স্পাইনাল বিফিডার হোমিওপ্যাথিক চিকিৎসা
স্পাইনাল বিফিডা কী? | What is Spinal Bifida?
এটি একটি জন্মগত ত্রুটি যা মেরুদণ্ড এবং মেরুদণ্ডের কর্ড সঠিকভাবে তৈরি না হওয়ার ফলে হয়ে থাকে। এটি এক ধরনের নিউর্যাল টিউব ডিফেক্ট। নিউর্যাল টিউব হলো একটি বিকাশমান ভ্রূণের গঠন যা অবশেষে শিশুর মস্তিষ্ক, মেরুদন্ড ও টিস্যুতে পরিণত হয়। ত্রুটির ধরন, আকার, অবস্থান এবং জটিলতার উপর নির্ভর করে স্পাইনাল বিফিডা সামান্য থেকে গুরুতর হতে পারে। যখন প্রয়োজন হয়, স্পাইনাল বিফিডার প্রাথমিক চিকিৎসায় অস্ত্রোপচার করা হয়- যদিও এই ধরনের চিকিৎসা সবসময় সমস্যার সম্পূর্ণরূপে সমাধান করে না। স্পাইনাল বিফিডার হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
স্পাইনাল বিফিডার কারণসমূহ | Causes of Spinal bifida:
চিকিৎসকরা নিশ্চিত নন যে ঠিক কি কারণে স্পাইনাল বিফিডা হয়। এটি জেনেটিক, পুষ্টি ও পরিবেশগত ঝুঁকির কারণসমূহের সংমিশ্রণ থেকে রোগটি হয় বলে ধারণা করা হয়। যেমন: নিউর্যাল টিউবের ত্রুটি ও ভিটামিন বি-৯ এর অভাবের পারিবারিক ইতিহাস। সাধারণত গর্ভাবস্থার প্রথম দিকে নিউর্যাল টিউব তৈরি হয় এবং গর্ভধারণের ২৮ তম দিনে এটি বন্ধ হয়ে যায়। স্পাইনাল বিফিডায় আক্রান্ত শিশুদের মধ্যে নিউর্যাল টিউবের একটি অংশ বন্ধ হয় না বা সঠিকভাবে বিকশিত হয় না, যারফলে মেরুদণ্ড এবং মেরুদণ্ডের হাড়ের সমস্যা তৈরি হয়।
স্পাইনাল বিফিডার প্রকারভেদ | Types of Spinal Bifida:
স্পাইনাল বিফিডা বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন:
অকালটা | Occulta
অকালটা মানে লুকানো। এটি সবচেয়ে হালকা এবং সাধারণ প্রকার। স্পাইনাল বিফিডা অকালটা মেরুদণ্ডের এক বা একাধিক হাড়ের (কশেরুকা) ছোট ফাঁকা স্থানের ফলে হয়ে থাকে। যাদের স্পাইনাল বিফিডা অকালটা আছে তাদের এক্স-রে না করা হলে তারা এটা বুঝতেও পারে না।
মাইলোমেনিনগোসিল | Myelomeningocele
এটি ওপেন স্পাইনাল বিফিডা নামেও পরিচিত। মাইলোমেনিনগোসিল সবচেয়ে গুরুতর প্রকার। মেরুদণ্ডের এক বা একাধিক কশেরুকা বরাবর খোলা থাকে। ঝিল্লি ও মেরুদণ্ডের স্নায়ুর চাপে শিশুর পিঠে থলির মতো তৈরি হয়, যার মধ্যে সাধারণত টিস্যু ও স্নায়ুসমূহ দেখা যায়। এটি শিশুকে প্রাণঘাতী সংক্রমণপ্রবণ করে তোলে এবং পক্ষাঘাত, মূত্রাশয় ও অন্ত্রের কর্মহীনতার কারণ হতে পারে।
মেনিনগোসিল | Meningocele
এটি বিরল ধরণের স্পাইনাল বিফিডা যা মেরুদন্ডের তরল থলি দেখে চিহ্নিত করা হয়। এ ধরনের স্পাইনাল বিফিডার ফলে কোনো স্নায়ু প্রভাবিত হয় না এবং মেরুদণ্ডের কর্ড উক্ত তরল থলিতে থাকে না। মেনিনগোসিলে আক্রান্ত শিশুদের মূত্রাশয় ও অন্ত্রকে প্রভাবিত করে এবং কাজকর্ম করার ক্ষেত্রে ছোটখাটো সমস্যা থাকতে পারে।
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক | SPINAL, BIFIDA: (25) |
অর্থ | মেরুদণ্ডীয় বিফিডা |
ঔষধ | 2 Calc, 1 Phos, 1 Lyc, 1 Sulph, 2 Calc-p, 3 Sil, 1 Bar-c, 1 Merc, 1 Ars, 1 Tub, 1 Staph, 2 Psor, 1 Graph, 1 Bry, 1 Lach, 1 Hep, 1 Syph, 1 Arn, 1 Asaf, 1 Nit-ac, 1 Dulc, 1 Mez, 1 Carb-v, 1 Ruta, 2 Calc-s, |
রুব্রিক | INFANTS, GENERAL: Spinal, bifida: (1) |
অর্থ | ইনফ্যান্ট শিশুর স্পাইনাল বিফিডা |
ঔষধ | 2 Calc, |
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন