Spig: ভিতর থেকে বাইরের দিকে ঠেলা মারা বেদনা বা নিচ থেকে উপরের দিকে উঠা বেদনা।

Spig: দাঁতের ব্যথা ঠাণ্ডা পানি বা তামাক সেবনে বৃদ্ধি, খাবার খাওয়ার সময় উপশম।

Spig: আলপিন, সুঁচ ইত্যাদি সুঁচালো জিনিসে অত্যন্ত ভয়, ভবিষ্যতে কোনো অনিষ্ট ঘটবে এজন্য আতঙ্ক।

 

বৃদ্ধি হয় উপশম হয়
< স্পর্শে

< নড়াচড়ায়

< সূর্যের উত্তাপে

< সকালে ঘুম থেকে উঠলে

< সহবাস করলে

< তামাক সেবনে

< খাওয়ার পরপরই

< ঠান্ডায়

< সামান্য দমকা হাওয়ায়

< স্যাঁতসেঁতে পরিবেশে বা আবহাওয়ায়

< বৃষ্টিযুক্ত আবহাওয়ায়,

< ঠান্ডা বাতাসে

< ঠান্ডা পানিতে ধৌত করলে

< খোলা বাতাসে হাঁটলে

> বিশ্রামে

> মাথা উঁচু করে শুয়ে থাকলে

> উষ্ণতায়

> ঠান্ডা প্রয়োগে

> তামাক সেবনে

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *